মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
১৮- শরীআতের দন্ড বিধি অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৯ টি
হাদীস নং: ৩৫৮২
- শরীআতের দন্ড বিধি অধ্যায়
তৃতীয় অনুচ্ছেদ
৩৫৮২। হযরত আমর ইবনুল আস (রাঃ) বলেন, আমি শুনিয়াছি, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যেই জাতির মধ্যে ব্যভিচার ব্যাপকভাবে প্রসার লাভ করিবে, সেই জাতি দুর্ভিক্ষ ও অভাব-অনটনে পতিত হইবে। আর যেই জাতির মধ্যে ঘুষের (উৎকোচ) প্রচলন হইবে সেই জাতিকে ভীরুতা ও কাপুরুষতায় গ্রাস করিবে। — আহমদ
كتاب الحدود
وَعَنْ عَمْرِو بْنِ الْعَاصِ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَا مِنْ قَوْمٍ يَظْهَرُ فِيهِمُ الزِّنَا إِلَّا أُخِذُوا بِالسَّنَةِ وَمَا مِنْ قَوْمٍ يَظْهَرُ فِيهِمُ الرِّشَا إِلَّا أخذُوا بِالرُّعْبِ» . رَوَاهُ أَحْمد
তাহকীক:
হাদীস নং: ৩৫৮৩
- শরীআতের দন্ড বিধি অধ্যায়
তৃতীয় অনুচ্ছেদ
৩৫৮৩। হযরত ইবনে আব্বাস ও আবু হুরায়রা (রাঃ) হইতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যেই ব্যক্তি লূত (আঃ)-এর কওমের ন্যায় কুকর্মে লিপ্ত হইল, তাহার উপর আল্লাহর লা'নত। —রাযীন
كتاب الحدود
وَعَنِ ابْنِ عَبَّاسٍ وَأَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَلْعُونٌ مَنْ عَمِلَ عَمَلَ قَوْمِ لُوطٍ» . رَوَاهُ رَزِينٌ
তাহকীক:
হাদীস নং: ৩৫৮৪
- শরীআতের দন্ড বিধি অধ্যায়
তৃতীয় অনুচ্ছেদ
৩৫৮৪। উক্ত রাযীনের আরেক রেওয়ায়ত ইবনে আব্বাস (রাঃ) হইতে বর্ণিত হইয়াছে যে, হযরত আলী (রাঃ) এই কুকর্মে লিপ্ত উভয়কেই আগুনে পোড়াইয়া দিয়াছেন এবং হযরত আবু বকর (রাঃ) তাহাদের উভয়কে দেওয়াল চাপা দিয়া হত্যার নির্দেশ দিয়াছে।
كتاب الحدود
وَفِي رِوَايَةٍ لَهُ عَنِ ابْنِ عَبَّاسٍ: أَنَّ عليَّاً رَضِي الله عَنهُ أحرَقَهما وَأَبا بكرٍ هدم عَلَيْهِمَا حَائِطا
তাহকীক:
হাদীস নং: ৩৫৮৫
- শরীআতের দন্ড বিধি অধ্যায়
তৃতীয় অনুচ্ছেদ
৩৫৮৫। হযরত ইবনে আব্বাস (রাঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ মহা পরাক্রমশালী আল্লাহ্ (কিয়ামতের দিন) এমন ব্যক্তির দিকে (রহমতের) দৃষ্টি করিবেন না, যে লোক কোন পুরুষের কিংবা নারীর গুহ্যদ্বারে সঙ্গম করিল। —তিরমিযী এবং তিরমিযী বলিয়াছেন, এই হাদীসটি হাসান ও গরীব।
كتاب الحدود
وَعَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا يَنْظُرُ اللَّهُ عَزَّ وَجَلَّ إِلَى رَجُلٍ أَتَى رَجُلًا أَوِ امْرَأَةً فِي دُبُرِهَا» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ
তাহকীক:
হাদীস নং: ৩৫৮৬
- শরীআতের দন্ড বিধি অধ্যায়
তৃতীয় অনুচ্ছেদ
৩৫৮৬। হযরত ইবনে আব্বাস (রাঃ) বলিয়াছেন, যে ব্যক্তি কোন জানোয়ারের সাথে বলাৎকার করিল, তাহার উপর (শরীঅত নির্ধারিত) কোন 'হদ' নাই। —তিরমিযী ও আবু দাউদ এবং তিরমিযী সুফিয়ান সওরী হইতে বর্ণনা করিয়া বলিয়াছেন, তিনি বলেন, এই হাদীসটি পূর্বে বর্ণিত হাদীস (অর্থাৎ, 'যে ব্যক্তি বলাৎকার করিবে, তাহাকে কতল করিয়া দাও') হইতে অধিক সহীহ্। এই হাদীসের উপরই ওলামাগণের আমল রহিয়াছে।
كتاب الحدود
وَعَنْهُ أَنَّهُ قَالَ: «مَنْ أَتَى بَهِيمَةً فَلَا حَدَّ عَلَيْهِ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَأَبُو دَاوُدَ وَقَالَ التِّرْمِذِيُّ: عَنْ سُفْيَانَ الثَّوْرِيِّ أَنَّهُ قَالَ: وَهَذَا أَصَحُّ مِنَ الْحَدِيثِ الْأَوَّلِ وَهُوَ: «مَنْ أَتَى بَهِيمَةً فَاقْتُلُوهُ» وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَهْلِ الْعلم
তাহকীক:
হাদীস নং: ৩৫৮৭
- শরীআতের দন্ড বিধি অধ্যায়
তৃতীয় অনুচ্ছেদ
৩৫৮৭। হযরত ওবাদা ইবনে সামেত (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ নিকটতম আত্মীয় এবং দূরবর্তী আত্মীয় সকলের উপর আল্লাহর 'হদ’ কায়েম কর। আল্লাহর বিধান কার্যকরী করণে তোমরা কোন নিন্দাকারীর নিন্দা ও তিরস্কারকে পরোয়া করিও না। —ইবনে মাজাহ্
كتاب الحدود
وَعَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَقِيمُوا حُدُودَ اللَّهِ فِي الْقَرِيبِ وَالْبَعِيدِ وَلَا تَأْخُذْكُمْ فِي اللَّهِ لوْمةُ لائمٍ» . رَوَاهُ ابنُ مَاجَه
তাহকীক:
হাদীস নং: ৩৫৮৮
- শরীআতের দন্ড বিধি অধ্যায়
তৃতীয় অনুচ্ছেদ
৩৫৮৮। হযরত ইবনে ওমর (রাঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ আল্লাহর হদসমূহ হইতে কোন একটি 'হদ্' কায়েম করা আল্লাহর সমস্ত শহর-নগরে চল্লিশ দিন যাবৎ অবিরাম বৃষ্টি বর্ষণ হইতেও অনেক উত্তম। — ইবনে মাজাহ্ ।
كتاب الحدود
وَعَنِ ابْنِ عُمَرَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِقَامَةُ حَدٍّ مِنْ حُدُودِ اللَّهِ خَيْرٌ مِنْ مَطَرِ أَرْبَعِينَ لَيْلَةً فِي بلادِ الله» . رَوَاهُ ابْن مَاجَه
তাহকীক:
হাদীস নং: ৩৫৮৯
- শরীআতের দন্ড বিধি অধ্যায়
তৃতীয় অনুচ্ছেদ
৩৫৮৯। আর নাসায়ী এই হাদীসটি হযরত আবু হুরায়রা (রাঃ) হইতে বর্ণনা করিয়াছেন।
كتاب الحدود
وَرَوَاهُ النَّسَائِيُّ عَنْ أَبِي هُرَيْرَةَ
তাহকীক:
হাদীস নং: ৩৫৯০
- শরীআতের দন্ড বিধি অধ্যায়
১. প্রথম অনুচ্ছেদ - চোরের হাত কাটা প্রসঙ্গ
৩৫৯০। হযরত আয়েশা (রাঃ) হইতে বর্ণিত, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেনঃ দীনারের (স্বর্ণ মুদ্রার) এক চতুর্থাংশ কিংবা ততোধিক (মূল্য) পরিমাণ চুরির দায় ব্যতীত চোরের হাত কাটা যাইবে না। -মোত্তাঃ
كتاب الحدود
بَابُ قَطْعِ السَّرِقَةِ: الْفَصْل الأول
عَنْ عَائِشَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا تُقطعُ يدُ السَّارِقِ إِلاَّ بربُعِ دِينَار فَصَاعِدا»
তাহকীক: