মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২১- শিকার ও জবাইয়ের পশুর বিধান

হাদীস নং: ৪১৪৭
- শিকার ও জবাইয়ের পশুর বিধান
২. তৃতীয় অনুচ্ছেদ - যেসব প্রাণী খাওয়া হালাল ও হারাম
৪১৪৭। হযরত যাহেরুল আসলামী (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, একদা আমি হ্যাঁড়িতে গাধার মাংস জ্বাল দিতেছিলাম, এমন সময় রাসূলুল্লাহ্ (ﷺ)-এর ঘোষক ঘোষণা করিলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) তোমাদিগকে গাধার মাংস খাইতে নিষেধ করিয়াছেন। —বুখারী
كتاب الصيد والذبائح
وَعَن زاهرٍ الأسلميِّ قَالَ: إِنِّي لَأُوقِدُ تَحْتَ الْقُدُورِ بِلُحُومِ الْحُمُرِ إِذْ نَادَى مُنَادِي رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَنْهَاكُمْ عَنْ لُحُومِ الْحُمُرِ. رَوَاهُ البُخَارِيّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৪১৪৭ | মুসলিম বাংলা