মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২১- শিকার ও জবাইয়ের পশুর বিধান

হাদীস নং: ৪১৩৭
- শিকার ও জবাইয়ের পশুর বিধান
২. দ্বিতীয় অনুচ্ছেদ - যেসব প্রাণী খাওয়া হালাল ও হারাম
৪১৩৭। আব্দুর রহমান ইবনে আবু লায়লা (রঃ) আবু লায়লা (রাঃ) হইতে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যদি তোমাদের গৃহে সাপ দেখা যায়, তখন উহাকে লক্ষ্য করিয়া বল, আমরা তোমাকে হযরত নূহ (আঃ) এবং হযরত সোলায়মান ইবনে দাউদ (আঃ)-এর সহিত কৃত অঙ্গীকারের প্রেক্ষিতে বলিতেছি, আমাদিগকে কষ্ট দিবে না । আর যদি ইহার পরও ফিরিয়া আসে, তখন উহাকে মারিয়া ফেল। – তিরমিযী ও আবু দাউদ
كتاب الصيد والذبائح
وَعَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى قَالَ: قَالَ أَبُو لَيْلَى: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِذَا ظَهَرَتِ الْحَيَّةُ فِي الْمَسْكَنِ فَقُولُوا لَهَا: إِنَّا نَسْأَلُكِ بِعَهْدِ نُوحٍ وَبِعَهْدِ سُلَيْمَانَ بْنِ دَاوُدَ أَنْ لَا تُؤْذِينَا فَإِنْ عَادَتْ فَاقْتُلُوهَا . رَوَاهُ التِّرْمِذِيُّ وَأَبُو دَاوُدَ

হাদীসের ব্যাখ্যা:

নৌকায় উঠাইবার সময় এই সমস্ত বিষাক্ত প্রাণীদের নিকট হইতে হযরত নূহ (আঃ) যে অঙ্গীকার লইয়াছিলেন, সম্ভবত এখানে সেই অঙ্গীকারের কথা বলা হইয়াছে। আর সমস্ত জীবজন্তু, কীট-পতঙ্গ তথা প্রাণী জগতের উপর হযরত সোলায়মান (আঃ)-এর নিরঙ্কুশ শাসন ছিল, তাই তাঁহার আনুগত্যের অঙ্গীকারকে স্মরণ করাইয়া দেওয়ার কথা বলা হইয়াছে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান