মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২১- শিকার ও জবাইয়ের পশুর বিধান

হাদীস নং: ৪১৪১
- শিকার ও জবাইয়ের পশুর বিধান
২. দ্বিতীয় অনুচ্ছেদ - যেসব প্রাণী খাওয়া হালাল ও হারাম
৪১৪১। হযরত আব্বাস (রাঃ) হইতে বর্ণিত, তিনি আরয করিলেন, ইয়া রাসূলাল্লাহ্ ! আমরা যমযম কূপটি পরিষ্কার করিতে ইচ্ছা রাখি। কিন্তু উহার মধ্যে জ্বিন অর্থাৎ, ছোট ছোট সাপ আছে। রাসূলুল্লাহ্ (ﷺ) সেইগুলিকে মারিয়া ফেলার জন্য নির্দেশ দিলেন। —আবু দাউদ
كتاب الصيد والذبائح
وَعَن العبَّاسِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: يَا رَسُولَ اللَّهِ إِنَّا نُرِيدُ أَنْ نَكْنُسَ زَمْزَمَ وَإِنَّ فِيهَا مِنْ هَذِهِ الْجِنَّانِ يَعْنِي الْحَيَّاتِ الصِّغَارِ فَأَمَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِقَتْلِهِنَّ. رَوَاهُ أَبُو دَاوُد

হাদীসের ব্যাখ্যা:

যমযমকে পরিষ্কার করা মানে পানির শেওলা এবং বাহির হইতে যে সব খড়কুটা ইত্যাদি পড়িয়াছিল সেগুলি পরিষ্কার করা। প্রকাশ থাকে যে, বর্তমানে উহা উত্তমরূপে রক্ষিত হইলেও সেই যুগে উহা সম্পূর্ণরূপে খোলা জায়গায় অরক্ষিত অবস্থায় ছিল।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৪১৪১ | মুসলিম বাংলা