মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৮- শরীআতের দন্ড বিধি অধ্যায়

হাদীস নং: ৩৫৮৬
- শরীআতের দন্ড বিধি অধ্যায়
তৃতীয় অনুচ্ছেদ
৩৫৮৬। হযরত ইবনে আব্বাস (রাঃ) বলিয়াছেন, যে ব্যক্তি কোন জানোয়ারের সাথে বলাৎকার করিল, তাহার উপর (শরীঅত নির্ধারিত) কোন 'হদ' নাই। —তিরমিযী ও আবু দাউদ এবং তিরমিযী সুফিয়ান সওরী হইতে বর্ণনা করিয়া বলিয়াছেন, তিনি বলেন, এই হাদীসটি পূর্বে বর্ণিত হাদীস (অর্থাৎ, 'যে ব্যক্তি বলাৎকার করিবে, তাহাকে কতল করিয়া দাও') হইতে অধিক সহীহ্। এই হাদীসের উপরই ওলামাগণের আমল রহিয়াছে।
كتاب الحدود
وَعَنْهُ أَنَّهُ قَالَ: «مَنْ أَتَى بَهِيمَةً فَلَا حَدَّ عَلَيْهِ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَأَبُو دَاوُدَ وَقَالَ التِّرْمِذِيُّ: عَنْ سُفْيَانَ الثَّوْرِيِّ أَنَّهُ قَالَ: وَهَذَا أَصَحُّ مِنَ الْحَدِيثِ الْأَوَّلِ وَهُوَ: «مَنْ أَتَى بَهِيمَةً فَاقْتُلُوهُ» وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَهْلِ الْعلم
tahqiqতাহকীক:তাহকীক চলমান