সহীফায়ে হাম্মাম ইবনে মুনাব্বিহ

صحيفة همام بن منبه

কিতাবের পরিচ্ছেদ সমূহ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস ১৩৮ টি

হাদীস নং: ৮১
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ উযুর মধ্যে নাকে পানি দিয়ে নাক পরিষ্কার করা।
৮১. রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যখন তোমাদের কেউ উযু করে তখন যেন দুই নাসারন্ধ্রে পানি টেনে নেয়, এরপর ঝেড়ে ফেলে।
أبواب الكتاب
باب الاِسْتِنْثَارِ فِي الْوُضُوءِ
81 - وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا تَوَضَّأَ أَحَدُكُمْ فَلْيَسْتَنْشِقْ بِمَنْخِرَيْهِ مِنْ مَاءٍ ثُمَّ لِيَنْتَثِرْ»
হাদীস নং: ৮২
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ কল্যাণের প্রত্যাশা করা। নবী (ﷺ) এর বাণীঃ যদি উহুদ পাহাড় আমার জন্য স্বর্ণে পরিণত হত।
৮২. রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, সে সত্তার কসম, যার হাতে মুহাম্মাদের প্রাণ, যদি ওহুদ (পাহাড়) পরিমাণ স্বর্ণ আমার কাছে থাকত, তবে আমি এই বিষয়টিকে পছন্দ করতাম যে, তিন রাত অতিবাহিত হওয়ার পূর্বে যদি এমন কাউকে পেতাম যে, এ গুলো গ্রহণ করবে তাহলে আমি একটি দিনারও বাকি রাখতাম না। আমি কোন কিছু বাকি রেখে নিজেকে (আল্লাহর কাছে) ঋণী করতে চাইনা।
أبواب الكتاب
بَابُ تَمَنِّي الخَيْرِوَقَوْلِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَوْ كَانَ لِي أُحُدٌ ذَهَبًا»
82 - وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ لَوْ أَنَّ عِنْدِي أُحُدًا ذَهَبًا لَأَحْبَبْتُ أَلَّا يَأْتِيَ عَلَيَّ ثَلَاثُ لَيَالٍ وَعِنْدِي مِنْهُ دِينَارٌ أَجِدُ مَنْ يَتَقَبَّلُهُ مِنِّي، لَيْسَ شَيْءٌ أُرْصِدُهُ فِي دَيْنٍ عَلَيَّ»
হাদীস নং: ৮৩
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নিজে যা খাবে ও পরবে দাস–দাসীকেও তা খেতে ও পরতে দেয়া এবং তাদের সাধ্যাতীত কাজের ভার না দেয়া
৮৩. রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যখন তোমাদের সেবক তোমাদের খানা নিয়ে আসে, যে তোমাদেরকে খাবার রান্নার (কষ্ট তথা আগুনের) উত্তাপ ও ধোঁয়া থেকে বাঁচিয়েছে তখন তোমরা তাকে ডাকো সে যেন তোমাদের সাথে খানা খায় অথবা তার হাতে অল্প কিছু খাবার দিও।
أبواب الكتاب
باب إِطْعَامِ الْمَمْلُوكِ مِمَّا يَأْكُلُ وَإِلْبَاسِهِ مَمَّا يَلْبَسُ وَلاَ يُكَلِّفُهُ مَا يَغْلِبُهُ
83 - وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا جَاءَكُمُ الصَّانِعُ بِطَعَامِكُمْ قَدْ أَغْنَى عَنْكُمْ حَرَّهُ وَدُخَانَهُ فَادْعُوهُ فَلْيَأْكُلْ مَعَكُمْ، وَإِلَّا فَأَلْقِمُوهُ فِي يَدِهِ أَوْ لِيُنَاوِلْهُ فِي يَدِهِ»
হাদীস নং: ৮৪
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ ’আব্দ’ ’আমাত’ (দাস–দাসী) এবং ’মাওলা’, ’সায়্যিদ’ (মনিব ও নেতা) শব্দসমূহ ব্যবহারের বিধান
৮৪. রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমাদের কেউ (মনিব সম্বন্ধে এভাবে) বলবে না যে, তোমার ’রব’কে পান করাও, তোমার ’রব’কে খাবার দাও, তোমার ’রব’কে উযু করাও। তিনি আরও বলেন, তোমাদের কেউ (নিজেও) বলবে না, আমার রব বরং বলবে আমার সায়্যিদ সরদার বা নেতা, আমার মাওলা–মনিব। আর তোমাদের কেউ বলবে না, আমার বান্দা আমার বাঁদী, বরং বলবে, কিশোর, কিশরী, বালক, বালিকা (আমার সেবক আমার সেবিকা)।
أبواب الكتاب
باب حُكْمِ إِطْلاَقِ لَفْظَةِ الْعَبْدِ وَالأَمَةِ وَالْمَوْلَى وَالسَّيِّدِ
84 - وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا يَقُلْ أَحَدُكُمُ اسْقِ رَبَّكَ أَوْ أَطْعِمْ رَبَّكَ وَضِئْ رَبَّكَ وَلَا يَقُلْ أَحَدُكُمْ: رَبِّي، وَلْيَقُلْ: سَيِّدِي، مَوْلَايَ، وَلَا يَقُلْ أَحَدُكُمْ: عَبْدِي، أَمَتِي، وَلْيَقُلْ: فَتَايَ، فَتَاتِي، غُلَامِي»
হাদীস নং: ৮৫
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ জান্নাতের বৈশিষ্টের বর্ণনা আর তা সৃষ্টবস্তু।
৮৫. রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, ‘জান্নাতে প্রথম প্রবেশকারী দলের আকৃতি পূর্ণিমা রাতের চাঁদের ন্যায় উজ্জ্বল হবে। তারা সেখানে থুথু ফেলবে না, নাক ঝাড়বে না, পায়খানা করবে না। সেখানে তাদের বরতন এবং চিরুনিসমূহ স্বর্ণ এবং রৌপ্য নির্মিত হবে। তাদের ধুনুচিতে থাকবে সুগন্ধ কাঠ। তাদের গায়ের ঘাম মিসকের ন্যায় সুগন্ধ যুক্ত হবে। তাদের প্রত্যেকের জন্য এমন দু’জন স্ত্রী থাকবে যাদের সৌন্দর্যের ফলে গোশত ভেদ করে পায়ের নলার হাড়ের মজ্জা দেখা যাবে। তাদের মধ্যে কোন মতভেদ থাকবে না; পরস্পর হিংসা–বিদ্বেষ থাকবে না। তাদের সকলের অন্তর এক অন্তরের মত থাকবে। তারা সকাল–সন্ধ্যায় আল্লাহর তাসবীহ পাঠে রত থাকবে।’
أبواب الكتاب
باب مَا جَاءَ فِي صِفَةِ الْجَنَّةِ وَأَنَّهَا مَخْلُوقَةٌ
85 - وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَوَّلُ زُمْرَةٍ تَلِجُ الْجَنَّةَ صُوَرُهُمْ عَلَى صُورَةِ الْقَمَرِ لَيْلَةَ الْبَدْرِ، لَا يَبْصُقُونَ فِيهَا، وَلَا يَمْتَخِطُونَ، وَلَا يَتَغَوَّطُونَ فِيهَا، آنِيَتُهُمْ وَأَمْشَاطُهُمْ مِنَ الذَّهَبِ وَالْفِضَّةِ، وَمَجَامِرُهُمْ مِنَ الْأَلُوَّةِ، وَرَشْحُهُمُ الْمِسْكُ، وَلِكُلِّ وَاحِدٍ مِنْهُمْ زَوْجَتَانِ، يُرَى مُخُّ سَاقِهَا مِنْ وَرَاءِ اللَّحْمِ مِنَ الْحُسْنِ، لَا اخْتِلَافَ بَيْنَهُمْ وَلَا تَبَاغُضَ، قُلُوبُهُمْ عَلَى قَلْبٍ وَاحِدٍ، يُسَبِّحُونَ اللَّهَ بُكْرَةً وَعَشِيًّا»
হাদীস নং: ৮৬
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ যাদের উপর নবী (ﷺ) লানত করেছেন, তিরস্কার করেছেন অথবা বদ দুআ করেছেন; অথচ তারা এর যোগ্য নয়, তাদের জন্য তা পবিত্রতা, পুরস্কার ও রহমত স্বরূপ
৮৬. রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, হে আল্লাহ! আমি তোমার নিকট থেকে এ বিষয়ে প্রতিশ্রুতিতে আব্দ্ধ হচ্ছি (আশা করি), আপনি কখনো তার বিপরীত করবেন না। আমি তো একজন মানুষ। সুতরাং আমি কোন মুমিন ব্যক্তিকে কষ্ট দিলে, গালি দিলে, লানত করলে, তাকে চাবুক লাগালে তা তার জন্য রহমত, পবিত্রতা ও নৈকট্য বানিয়ে দিবেন, যার দ্বারা সে কিয়ামত দিবসে আপনার নৈকট্য লাভ করতে পারে।
أبواب الكتاب
باب من لعنه النبي صلى الله عليه وسلم أو سبه أو دعا عليه وليس هو أهلا لذلك كان له زكاة وأجرا ورحمة
86 - وقال رسول الله صلى الله عليه وسلم: «اللهم إني أتخذ عندك عهدا لن تخلفه، إنما أنا بشر، فأي المؤمنين آذيته أو شتمته أو جلدته أو لعنته فاجعلها صلاة وزكاة وقربة تقربه بها يوم القيامة»
হাদীস নং: ৮৭
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ ’বিশেষভাবে এই উম্মত’ এর জন্য গনিমত হালাল
৮৭. রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আমাদের পূর্বে কারো জন্য গনিমতের মাল হালাল ছিল না। আল্লাহ তাআলা আমাদের দুর্বলতা ও অক্ষমতা দেখে আমাদের জন্য তা হালাল করে দিলেন।
أبواب الكتاب
باب تَحْلِيلِ الْغَنَائِمِ لِهَذِهِ الأُمَّةِ خَاصَّةً
87 - وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَمْ تَحِلَّ الْغَنَائِمُ لِمَنْ كَانَ قَبْلَنَا، ذَلِكَ بِأَنَّ اللَّهَ رَأَى ضَعْفَنَا وَعَجْزَنَا فَطَيَّبَهَا لَنَا»
হাদীস নং: ৮৮
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ বিড়াল ও এরূপ জন্তু যা মানুষকে কষ্ট দেয় না, তাদের শাস্তি দেওয়া হারাম
৮৮. রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, একটি স্ত্রীলোক একটি বিড়ালকে কষ্ট দেওয়ার দরুণ জাহান্নামে প্রবেশ করে। সে এটিকে শক্ত করে বেঁধে রাখে এবং বন্দী দশায় সে এটিকে খাবার দেয়নি, পানীয় দেয়নি এবং তাকে বন্ধনমুক্ত করে ছেড়েও দেয়নি, যাতে সে যমীনের পোকা–মাকড় খেয়ে বাঁচতে পারে। অবশেষে বিড়ালটি ক্ষুৎপিপাসায় (কাতর হয়ে) মারা যায়।
أبواب الكتاب
باب تَحْرِيمِ تَعْذِيبِ الْهِرَّةِ وَنَحْوِهَا مِنَ الْحَيَوَانِ الَّذِي لاَ يُؤْذِي
88 - وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «دَخَلَتِ امْرَأَةٌ النَّارَ مِنْ جَرَّاءِ هِرَّةٍ لَهَا أَوْ هِرَّةٍ رَبَطَتْهَا، فَلَا هِيَ أَطْعَمَتْهَا وَلَا هِيَ أَرْسَلَتْهَا تَتَقَهَّمُ مِنْ خَشَاشِ الْأَرْضِ حَتَّى مَاتَتْ هَزْلًا»
হাদীস নং: ৮৯
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ গুনাহ দ্বারা ঈমানের ক্ষতি হয় এবং গুনাহে লিপ্ত থাকা অবস্থায় ঈমান থাকে না, অর্থ ঈমানের পূর্ণতা থাকে না
৮৯. রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, চুরিকারী ব্যক্তি চুরি করা অবস্থায় মুমিন থাকে না, ব্যভিচারী ব্যক্তি ব্যভিচারে লিপ্ত থাকা অবস্থায় মুমিন থাকে না, মদ্যপায়ীও মদ্যপান করার সময় মুমিন থাকে না। ওই সত্তার শপথ যার হাতে মোহাম্মাদের প্রাণ, কোন মূল্যবান সম্পদ লুণ্ঠন করে আর মুসলিমগণ তার দিকে তাদের চোখ তুলে তাকিয়ে থাকে, তখন সে মু’মিন অবস্থায় লুণ্ঠন করে না। এবং খেয়ানতকারী যখন খেয়ানত করে, তখন মুমিন থাকে না। সুতরাং তোমরা সাবধান, তোমরা সাবধান।
أبواب الكتاب
باب بَيَانِ نُقْصَانِ الإِيمَانِ بِالْمَعَاصِي وَنَفْيِهِ عَنِ الْمُتَلَبِّسِ بِالْمَعْصِيَةِ عَلَى إِرَادَةِ نَفْيِ كَمَالِهِ
89 - وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا يَسْرِقُ سَارِقٌ وَهُوَ حِينَ يَسْرِقُ مُؤْمِنٌ، وَلَا يَزْنِي زَانٍ وَهُوَ حِينَ يَزْنِي مُؤْمِنٌ، وَلَا يَشْرَبُ الْحُدُودَ أَحَدُكُمْ، يَعْنِي الْخَمْرَ، وَهُوَ حِينَ يَشْرَبُهَا مُؤْمِنٌ، وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ، لَا يَنْتَهِبُ أَحَدُكُمْ نُهْبَةً ذَاتَ شَرَفٍ يَرْفَعُ إِلَيْهِ الْمُؤْمِنُونَ أَعْيُنَهُمْ فِيهَا وَهُوَ حِينَ يَنْتَهِبُهَا مُؤْمِنٌ، وَلَا يَغُلُّ أَحَدُكُمْ حِينَ يَغُلُّ وَهُوَ مُؤْمِنٌ، وَإِيَّاكُمْ وَإِيَّاكُمْ»
হাদীস নং: ৯০
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ আমাদের নবী মুহাম্মাদ (ﷺ) সকল মানুষের জন্য প্রেরিত হয়েছেন এবং অন্য সকল দীন ও ধর্ম তার দ্বীনের মাধ্যমে রহিত হয়ে গেছে, এ কথার উপর বিশ্বাস স্থাপন করা অপরিহার্য
৯০. রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, সে সত্তার কসম, যার হাতে মুহাম্মাদের প্রাণ, ইহুদি হোক আর খৃষ্টান হোক, যে ব্যক্তিই আমার এ আহবান শুনেছে, অথচ আমার রিসালাতের উপর ঈমান না এনে মৃত্যুবরণ করেছে, অবশ্যই সে জাহান্নামী হবে।
أبواب الكتاب
باب وُجُوبِ الإِيمَانِ بِرِسَالَةِ نَبِيِّنَا مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى جَمِيعِ النَّاسِ وَنَسْخِ الْمِلَلِ بِمِلَّتِهِ
90 - وقال رسول الله صلى الله عليه وسلم: «والذي نفس محمد بيده، لا يسمع بي أحد من هذه الأمة، ولا يهودي ولا نصراني، ومات ولم يؤمن بالذي أرسلت به إلا كان من أصحاب النار»
হাদীস নং: ৯১
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নামাযে ভুল–ত্রুটি হলে পুরুষ ’সুবহানাল্লাহ’ বলবে এবং নারী করতালি দেবে
৯১. রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, নামাযের মধ্যে পুরুষের জন্য ‘সূবহানাল্লাহ’ এবং নারীদের জন্য হলো হাততালি।
أبواب الكتاب
باب تَسْبِيحِ الرَّجُلِ وَتَصْفِيقِ الْمَرْأَةِ إِذَا نَابَهُمَا شَىْءٌ فِي الصَّلاَةِ
91 - وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «التَّسْبِيحُ لِلْقَوْمِ، وَالتَّصْفِيقُ لِلنِّسَاءِ فِي الصَّلَاةِ»
হাদীস নং: ৯২
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ জিহাদে ও আল্লাহর রাহে বের হওয়ার ফযীলত
৯২. রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আল্লাহর রাস্তায় মুসলমানদের যে যখম হয়, কিয়ামতের দিন তার প্রতিটি যখম আঘাতকালীন সময়ে যে অবস্থায় ছিল তদ্রূপ হবে। রক্ত ছুটে বের হতে থাকবে। তার রং হবে রক্তের রং কিন্তু গন্ধ হবে মিশকের ন্যায়।
أبواب الكتاب
باب فَضْلِ الْجِهَادِ وَالْخُرُوجِ فِي سَبِيلِ اللَّهِ
92 - وقال رسول الله صلى الله عليه وسلم: «كل كلم يكلم به المسلم في سبيل الله يكون يوم القيامة كهيئتها إذا طعنت يفجر دما، اللون لون الدم، والعرف عرف المسك»
হাদীস নং: ৯৩
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ সন্দেহ–সংশয়, কুমন্ত্রণা
৯৩. রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমাদের মনে নানা প্রশ্নের উদয় হয়। এক পর্যায়ে তোমাদের কারো কারো মনে এমন প্রশ্নেরও সৃষ্টি হয় যে, এ সৃষ্টি জগত তো আল্লাহ সৃষ্টি করেছেন, তাহলে কে আল্লাহকে সৃষ্টি করেছে?
أبواب الكتاب
بَابُ الْوَسْوَسَةِ
93 - وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَزَالُونَ تَسْتَفْتُونَ حَتَّى يَقُولَ أَحَدُكُمْ: هَذَا اللَّهُ، خَلَقَ الْخَلْقَ، فَمَنْ خَلَقَ اللَّهَ؟»
হাদীস নং: ৯৪
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ পথে খেজুর পাওয়া গেলে
৯৪. রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আমি আমার ঘরে ফিরে যাই, আমার বিছানায় (অথবা আমার ঘরে) খেজুর পড়ে থাকতে দেখি। খাওয়ার জন্য আমি তা তুলে নেই। পরে আমার ভয় হয় যে, হয়ত তা সাদ্‌কার খেজুর হবে তাই আমি তা রেখে দেই।
أبواب الكتاب
باب إِذَا وَجَدَ تَمْرَةً فِي الطَّرِيقِ
94 - وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنِّي لَأَنْقَلِبُ إِلَى أَهْلِي فَأَجِدُ التَّمْرَةَ سَاقِطَةً عَلَى فِرَاشِي أَوْ فِي بَيْتِي فَأَرْفَعُهَا لِآكُلَهَا، ثُمَّ أَخْشَى أَنْ تَكُونَ مِنَ الصَّدَقَةِ فَأُلْقِيهَا»
হাদীস নং: ৯৫
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ আল্লাহর নামে এমন শপথের ব্যপারে অনমনীয়তা নিষিদ্ধ; যাতে শপথকারীর পরিবার কষ্ট পায় অথচ (বাস্তবে) তা হারাম নয়
৯৫. রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আল্লাহর কসম! তোমাদের মাঝে কেউ আপন পরিজনের ব্যাপারে শপথকারী হলে আল্লাহর নিকট সে গুনাহগার হবে ঐ ব্যক্তির তুলনায়, যে কাফফারা আদায় করে দেয় যা আল্লাহ তা'আলা অপরিহার্য করে দিয়েছেন।
أبواب الكتاب
باب النَّهْىِ عَنِ الإِصْرَارِ، عَلَى الْيَمِينِ فِيمَا يَتَأَذَّى بِهِ أَهْلُ الْحَالِفِ مِمَّا لَيْسَ بِحَرَامٍ
95 - وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَاللَّهِ لَأَنْ يَلَجَّ أَحَدُكُمْ بِيَمِينِهِ فِي أَهْلِهِ، آثَمُ لَهُ عِنْدَ اللَّهِ مِنْ أَنْ يُعْطِي كَفَّارَتَهُ الَّتِي فَرَضَ اللَّهُ عَزَّ وَجَلَّ»
হাদীস নং: ৯৬
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ সাক্ষী ব্যতীত কোন জিনিসের ব্যাপারে দু’ব্যক্তির দাবীদার হওয়া সম্পর্কে।
৯৬. নবী (ﷺ) বলেছেন, যখন দু’ব্যক্তি কসম খেতে বাধ্য হয় আর উভয়েই কসম করার জন্য প্রস্তুত হয়, তখন তাদের কসমের ব্যবস্থা লটারীর মাধ্যমে কর (অর্থাৎ যার নাম লটারীতে আগে আসবে, সে কসম করে তা নিয়ে নেবে।)
أبواب الكتاب
باب الرَّجُلَيْنِ يَدَّعِيَانِ شَيْئًا وَلَيْسَتْ لَهُمَا بَيِّنَةٌ
96 - وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا أُكْرِهَ الِاثْنَانِ عَلَى الْيَمِينِ فَاسْتَحَبَّاهَا فَأَسْهِمْ بَيْنَهُمَا»
হাদীস নং: ৯৭
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ দুধ আব্দ্ধ করে ওলান ফুলিয়ে দুধের পশু বিক্রির হুকুম
