মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৮- শরীআতের দন্ড বিধি অধ্যায়

হাদীস নং: ৩৫৮৮
- শরীআতের দন্ড বিধি অধ্যায়
তৃতীয় অনুচ্ছেদ
৩৫৮৮। হযরত ইবনে ওমর (রাঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ আল্লাহর হদসমূহ হইতে কোন একটি 'হদ্' কায়েম করা আল্লাহর সমস্ত শহর-নগরে চল্লিশ দিন যাবৎ অবিরাম বৃষ্টি বর্ষণ হইতেও অনেক উত্তম। — ইবনে মাজাহ্ ।
كتاب الحدود
وَعَنِ ابْنِ عُمَرَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِقَامَةُ حَدٍّ مِنْ حُدُودِ اللَّهِ خَيْرٌ مِنْ مَطَرِ أَرْبَعِينَ لَيْلَةً فِي بلادِ الله» . رَوَاهُ ابْن مَاجَه

হাদীসের ব্যাখ্যা:

আর অন্য হাদীস দ্বারা বুঝা যায় যে, ব্যভিচার ইত্যাদি অপরাধ প্রসারের কারণে দেশে অনাবৃষ্টি ও দুর্ভিক্ষ দেখা দেয়। তাই ‘হদ্' কায়েম করার মাধ্যমে জনগণকে এই ধরনের জঘন্য অপরাধ হইতে বিরত রাখার দরুন আবার আল্লাহর তরফ হইতে খায়র ও বরকত অবতীর্ণ হইতে থাকে এবং অনাবৃষ্টি ও খরার অভিশাপ হইতে রক্ষা পাওয়া যায়।
tahqiqতাহকীক:তাহকীক চলমান