মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

مشكاة المصابيح للتبريزي

২১- শিকার ও জবাইয়ের পশুর বিধান - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৪১৫৮
- শিকার ও জবাইয়ের পশুর বিধান
৩. তৃতীয় অনুচ্ছেদ - আক্বীকার বর্ণনা
৪১৫৮। হযরত বুরায়দা (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, জাহিলী যুগে আমাদের কাহারও সন্তান জন্মিলে সে (তাহার পক্ষ হইতে) একটি বকরী যবাহ্ করিত এবং উহার রক্ত লইয়া শিশুর মাথায় মালিশ করিয়া দিত। কিন্তু ইসলামের আবির্ভাবের পর শিশুর জন্মের সপ্তম দিন আমরা একটি বকরী যবাহ্ করি, তাহার মাথা কামাইয়া ফেলি এবং তাহার মাথায় জাফরান মালিশ করি। –আবু দাউদ, আর ইমাম রাযীন অতিরিক্ত এই কথাটিও বর্ণনা করিয়াছেন যে, সেই দিন আমরা তাহার নামও রাখি।
كتاب الصيد والذبائح
الْفَصْل الثَّالِث
عَن بُريدةَ قَالَ: كُنَّا فِي الْجَاهِلَيَّةِ إِذَا وُلِدَ لِأَحَدِنَا غلامٌ ذَبَحَ شاةٌ ولطَّخَ رأسَه بدمه فَلَمَّا جَاءَ الْإِسْلَامُ كُنَّا نَذْبَحُ الشَّاةَ يَوْمَ السَّابِعِ وَنَحْلِقُ رَأْسَهُ وَنُلَطِّخُهُ بِزَعْفَرَانٍ. رَوَاهُ أَبُو دَاوُد وَزَاد رزين: ونُسمِّيه
tahqiq

তাহকীক: