মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২১- শিকার ও জবাইয়ের পশুর বিধান
হাদীস নং: ৪১৪৮
- শিকার ও জবাইয়ের পশুর বিধান
২. তৃতীয় অনুচ্ছেদ - যেসব প্রাণী খাওয়া হালাল ও হারাম
৪১৪৮। হযরত আবু সা'লাবা খোশানী (রাঃ) হইতে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ্ (ﷺ) হইতে বর্ণনা করিয়াছেনঃ জ্বিন জাতি তিন প্রকার। এক প্রকার জ্বিন, তাহাদের ডানা আছে, তাহারা শূন্যে উড়িয়া বেড়ায়। দ্বিতীয় প্রকারের জ্বিন, তাহারা সাপ ও কুকুরের আকৃতি ধারণ করে। আর তৃতীয় প্রকারের জ্বিন, কোন এক নির্দিষ্ট স্থানে অবস্থানও করে এবং তথা হইতে অন্যত্র চলিয়াও যায়। — শরহে সুন্নাহ্
كتاب الصيد والذبائح
وَعَن أبي ثعلبةَ الخُشَنيَّ يَرْفَعُهُ: «الْجِنُّ ثَلَاثَةُ أَصْنَافٍ صِنْفٌ لَهُمْ أَجْنِحَةٌ يَطِيرُونَ فِي الْهَوَاءِ وَصِنْفٌ حَيَّاتٌ وَكِلَابٌ وَصِنْفٌ يُحلُّونَ ويظعنونَ» . رَوَاهُ فِي شرح السنَّة