মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২১- শিকার ও জবাইয়ের পশুর বিধান

হাদীস নং: ৪১৪৬
- শিকার ও জবাইয়ের পশুর বিধান
২. তৃতীয় অনুচ্ছেদ - যেসব প্রাণী খাওয়া হালাল ও হারাম
৪১৪৬। হযরত ইবনে আব্বাস (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, জাহিলী যুগের লোকেরা কোন কোন জিনিস খাইত, আবার কোন কোন জিনিসকে ঘৃণাবশত বর্জন করিত। অতঃপর আল্লাহ্ তা'আলা স্বীয় নবী পাঠাইলেন এবং অবতীর্ণ করিলেন নিজের কিতাব (আল-কোরআন)। উহাতে তিনি হালালকে হালাল এবং হারামকে হারাম বলিয়া ঘোষণা দিলেন। সুতরাং তিনি যাহা হালাল বলিয়াছেন, উহাই হালাল আর তিনি যাহা হারাম করিয়াছেন উহাই হারাম। আর যে বস্তু সম্পর্কে নীরব রহিয়াছেন উহা মার্জনীয়। (উহা ভোগ করা মোবাহ।) এই বলিয়া তিনি (কোরআনের এই আয়াতটি) তেলাওয়াত করিলেন, অর্থঃ বলিয়া দিন, আমার নিকট যাহাকিছু ওহী করা হইয়াছে তাহাতে লোকে যাহা আহার করে তাহার মধ্যে আমি কিছুই নিষিদ্ধ পাই না; মৃত, প্রবহমান রক্ত ও শূকরের মাংস ব্যতীত। – আবু দাউদ
كتاب الصيد والذبائح
الْفَصْل الثَّالِث
عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: كَانَ أَهْلُ الْجَاهِلِيَّةِ يَأْكُلُونَ أَشْيَاءَ وَيَتْرُكُونَ أَشْيَاءَ تَقَذُّرًا فَبَعَثَ اللَّهُ نَبِيَّهُ وَأَنْزَلَ كِتَابَهُ وَأَحَلَّ حَلَالَهُ وَحَرَّمَ حَرَامَهُ فَمَا أَحَلَّ فَهُوَ حَلَالٌ وَمَا حَرَّمَ فَهُوَ حَرَامٌ وَمَا سَكَتَ عَنْهُ فهوَ عفْوٌ وتَلا (قُلْ لَا أَجِدُ فِيمَا أُوحِيَ إِلَيَّ مُحَرَّمًا عَلَى طَاعِمٍ يَطْعَمُهُ إِلَّا أَنْ يَكُونَ مَيْتَةً أَو دَمًا)

رَوَاهُ أَبُو دَاوُد

হাদীসের ব্যাখ্যা:

যাহা হারাম বলিয়া কোরআনে স্পষ্ট উল্লেখ আছে, উহা নিঃসন্দেহে হারাম। সহীহ্ ও নির্ভরযোগ্য হাদীসের মাধ্যমে নবী (ﷺ) হইতে যাহা মাকরূহ বলিয়া জানা যায়, উহা হারামের কাছাকাছি। আর যে জিনিস সম্পর্কে ফকীহরদের মতভেদ সৃষ্টি হইয়াছে, উহা সন্দেহযুক্ত। এমন জিনিস হইতে বাঁচিয়া থাকাটাই ঈমানের পরিচ্ছন্নতা।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৪১৪৬ | মুসলিম বাংলা