মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
২১- শিকার ও জবাইয়ের পশুর বিধান - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২০ টি
হাদীস নং: ৪১২৪
- শিকার ও জবাইয়ের পশুর বিধান
২. দ্বিতীয় অনুচ্ছেদ - যেসব প্রাণী খাওয়া হালাল ও হারাম
৪১২৪। আর দারিমী এ হাদীসটি ইবনু ’আব্বাস হতে বর্ণনা করেছেন।
كتاب الصيد والذبائح
وَرَوَاهُ الدَّارمِيّ عَن ابْن عَبَّاس
তাহকীক:
হাদীস নং: ৪১২৫
- শিকার ও জবাইয়ের পশুর বিধান
২. দ্বিতীয় অনুচ্ছেদ - যেসব প্রাণী খাওয়া হালাল ও হারাম
৪১২৫। হযরত সাফীনা (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর সাথে হোবারার গোশত খাইয়াছি। ——আবু দাউদ
كتاب الصيد والذبائح
وَعَنْ سَفِينَةَ قَالَ: أَكَلْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَحْمَ حُبَارَى. رَوَاهُ أَبُو دَاوُد
তাহকীক:
হাদীস নং: ৪১২৬
- শিকার ও জবাইয়ের পশুর বিধান
২. দ্বিতীয় অনুচ্ছেদ - যেসব প্রাণী খাওয়া হালাল ও হারাম
৪১২৬। হযরত আব্দুল্লাহ্ ইবনে ওমর (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) জাল্লালার গোশত খাইতে এবং উহার দুধ পান করিতে নিষেধ করিয়াছেন। —তিরমিযী, আর আবু দাউদের রেওয়ায়তের মধ্যে আছে, তিনি (নবী [ﷺ]) জাল্লালায় সওয়ার হইতেও নিষেধ করিয়াছেন।
كتاب الصيد والذبائح
وَعَنِ ابْنِ عُمَرَ قَالَ: نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ أَكْلِ الْجَلَّالَةِ وَأَلْبَانِهَا. رَوَاهُ التِّرْمِذِيُّ وَفِي رِوَايَةِ أَبِي دَاوُدَ: قَالَ: نُهِيَ عَنْ ركوبِ الْجَلالَة
তাহকীক:
হাদীস নং: ৪১২৭
- শিকার ও জবাইয়ের পশুর বিধান
২. দ্বিতীয় অনুচ্ছেদ - যেসব প্রাণী খাওয়া হালাল ও হারাম
৪১২৭। হযরত আব্দুর রহমান ইবনে শিবল (রাঃ) হইতে বর্ণিত যে, নবী (ﷺ) গোসাপের গোশত খাইতে নিষেধ করিয়াছেন। – আবু দাউদ
كتاب الصيد والذبائح
وَعَن عبدِ الرَّحمنِ بنِ شِبْلٍ: أَنَّ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ أَكْلِ لَحْمِ الضَّبِّ. رَوَاهُ أَبُو دَاوُدَ
তাহকীক:
হাদীস নং: ৪১২৮
- শিকার ও জবাইয়ের পশুর বিধান
২. দ্বিতীয় অনুচ্ছেদ - যেসব প্রাণী খাওয়া হালাল ও হারাম
৪১২৮। হযরত জাবের (রাঃ) হইতে বর্ণিত যে, নবী (ﷺ) বিড়াল খাইতে এবং উহার মূল্য ভোগ করিতে নিষেধ করিয়াছেন। —আবু দাউদ ও তিরমিযী
كتاب الصيد والذبائح
وَعَنْ جَابِرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ أَكْلِ الْهِرَّةِ وَأَكْلِ ثَمَنِهَا. رَوَاهُ أَبُو دَاوُدَ وَالتِّرْمِذِيُّ
তাহকীক:
হাদীস নং: ৪১২৯
- শিকার ও জবাইয়ের পশুর বিধান
২. দ্বিতীয় অনুচ্ছেদ - যেসব প্রাণী খাওয়া হালাল ও হারাম
৪১২৯। হযরত জাবের (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) খায়বার যুদ্ধের দিন গৃহপালিত গাধা, খচ্চরের গোশত, প্রত্যেক ( তীক্ষ্ণ ) দন্তবান হিংস্র জানোয়ার এবং পাঞ্জাবিশিষ্ট (শিকারী) পাখী খাওয়া হারাম করিয়াছেন। – তিরমিযী এবং তিনি বলিয়াছেন, এই হাদীসটি গরীব।
كتاب الصيد والذبائح
وَعنهُ حَرَّمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَعْنِي يَوْمَ خَيْبَرَ الْحُمُرَ الْإِنْسِيَّةَ وَلُحُومَ الْبِغَالِ وَكُلَّ ذِي نَابٍ مِنَ السِّبَاعِ وَكُلَّ ذِي مِخْلَبٍ مِنَ الطَّيْرِ. رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حَدِيث غَرِيب
তাহকীক:
হাদীস নং: ৪১৩০
- শিকার ও জবাইয়ের পশুর বিধান
২. দ্বিতীয় অনুচ্ছেদ - যেসব প্রাণী খাওয়া হালাল ও হারাম
৪১৩০। হযরত খালেদ ইবনে ওয়ালীদ (রাঃ) হইতে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ (ﷺ) ঘোড়া, খচ্চর এবং গাধার গোশত খাইতে নিষেধ করিয়াছেন। —আবু দাউদ ও নাসায়ী
كتاب الصيد والذبائح
وَعَن خالدِ بْنِ الْوَلِيدِ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ أَكْلِ لُحُومِ الْخَيْلِ والبِغالِ والحميرِ. رَوَاهُ أَبُو دَاوُد وَالنَّسَائِيّ
তাহকীক:
হাদীস নং: ৪১৩১
- শিকার ও জবাইয়ের পশুর বিধান
২. দ্বিতীয় অনুচ্ছেদ - যেসব প্রাণী খাওয়া হালাল ও হারাম
৪১৩১। হযরত খালেদ ইবনে ওয়ালীদ (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, খায়বার যুদ্ধের দিন আমি নবী (ﷺ)-এর সাথে শরীক ছিলাম। (এই সময়) ইয়াহুদীরা আসিয়া এই অভিযোগ করিল যে, লোকেরা (মুসলমান সেনাবাহিনী) তাহাদের ফলফলারির প্রতি ঝুঁকিয়া পড়িয়াছে। তখন রাসূলুল্লাহ্ (ﷺ) ঘোষণা করিলেন, সাবধান! সন্ধিচুক্তিতে আব্দ্ধ এমন লোকদের মাল-সম্পদ ন্যায্য অধিকার ছাড়া হালাল নহে। –আবু দাউদ
كتاب الصيد والذبائح
وَعَنْهُ قَالَ: غَزَوْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ خَيْبَرَ فَأَتَتِ الْيَهُودُ فَشَكَوْا أَنَّ النَّاسَ قَدْ أَسْرَعُوا إِلَى خَضَائِرِهِمْ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَلَا لَا يَحِلُّ أَمْوَالُ المعاهِدينَ إِلاَّ بحقِّها» . رَوَاهُ أَبُو دَاوُد
তাহকীক:
হাদীস নং: ৪১৩২
- শিকার ও জবাইয়ের পশুর বিধান
২. দ্বিতীয় অনুচ্ছেদ - যেসব প্রাণী খাওয়া হালাল ও হারাম
৪১৩২। হযরত আব্দুল্লাহ্ ইবনে ওমর (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ দুই প্রকারের মৃত এবং দুই প্রকারের রক্ত আমাদের জন্য হালাল করা হইয়াছে। সেই মৃত দুইটি হইল, মাছ ও টিড্ডি। আর দুই প্রকারের রক্ত হইল যকৃৎ ও প্লীহা। —আহমদ, ইবনে মাজাহ্ ও দারা কুতনী
كتاب الصيد والذبائح
وَعَنِ ابْنِ عُمَرَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: أُحِلَّتْ لَنَا مَيْتَتَانِ وَدَمَانِ: الْمَيْتَتَانِ: الْحُوتُ وَالْجَرَادُ وَالدَّمَانِ: الْكَبِدُ وَالطِّحَالُ . رَوَاهُ أحمدُ وابنُ مَاجَه وَالدَّارَقُطْنِيّ
তাহকীক:
হাদীস নং: ৪১৩৩
- শিকার ও জবাইয়ের পশুর বিধান
২. দ্বিতীয় অনুচ্ছেদ - যেসব প্রাণী খাওয়া হালাল ও হারাম
৪১৩৩। আবু যুবায়র হযরত জাবের (রাঃ) হইতে বর্ণনা করেন, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যে মাছটিকে সমুদ্র (অর্থাৎ, জোয়ারের পানি) তীরের দিকে নিক্ষেপ করে এবং উহা হইতে (ভাটা অবস্থায়) পানি সরিয়া যায়, উহা তোমরা খাইবে। আর যে মাছ পানিতে মরিয়া ভাসিয়া উঠে উহা খাইও না। –আবু দাউদ ও ইবনে মাজাহ্, ইমাম মুহিউসসুন্নাহ্ বলেন, অধিকাংশের মতে এই হাদীসটি জাবের (রাঃ) হইতে মউকুফ হিসাবে বর্ণিত।
كتاب الصيد والذبائح
وَعَن أبي الزُّبيرِ عَنْ جَابِرٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم: «مَا ألقاهُ البحرُ وجزر عَنْهُ الْمَاءُ فَكُلُوهُ وَمَا مَاتَ فِيهِ وَطَفَا فَلَا تَأْكُلُوهُ» . رَوَاهُ أَبُو دَاوُدَ وَابْنُ مَاجَهْ
وَقَالَ مُحْيِي السُّنَّةِ: الْأَكْثَرُونَ عَلَى أَنَّهُ مَوْقُوفٌ على جَابر
وَقَالَ مُحْيِي السُّنَّةِ: الْأَكْثَرُونَ عَلَى أَنَّهُ مَوْقُوفٌ على جَابر
তাহকীক:
হাদীস নং: ৪১৩৪
- শিকার ও জবাইয়ের পশুর বিধান
২. দ্বিতীয় অনুচ্ছেদ - যেসব প্রাণী খাওয়া হালাল ও হারাম
৪১৩৪। হযরত সালমান ফারেসী (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, একবার নবী (ﷺ)-কে টিড্ডি (খাওয়া) সম্পর্কে জিজ্ঞাসা করা হইল। তিনি বলিলেনঃ আল্লাহর এমন বহু জাতি সৃষ্ট জীব আছে, যাহা আমি খাইও না এবং হারামও বলি না। – আবু দাউদ। মুহিউসসুন্নাহ্ বলিয়াছেন, এই হাদীসটি দুর্বল।
كتاب الصيد والذبائح
وَعَن سلمَان قَالَ: سُئِلَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ الْجَرَادِ فَقَالَ: «أَكْثَرُ جُنُودِ اللَّهِ لَا آكُلُهُ وَلَا أُحَرِّمُهُ» . رَوَاهُ أَبُو دَاوُدُ وَقَالَ محيي السّنة: ضَعِيف
তাহকীক:
হাদীস নং: ৪১৩৫
- শিকার ও জবাইয়ের পশুর বিধান
২. দ্বিতীয় অনুচ্ছেদ - যেসব প্রাণী খাওয়া হালাল ও হারাম
৪১৩৫। হযরত যায়দ ইবনে খালেদ (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) মোরগকে গালি দিতে নিষেধ করিয়াছেন এবং বলিয়াছেনঃ উহা নামাযের জন্য আযান দেয়। —শরহে সুন্নাহ্
كتاب الصيد والذبائح
وَعَن زيدِ بن خالدٍ قَالَ: نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ سَبِّ الدِّيكِ وَقَالَ: «إِنَّهُ يُؤَذِّنُ للصَّلاةِ» . رَوَاهُ أَبُو دَاوُد
তাহকীক:
হাদীস নং: ৪১৩৬
- শিকার ও জবাইয়ের পশুর বিধান
২. দ্বিতীয় অনুচ্ছেদ - যেসব প্রাণী খাওয়া হালাল ও হারাম
৪১৩৬। হযরত যায়দ ইবনে খালেদ (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ তোমরা মোরগকে গালি দিও না। কেননা, উহা (মানুষদেরকে) নামাযের জন্য সজাগ করে। –আবু দাউদ
كتاب الصيد والذبائح
وَعَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَسُبُّوا الدِّيكَ فَإِنَّهُ يُوقِظُ للصلاةِ» . رَوَاهُ أَبُو دَاوُد
তাহকীক:
হাদীস নং: ৪১৩৭
- শিকার ও জবাইয়ের পশুর বিধান
২. দ্বিতীয় অনুচ্ছেদ - যেসব প্রাণী খাওয়া হালাল ও হারাম
৪১৩৭। আব্দুর রহমান ইবনে আবু লায়লা (রঃ) আবু লায়লা (রাঃ) হইতে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যদি তোমাদের গৃহে সাপ দেখা যায়, তখন উহাকে লক্ষ্য করিয়া বল, আমরা তোমাকে হযরত নূহ (আঃ) এবং হযরত সোলায়মান ইবনে দাউদ (আঃ)-এর সহিত কৃত অঙ্গীকারের প্রেক্ষিতে বলিতেছি, আমাদিগকে কষ্ট দিবে না । আর যদি ইহার পরও ফিরিয়া আসে, তখন উহাকে মারিয়া ফেল। – তিরমিযী ও আবু দাউদ
كتاب الصيد والذبائح
وَعَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى قَالَ: قَالَ أَبُو لَيْلَى: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِذَا ظَهَرَتِ الْحَيَّةُ فِي الْمَسْكَنِ فَقُولُوا لَهَا: إِنَّا نَسْأَلُكِ بِعَهْدِ نُوحٍ وَبِعَهْدِ سُلَيْمَانَ بْنِ دَاوُدَ أَنْ لَا تُؤْذِينَا فَإِنْ عَادَتْ فَاقْتُلُوهَا . رَوَاهُ التِّرْمِذِيُّ وَأَبُو دَاوُدَ
তাহকীক:
হাদীস নং: ৪১৩৮
- শিকার ও জবাইয়ের পশুর বিধান
২. দ্বিতীয় অনুচ্ছেদ - যেসব প্রাণী খাওয়া হালাল ও হারাম
৪১৩৮। ইকরামা হযরত আব্দুল্লাহ্ ইবনে আব্বাস (রাঃ) হইতে বর্ণনা করেন, রাবী বলেন, আমার দৃঢ় বিশ্বাস তিনি রাসূলুল্লাহ্ (ﷺ) হইতেই বর্ণনা করিয়াছেন। তিনি (হুযূর [ﷺ]) সাপসমূহকে মারিয়া ফেলার জন্য নির্দেশ দিতেন। তিনি আরও বলিয়াছেনঃ প্রতিশোধ গ্রহণের ভয়ে যে ব্যক্তি উহাদিগকে ছাড়িয়া দেয়, সে আমাদের দলভুক্ত নহে। —শরহে সুন্নাহ্
كتاب الصيد والذبائح
وَعَن عكرمةَ عَن ابنِ عبَّاسٍ قَالَ: لَا أَعْلَمُهُ إِلَّا رَفَعَ الْحَدِيثَ: أَنَّهُ كَانَ يَأْمُرُ بِقَتْلِ الْحَيَّاتِ وَقَالَ: «مَنْ تَرَكَهُنَّ خَشْيَةَ ثَائِرٍ فَلَيْسَ مِنَّا» . رَوَاهُ فِي شَرْحِ السّنة
তাহকীক:
হাদীস নং: ৪১৩৯
- শিকার ও জবাইয়ের পশুর বিধান
২. দ্বিতীয় অনুচ্ছেদ - যেসব প্রাণী খাওয়া হালাল ও হারাম
৪১৩৯। হযরত আবু হুরায়রা (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যখন হইতে আমরা উহাদের (সাপের) সঙ্গে লড়াই করা আরম্ভ করিয়াছি, সে হইতে আমরা আর কখনও তাহাদের সাথে আপোষ করি নাই। আর যে ব্যক্তি (প্রতিশোধের) ভয়ে উহাদিগকে ছাড়িয়া দেয়, সে আমাদের দলভুক্ত নহে। –আবু দাউদ
كتاب الصيد والذبائح
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا سَالَمْنَاهُمْ مُنْذُ حَارَبْنَاهُمْ وَمَنْ تَرَكَ شَيْئًا مِنْهُمْ خِيفَةً فَلَيْسَ منَّا» . رَوَاهُ أَبُو دَاوُد
তাহকীক:
হাদীস নং: ৪১৪০
- শিকার ও জবাইয়ের পশুর বিধান
২. দ্বিতীয় অনুচ্ছেদ - যেসব প্রাণী খাওয়া হালাল ও হারাম
৪১৪০। হযরত আব্দুল্লাহ্ ইবনে মাসউদ (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ তোমরা সমস্ত সাপ মারিয়া ফেল। যে ব্যক্তি উহাদের পক্ষ হইতে প্রতিশোধ গ্রহণের আশংকা রাখে, সে আমার দলভুক্ত নহে। —আবু দাউদ ও নাসায়ী
كتاب الصيد والذبائح
وَعَنِ ابْنِ مَسْعُودٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اقْتُلُوا الْحَيَّاتِ كُلَّهُنَّ فَمَنْ خَافَ ثَأْرَهُنَّ فَلَيْسَ مِنِّي» . رَوَاهُ أَبُو دَاوُدَ وَالنَّسَائِيُّ
তাহকীক:
হাদীস নং: ৪১৪১
- শিকার ও জবাইয়ের পশুর বিধান
২. দ্বিতীয় অনুচ্ছেদ - যেসব প্রাণী খাওয়া হালাল ও হারাম
৪১৪১। হযরত আব্বাস (রাঃ) হইতে বর্ণিত, তিনি আরয করিলেন, ইয়া রাসূলাল্লাহ্ ! আমরা যমযম কূপটি পরিষ্কার করিতে ইচ্ছা রাখি। কিন্তু উহার মধ্যে জ্বিন অর্থাৎ, ছোট ছোট সাপ আছে। রাসূলুল্লাহ্ (ﷺ) সেইগুলিকে মারিয়া ফেলার জন্য নির্দেশ দিলেন। —আবু দাউদ
كتاب الصيد والذبائح
وَعَن العبَّاسِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: يَا رَسُولَ اللَّهِ إِنَّا نُرِيدُ أَنْ نَكْنُسَ زَمْزَمَ وَإِنَّ فِيهَا مِنْ هَذِهِ الْجِنَّانِ يَعْنِي الْحَيَّاتِ الصِّغَارِ فَأَمَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِقَتْلِهِنَّ. رَوَاهُ أَبُو دَاوُد
তাহকীক:
হাদীস নং: ৪১৪২
- শিকার ও জবাইয়ের পশুর বিধান
২. দ্বিতীয় অনুচ্ছেদ - যেসব প্রাণী খাওয়া হালাল ও হারাম
৪১৪২। হযরত আব্দুল্লাহ্ ইবনে মাসউদ (রাঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ রূপার ছড়ির ন্যায় সাদা বর্ণের ছোট ছোট সাপ ব্যতীত অন্যান্য সকল সাপ মারিয়া ফেল। –আবু দাউদ
كتاب الصيد والذبائح
وَعَنِ ابْنِ مَسْعُودٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى الله عَلَيْهِ وَسلم قَالَ: «اقْتُلُوا الْحَيَّاتِ كُلَّهَا إِلَّا الْجَانَّ الْأَبْيَضَ الَّذِي كَأَنَّهُ قضيب فضَّة» . رَوَاهُ أَبُو دَاوُد
তাহকীক:
হাদীস নং: ৪১৪৩
- শিকার ও জবাইয়ের পশুর বিধান
২. দ্বিতীয় অনুচ্ছেদ - যেসব প্রাণী খাওয়া হালাল ও হারাম
৪১৪৩। হযরত আবু হুরায়রা (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যখন তোমাদের কাহারও খাদ্যপাত্রে মাছি পড়ে, তখন গোটা মাছিটা উহাতে ডুবাইয়া দিবে। কেননা, উহার উভয় ডানার এক ডানায় থাকে রোগ জীবাণু এবং অপরটিতে থাকে নিরাময়। আর মাছি প্রথমে রোগ জীবাণুর ডানাটি ডুবায়। সুতরাং গোটা মাছিটি ডুবাইয়া দিবে। —আবু দাউদ
كتاب الصيد والذبائح
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا وَقَعَ الذُّبَابُ فِي إِنَاءِ أَحَدِكُمْ فَامْقُلُوهُ فَإِنَّ فِي أَحَدِ جَنَاحَيْهِ دَاءً وَفِي الْآخَرِ شِفَاءً فَإِنَّهُ يَتَّقِي بِجَنَاحِهِ الَّذِي فِيهِ الدَّاءُ فَلْيَغْمِسْهُ كُلَّهُ» . رَوَاهُ أَبُو دَاوُد
তাহকীক: