আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
الترغيب والترهيب للمنذري
১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৩২২ টি
হাদীস নং: ২৬৯২
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
পরিচ্ছেদঃ সতর্কতা অবলম্বন ও সন্দেহযুক্ত এবং অন্তরে খটকা সৃষ্টিকারী বস্তু বর্জনের প্রতি উৎসাহ দান প্রসঙ্গে
২৬৯২. হযরত নাওয়াস ইবন সাম'আন (রা) সূত্রে নবী করীম (ﷺ) থেকে বর্ণিত যে, তিনি বলেছেনঃ পুণ্য হল সদাচরণ আর পাপ হল যা তোমার অন্তরে খটকা সৃষ্টি করে, আর মানুষ এটি জেনে ফেলুক, তা তুমি অপসন্দ কর।
(হাদীসটি মুসলিম বর্ণনা করেছেন।)
(হাদীসটি মুসলিম বর্ণনা করেছেন।)
كتاب البيوع
التَّرْغِيب فِي الْوَرع وَترك الشُّبُهَات وَمَا يحوك فِي الصُّدُور
2692- وَعَن النواس بن سمْعَان رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ الْبر حسن الْخلق وَالْإِثْم مَا حاك فِي صدرك وكرهت أَن يطلع عَلَيْهِ النَّاس
رَوَاهُ مُسلم
رَوَاهُ مُسلم
তাহকীক:
হাদীস নং: ২৬৯৩
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
পরিচ্ছেদঃ সতর্কতা অবলম্বন ও সন্দেহযুক্ত এবং অন্তরে খটকা সৃষ্টিকারী বস্তু বর্জনের প্রতি উৎসাহ দান প্রসঙ্গে
২৬৯৩. হযরত ওয়াবিসা ইবন মা'বাদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি একদিন রাসুলুল্লাহ (ﷺ) কে দেখলাম। আমি তখন ইচ্ছা করছিলাম যে, তাঁকে পুণ্য এবং পাপ সম্পর্কে প্রশ্ন করতে কোন কিছু বাদ রাখব না। রাসূলুল্লাহ্ (ﷺ) আমাকে বললেনঃ হে ওয়াবিসা। কাছে আস। আমি তাঁর এত কাছে আসলাম যে, আমার হাঁটুটি তাঁর হাঁটুকে স্পর্শ করতে লাগল। তিনি তখন বললেনঃ হে ওয়াবিসা। আমি কি বলে দেব, তুমি কি প্রশ্ন করতে এসেছ? আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! আপনি বলে দিন। তিনি বললেন, তুমি পুণ্য ও পাপ সম্পর্কে প্রশ্ন করতে এসেছ। আমি বললাম, জ্বী হ্যাঁ, তাই। তিনি তখন তাঁর তিনটি আংগুল একত্রিত করলেন এবং আমার বুকে আঘাত করতে লাগলেন এবং বলতে থাকলেনঃ হে ওয়াবিসা। নিজের অন্তরকে জিজ্ঞাসা কর। পুণ্য হলঃ যে কাজে চিত্ত সন্তুষ্ট থাকে এবং অন্তর প্রসন্ন থাকে। আর পাপ হলঃ যে কাজে অন্তরে খটকা সৃষ্টি হয় এবং মনে সন্দেহের উদ্রেক হয়, লোকে যাই অভিমত ব্যক্ত করুক না কেন।
(হাদীসটি আহমদ একটি উত্তম সনদে বর্ণনা করেছেন।)
(হাদীসটি আহমদ একটি উত্তম সনদে বর্ণনা করেছেন।)
كتاب البيوع
التَّرْغِيب فِي الْوَرع وَترك الشُّبُهَات وَمَا يحوك فِي الصُّدُور
2693- وَعَن وابصة بن معبد رَضِي الله عَنهُ قَالَ رَأَيْت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم وَأَنا أُرِيد أَن لَا أدع شَيْئا من الْبر وَالْإِثْم إِلَّا سَأَلت عَنهُ فَقَالَ لي ادن يَا وابصة
فدنوت مِنْهُ حَتَّى مست ركبتي ركبته فَقَالَ لي يَا وابصة أخْبرك عَمَّا جِئْت تسْأَل عَنهُ
قلت يَا رَسُول الله أَخْبرنِي قَالَ جِئْت تسْأَل عَن الْبر وَالْإِثْم قلت نعم فَجمع أَصَابِعه الثَّلَاث فَجعل ينكت بهَا فِي صَدْرِي وَيَقُول يَا وابصة استفت قَلْبك وَالْبر مَا اطمأنت إِلَيْهِ النَّفس وَاطْمَأَنَّ إِلَيْهِ الْقلب وَالْإِثْم مَا حاك فِي الْقلب وَتردد فِي الصَّدْر وَإِن أَفْتَاك النَّاس وأفتوك
رَوَاهُ أَحْمد بِإِسْنَاد حسن
فدنوت مِنْهُ حَتَّى مست ركبتي ركبته فَقَالَ لي يَا وابصة أخْبرك عَمَّا جِئْت تسْأَل عَنهُ
قلت يَا رَسُول الله أَخْبرنِي قَالَ جِئْت تسْأَل عَن الْبر وَالْإِثْم قلت نعم فَجمع أَصَابِعه الثَّلَاث فَجعل ينكت بهَا فِي صَدْرِي وَيَقُول يَا وابصة استفت قَلْبك وَالْبر مَا اطمأنت إِلَيْهِ النَّفس وَاطْمَأَنَّ إِلَيْهِ الْقلب وَالْإِثْم مَا حاك فِي الْقلب وَتردد فِي الصَّدْر وَإِن أَفْتَاك النَّاس وأفتوك
رَوَاهُ أَحْمد بِإِسْنَاد حسن
তাহকীক:
হাদীস নং: ২৬৯৪
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
পরিচ্ছেদঃ সতর্কতা অবলম্বন ও সন্দেহযুক্ত এবং অন্তরে খটকা সৃষ্টিকারী বস্তু বর্জনের প্রতি উৎসাহ দান প্রসঙ্গে
