মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৮- শরীআতের দন্ড বিধি অধ্যায়

হাদীস নং: ৩৫৮৭
- শরীআতের দন্ড বিধি অধ্যায়
তৃতীয় অনুচ্ছেদ
৩৫৮৭। হযরত ওবাদা ইবনে সামেত (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ নিকটতম আত্মীয় এবং দূরবর্তী আত্মীয় সকলের উপর আল্লাহর 'হদ’ কায়েম কর। আল্লাহর বিধান কার্যকরী করণে তোমরা কোন নিন্দাকারীর নিন্দা ও তিরস্কারকে পরোয়া করিও না। —ইবনে মাজাহ্
كتاب الحدود
وَعَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَقِيمُوا حُدُودَ اللَّهِ فِي الْقَرِيبِ وَالْبَعِيدِ وَلَا تَأْخُذْكُمْ فِي اللَّهِ لوْمةُ لائمٍ» . رَوَاهُ ابنُ مَاجَه

হাদীসের ব্যাখ্যা:

'নিকটাত্মীয় ও অনাত্মীয়'—এই কথার মানে হইল, স্বগোত্রীয় ও ভিন্ন গোত্রীয় কিংবা শক্তিধর বা দুর্বল, প্রত্যেকের উপর কার্যকরী কর।
tahqiqতাহকীক:তাহকীক চলমান