মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২১- শিকার ও জবাইয়ের পশুর বিধান
হাদীস নং: ৪১৫৭
- শিকার ও জবাইয়ের পশুর বিধান
৩. দ্বিতীয় অনুচ্ছেদ - আক্বীকার বর্ণনা
৪১৫৭। হযরত আবু রাফে' (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, হাসান ইবনে আলীকে যখন হযরত ফাতেমা (রাঃ) প্রসব করিলেন, তখন আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে তাহার কানে নামাযের আযানের ন্যায় আযান দিতে দেখিয়াছি। —তিরমিযী ও আবু দাউদ, ইমাম তিরমিযী বলিয়াছেন, এই হাদীসটি হাসান ও সহীহ্।
كتاب الصيد والذبائح
وَعَن أبي رافعٍ قَالَ: رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أذَّنَ فِي أُذُنِ الحسنِ ابنِ عليٍّ حِينَ وَلَدَتْهُ فَاطِمَةُ بِالصَّلَاةِ. رَوَاهُ التِّرْمِذِيُّ وَأَبُو دَاوُدَ. وَقَالَ التِّرْمِذِيُّ: هَذَا حَيْثُ حسن صَحِيح
হাদীসের ব্যাখ্যা:
শিশুর ডান কানে আযান এবং বাম কানে ইকামতের শব্দগুলি বলা মোস্তাহাব। ঘরের বাহিরে দাড়াইয়া আযান দেওয়া, যাহা আমাদের সমাজে প্রচলিত রেওয়াজ চলিয়া আসিতেছে। উহার কোন আসল নাই ।