২৬৯৪. হযরত আবু সা’লাবা খুশানী (রা) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলেছিলাম, ইয়া রাসূলাল্লাহ! আপনি আমাকে বলে দিন, আমার জন্য কোন বিষয়টি হালাল ও কোন বিষয়টি হারাম? তিনি বললেনঃ পুণ্য হল ঐ কাজ, যাতে মনে স্থিতি ও অন্তরে প্রশান্তি আসে। আর পাপ হল ঐ কাজ, যাতে মনে স্থিতি এবং অন্তরে প্রশান্তি আসে না, লোকে যাই ফতওয়া দিক না কেন।
(হাদীসটি আহমদ উত্তম সনদে বর্ণনা করেছেন।)
(হাদীসটি আহমদ উত্তম সনদে বর্ণনা করেছেন।)
كتاب البيوع
التَّرْغِيب فِي الْوَرع وَترك الشُّبُهَات وَمَا يحوك فِي الصُّدُور
2694- وَعَن أبي ثَعْلَبَة الْخُشَنِي رَضِي الله عَنهُ قَالَ قلت يَا رَسُول الله أَخْبرنِي مَا يحل لي وَيحرم عَليّ قَالَ الْبر مَا سكنت إِلَيْهِ النَّفس وَاطْمَأَنَّ إِلَيْهِ الْقلب وَالْإِثْم مَا لم تسكن إِلَيْهِ النَّفس وَلم يطمئن إِلَيْهِ الْقلب وَإِن أَفْتَاك الْمفْتُون
رَوَاهُ أَحْمد بِإِسْنَاد جيد
رَوَاهُ أَحْمد بِإِسْنَاد جيد
তাহকীক:
হাদীস নং: ২৬৯৫
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
পরিচ্ছেদঃ সতর্কতা অবলম্বন ও সন্দেহযুক্ত এবং অন্তরে খটকা সৃষ্টিকারী বস্তু বর্জনের প্রতি উৎসাহ দান প্রসঙ্গে
২৬৯৫. হযরত আনাস (রা) থেকে বর্ণিত যে, নবী করীম (ﷺ) একদিন রাস্তায় একটি খেজুর পড়ে থাকতে দেখলেন। তিনি বললেন, যদি আমার এ আশংকা না হতো যে, এটি সাদকার মাল হবে, তবে অবশ্যই আমি তা খেয়ে ফেলতাম।
(হাদীসটি বুখারী ও মুসলিম বর্ণনা করেছেন।)
(হাদীসটি বুখারী ও মুসলিম বর্ণনা করেছেন।)
كتاب البيوع
التَّرْغِيب فِي الْوَرع وَترك الشُّبُهَات وَمَا يحوك فِي الصُّدُور
2695- وَعَن أنس رَضِي الله عَنهُ أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم وجد تَمْرَة فِي الطَّرِيق فَقَالَ لَوْلَا أَنِّي أَخَاف أَن تكون من الصَّدَقَة لأكلتها
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم
তাহকীক:
হাদীস নং: ২৬৯৬
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
পরিচ্ছেদঃ সতর্কতা অবলম্বন ও সন্দেহযুক্ত এবং অন্তরে খটকা সৃষ্টিকারী বস্তু বর্জনের প্রতি উৎসাহ দান প্রসঙ্গে
২৬৯৬. হযরত হাসান ইবন আলী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসুলুল্লাহ (ﷺ) থেকে এ কথাটি সংরক্ষণ করেছি। যা তোমাকে সন্দেহে ফেলে দেয়, তা পরিত্যাগ কর, যা তোমাকে দ্বিধাগ্রস্ত করে না, তাই অবলম্বন কর।
(হাদীসটি তিরমিযী, নাসাঈ এবং ইবন হিব্বান তাঁর 'সহীহ' গ্রন্থে বর্ণনা করেছেন। তিরমিযী বলেছেনঃ হাদীসটি হাসান-সহীহ। তাবারানী এ হাদীসটি হযরত ওয়াসিলা ইবনুল আস্কা (রা) সূত্রে বর্ণনা করেছেন এবং এতে তিনি নিম্নের অংশটি অতিরিক্ত বর্ণনা করেছেনঃ প্রশ্ন করা হলঃ ধর্মপরায়ণ ব্যক্তি কে? রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ সন্দেহযুক্ত বিষয় থেকে যে বিরত থাকে।)
(হাদীসটি তিরমিযী, নাসাঈ এবং ইবন হিব্বান তাঁর 'সহীহ' গ্রন্থে বর্ণনা করেছেন। তিরমিযী বলেছেনঃ হাদীসটি হাসান-সহীহ। তাবারানী এ হাদীসটি হযরত ওয়াসিলা ইবনুল আস্কা (রা) সূত্রে বর্ণনা করেছেন এবং এতে তিনি নিম্নের অংশটি অতিরিক্ত বর্ণনা করেছেনঃ প্রশ্ন করা হলঃ ধর্মপরায়ণ ব্যক্তি কে? রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ সন্দেহযুক্ত বিষয় থেকে যে বিরত থাকে।)
كتاب البيوع
التَّرْغِيب فِي الْوَرع وَترك الشُّبُهَات وَمَا يحوك فِي الصُّدُور
2696- وَعَن الْحسن بن عَليّ رَضِي الله عَنْهُمَا قَالَ حفظت من رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم دع مَا يريبك إِلَى مَا لَا يريبك
رَوَاهُ التِّرْمِذِيّ وَالنَّسَائِيّ وَابْن حبَان فِي صَحِيحه وَقَالَ التِّرْمِذِيّ حَدِيث حسن صَحِيح
وَرَوَاهُ الطَّبَرَانِيّ بِنَحْوِهِ من حَدِيث وَاثِلَة بن الْأَسْقَع وَزَاد فِيهِ قيل فَمن الْوَرع قَالَ الَّذِي يقف عِنْد الشُّبْهَة
رَوَاهُ التِّرْمِذِيّ وَالنَّسَائِيّ وَابْن حبَان فِي صَحِيحه وَقَالَ التِّرْمِذِيّ حَدِيث حسن صَحِيح
وَرَوَاهُ الطَّبَرَانِيّ بِنَحْوِهِ من حَدِيث وَاثِلَة بن الْأَسْقَع وَزَاد فِيهِ قيل فَمن الْوَرع قَالَ الَّذِي يقف عِنْد الشُّبْهَة
তাহকীক:
হাদীস নং: ২৬৯৭
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
পরিচ্ছেদঃ সতর্কতা অবলম্বন ও সন্দেহযুক্ত এবং অন্তরে খটকা সৃষ্টিকারী বস্তু বর্জনের প্রতি উৎসাহ দান প্রসঙ্গে
২৬৯৭. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আবূ বকর সিদ্দীক (রা)-এর একজন ক্রীতদাস ছিল, যে তাকে দৈনিক নির্দিষ্ট আমদানী প্রদান করত। আবু বকর (রা) তাঁর আমদানী থেকে আহার করতেন। একদিন ক্রীতদাসটি একটি জিনিস নিয়ে আসল এবং আবু বকর (রা) তা থেকে কিছু খেয়ে ফেললেন। ক্রীতদাসটি তখন তাঁকে বলল, আপনি কি জানেন, এটি কি? আবূ বকর বললেন, এটি কি জিনিস? সে বলল, আমি জাহিলিয়্যাত যুগে এক ব্যক্তির ভাগ্য গণনা করেছিলাম, অথচ আমি ভালরূপ ভাগ্য গণনা জানতাম না, বরং আসলে তার সাথে প্রতারণা করেছিলাম। আজ তার সাথে সাক্ষাত হলে সে এই বস্তুটি আমাকে দিয়েছে, যা থেকে আপনি আহার করলেন। আবু বকর (রা) তখন তাঁর মুখে নিজের হাত ঢুকিয়ে দিলেন এবং বমি করে পেটের সবকিছু বের করে ফেললেন।
(হাদীসটি বুখারী বর্ণনা করেছে।)
(হাদীসটি বুখারী বর্ণনা করেছে।)
كتاب البيوع
التَّرْغِيب فِي الْوَرع وَترك الشُّبُهَات وَمَا يحوك فِي الصُّدُور
2697- وَعَن عَائِشَة رَضِي الله عَنْهَا قَالَت كَانَ لابي بكر الصّديق رَضِي الله عَنهُ غُلَام يخرج لَهُ الْخراج وَكَانَ أَبُو بكر يَأْكُل من خراجه فجَاء يَوْمًا بِشَيْء فَأكل مِنْهُ أَبُو بكر فَقَالَ
لَهُ الْغُلَام أَتَدْرِي مَا هَذَا فَقَالَ أَبُو بكر وَمَا هُوَ قَالَ كنت تكهنت لإِنْسَان فِي الْجَاهِلِيَّة وَمَا أحسن الكهانة إِلَّا أَنِّي خدعته فلقيني فَأَعْطَانِي لذَلِك هَذَا الَّذِي أكلت مِنْهُ فَأدْخل أَبُو بكر يَده فقاء كل شَيْء فِي بَطْنه
رَوَاهُ البُخَارِيّ
لَهُ الْغُلَام أَتَدْرِي مَا هَذَا فَقَالَ أَبُو بكر وَمَا هُوَ قَالَ كنت تكهنت لإِنْسَان فِي الْجَاهِلِيَّة وَمَا أحسن الكهانة إِلَّا أَنِّي خدعته فلقيني فَأَعْطَانِي لذَلِك هَذَا الَّذِي أكلت مِنْهُ فَأدْخل أَبُو بكر يَده فقاء كل شَيْء فِي بَطْنه
رَوَاهُ البُخَارِيّ
তাহকীক:
হাদীস নং: ২৬৯৮
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
পরিচ্ছেদঃ সতর্কতা অবলম্বন ও সন্দেহযুক্ত এবং অন্তরে খটকা সৃষ্টিকারী বস্তু বর্জনের প্রতি উৎসাহ দান প্রসঙ্গে
২৬৯৮. হযরত আতিয়্যা ইবন উরওয়া সা'দী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ কোন বান্দা মুত্তাকীদের পর্যায়ে পৌঁছুতে পারবে না, যে পর্যন্ত না সে দূষণীয় বস্তু থেকে বাঁচার উদ্দেশ্যে নির্দোষ বিষয়কেও পরিত্যাগ করবে।
(হাদীসটি তিরমিযী বর্ণনা করেছেন এবং বলেছেনঃ হাদীসটি হাসান। ইবন মাজাহ এবং হাকিমও এটি বর্ণনা করেন। হাকিম বলেছেনঃ হাদীসটির সনদ সহীহ।)
(হাদীসটি তিরমিযী বর্ণনা করেছেন এবং বলেছেনঃ হাদীসটি হাসান। ইবন মাজাহ এবং হাকিমও এটি বর্ণনা করেন। হাকিম বলেছেনঃ হাদীসটির সনদ সহীহ।)
كتاب البيوع
التَّرْغِيب فِي الْوَرع وَترك الشُّبُهَات وَمَا يحوك فِي الصُّدُور
2698- وَعَن عَطِيَّة بن عُرْوَة السَّعْدِيّ رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لَا يبلغ العَبْد أَن يكون من الْمُتَّقِينَ حَتَّى يدع مَا لَا بَأْس بِهِ حذرا لما بِهِ بَأْس
رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن وَابْن مَاجَه وَالْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد
رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن وَابْن مَاجَه وَالْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد
তাহকীক:
হাদীস নং: ২৬৯৯
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
পরিচ্ছেদঃ সতর্কতা অবলম্বন ও সন্দেহযুক্ত এবং অন্তরে খটকা সৃষ্টিকারী বস্তু বর্জনের প্রতি উৎসাহ দান প্রসঙ্গে
২৬৯৯. হযরত আবু উমামা (রা) থেকে বর্ণিত। তিনি বলেনঃ জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ)-কে জিজ্ঞাসা করল, গুনাহ কি? তিনি বললেনঃ কোন বিষয় যখন তোমার অন্তরে সন্দেহের উদ্রেক করে, তখন তা ছেড়ে দাও। লোকটি বলল, ঈমান কি? তিনি বললেনঃ গুনাহ যখন তোমার অন্তরকে পীড়া দেয় এবং পুণ্য তোমাকে আনন্দ দেয়, তখন তুমি মুমিন।
(হাদীসটি আহমদ সহীহ সনদে বর্ণনা করেছেন।)
(হাদীসটি আহমদ সহীহ সনদে বর্ণনা করেছেন।)
كتاب البيوع
التَّرْغِيب فِي الْوَرع وَترك الشُّبُهَات وَمَا يحوك فِي الصُّدُور
2699- وَعَن أبي أُمَامَة رَضِي الله عَنهُ قَالَ سَأَلَ رجل النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم مَا الْإِثْم قَالَ إِذا حاك فِي نَفسك شَيْء فَدَعْهُ
قَالَ فَمَا الْإِيمَان قَالَ إِذا ساءتك سيئتك وسرتك حسنتك فَأَنت مُؤمن
رَوَاهُ أَحْمد بِإِسْنَاد صَحِيح
قَالَ فَمَا الْإِيمَان قَالَ إِذا ساءتك سيئتك وسرتك حسنتك فَأَنت مُؤمن
رَوَاهُ أَحْمد بِإِسْنَاد صَحِيح
তাহকীক:
হাদীস নং: ২৭০০
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
পরিচ্ছেদঃ সতর্কতা অবলম্বন ও সন্দেহযুক্ত এবং অন্তরে খটকা সৃষ্টিকারী বস্তু বর্জনের প্রতি উৎসাহ দান প্রসঙ্গে
২৭০০. হযরত আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ তিনটি বিষয় যার মধ্যে বিদ্যমান রয়েছে, সে পুরস্কারের অধিকারী হয়ে গিয়েছে এবং ঈমানকে পরিপূর্ণ করে নিয়েছেঃ (১) উত্তম স্বভাব, যার দ্বারা সে মানুষের সাথে জীবন যাপন করে। (২) এমন আল্লাহভীতি, যা তাকে আল্লাহর নিষিদ্ধ কার্যাবলী থেকে বিরত রাখে। (৩) এমন সহিষ্ণুতা যা মূর্খের মূর্খ সুলভ আচরণকে প্রতিহত করতে পারে।
(হাদীসটি বাযযার বর্ণনা করেছেন।)
(হাদীসটি বাযযার বর্ণনা করেছেন।)
كتاب البيوع
التَّرْغِيب فِي الْوَرع وَترك الشُّبُهَات وَمَا يحوك فِي الصُّدُور
2700- وَرُوِيَ عَن أنس رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم ثَلَاث من كن فِيهِ اسْتوْجبَ الثَّوَاب واستكمل الْإِيمَان خلق يعِيش بِهِ فِي النَّاس وورع يحجزه عَن محارم الله وحلم يرد بِهِ جهل الْجَاهِل
رَوَاهُ الْبَزَّار
رَوَاهُ الْبَزَّار
তাহকীক:
হাদীস নং: ২৭০১
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
পরিচ্ছেদঃ সতর্কতা অবলম্বন ও সন্দেহযুক্ত এবং অন্তরে খটকা সৃষ্টিকারী বস্তু বর্জনের প্রতি উৎসাহ দান প্রসঙ্গে
২৭০১. হযরত ইবন উমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ উত্তম ইবাদত হল শরীয়তের ব্যুৎপত্তি অর্জন। আর উত্তম ধর্মপরায়ণতা হল তাক্ওয়া বা সংযমশীলতা।
(হাদীসটি তাবারানী তাঁর মু'জাম-এ বর্ণনা করেছেন। অবশ্য এর সনদে মুহাম্মদ ইবন আবূ লায়লা নামক একজন সমালোচিত রাবী রয়েছেন।)
(হাদীসটি তাবারানী তাঁর মু'জাম-এ বর্ণনা করেছেন। অবশ্য এর সনদে মুহাম্মদ ইবন আবূ লায়লা নামক একজন সমালোচিত রাবী রয়েছেন।)
كتاب البيوع
التَّرْغِيب فِي الْوَرع وَترك الشُّبُهَات وَمَا يحوك فِي الصُّدُور
2701- وَعَن ابْن عمر رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أفضل الْعِبَادَة الْفِقْه وَأفضل الدّين الْوَرع
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي معاجيمه الثَّلَاثَة وَفِي إِسْنَاده مُحَمَّد بن أبي ليلى
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي معاجيمه الثَّلَاثَة وَفِي إِسْنَاده مُحَمَّد بن أبي ليلى
তাহকীক:
হাদীস নং: ২৭০২
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
পরিচ্ছেদঃ সতর্কতা অবলম্বন ও সন্দেহযুক্ত এবং অন্তরে খটকা সৃষ্টিকারী বস্তু বর্জনের প্রতি উৎসাহ দান প্রসঙ্গে
২৭০২. হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (ﷺ) বলেছেনঃ ইলমের মর্যাদা ইবাদতের মর্যাদা অপেক্ষা উচ্চতর। আর তোমাদের উত্তম ধর্ম পরায়ণতা হল তাকওয়া।
(হাদীসটি তাবারানী তাঁর 'আওসাতে' এবং বায্যার উত্তম সনদে বর্ণনা করেছেন।)
(হাদীসটি তাবারানী তাঁর 'আওসাতে' এবং বায্যার উত্তম সনদে বর্ণনা করেছেন।)
كتاب البيوع
التَّرْغِيب فِي الْوَرع وَترك الشُّبُهَات وَمَا يحوك فِي الصُّدُور
2702- وَعَن حُذَيْفَة بن الْيَمَان رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فضل الْعلم خير من فضل الْعِبَادَة وَخير دينكُمْ الْوَرع
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط وَالْبَزَّار بِإِسْنَاد حسن
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط وَالْبَزَّار بِإِسْنَاد حسن
তাহকীক:
হাদীস নং: ২৭০৩
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
পরিচ্ছেদঃ সতর্কতা অবলম্বন ও সন্দেহযুক্ত এবং অন্তরে খটকা সৃষ্টিকারী বস্তু বর্জনের প্রতি উৎসাহ দান প্রসঙ্গে
২৭০৩. ওয়াসিলা সূত্রে হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসুলুল্লাহ (ﷺ) বলেছেনঃ সংযমী হও, তাহলে তুমিই হবে মানুষের মধ্যে সর্বাধিক ইবাদতকারী। অল্পে তুষ্ট থাক, তা হলে তুমিই হবে মানুষের মধ্যে সর্বাধিক কৃতজ্ঞ। অন্যদের জন্য তাই পসন্দ কর, যা তুমি নিজের জন্য পসন্দ কর, তাহলে তুমি খাঁটি মুমিন হবে। প্রতিবেশীর সাথে উত্তম আচরণ কর, তা হলে তুমি খাঁটি মুসলিম হবে। হাসি-ঠাট্টা কমিয়ে ফেল, কেননা অধিক হাসি অন্তরের মৃত্যু ঘটায়।
(হাদীসটি ইবন মাজাহ এবং বায়হাকী 'আয-যুহদুল-কবীর' নামক গ্রন্থে বর্ণনা করেছেন। এ হাদীসটি তিরমিযী হাসান সূত্রে হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণনা করেছেন। কিন্তু হাসান আবু হুরায়রা থেকে "হাদীস শুনেননি।)
(হাদীসটি ইবন মাজাহ এবং বায়হাকী 'আয-যুহদুল-কবীর' নামক গ্রন্থে বর্ণনা করেছেন। এ হাদীসটি তিরমিযী হাসান সূত্রে হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণনা করেছেন। কিন্তু হাসান আবু হুরায়রা থেকে "হাদীস শুনেননি।)
كتاب البيوع
التَّرْغِيب فِي الْوَرع وَترك الشُّبُهَات وَمَا يحوك فِي الصُّدُور
2703- وَرُوِيَ عَن وَاثِلَة عَن أبي هُرَيْرَة رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم كن ورعا تكن أعبد النَّاس وَكن قنعا تكن أشكر النَّاس وَأحب للنَّاس مَا تحب لنَفسك تكن مُؤمنا وَأحسن مجاورة من جاورك تكن مُسلما وَأَقل الضحك فَإِن كَثْرَة الضحك تميت الْقلب
رَوَاهُ ابْن مَاجَه وَالْبَيْهَقِيّ فِي الزّهْد الْكَبِير وَهُوَ عِنْد التِّرْمِذِيّ بِنَحْوِهِ من حَدِيث الْحسن عَن أبي هُرَيْرَة وَلم يسمع مِنْهُ
رَوَاهُ ابْن مَاجَه وَالْبَيْهَقِيّ فِي الزّهْد الْكَبِير وَهُوَ عِنْد التِّرْمِذِيّ بِنَحْوِهِ من حَدِيث الْحسن عَن أبي هُرَيْرَة وَلم يسمع مِنْهُ
তাহকীক:
হাদীস নং: ২৭০৪
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
পরিচ্ছেদঃ সতর্কতা অবলম্বন ও সন্দেহযুক্ত এবং অন্তরে খটকা সৃষ্টিকারী বস্তু বর্জনের প্রতি উৎসাহ দান প্রসঙ্গে
২৭০৪. হযরত নুআয়ম ইবন হাম্মার গাফ্ফানী (রা) থেকে বর্ণিত যে, নবী করীম (ﷺ) বলেছেনঃ কতই না নিকৃষ্ট ঐ বান্দা, যে অত্যাচারী ও অহংকারে মত্ত হয়েছে অথচ মহোত্তম ও সর্বোচ্চ মর্যাদাবান (আল্লাহর) সত্তাকে সে ভূলে যায়। কতই না নিকৃষ্ট ঐ বান্দা, যে দীনের দলে দুনিয়া অন্বেষণ করে। কতই না নিকৃষ্ট ঐ বান্দা, যে সন্দেহের দ্বারা হারামকে হালাল জ্ঞান করে। কতই না নিকৃষ্ট ঐ বান্দা, কুপ্রবৃত্তি যাকে পথভ্রষ্ট করে দেয়। কতই না নিকৃষ্ট ঐ বান্দা, কামনা-বাসনা যাকে অপমানিত করে।
(হাদীসটি তাবারানী বর্ণনা করেছেন। তিরমিযী এ হাদীসটি হযরত আসমা বিনত উমায়স (রা) সূত্রে আরও দীর্ঘ বর্ণনা করেছেন। 'বিনয়' অধ্যায়ে তিরমিযী বর্ণিত শব্দমালা আসবে ইনশা আল্লাহ্।)
(হাদীসটি তাবারানী বর্ণনা করেছেন। তিরমিযী এ হাদীসটি হযরত আসমা বিনত উমায়স (রা) সূত্রে আরও দীর্ঘ বর্ণনা করেছেন। 'বিনয়' অধ্যায়ে তিরমিযী বর্ণিত শব্দমালা আসবে ইনশা আল্লাহ্।)
كتاب البيوع
التَّرْغِيب فِي الْوَرع وَترك الشُّبُهَات وَمَا يحوك فِي الصُّدُور
2704- وَرُوِيَ عَن نعيم بن همار الْغَطَفَانِي رَضِي الله عَنهُ أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ بئس العَبْد عبد تجبر واختال وَنسي الْكَبِير المتعال
بئس العَبْد عبد يخْتل الدُّنْيَا بِالدّينِ بئس العَبْد عبد يسْتَحل الْمَحَارِم بِالشُّبُهَاتِ بئس العَبْد عبد هوى يضله
بئس العَبْد عبد رغبته تذله
رَوَاهُ الطَّبَرَانِيّ وَرَوَاهُ التِّرْمِذِيّ من حَدِيث أَسمَاء بنت عُمَيْس أطول مِنْهُ وَيَأْتِي لَفظه فِي التَّوَاضُع إِن شَاءَ الله تَعَالَى
بئس العَبْد عبد يخْتل الدُّنْيَا بِالدّينِ بئس العَبْد عبد يسْتَحل الْمَحَارِم بِالشُّبُهَاتِ بئس العَبْد عبد هوى يضله
بئس العَبْد عبد رغبته تذله
رَوَاهُ الطَّبَرَانِيّ وَرَوَاهُ التِّرْمِذِيّ من حَدِيث أَسمَاء بنت عُمَيْس أطول مِنْهُ وَيَأْتِي لَفظه فِي التَّوَاضُع إِن شَاءَ الله تَعَالَى
তাহকীক:
হাদীস নং: ২৭০৫
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
পরিচ্ছেদঃ ক্রয়-বিক্রয়ে উসারচিয়তার প্রতি উৎসাহ দান এবং মূল্য গ্রহণ ও পরিশোধে সৌজন্য রক্ষা প্রসঙ্গ
২৭০৫. হযরত জাবির ইবন আবদুল্লাহ (রা) থেকে বর্ণিত যে, রাসুলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আল্লাহ্ ঐ বান্দার প্রতি রহমত করুন, যে বিক্রির বেলায়ও উদার, ক্রয়ের বেলায়ও উদার এবং মূল্য গ্রহণের বেলায়ও উদার।
(হাদীসটি বুখারী এবং ইবন মাজাহ বর্ণনা করেছেন। বর্ণিত শব্দমালা ইবন মাজাহ। তিরমিযী এটি নিম্নোক্ত পাঠে বর্ণনা করেছেন।
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আল্লাহ তোমাদের পূর্ববর্তী এক ব্যক্তিকে এ জন্য ক্ষমা করে দিয়েছেন যে, সে বিক্রির বেলায়ও ভদ্র ছিল, ক্রয়ের বেলায়ও ভদ্র ছিল এবং মূল্য গ্রহণের বেলায়ও ভদ্রতার পরিচয় দিত।)
(হাদীসটি বুখারী এবং ইবন মাজাহ বর্ণনা করেছেন। বর্ণিত শব্দমালা ইবন মাজাহ। তিরমিযী এটি নিম্নোক্ত পাঠে বর্ণনা করেছেন।
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আল্লাহ তোমাদের পূর্ববর্তী এক ব্যক্তিকে এ জন্য ক্ষমা করে দিয়েছেন যে, সে বিক্রির বেলায়ও ভদ্র ছিল, ক্রয়ের বেলায়ও ভদ্র ছিল এবং মূল্য গ্রহণের বেলায়ও ভদ্রতার পরিচয় দিত।)
كتاب البيوع
التَّرْغِيب فِي السماحة فِي البيع وَالشِّرَاء وَحسن التقاضي وَالْقَضَاء
2705- عَن جَابر بن عبد الله رَضِي الله عَنْهُمَا أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ رحم الله عبدا سَمحا إِذا بَاعَ سَمحا إِذا اشْترى سَمحا إِذا اقْتضى
رَوَاهُ البُخَارِيّ وَابْن مَاجَه وَاللَّفْظ لَهُ وَالتِّرْمِذِيّ وَلَفظه قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم غفر الله لرجل كَانَ قبلكُمْ كَانَ سهلا إِذا بَاعَ سهلا إِذا اشْترى سهلا إِذا اقْتضى
رَوَاهُ البُخَارِيّ وَابْن مَاجَه وَاللَّفْظ لَهُ وَالتِّرْمِذِيّ وَلَفظه قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم غفر الله لرجل كَانَ قبلكُمْ كَانَ سهلا إِذا بَاعَ سهلا إِذا اشْترى سهلا إِذا اقْتضى
তাহকীক:
হাদীস নং: ২৭০৬
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
পরিচ্ছেদঃ ক্রয়-বিক্রয়ে উসারচিয়তার প্রতি উৎসাহ দান এবং মূল্য গ্রহণ ও পরিশোধে সৌজন্য রক্ষা প্রসঙ্গ
২৭০৬. হযরত উসমান (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ মহান আল্লাহ্ এক ব্যক্তিকে জান্নাতে দাখিল করে দিয়েছেন। সে ক্রয়কারী, বিক্রেতা, মূল্য পরিশোধকারী এবং মূল্য গ্রহণকারীরূপে সর্বাবস্থায় কোমল ও ভদ্র ছিল।
(হাদীসটি নাসাঈ বর্ণনা করেছেন। ইবন মাজাহও এটি বর্ণনা করেছেন। তবে "মূল্য পরিশোধকারী এবং মূল্য গ্রহণকারী অবস্থায়" কথাটি তিনি উল্লেখ করেননি।)
(হাদীসটি নাসাঈ বর্ণনা করেছেন। ইবন মাজাহও এটি বর্ণনা করেছেন। তবে "মূল্য পরিশোধকারী এবং মূল্য গ্রহণকারী অবস্থায়" কথাটি তিনি উল্লেখ করেননি।)
كتاب البيوع
التَّرْغِيب فِي السماحة فِي البيع وَالشِّرَاء وَحسن التقاضي وَالْقَضَاء
2706- وَعَن عُثْمَان رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَدخل الله عز وَجل رجلا كَانَ سهلا مُشْتَريا وبائعا وقاضيا ومقتضيا الْجنَّة
رَوَاهُ النَّسَائِيّ وَابْن مَاجَه لم يذكر قَاضِيا ومقتضيا
رَوَاهُ النَّسَائِيّ وَابْن مَاجَه لم يذكر قَاضِيا ومقتضيا
তাহকীক:
হাদীস নং: ২৭০৭
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
পরিচ্ছেদঃ ক্রয়-বিক্রয়ে উসারচিয়তার প্রতি উৎসাহ দান এবং মূল্য গ্রহণ ও পরিশোধে সৌজন্য রক্ষা প্রসঙ্গ
২৭০৭. আবদুল্লাহ ইবন মাসউদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আমি কি তোমাদেরকে ঐ ব্যক্তির কথা বলব না, যে জাহান্নামের পক্ষে হারাম হয়ে যায় এবং জাহান্নামও তার পক্ষে হারাম হয়ে যায়? (তারা হল) প্রত্যেক উদার, নম্র ও ভদ্র ব্যক্তি।
(হাদীসটি তিরমিযী বর্ণনা করেছেন এবং বলেছেনঃ এটি হাসান-গরীব হাদীস। তাবারানীও এটি তাঁর কবীর'-এ উত্তম সনদে বর্ণনা করেছেন। তিনি এখানে "বিনয়ী” কথাটিও উল্লেখ করেছেন। ইবন হিব্বানও এটি তাঁর 'সহীহ' গ্রন্থে বর্ণনা করেছেন। ইবন হিব্বানের অপর এক বর্ণনায় এরূপ রয়েছে। প্রত্যেক নম্র, বিনয়ী, উদার ও ভদ্র ব্যক্তির উপর জাহান্নাম হারাম হয়ে যায়।)
(হাদীসটি তিরমিযী বর্ণনা করেছেন এবং বলেছেনঃ এটি হাসান-গরীব হাদীস। তাবারানীও এটি তাঁর কবীর'-এ উত্তম সনদে বর্ণনা করেছেন। তিনি এখানে "বিনয়ী” কথাটিও উল্লেখ করেছেন। ইবন হিব্বানও এটি তাঁর 'সহীহ' গ্রন্থে বর্ণনা করেছেন। ইবন হিব্বানের অপর এক বর্ণনায় এরূপ রয়েছে। প্রত্যেক নম্র, বিনয়ী, উদার ও ভদ্র ব্যক্তির উপর জাহান্নাম হারাম হয়ে যায়।)
كتاب البيوع
التَّرْغِيب فِي السماحة فِي البيع وَالشِّرَاء وَحسن التقاضي وَالْقَضَاء
2707- وَعَن عبد الله بن مَسْعُود رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَلا أخْبركُم بِمن يحرم على النَّار وَمن تحرم عَلَيْهِ النَّار على كل قريب هَين سهل
رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن غَرِيب وَالطَّبَرَانِيّ فِي الْكَبِير بِإِسْنَاد جيد وَزَاد لين
وَابْن حبَان فِي صَحِيحه
وَفِي رِوَايَة لِابْنِ حبَان إِنَّمَا تحرم النَّار على كل هَين لين قريب سهل
رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن غَرِيب وَالطَّبَرَانِيّ فِي الْكَبِير بِإِسْنَاد جيد وَزَاد لين
وَابْن حبَان فِي صَحِيحه
وَفِي رِوَايَة لِابْنِ حبَان إِنَّمَا تحرم النَّار على كل هَين لين قريب سهل
তাহকীক:
হাদীস নং: ২৭০৮
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
পরিচ্ছেদঃ ক্রয়-বিক্রয়ে উসারচিয়তার প্রতি উৎসাহ দান এবং মূল্য গ্রহণ ও পরিশোধে সৌজন্য রক্ষা প্রসঙ্গ
২৭০৮. হযরত আবু হুরায়রা (রা) সূত্রে নবী করীম (ﷺ) থেকে বর্ণিত যে, তিনি বলেছেনঃ যে ব্যক্তি নম্র, বিনয়ী ও ভদ্র হয়, আল্লাহ্ তার জন্যে জাহান্নামকে হারাম করে দেন।
(হাদীসটি হাকিম বর্ণনা করেছেন এবং বলেছেনঃ এটি মুসলিমের শর্ত অনুসারে সহীহ।
তাবারানী এটি তাঁর 'আওসাতে' হযরত আনাস (রা) থেকে নিম্নোক্ত শব্দমালায় বর্ণনা করেছেনঃ প্রশ্ন করা হল, ইয়া রাসূলাল্লাহ। কোন ব্যক্তি জাহান্নামের জন্যে হারাম? তিনি বললেন, বিনয়ী, নম্র, উদার ও ভদ্র ব্যক্তি। তাবারানী তাঁর 'আওসাতে' এবং 'কবীরে' মু'আইকিব (রা) সূত্রেও এ হাদীসটি এভাবে বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ বিনয়ী, নম্র, উদার ও ভদ্র ব্যক্তির জন্যে জাহান্নামকে হারাম করে দেয়া হয়েছে।)
(হাদীসটি হাকিম বর্ণনা করেছেন এবং বলেছেনঃ এটি মুসলিমের শর্ত অনুসারে সহীহ।
তাবারানী এটি তাঁর 'আওসাতে' হযরত আনাস (রা) থেকে নিম্নোক্ত শব্দমালায় বর্ণনা করেছেনঃ প্রশ্ন করা হল, ইয়া রাসূলাল্লাহ। কোন ব্যক্তি জাহান্নামের জন্যে হারাম? তিনি বললেন, বিনয়ী, নম্র, উদার ও ভদ্র ব্যক্তি। তাবারানী তাঁর 'আওসাতে' এবং 'কবীরে' মু'আইকিব (রা) সূত্রেও এ হাদীসটি এভাবে বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ বিনয়ী, নম্র, উদার ও ভদ্র ব্যক্তির জন্যে জাহান্নামকে হারাম করে দেয়া হয়েছে।)
كتاب البيوع
التَّرْغِيب فِي السماحة فِي البيع وَالشِّرَاء وَحسن التقاضي وَالْقَضَاء
2708- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من كَانَ هينا لينًا قَرِيبا حرمه الله على النَّار
رَوَاهُ الْحَاكِم وَقَالَ صَحِيح على شَرط مُسلم
وَرَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط من حَدِيث أنس وَلَفظه قيل يَا رَسُول الله من يحرم على النَّار قَالَ الهين اللين السهل الْقَرِيب
وَرَوَاهُ فِي الْأَوْسَط أَيْضا وَالْكَبِير عَن معيقب رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم حرمت النَّار على الهين اللين السهل الْقَرِيب
رَوَاهُ الْحَاكِم وَقَالَ صَحِيح على شَرط مُسلم
وَرَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط من حَدِيث أنس وَلَفظه قيل يَا رَسُول الله من يحرم على النَّار قَالَ الهين اللين السهل الْقَرِيب
وَرَوَاهُ فِي الْأَوْسَط أَيْضا وَالْكَبِير عَن معيقب رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم حرمت النَّار على الهين اللين السهل الْقَرِيب
তাহকীক:
হাদীস নং: ২৭০৯
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
পরিচ্ছেদঃ ক্রয়-বিক্রয়ে উসারচিয়তার প্রতি উৎসাহ দান এবং মূল্য গ্রহণ ও পরিশোধে সৌজন্য রক্ষা প্রসঙ্গ
২৭০৯. হযরত আবু হুরায়রা (রা) সূত্রেই বর্ণিত যে, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ নিশ্চয়ই আল্লাহ্ এমন ব্যক্তিকে ভালবাসেন, যে বিক্রির বেলায়ও উদার, ক্রয়ের বেলায়ও উদার এবং মূল্য আদায়ের বেলায়ও উদার।
(হাদীসটি তিরমিযী বর্ণনা করেছেন এবং গরীব বলে মন্তব্য করেছেন। হাকিমও এটি বর্ণনা করেছেন এবং বলেছেনঃ এর সনদটি সহীহ।)
(হাদীসটি তিরমিযী বর্ণনা করেছেন এবং গরীব বলে মন্তব্য করেছেন। হাকিমও এটি বর্ণনা করেছেন এবং বলেছেনঃ এর সনদটি সহীহ।)
كتاب البيوع
التَّرْغِيب فِي السماحة فِي البيع وَالشِّرَاء وَحسن التقاضي وَالْقَضَاء
2709- وَعنهُ رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إِن الله يحب سمح البيع سمح الشِّرَاء سمح الْقَضَاء
رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ غَرِيب وَالْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد
رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ غَرِيب وَالْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد
তাহকীক:
হাদীস নং: ২৭১০
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
পরিচ্ছেদঃ ক্রয়-বিক্রয়ে উসারচিয়তার প্রতি উৎসাহ দান এবং মূল্য গ্রহণ ও পরিশোধে সৌজন্য রক্ষা প্রসঙ্গ
২৭১০. হযরত ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তুমি উদার হও,তোমার সাথেও উদারতা প্রদর্শন করা হবে।
(হাদীসটি আহমদ বর্ণনা করেছেন। এর বর্ণনাকারীদের মধ্যে মাহদী ইবন জা'ফর ব্যতীত সবাই সহীহ গ্রন্থের বর্ণনাকারীদের মতই।)
(হাদীসটি আহমদ বর্ণনা করেছেন। এর বর্ণনাকারীদের মধ্যে মাহদী ইবন জা'ফর ব্যতীত সবাই সহীহ গ্রন্থের বর্ণনাকারীদের মতই।)
كتاب البيوع
التَّرْغِيب فِي السماحة فِي البيع وَالشِّرَاء وَحسن التقاضي وَالْقَضَاء
2710- وَعَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم اسمح يسمح لَك
رَوَاهُ أَحْمد وَرِجَاله رجال الصَّحِيح إِلَّا مهْدي بن جَعْفَر
رَوَاهُ أَحْمد وَرِجَاله رجال الصَّحِيح إِلَّا مهْدي بن جَعْفَر
তাহকীক:
হাদীস নং: ২৭১১
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
পরিচ্ছেদঃ ক্রয়-বিক্রয়ে উসারচিয়তার প্রতি উৎসাহ দান এবং মূল্য গ্রহণ ও পরিশোধে সৌজন্য রক্ষা প্রসঙ্গ
২৭১১. হযরত আবু সাঈদ খুদরী (রা) সূত্রে নবী করীম (ﷺ) থেকে বর্ণিত যে, তিনি বলেছেনঃ উত্তম মুমিন হল ঐ ব্যক্তি, যে বিক্রির বেলায়ও উদার, ক্রয়ের বেলায়ও উদার, মূল্য পরিশোধের ক্ষেত্রেও উদার এবং মূল্যগ্রহণের বেলায়ও উদার।
(হাদীসটি তাবারানী তাঁর 'আওসাতে' বর্ণনা করেছেন। এর বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
(হাদীসটি তাবারানী তাঁর 'আওসাতে' বর্ণনা করেছেন। এর বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
كتاب البيوع
التَّرْغِيب فِي السماحة فِي البيع وَالشِّرَاء وَحسن التقاضي وَالْقَضَاء
2711- وَعَن أبي سعيد الْخُدْرِيّ رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ أفضل الْمُؤمنِينَ رجل سمح البيع سمح الشِّرَاء سمح الْقَضَاء سمح الِاقْتِضَاء
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط وَرُوَاته ثِقَات
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط وَرُوَاته ثِقَات
তাহকীক: