মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২১- শিকার ও জবাইয়ের পশুর বিধান
হাদীস নং: ৪১৫৫
- শিকার ও জবাইয়ের পশুর বিধান
৩. দ্বিতীয় অনুচ্ছেদ - আক্বীকার বর্ণনা
৪১৫৫। হযরত আব্দুল্লাহ্ ইবনে আব্বাস (রাঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ্ (ﷺ) হাসান ও হুসাইনের তরফ হইতে এক একটি দুম্বা আকীকা করিয়াছেন। —আবু দাউদ, আর নাসায়ী বর্ণনা করিয়াছেন দুই দুইটি বকরী।
كتاب الصيد والذبائح
وَعَنِ ابْنِ عَبَّاسٍ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَقَّ عَنِ الْحَسَنِ وَالْحُسَيْنِ كَبْشًا كَبْشًا. رَوَاهُ أَبُو دَاوُدَ وَعِنْدَ النَّسَائِيِّ: كبشين كبشين
হাদীসের ব্যাখ্যা:
একটি জন্মের দিন, অপরটি সপ্তম দিন। অথবা একটি হুযূর (ﷺ) দিয়াছেন। দ্বিতীয়টি আলী বা ফাতেমা (রাঃ) দিয়াছেন।