সহীফায়ে হাম্মাম ইবনে মুনাব্বিহ
صحيفة همام بن منبه
কিতাবের পরিচ্ছেদ সমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১৩৮ টি
হাদীস নং: ২১
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ পাপের কাজ ছাড়া অন্য সব ব্যাপারে শাসকের আনুগত্য ওয়াজিব। পাপের কাজে আনুগত্য হারাম
২১. রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি আমার আনুগত্য করলো, সে আল্লাহর আনুগত্য করলো আর যে আমার অবাধ্যতা করলো সে আল্লাহর অবাধ্যতা করলো। যে ব্যক্তি আমীরের (শাসকের) আনুগত্য করে সে আমারই আনুগত্য করলো আর যে ব্যক্তি আমীরের অবাধ্যতা করলো সে আমারই অবাধ্যতা করলো।
أبواب الكتاب
باب وُجُوبِ طَاعَةِ الأُمَرَاءِ فِي غَيْرِ مَعْصِيَةٍ وَتَحْرِيمِهَا فِي الْمَعْصِيَةِ
21 - وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ أَطَاعَنِي فَقَدْ أَطَاعَ اللَّهَ، وَمَنْ يَعْصِنِي فَقَدْ عَصَى اللَّهَ، وَمَنْ يُطِعِ الْأَمِيرَ فَقَدْ أَطَاعَنِي وَمَنْ يَعْصِ الْأَمِيرَ فَقَدْ عَصَانِي»
হাদীস নং: ২২
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ কিয়ামতের আলামত
২২. রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, কিয়ামত সংঘটিত হবে না যে পর্যন্ত না তোমাদের মাঝে এত প্রাচুর্য দেখা দেবে যে, তা উপচে পড়বে। এমনকি সম্পদের মালিক তখন ভাবনা করবে যে, কে তার সাদ্কা গ্রহণ করবে?
তিনি বলেন, এবং ইলম উঠিয়ে নেওয়া হবে, সময় সংকুচিত হয়ে আসবে, ফিতনা প্রকাশ পাবে এবং ‘হারজ’ বৃদ্ধি পাবে। সাহাবীগণ প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসুল! ‘হারজ’ কি? জবাবে তিনি বললেন, হত্যা, হত্যা।
তিনি বলেন, এবং ইলম উঠিয়ে নেওয়া হবে, সময় সংকুচিত হয়ে আসবে, ফিতনা প্রকাশ পাবে এবং ‘হারজ’ বৃদ্ধি পাবে। সাহাবীগণ প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসুল! ‘হারজ’ কি? জবাবে তিনি বললেন, হত্যা, হত্যা।
أبواب الكتاب
بَاب أَشْرَاط السَّاعَة
22 - وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يَكْثُرَ فِيكُمُ الْمَالُ فَيَفِيضَ حَتَّى يُهِمَّ رَبُّ الْمَالِ مَنْ يَتَقَبَّلُ مِنْهُ صَدَقَتَهُ. قَالَ: وَيُقْبَضُ الْعِلْمُ وَيَقْتَرِبُ الزَّمَانُ وَتَظْهَرُ الْفِتَنُ وَيَكْثُرُ الْهَرْجُ، قَالُوا: الْهَرْجُ مَا هُوَ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ الْقَتْلُ الْقَتْلُ»
তাহকীক:
হাদীস নং: ২৩
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ যখন দুই মুসলমান তাদের তরবারি নিয়ে মুখোমুখী হয়
২৩. রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, কিয়ামত সংঘটিত হবে না, যতক্ষণ না দুটি বড় দল পরস্পর যুদ্ধে লিপ্ত হয়। তাদের মাঝে এক ভয়াবহ যুদ্ধ হবে। অথচ তাদের উভয়ের দাবী একই হবে।
أبواب الكتاب
باب إِذَا تَوَاجَهَ الْمُسْلِمَانِ بِسَيْفَيْهِمَا
23 - وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى تَقْتَتِلَ فِئَتَانِ عَظِيمَتَانِ تَكُونُ بَيْنَهُمَا مَقْتَلَةٌ عَظِيمَةٌ وَدَعْوَاهُمَا وَاحِدَةٌ»
তাহকীক:
হাদীস নং: ২৪
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ কতিপয় মিথ্যুক বের না হওয়া পর্যন্ত কিয়ামত হবে না।
২৪. রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, প্রায় ত্রিশজন মিথ্যাবাদী ও প্রতারকের আবির্ভাব না হওয়া পর্যন্ত কিয়ামত হবে না। এরা প্রত্যেকেই নিজেকে আল্লাহর রাসূল বলে দাবী করবে।
أبواب الكتاب
بَابُ مَا جَاءَ لاَ تَقُومُ السَّاعَةُ حَتَّى يَخْرُجَ كَذَّابُونَ
24 - وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يَنْبَعِثَ دَجَّالُونَ كَذَّابُونَ قَرِيبٌ مِنْ ثَلَاثِينَ كُلُّهُمْ يَزْعُمُ أَنَّهُ رَسُولُ اللَّهِ»
তাহকীক:
হাদীস নং: ২৫
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ কিয়ামতের আলামত সম্পর্কে।
২৫. রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যতক্ষণ না পশ্চিম দিক থেকে সূর্যোদয় ঘটবে ততক্ষণ কিয়ামত হবে না, যখন সেদিক থেকে সূর্য উদিত হবে এবং লোকেরা তা দেখবে তখন সবাই ঈমান গ্রহণ করবে, কিন্তু যে ইতিপূর্বে ঈমান আনে নাই অথবা যে ঈমান অনুযায়ী নেক কাজ করে নাই, সে সময়ে ঈমান আনায় তার কোন উপকার হবে না।
أبواب الكتاب
باب أَمَارَاتِ السَّاعَةِ
25 - وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ مِنْ مَغْرِبِهَا فَإِذَا طَلَعَتْ وَرَآهَا النَّاسُ آمَنُوا أَجْمَعُونَ، وَذَلِكَ حِينَ لَا يَنْفَعُ نَفْسًا إِيمَانُهَا لَمْ تَكُنْ آمَنَتْ مِنْ قَبْلُ أَوْ كَسَبَتْ فِي إِيمَانِهَا خَيْرًا»
তাহকীক:
হাদীস নং: ২৬
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ আযানের ফযীলত এবং তা শুনে শয়তানের পলায়ন
২৬. রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যখন নামাযের আযান দেয়া হয় তখন শয়তান বায়ু ছাড়তে ছাড়তে পিছন ফিরে দৌড় দেয়, যাতে সে আযানের ধ্বনি শুনতে না পায়। আযান শেষ হলে আবার ফিরে আসে। আর যখন ইকামতের তাকবীর বলা হয় তখন আবার পিছন দিকে ফিরে দৌড় দেয়। ইকামত শেষ হলে ফিরে আসে এবং মানুষের অন্তরে ওয়াসওয়াসা (ধোঁকা) দেয়। সে বলে, এই কথা স্মরণ কর, ঐ কথা স্মরণ কর, সে তাকে এমন সব জিনিসের কথা স্মরণ করিয়ে দেয় যা সে ইতিপূর্বে মনেও করেনি। ফলে সে কয় রাকআত নামায আদায় করল তা ঠিক মনে করতে পারে না।
أبواب الكتاب
باب فَضْلِ الأَذَانِ وَهَرَبِ الشَّيْطَانِ عِنْدَ سَمَاعِهِ
