মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২১- শিকার ও জবাইয়ের পশুর বিধান

হাদীস নং: ৪১৪৯
- শিকার ও জবাইয়ের পশুর বিধান
৩. প্রথম অনুচ্ছেদ - আক্বীকার বর্ণনা
৪১৪৯। হযরত সালমান ইবনে আমের দাববী (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিতে শুনিয়াছি, শিশুর জন্মের সাথে আকীকা জড়িত। সুতরাং তাহার পক্ষ হইতে তোমরা রক্ত প্রবাহিত কর। (অর্থাৎ, পশু যবাহ কর) এবং তাহার শরীর হইতে কষ্ট দূর করিয়া দাও (অর্থাৎ, তাহার মাথার চুল কাটিয়া ফেল)। বুখারী
كتاب الصيد والذبائح
بَابُ الْعَقِيْقَةِ: الْفَصْل الأول
عَن سلمانَ بن عامرٍ الضَّبي قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَعَ الْغُلَامِ عَقِيقَةٌ فَأَهْرِيقُوا عَنْهُ دَمًا وأمِيطوا عَنهُ الْأَذَى» . رَوَاهُ البُخَارِيّ

হাদীসের ব্যাখ্যা:

মূলত নবজাত শিশুর মাথার চুলকে বলা হয় আকীকা। অবশ্য সেই চুলগুলি মুড়াইবার সময় যে জন্তু যবাহ করা হয়, উহাকেও আকীকা বলে। আল্লামা কাস্তলানী বলেন, আকীকা করা সুন্নতে মোআক্কাদা। হানাফীদের মতে উহা নফল কাজ। সন্তান জন্মের সপ্তম দিন আকীকার চুল মুড়ানো ও নাম রাখা মোস্তাহাব এবং সে মুড়ান চুলের ওজন পরিমাণ চাঁদি সদকা করা উত্তম।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৪১৪৯ | মুসলিম বাংলা