৯৭. রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমাদের কেউ যদি ওলান ফুলান উট বা বকরী খরিদ করে তবে দুধ দোহনের পর তার দু’ অবকাশের উত্তমটি থাকবে। হয় তা রেখে দিবে অথবা এক সা’ খুরমাসহ ফেরত দিবে।
أبواب الكتاب
باب حُكْمِ بَيْعِ الْمُصَرَّاةِ
97 - وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا مَا أَحَدُكُمُ اشْتَرَى لِقْحَةً مُصَرَّاةً أَوْ شَاةً مُصَرَّاةً فَهُوَ بِخَيْرِ النَّظَرَيْنِ بَعْدَ أَنْ يَحْلُبَهَا، إِمَّا هِيَ وَإِلَّا فَلْيَرُدَّهَا وَصَاعًا مِنْ تَمْرٍ»
হাদীস নং: ৯৮
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ পার্থিব সম্পদের প্রতি লোভ করা অপছন্দনীয়
৯৮. রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, বৃদ্ধ লোকের হৃদয় দুটি বস্তুর ভালবাসার ব্যাপারে যুবক (তা হলোঃ) ১. দীর্ঘায়ু ও ২. প্রাচুর্যের লোভ।
أبواب الكتاب
باب كَرَاهَةِ الْحِرْصِ عَلَى الدُّنْيَا
98 - وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الشَّيْخُ شَابٌّ عَلَى حُبِّ اثْنَتَيْنِ: طُولِ الْحَيَاةِ، وَكَثْرَةِ الْمَالِ»
হাদীস নং: ৯৯
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ কোন মুসলমানের দিকে অস্ত্র দিয়ে ইশারা করা নিষিদ্ধ
৯৯. রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমাদের কেউ যেন তার অপর কোন ভাইয়ের প্রতি অস্ত্র উত্তোলন করে ইশারা না করে। কেননা সে জানে না হয়ত শয়তান তার হাতে ধাক্কা দিয়ে বসবে, ফলে (এক মুসলমানকে হত্যার অপরাধে) সে জাহান্নামের গর্তে নিপতিত হবে।
أبواب الكتاب
باب النَّهْىِ عَنِ الإِشَارَةِ، بِالسِّلاَحِ إِلَى مُسْلِمٍ
99 - وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا يُشِيرُ أَحَدُكُمْ إِلَى أَخِيهِ بِالسِّلَاحِ، فَإِنَّهُ لَا يَدْرِي أَحَدُكُمْ لَعَلَّ الشَّيْطَانَ أَنْ يَنْزِعَ فِي يَدِهِ؛ فَيَقَعَ فِي حُفْرَةٍ مِنَ النَّارِ»
হাদীস নং: ১০০
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ উহুদ যুদ্ধের দিন রাসূলুল্লাহ (ﷺ)–এর আঘাতপ্রাপ্ত হওয়ার বর্ণনা
১০০. রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, “সে সম্প্রদায়ের প্রতি আল্লাহর রোষ প্রচন্ড হয়, যারা আল্লাহর রাসুল (ﷺ) এর প্রতি এরূপ আচরণ করে”। একথা বলতে বলতে তিনি তার সম্মুখের (দু’টি ভগ্ন) দাঁতের দিকে ইঙ্গিত করছিলেন।
أبواب الكتاب
باب مَا أَصَابَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنَ الْجِرَاحِ يَوْمَ أُحُدٍ
100 - وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اشْتَدَّ غَضَبُ اللَّهِ عَلَى قَوْمٍ فَعَلُوا بِرَسُولِ اللَّهِ - صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ - وَهُوَ حِينَئِذٍ يُشِيرُ إِلَى رَبَاعِيَتِهِ»