26 - وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا نُودِيَ بِالصَّلَاةِ أَدْبَرَ الشَّيْطَانُ لَهُ ضُرَاطٌ حَتَّى لَا يَسْمَعَ التَّأْذِينَ، فَإِذَا قُضِيَ التَّأْذِينُ أَقْبَلَ حَتَّى إِذَا ثُوِّبَ بِهَا أَدْبَرَ حَتَّى إِذَا قُضِيَ التَّثْوِيبُ أَقْبَلَ، يَخْطِرُ بَيْنَ الْمَرْءِ وَنَفْسِهِ وَيَقُولُ: اذْكُرْ كَذَا اذْكُرْ كَذَا لِمَا لَمْ يَكُنْ يَذْكُرُ مِنْ قَبْلُ؛ حَتَّى يَظَلَّ الرَّجُلُ إِنْ يَدْرِي كَيْفَ صَلَّى»
তাহকীক:
হাদীস নং: ২৭
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ মহান আল্লাহর বাণীঃ তখন তাঁর আরশ পানির ওপর ছিল। তিনি আরশে আযীমের প্রতিপালক।
২৭. রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আল্লাহর ডান হাত পরিপূর্ণ, রাত দিনের খরচেও তা কমে না। তোমরা ভেবে দেখেছ কি? আসমানসমূহ ও যমীনের সৃষ্টিলগ্ন থেকে তিনি কত খরচ করে চলেছেন। তবুও তাঁর ডান হাতের কিছুই কমেনি। তিনি বলেন, এবং তার আরশ পানির ওপর অবস্থান করছে। এবং তাঁর অপর হাতটিতে রয়েছে দেয়া এবং নেয়া। তা তিনি উঠান ও নামান।
أبواب الكتاب
بَابُ {وَكَانَ عَرْشُهُ عَلَى المَاءِ} [هود: 7] ، {وَهُوَ رَبُّ العَرْشِ العَظِيمِ} [التوبة: 129]
27 - وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَمِينُ اللَّهِ مَلْأَى لَا يَغِيضُهَا نَفَقَةٌ، سَحَّاءُ اللَّيْلِ وَالنَّهَارِ، أَرَأَيْتُمْ مَا أَنْفَقَ مُنْذُ خَلَقَ السَّمَاءَ وَالْأَرْضَ فَإِنَّهُ لَمْ يُنْقِصْ مِمَّا فِي يَمِينِهِ، قَالَ: وَعَرْشُهُ عَلَى الْمَاءِ، وَبِيَدِهِ الْأُخْرَى الْقَبْضُ يَرْفَعُ وَيَخْفِضُ»
তাহকীক:
হাদীস নং: ২৮
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ রাসূলুল্লাহ (ﷺ) কে দেখার ফযীলত ও এর আকাঙ্ক্ষা
২৮. রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, মুহাম্মাদের প্রাণ যার হাতে, তাঁর কসম! তোমাদের কারো উপর এমন এক সময় আসবে যখন সে আমাকে দেখতে পাবে না আর আমার দর্শন লাভ তার কাছে তখন তার ধন–ঐশ্বর্য্য ও পরিবার–পরিজনের চেয়েও প্রিয় হবে।
أبواب الكتاب
باب فَضْلِ النَّظَرِ إِلَيْهِ صلى الله عليه وسلم وَتَمَنِّيهِ
28 - وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَالَّذِي نَفْسِي بِيَدِهِ، لَيَأْتِيَنَّ عَلَى أَحَدِكُمْ يَوْمٌ لَا يَرَانِي، ثُمَّ لَأَنْ يَرَانِي أَحَبُّ إِلَيْهِ مِنْ مِثْلِ أَهْلِهِ وَمَالِهِ مَعَهُمْ»
তাহকীক:
হাদীস নং: ২৯
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ যুদ্ধ হল কৌশল
২৯. রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, কিসরা (পারস্য সম্রাট) ধ্বংস হবে, তারপর আর কিসরা হবে না। আর (রোমক সম্রাট) কায়সার অবশ্যই ধ্বংস হবে, তারপর আর কায়সার হবে না। এবং এটা নিশ্চিত যে, তাদের ধনভাণ্ডার আল্লাহর রাহে খরচ করা হবে। এবং তিনি যুদ্ধকে কৌশল নামে আখ্যায়িত করেন।
أبواب الكتاب
باب الْحَرْب خَدْعَةٌ
29 - وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَهْلِكُ كِسْرَى ثُمَّ لَا كِسْرَى بَعْدَهُ، وَقَيْصَرُ لَيَهْلِكَنَّ ثُمَّ لَا يَكُونُ قَيْصَرُ بَعْدَهُ، وَلَتُنْفَقَنَّ كُنُوزُهُمَا فِي سَبِيلِ اللَّهِ، وَسَمَّى الْحَرْبَ خُدْعَةً»
তাহকীক:
হাদীস নং: ৩০
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ জান্নাত, জান্নাতের নিআমতসমূহ ও জান্নাতীদের বিবরণ
৩০. রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, আমি আমার নেক বান্দাদের জন্য এমন জিনিস প্রস্তুত রেখেছি যা কোন চক্ষু কখনো দেখেনি, কোন কান কখনো শুনেনি এবং কোন হৃদয়–মন যা কখনো কল্পনাও করেনি।
أبواب الكتاب
باب الجنة وصفة نعيمها وأهلها
30 - وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ قَالَ: أَعْدَدْتُ لِعِبَادِيَ الصَّالِحِينَ مَا لَا عَيْنٌ رَأَتْ، وَلَا أُذُنٌ سَمِعَتْ، وَلَا خَطَرَ عَلَى قَلْبِ بَشَرٍ»
তাহকীক:
হাদীস নং: ৩১
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ ইলম শিক্ষায় বিনা প্রয়োজনে অধিক প্রশ্ন করা নিন্দনীয়
৩১. রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আমি তোমাদের জন্য যা ছেড়ে রেখেছি সে বিষয়ে তোমরা আমাকে ছেড়ে দাও। (অর্থাৎ প্রশ্ন করো না।) কেননা, তোমাদের পূর্ববর্তীরা অত্যাধিক প্রশ্ন করার কারণে এবং তাদের নবীদের সঙ্গে বিতর্ক করার কারণে ধ্বংস হয়েছে। আমি তোমাদেরকে যা নিষেধ করেছি তা হতে বিরত থাক আর যা আদেশ করেছি তা তোমরা তোমাদের সাধ্যানুযায়ী পালন কর।
أبواب الكتاب
باب فيما جاء فى ذم كثرة السؤال فى العلم لغير حاجة
31 - وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «ذَرُونِي مَا تَرَكْتُكُمْ، فَإِنَّمَا هَلَكَ الَّذِينَ قَبْلَكُمْ بِسُؤَالِهِمْ وَاخْتِلَافِهِمْ عَلَى أَنْبِيَائِهِمْ، فَإِذَا نَهَيْتُكُمْ عَنْ شَيْءٍ فَاجْتَنِبُوهُ، وَإِذَا أَمَرْتُكُمْ بِأَمْرٍ فَأْتُوا مِنْهُ مَا اسْتَطَعْتُمْ»
হাদীস নং: ৩২
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ জুনুবী (অপবিত্র) অবস্থায় রোযা পালনকারীর ভোর হওয়া।
৩২. রাসূলুল্লাহ ﷺ বলেছেন, যখন ফজরের সালাতের জন্য আযান দেয়া হয়, এমতাবস্থায় তোমাদের কেউ জুনুবী (গোসল ফরয) থাকে তাহলে সে যেন সেদিন রোজা না রাখে।
أبواب الكتاب
باب الصَّائِمِ يُصْبِحُ جُنُبًا
32 - وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا نُودِيَ لِلصَّلَاةِ صَلَاةِ الصُّبْحِ، وَأَحَدُكُمْ جُنُبٌ فَلَا يَصُومُ يَوْمَئِذٍ»
তাহকীক:
হাদীস নং: ৩৩
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ আল্লাহর নামসমুহ ও তার সংরক্ষণকারীর ফযীলত
৩৩. রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলার নিরানব্বইটি অর্থাৎ এক কম একশটি নাম আছে। যে ব্যক্তি তা মুখস্থ করবে সে জান্নাতে প্রবেশ করবে। তিনি (আল্লাহ) বেজোড় এবং তিনি বেজোড় ভালবাসেন।
أبواب الكتاب
باب فِي أَسْمَاءِ اللَّهِ تَعَالَى وَفَضْلِ مَنْ أَحْصَاهَا
33 - وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لِلَّهِ تِسْعَةٌ وَتِسْعُونَ اسْمًا مِائَةٌ إِلَّا وَاحِدًا، مَنْ أَحْصَاهَا دَخَلَ الْجَنَّةَ، إِنَّهُ وِتْرٌ يُحِبُّ الْوِتْرَ»
তাহকীক:
হাদীস নং: ৩৪
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ মানুষ যেন নিজের চেয়ে নিন্মস্তর ব্যক্তির দিকে তাকায় আর নিজের চেয়ে উচ্চস্তর ব্যক্তির দিকে যেন না তাকায়।
৩৪. রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমাদের কেউ যদি মাল ও আকৃতির দিক থেকে তার তুলনায় শ্রেষ্ঠ ব্যক্তির প্রতি দৃষ্টি করে তবে সে যেন সঙ্গে সঙ্গে তার তুলনায় নিম্নস্তরের ব্যক্তিদের প্রতি লক্ষ্য করে, যাদের উপর তাকে প্রাধান্য দেয়া হয়েছে।
أبواب الكتاب
باب لِيَنْظُرْ إِلَى مَنْ هُوَ أَسْفَلَ مِنْهُ وَلاَ يَنْظُرْ إِلَى مَنْ هُوَ فَوْقَهُ
34 - وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا نَظَرَ أَحَدُكُمْ إِلَى مَنْ هُوَ فُضِّلَ عَلَيْهِ فِي الْمَالِ وَالْخَلْقِ، فَلْيَنْظُرْ إِلَى مَنْ هُوَ أَسْفَلُ مِنْهُ مِمَّنْ فُضِّلَ عَلَيْهِ»
হাদীস নং: ৩৫
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ কুকুরের উচ্ছিষ্ট সম্পর্কে বিধান
৩৫. রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমাদের কারো পাত্রে কুকুর মুখ দিলে তখন সে পাত্র পবিত্র করার পদ্ধতি হল সাতবার তা ধূয়ে ফেলা।
أبواب الكتاب
باب حُكْمِ وُلُوغِ الْكَلْبِ
35 - وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «طَهُورُ إِنَاءِ أَحَدِكُمْ إِذَا وَلَغَ الْكَلْبُ فِيهِ فَلْيَغْسِلْهُ سَبْعَ مَرَّاتٍ»
তাহকীক:
হাদীস নং: ৩৬
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ জামাআতে নামায আদায়ের ফযীলত, তা বর্জনকারীর প্রতি কঠোরতা
৩৬. রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, সে সত্তার কসম, যার হাতে মুহাম্মাদের প্রাণ, আমি মনস্থ করি যে, আমি আমার যুবকদের লাকড়ীর আঁটি আমার জন্য প্রস্তুত করে দেয়ার নির্দেশ দেই এবং এক ব্যক্তিকে আদেশ দেই যে, সে লোকদের নিয়ে নামায আদায় করে। এরপর যারা (জামাআতে শরীক না হয়ে) ঘরে বসে থাকবে, তাদের ঘর আগুন দিয়ে জ্বালিয়ে দেই।
أبواب الكتاب
باب فَضْلِ صَلاَةِ الجَمَاعَةِ وَبَيَانِ التَّشْدِيدِ فِي التَّخَلُّفِ عَنْهَا
36 - وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ، لَقَدْ هَمَمْتُ أَنْ آمُرَ فِتْيَانِي أَنْ يَسْتَعِدُّوا لِي بِحُزَمٍ مِنْ حَطَبٍ، ثُمَّ آمُرَ رَجُلًا يُصَلِّي بِالنَّاسِ ثُمَّ أُحَرِّقُ بُيُوتًا عَلَى مَنْ فِيهَا»
তাহকীক:
হাদীস নং: ৩৭
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ) এর বাণীঃ আমি 'জাওয়ামিউল কালিম' (ব্যাপক মর্মজ্ঞাপক সংক্ষিপ্ত বাক্য) সহ প্রেরিত হয়েছি।
৩৭. রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আমি প্রবল প্রভাব দ্বারা সাহায্যপ্রাপ্ত হয়েছি এবং ব্যাপক তথ্যপূর্ণ ও অর্থবহ বাণী প্রদত্ত হয়েছি।
أبواب الكتاب
باب قَوْلِ النَّبِيِّ صلى الله عليه وسلم بُعِثْتُ بِجَوَامِعِ الْكَلِمِ
37 - وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «نُصِرْتُ بِالرُّعْبِ، وَأُوتِيتُ جَوَامِعَ الْكَلِمِ»
তাহকীক:
হাদীস নং: ৩৮
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ এক জুতা পরে চলা নিষেধ
৩৮. রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যখন তোমাদের কারো জুতার একটি ফিতা ছিড়ে যায়, তখন সে যেন এক পা খালি রেখে এক জুতা পায়ে দিয়ে না হাঁটে। দু’টি জুতাই পরিধান করবে কিংবা দু’টি জুতাই খুলে রাখবে।
أبواب الكتاب
ذِكْرُ النَّهْيِ عَنْ الْمَشْيِ فِي نَعْلٍ وَاحِدَةٍ
38 - وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا انْقَطَعَ شِسْعُ نَعْلِ أَحَدِكُمْ أَوْ شِرَاكَهُ فَلَا يَمْشِ فِي إِحْدَاهُمَا بِنَعْلٍ وَاحِدَةٍ وَالْأُخْرَى حَافِيَةٌ، لِيُحْفِهِمَا جَمِيعًا أَوْ لِيُنْعِلْهُمَا جَمِيعًا»
তাহকীক:
হাদীস নং: ৩৯
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ বান্দার মান্নতকে তাকদীরে হাওয়ালা করে দেওয়া
৩৯. রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, মান্নত মানব সন্তানকে এমন কিছু এনে দিতে পারে না যা তাকদীরে নির্ধারিত নেই, অথচ সে যে মান্নতটি করে তাও আমি তাকদীরে লিপিবদ্ধ করে দিয়েছি। সুতরাং এর দ্বারা কৃপণের কাছ থেকে (মাল) বের করে নেই। এবং সে একারণে আমাকে এমন কিছু দেয় যা সে আগে দেয়নি।
أبواب الكتاب
باب إِلْقَاءِ النَّذْرِ الْعَبْدَ إِلَى الْقَدَرِ
39 - وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا يَأْتِي ابْنَ آدَمَ النَّذْرُ بِشَيْءٍ لَمْ أَكُنْ قَدْ قَدَّرْتُهُ، وَلَكِنْ يُلْقِيهِ النَّذْرُ وَقَدْ قَدَّرْتُهُ لَهُ، أَسْتَخْرِجُ بِهِ مِنَ الْبَخِيلِ، وَيُؤْتِينِي عَلَيْهِ مَا لَمْ يَكُنْ آتَانِي مِنْ قَبْلُ»
তাহকীক:
হাদীস নং: ৪০
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ দানের ব্যাপারে উৎসাহ প্রদান এবং দাতাকে বিনিময় প্রদানের সুসংবাদ
৪০. রাসূলুল্লাহ (ﷺ) বলেন, আল্লাহ তাআলা বলেছেন, (হে আদম সন্তান!) তুমি দান কর, আমি তোমাকে দান করব। এবং তিনি যুদ্ধকে কৌশল নামে আখ্যায়িত করেন।
أبواب الكتاب
باب الْحَثِّ عَلَى النَّفَقَةِ وَتَبْشِيرِ الْمُنْفِقِ بِالْخَلَفِ
40 - وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ اللَّهَ تَعَالَى قَالَ: أَنْفِقْ أُنْفِقْ عَلَيْكَ، وَسَمَّى الْحَرْبَ خُدْعَةً»