মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

مشكاة المصابيح للتبريزي

২১- শিকার ও জবাইয়ের পশুর বিধান - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন

হাদীস নংঃ ৪১৪৮
details icon

পরিচ্ছেদঃ ২. তৃতীয় অনুচ্ছেদ - যেসব প্রাণী খাওয়া হালাল ও হারাম
৪১৪৮। হযরত আবু সা'লাবা খোশানী (রাঃ) হইতে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ্ (ﷺ) হইতে বর্ণনা করিয়াছেনঃ জ্বিন জাতি তিন প্রকার। এক প্রকার জ্বিন, তাহাদের ডানা আছে, তাহারা শূন্যে উড়িয়া বেড়ায়। দ্বিতীয় প্রকারের জ্বিন, তাহারা সাপ ও কুকুরের আকৃতি ধারণ করে। আর তৃতীয় প্রকারের জ্বিন, কোন এক নির্দিষ্ট স্থানে অবস্থানও করে এবং তথা হইতে অন্যত্র চলিয়াও যায়। — শরহে সুন্নাহ্

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ৪১৪৯
details icon

পরিচ্ছেদঃ ৩. প্রথম অনুচ্ছেদ - আক্বীকার বর্ণনা
৪১৪৯। হযরত সালমান ইবনে আমের দাববী (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিতে শুনিয়াছি, শিশুর জন্মের সাথে আকীকা জড়িত। সুতরাং তাহার পক্ষ হইতে তোমরা রক্ত প্রবাহিত কর। (অর্থাৎ, পশু যবাহ কর) এবং তাহার শরীর হইতে কষ্ট দূর করিয়া দাও (অর্থাৎ, তাহার মাথার চুল কাটিয়া ফেল)। বুখারী

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান