মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২১- শিকার ও জবাইয়ের পশুর বিধান

হাদীস নং: ৪১৩৫
- শিকার ও জবাইয়ের পশুর বিধান
২. দ্বিতীয় অনুচ্ছেদ - যেসব প্রাণী খাওয়া হালাল ও হারাম
৪১৩৫। হযরত যায়দ ইবনে খালেদ (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) মোরগকে গালি দিতে নিষেধ করিয়াছেন এবং বলিয়াছেনঃ উহা নামাযের জন্য আযান দেয়। —শরহে সুন্নাহ্
كتاب الصيد والذبائح
وَعَن زيدِ بن خالدٍ قَالَ: نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ سَبِّ الدِّيكِ وَقَالَ: «إِنَّهُ يُؤَذِّنُ للصَّلاةِ» . رَوَاهُ أَبُو دَاوُد

হাদীসের ব্যাখ্যা:

মোরগ ফেরেশতা দেখিলে চীৎকার করে। এতদ্ভিন্ন উহা আযান দেয় অর্থাৎ, শেষ রাত্রে বাক দিয়া মানুষদেরকে নামাযের জন্য সতর্ক করে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান