মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

مشكاة المصابيح للتبريزي

১৮- শরীআতের দন্ড বিধি অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৩৫৯১
- শরীআতের দন্ড বিধি অধ্যায়
১. প্রথম অনুচ্ছেদ - চোরের হাত কাটা প্রসঙ্গ
৩৫৯১। হযরত ইবনে ওমর (রাঃ) বলিয়াছেন, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ঢাল চুরির দায়ে চোরের হাত কাটিয়াছেন (অর্থাৎ, হাত কাটার নির্দেশ দিয়াছেন) যাহার মূল্য ছিল। তিন দেরহাম। — মোত্তাঃ -
كتاب الحدود
وَعَنِ ابْنِ عُمَرَ قَالَ: قَطَعَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدَ سَارِقٍ فِي مِجَنٍّ ثَمَنُهُ ثَلَاثَةُ دَرَاهِمَ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩৫৯২
- শরীআতের দন্ড বিধি অধ্যায়
১. প্রথম অনুচ্ছেদ - চোরের হাত কাটা প্রসঙ্গ
৩৫৯২। হযরত আবু হুরায়রা (রাঃ) হইতে বর্ণিত, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেনঃ সেই চোরের উপর আল্লাহর অভিসম্পাত, যে একটি ডিম (অথবা একটি শিরস্ত্রাণ)। চুরি করিল আর তাহার হাত কাটা হইল এবং একটি রশি চুরি করিল আর তাহার হাত কর্তিত হইল। —মোত্তাঃ
كتاب الحدود
وَعَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَعَنَ اللَّهُ السارِقَ يسرقُ البيضةَ فتُقطعُ يَده وَيسْرق الْحَبل فتقطع يَده»
হাদীস নং: ৩৫৯৩
- শরীআতের দন্ড বিধি অধ্যায়
১. দ্বিতীয় অনুচ্ছেদ - চোরের হাত কাটা প্রসঙ্গ
৩৫৯৩। হযরত রাফে' ইবনে খাদীজ (রাঃ) হইতে বর্ণিত, নবী (ﷺ) বলিয়াছেন; গাছের ফল চুরি করার দায়ে এবং খেজুরের থোড় চুরি করার দায়ে চোরের হাত কাটা যাইবে না। — মালেক, তিরমিযী, আবু দাউদ, নাসায়ী, দারেমী ও ইবনে মাজাহ্
كتاب الحدود
الْفَصْل الثَّانِي
عَنْ رَافِعِ بْنِ خَدِيجٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا قَطْعَ فِي ثَمَرٍ وَلَا كَثَرٍ» رَوَاهُ مَالِكٌ وَالتِّرْمِذِيُّ وَأَبُو دَاوُدَ وَالنَّسَائِيُّ وَالدَّارِمِيُّ وَابْنُ مَاجَهْ