মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২১- শিকার ও জবাইয়ের পশুর বিধান

হাদীস নং: ৪১৩৮
- শিকার ও জবাইয়ের পশুর বিধান
২. দ্বিতীয় অনুচ্ছেদ - যেসব প্রাণী খাওয়া হালাল ও হারাম
৪১৩৮। ইকরামা হযরত আব্দুল্লাহ্ ইবনে আব্বাস (রাঃ) হইতে বর্ণনা করেন, রাবী বলেন, আমার দৃঢ় বিশ্বাস তিনি রাসূলুল্লাহ্ (ﷺ) হইতেই বর্ণনা করিয়াছেন। তিনি (হুযূর [ﷺ]) সাপসমূহকে মারিয়া ফেলার জন্য নির্দেশ দিতেন। তিনি আরও বলিয়াছেনঃ প্রতিশোধ গ্রহণের ভয়ে যে ব্যক্তি উহাদিগকে ছাড়িয়া দেয়, সে আমাদের দলভুক্ত নহে। —শরহে সুন্নাহ্
كتاب الصيد والذبائح
وَعَن عكرمةَ عَن ابنِ عبَّاسٍ قَالَ: لَا أَعْلَمُهُ إِلَّا رَفَعَ الْحَدِيثَ: أَنَّهُ كَانَ يَأْمُرُ بِقَتْلِ الْحَيَّاتِ وَقَالَ: «مَنْ تَرَكَهُنَّ خَشْيَةَ ثَائِرٍ فَلَيْسَ مِنَّا» . رَوَاهُ فِي شَرْحِ السّنة

হাদীসের ব্যাখ্যা:

জাহেলী যুগের লোকদের আকীদা ছিল, কোন একটি সর্ম্পকে বধ করিলে রাত্রে উহার সঙ্গী আসিয়া হত্যাকারীকে দংশন করিয়া তাহার মৃত সঙ্গীর প্রতিশোধ গ্রহণ করে। এই ভ্রান্ত ধারণা পোষণ করিতে নিষেধ করা হইয়াছে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৪১৩৮ | মুসলিম বাংলা