মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
২১- শিকার ও জবাইয়ের পশুর বিধান - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২০ টি
অনুসন্ধান করুন
হাদীস নংঃ ৪১২৪

পরিচ্ছেদঃ ২. দ্বিতীয় অনুচ্ছেদ - যেসব প্রাণী খাওয়া হালাল ও হারাম
৪১২৪। আর দারিমী এ হাদীসটি ইবনু ’আব্বাস হতে বর্ণনা করেছেন।

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৪১২৫

পরিচ্ছেদঃ ২. দ্বিতীয় অনুচ্ছেদ - যেসব প্রাণী খাওয়া হালাল ও হারাম
৪১২৫। হযরত সাফীনা (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর সাথে হোবারার গোশত খাইয়াছি। ——আবু দাউদ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৪১২৬

পরিচ্ছেদঃ ২. দ্বিতীয় অনুচ্ছেদ - যেসব প্রাণী খাওয়া হালাল ও হারাম
৪১২৬। হযরত আব্দুল্লাহ্ ইবনে ওমর (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) জাল্লালার গোশত খাইতে এবং উহার দুধ পান করিতে নিষেধ করিয়াছেন। —তিরমিযী, আর আবু দাউদের রেওয়ায়তের মধ্যে আছে, তিনি (নবী [ﷺ]) জাল্লালায় সওয়ার হইতেও নিষেধ করিয়াছেন।

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৪১২৭

পরিচ্ছেদঃ ২. দ্বিতীয় অনুচ্ছেদ - যেসব প্রাণী খাওয়া হালাল ও হারাম
৪১২৭। হযরত আব্দুর রহমান ইবনে শিবল (রাঃ) হইতে বর্ণিত যে, নবী (ﷺ) গোসাপের গোশত খাইতে নিষেধ করিয়াছেন। – আবু দাউদ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৪১২৮

পরিচ্ছেদঃ ২. দ্বিতীয় অনুচ্ছেদ - যেসব প্রাণী খাওয়া হালাল ও হারাম
৪১২৮। হযরত জাবের (রাঃ) হইতে বর্ণিত যে, নবী (ﷺ) বিড়াল খাইতে এবং উহার মূল্য ভোগ করিতে নিষেধ করিয়াছেন। —আবু দাউদ ও তিরমিযী

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৪১২৯

পরিচ্ছেদঃ ২. দ্বিতীয় অনুচ্ছেদ - যেসব প্রাণী খাওয়া হালাল ও হারাম
৪১২৯। হযরত জাবের (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) খায়বার যুদ্ধের দিন গৃহপালিত গাধা, খচ্চরের গোশত, প্রত্যেক ( তীক্ষ্ণ ) দন্তবান হিংস্র জানোয়ার এবং পাঞ্জাবিশিষ্ট (শিকারী) পাখী খাওয়া হারাম করিয়াছেন। – তিরমিযী এবং তিনি বলিয়াছেন, এই হাদীসটি গরীব।

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৪১৩০

পরিচ্ছেদঃ ২. দ্বিতীয় অনুচ্ছেদ - যেসব প্রাণী খাওয়া হালাল ও হারাম
৪১৩০। হযরত খালেদ ইবনে ওয়ালীদ (রাঃ) হইতে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ (ﷺ) ঘোড়া, খচ্চর এবং গাধার গোশত খাইতে নিষেধ করিয়াছেন। —আবু দাউদ ও নাসায়ী

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৪১৩১

পরিচ্ছেদঃ ২. দ্বিতীয় অনুচ্ছেদ - যেসব প্রাণী খাওয়া হালাল ও হারাম
৪১৩১। হযরত খালেদ ইবনে ওয়ালীদ (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, খায়বার যুদ্ধের দিন আমি নবী (ﷺ)-এর সাথে শরীক ছিলাম। (এই সময়) ইয়াহুদীরা আসিয়া এই অভিযোগ করিল যে, লোকেরা (মুসলমান সেনাবাহিনী) তাহাদের ফলফলারির প্রতি ঝুঁকিয়া পড়িয়াছে। তখন রাসূলুল্লাহ্ (ﷺ) ঘোষণা করিলেন, সাবধান! সন্ধিচুক্তিতে আব্দ্ধ এমন লোকদের মাল-সম্পদ ন্যায্য অধিকার ছাড়া হালাল নহে। –আবু দাউদ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৪১৩২

পরিচ্ছেদঃ ২. দ্বিতীয় অনুচ্ছেদ - যেসব প্রাণী খাওয়া হালাল ও হারাম
৪১৩২। হযরত আব্দুল্লাহ্ ইবনে ওমর (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ দুই প্রকারের মৃত এবং দুই প্রকারের রক্ত আমাদের জন্য হালাল করা হইয়াছে। সেই মৃত দুইটি হইল, মাছ ও টিড্ডি। আর দুই প্রকারের রক্ত হইল যকৃৎ ও প্লীহা। —আহমদ, ইবনে মাজাহ্ ও দারা কুতনী

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৪১৩৩

পরিচ্ছেদঃ ২. দ্বিতীয় অনুচ্ছেদ - যেসব প্রাণী খাওয়া হালাল ও হারাম
৪১৩৩। আবু যুবায়র হযরত জাবের (রাঃ) হইতে বর্ণনা করেন, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যে মাছটিকে সমুদ্র (অর্থাৎ, জোয়ারের পানি) তীরের দিকে নিক্ষেপ করে এবং উহা হইতে (ভাটা অবস্থায়) পানি সরিয়া যায়, উহা তোমরা খাইবে। আর যে মাছ পানিতে মরিয়া ভাসিয়া উঠে উহা খাইও না। –আবু দাউদ ও ইবনে মাজাহ্, ইমাম মুহিউসসুন্নাহ্ বলেন, অধিকাংশের মতে এই হাদীসটি জাবের (রাঃ) হইতে মউকুফ হিসাবে বর্ণিত।

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৪১৩৪

পরিচ্ছেদঃ ২. দ্বিতীয় অনুচ্ছেদ - যেসব প্রাণী খাওয়া হালাল ও হারাম
৪১৩৪। হযরত সালমান ফারেসী (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, একবার নবী (ﷺ)-কে টিড্ডি (খাওয়া) সম্পর্কে জিজ্ঞাসা করা হইল। তিনি বলিলেনঃ আল্লাহর এমন বহু জাতি সৃষ্ট জীব আছে, যাহা আমি খাইও না এবং হারামও বলি না। – আবু দাউদ। মুহিউসসুন্নাহ্ বলিয়াছেন, এই হাদীসটি দুর্বল।

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৪১৩৫

পরিচ্ছেদঃ ২. দ্বিতীয় অনুচ্ছেদ - যেসব প্রাণী খাওয়া হালাল ও হারাম
৪১৩৫। হযরত যায়দ ইবনে খালেদ (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) মোরগকে গালি দিতে নিষেধ করিয়াছেন এবং বলিয়াছেনঃ উহা নামাযের জন্য আযান দেয়। —শরহে সুন্নাহ্

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৪১৩৬

পরিচ্ছেদঃ ২. দ্বিতীয় অনুচ্ছেদ - যেসব প্রাণী খাওয়া হালাল ও হারাম
৪১৩৬। হযরত যায়দ ইবনে খালেদ (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ তোমরা মোরগকে গালি দিও না। কেননা, উহা (মানুষদেরকে) নামাযের জন্য সজাগ করে। –আবু দাউদ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৪১৩৭

পরিচ্ছেদঃ ২. দ্বিতীয় অনুচ্ছেদ - যেসব প্রাণী খাওয়া হালাল ও হারাম
৪১৩৭। আব্দুর রহমান ইবনে আবু লায়লা (রঃ) আবু লায়লা (রাঃ) হইতে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যদি তোমাদের গৃহে সাপ দেখা যায়, তখন উহাকে লক্ষ্য করিয়া বল, আমরা তোমাকে হযরত নূহ (আঃ) এবং হযরত সোলায়মান ইবনে দাউদ (আঃ)-এর সহিত কৃত অঙ্গীকারের প্রেক্ষিতে বলিতেছি, আমাদিগকে কষ্ট দিবে না । আর যদি ইহার পরও ফিরিয়া আসে, তখন উহাকে মারিয়া ফেল। – তিরমিযী ও আবু দাউদ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৪১৩৮

পরিচ্ছেদঃ ২. দ্বিতীয় অনুচ্ছেদ - যেসব প্রাণী খাওয়া হালাল ও হারাম
৪১৩৮। ইকরামা হযরত আব্দুল্লাহ্ ইবনে আব্বাস (রাঃ) হইতে বর্ণনা করেন, রাবী বলেন, আমার দৃঢ় বিশ্বাস তিনি রাসূলুল্লাহ্ (ﷺ) হইতেই বর্ণনা করিয়াছেন। তিনি (হুযূর [ﷺ]) সাপসমূহকে মারিয়া ফেলার জন্য নির্দেশ দিতেন। তিনি আরও বলিয়াছেনঃ প্রতিশোধ গ্রহণের ভয়ে যে ব্যক্তি উহাদিগকে ছাড়িয়া দেয়, সে আমাদের দলভুক্ত নহে। —শরহে সুন্নাহ্

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৪১৩৯

পরিচ্ছেদঃ ২. দ্বিতীয় অনুচ্ছেদ - যেসব প্রাণী খাওয়া হালাল ও হারাম
৪১৩৯। হযরত আবু হুরায়রা (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যখন হইতে আমরা উহাদের (সাপের) সঙ্গে লড়াই করা আরম্ভ করিয়াছি, সে হইতে আমরা আর কখনও তাহাদের সাথে আপোষ করি নাই। আর যে ব্যক্তি (প্রতিশোধের) ভয়ে উহাদিগকে ছাড়িয়া দেয়, সে আমাদের দলভুক্ত নহে। –আবু দাউদ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৪১৪০

পরিচ্ছেদঃ ২. দ্বিতীয় অনুচ্ছেদ - যেসব প্রাণী খাওয়া হালাল ও হারাম
৪১৪০। হযরত আব্দুল্লাহ্ ইবনে মাসউদ (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ তোমরা সমস্ত সাপ মারিয়া ফেল। যে ব্যক্তি উহাদের পক্ষ হইতে প্রতিশোধ গ্রহণের আশংকা রাখে, সে আমার দলভুক্ত নহে। —আবু দাউদ ও নাসায়ী

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৪১৪১

পরিচ্ছেদঃ ২. দ্বিতীয় অনুচ্ছেদ - যেসব প্রাণী খাওয়া হালাল ও হারাম
৪১৪১। হযরত আব্বাস (রাঃ) হইতে বর্ণিত, তিনি আরয করিলেন, ইয়া রাসূলাল্লাহ্ ! আমরা যমযম কূপটি পরিষ্কার করিতে ইচ্ছা রাখি। কিন্তু উহার মধ্যে জ্বিন অর্থাৎ, ছোট ছোট সাপ আছে। রাসূলুল্লাহ্ (ﷺ) সেইগুলিকে মারিয়া ফেলার জন্য নির্দেশ দিলেন। —আবু দাউদ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৪১৪২

পরিচ্ছেদঃ ২. দ্বিতীয় অনুচ্ছেদ - যেসব প্রাণী খাওয়া হালাল ও হারাম
৪১৪২। হযরত আব্দুল্লাহ্ ইবনে মাসউদ (রাঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ রূপার ছড়ির ন্যায় সাদা বর্ণের ছোট ছোট সাপ ব্যতীত অন্যান্য সকল সাপ মারিয়া ফেল। –আবু দাউদ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৪১৪৩

পরিচ্ছেদঃ ২. দ্বিতীয় অনুচ্ছেদ - যেসব প্রাণী খাওয়া হালাল ও হারাম
৪১৪৩। হযরত আবু হুরায়রা (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যখন তোমাদের কাহারও খাদ্যপাত্রে মাছি পড়ে, তখন গোটা মাছিটা উহাতে ডুবাইয়া দিবে। কেননা, উহার উভয় ডানার এক ডানায় থাকে রোগ জীবাণু এবং অপরটিতে থাকে নিরাময়। আর মাছি প্রথমে রোগ জীবাণুর ডানাটি ডুবায়। সুতরাং গোটা মাছিটি ডুবাইয়া দিবে। —আবু দাউদ

তাহকীক:
তাহকীক চলমান