আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

الترغيب والترهيب للمنذري

৫. অধ্যায়ঃ নামাজ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস ৪৮২ টি

হাদীস নং: ৭৪১
অধ্যায়ঃ নামাজ
পরিচ্ছেদঃ ইমামের পেছনে মুক্তাদীর এবং দু'আয় আমীন বলার প্রতি অনুপ্রেরণা এবং কিয়াম ও তাকবীরে উলায় যা বলা হয়
৭৪১. হযরত সামুরা ইবন জুনদুব (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (সা) বলেছেন: ইমাম যখন غير المغضوب عَلَيْهِم وَلَا الضَّالّين (যারা ক্রোধে নিপতিত নয়, পথভ্রষ্টও নয়) বলবে, তখন তোমরা 'আমীন' বলবে, আল্লাহ তোমাদের দু'আ কবুল করবেন।

(তাবারানী 'কাবীর' গ্রন্থে হাদীসটি বর্ণনা করেন। হযরত আবূ মূসা আশআরী (রা) সূত্রে মুসলিম, আবু দাউদ ও নাসাঈ দীর্ঘ হাদীস বর্ণনা করেন। তিনি (নবী) বলেছেনঃ তোমরা সালাতে কাতার সোজা করে নেবে এবং তোমাদের কাউকে ইমাম নিযুক্ত করবে। সে যখন তাকবীর বলবে, তখন তোমরাও তাকবীর বলবে। আর সে যখন বলবে, غير المغضوب عَلَيْهِم وَلَا الضَّالّين (যারা ক্রোধে নিপতিত নয়, পথভ্রষ্টও নয়) তখন তোমরা 'আমীন' বলবে। তোমাদের দু'আ কবুল করা হবে।
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي التَّأْمِين خلف الإِمَام وَفِي الدُّعَاء وَمَا يَقُوله فِي الِاعْتِدَال والاستفتاح
741 - وَعَن سَمُرَة بن جُنْدُب رَضِي الله عَنهُ قَالَ قَالَ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم إِذا قَالَ الإِمَام {غير المغضوب عَلَيْهِم وَلَا الضَّالّين} فَقولُوا آمين يجبكم الله

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير وَرَوَاهُ مُسلم وَأَبُو دَاوُد وَالنَّسَائِيّ فِي حَدِيث طَوِيل عَن أبي مُوسَى الْأَشْعَرِيّ قَالَ فِيهِ إِذا صليتم فأقيموا صفوفكم وليؤمكم أحدكُم فَإِذا كبر فكبروا وَإِذا قَالَ {غير المغضوب عَلَيْهِم وَلَا الضَّالّين} فَقولُوا آمين يجبكم
হাদীস নং: ৭৪২
অধ্যায়ঃ নামাজ
পরিচ্ছেদঃ ইমামের পেছনে মুক্তাদীর এবং দু'আয় আমীন বলার প্রতি অনুপ্রেরণা এবং কিয়াম ও তাকবীরে উলায় যা বলা হয়
৭৪২. হযরত ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন: 'আমীন' ব্যতীত অন্য কোন কিছুর উপর ইয়াহুদীরা তোমাদের প্রতি হিংসা পোষণ করে না। কাজেই তোমরা বেশি বেশি 'আমীন' বলবে।
(ইবন মাজাহ হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي التَّأْمِين خلف الإِمَام وَفِي الدُّعَاء وَمَا يَقُوله فِي الِاعْتِدَال والاستفتاح
742 - وَرُوِيَ عَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم مَا حسدتكم الْيَهُود على شَيْء مَا حسدتكم على آمين فَأَكْثرُوا من قَول آمين

رَوَاهُ ابْن مَاجَه
হাদীস নং: ৭৪৩
অধ্যায়ঃ নামাজ
পরিচ্ছেদঃ ইমামের পেছনে মুক্তাদীর এবং দু'আয় আমীন বলার প্রতি অনুপ্রেরণা এবং কিয়াম ও তাকবীরে উলায় যা বলা হয়
৭৪৩. হযরত আবু মুসবিহ মুকরাঈ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন: আমরা সাহাবী হযরত আবূ যুহায়র নুমাইরী (রা)-এর কাছে বসতাম। তিনি ছিলেন একজন সাহাবী, তিনি আহসানুল হাদীস বর্ণনা করতেন। আমাদের মধ্যকার কোন ব্যক্তি যখন কোন দু'আ করত, তখন তিনি বলতেনঃ তোমরা 'আমীন' শব্দ বলে দু'আ শেষ করবে। কেননা আমীন শব্দটি ঐশী গ্রন্থের মোহর বা সীল স্বরূপ। আবূ যুহায়র নুমায়রী (রা) বলেন: এ প্রসংগে আমি তোমাদের কাছে একটি ঘটনা বর্ণনা করতে চাই। এক রাতে আমরা রাসূলুল্লাহ (সা) এর সংগে বাইরে গমন করি। এ সময় আমরা এমন এক ব্যক্তির নিকট উপস্থিত হই, যিনি অনেক অনুনয়-বিনয় সহকারে দু'আ করেন। নবী তার কথা শোনার জন্য সেখানে দণ্ডায়মান হন। তখন নবী বললেনঃ যদি সে শেষ করে, তবে তার দু'আ কবুল করা হবে। এ সময় সমবেত লোকদের মধ্য হতে কোন এক ব্যক্তি জিজ্ঞেস করলঃ সে কোন জিনিসের উপর (দু'আ) শেষ করবে? তিনি বললেন: সে 'আমীন' বলে দু'আ শেষ করবে, কেননা যদি সে আমীনের উপর তার দু'আ শেষ করে, তবে তার দু'আ কবুল হবে। এরপর প্রশ্নকারী ব্যক্তি দু'আয় রত ব্যক্তির নিকট উপস্থিত হয়, যিনি তখন দু'আয় মশগুল ছিলেন, তখন তিনি তাকে বললেন, তুমি 'আমীন' শব্দের উপর দু'আ শেষ কর এবং সাথে সাথে দু'আ কবুলের সুসংবাদ গ্রহণ কর।
(আবু দাউদ হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي التَّأْمِين خلف الإِمَام وَفِي الدُّعَاء وَمَا يَقُوله فِي الِاعْتِدَال والاستفتاح
743 - وَعَن أبي مصبح المقرائي قَالَ كُنَّا نجلس إِلَى أبي زُهَيْر النميري رَضِي الله عَنهُ وَكَانَ من الصَّحَابَة يحدث أحسن الحَدِيث فَإِذا دَعَا الرجل منا بِدُعَاء قَالَ اختمه بآمين فَإِن آمين مثل الطابع على الصَّحِيفَة
قَالَ أَبُو زُهَيْر النميري أخْبركُم عَن ذَلِك خرجنَا مَعَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم ذَات لَيْلَة نمشي فأتينا على رجل قد ألح فِي الْمَسْأَلَة فَوقف النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم يستمع مِنْهُ فَقَالَ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم أوجب إِن ختم فَقَالَ رجل من الْقَوْم بِأَيّ شَيْء يخْتم فَقَالَ بآمين فَإِنَّهُ إِن ختم بآمين فقد أوجب فَانْصَرف الرجل الَّذِي سَأَلَ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فَأتى الرجل فَقَالَ اختم يَا فلَان بآمين وأبشر

رَوَاهُ أَبُو دَاوُد
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৭৪৪
অধ্যায়ঃ নামাজ
পরিচ্ছেদঃ ইমামের পেছনে মুক্তাদীর এবং দু'আয় আমীন বলার প্রতি অনুপ্রেরণা এবং কিয়াম ও তাকবীরে উলায় যা বলা হয়
৭৪৪. হযরত মুজাবুত দাওয়া হাবীব ইবন সালামা ফিহরী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সা) কে বলতে শুনেছি: একটি দল যখন একত্র হয়ে দু'আ করে এবং কতিপয় ব্যক্তি 'আমীন' বলে, তখন নিশ্চিতভাবে আল্লাহ তাদের দু'আ কবুল করেন।
(হাকিম হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي التَّأْمِين خلف الإِمَام وَفِي الدُّعَاء وَمَا يَقُوله فِي الِاعْتِدَال والاستفتاح
744 - وَعَن حبيب بن سَلمَة الفِهري رَضِي الله عَنهُ وَكَانَ مجاب الدعْوَة قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول لَا يجْتَمع مَلأ فيدعو بَعضهم ويؤمن بَعضهم إِلَّا أجابهم الله

رَوَاهُ الْحَاكِم
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৭৪৫
অধ্যায়ঃ নামাজ
পরিচ্ছেদঃ ইমামের পেছনে মুক্তাদীর এবং দু'আয় আমীন বলার প্রতি অনুপ্রেরণা এবং কিয়াম ও তাকবীরে উলায় যা বলা হয়
৭৪৫. হযরত ইবন উমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ (সা) এর ইমামতিতে সালাত আদায় করছিলাম। এমন সময় কওমের এক ব্যক্তি বলে উঠল: أكبر كَبِيرا (আল্লাহ মহান, আল্লাহ সর্বাপেক্ষা শ্রেষ্ঠ) وَالْحَمْد لله كثيرا (বিপুল প্রশংসা আল্লাহর জন্যই) এবং وَسُبْحَان الله بكرَة وَأَصِيلا সকাল সন্ধ্যায় (সর্বক্ষণ) আল্লাহর পবিত্রতা)। রাসূলুল্লাহ (সা) বললেন: এই এই বাক্যগুলোর কথক কে? কওমের লোকটি বলল: ইয়া রাসূলাল্লাহ! আমি। তিনি বললেনঃ আমি তার এ বাক্যগুলো বলায় বিস্ময়াভিভূত হলাম। কেননা তার জন্য আকাশের দরজাগুলো উন্মুক্ত করে দেওয়া হয়েছে। হযরত ইবন উমর (রা) বলেন: রাসূলুল্লাহ (সা) থেকে একথা শোনার পর আমি কখনো তা বর্জন করিনি।
(হাদীসটি মুসলিম বর্ণনা করেছেন।)
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي التَّأْمِين خلف الإِمَام وَفِي الدُّعَاء وَمَا يَقُوله فِي الِاعْتِدَال والاستفتاح
745 - وَعَن ابْن عمر رَضِي الله عَنْهُمَا قَالَ بَيْنَمَا نَحن نصلي مَعَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِذْ قَالَ رجل من الْقَوْم الله أكبر كَبِيرا وَالْحَمْد لله كثيرا وَسُبْحَان الله بكرَة وَأَصِيلا فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من الْقَائِل كلمة كَذَا وَكَذَا
فَقَالَ رجل من الْقَوْم أَنا يَا رَسُول الله فَقَالَ عجبت لَهَا فتحت لَهَا أَبْوَاب السَّمَاء
قَالَ ابْن عمر فَمَا تركتهن مُنْذُ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول ذَلِك

رَوَاهُ مُسلم
হাদীস নং: ৭৪৬
অধ্যায়ঃ নামাজ
পরিচ্ছেদঃ ইমামের পেছনে মুক্তাদীর এবং দু'আয় আমীন বলার প্রতি অনুপ্রেরণা এবং কিয়াম ও তাকবীরে উলায় যা বলা হয়
৭৪৬. হযরত রিফায়া ইবন রাফি যুরাকী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আমরা নবী (সা) এর ইমামতিতে সালাত আদায় করলাম। যখন তিনি রুকু থেকে মাথা উঠালেন, তখন বললেন: سمع الله لمن حَمده যে প্রশংসা করে, আল্লাহ তার প্রশংসা শোনেন), তাঁর পিছনে এক ব্যক্তি (মুসল্লী) বলে উঠল : رَبنَا وَلَك الْحَمد حمدا كثيرا طيبا مُبَارَكًا فِيهِ হে আমাদের রব! তোমারই প্রশংসা, প্রচুর প্রশংসা, পবিত্র ও বরকতময় প্রশংসা)। সালাত শেষে তিনি বললেনঃ কে (একথা গুলো) বলল? তখন সে বলল: আমি। তিনি বললেন: আমি ত্রিশজনের অধিক ফিরিশতাকে দেখেছি তারা তাড়াহুড়া করছেন, কার আগে কে তা লিখতে পারেন।
(মালিক, বুখারী, আবূ দাউদ ও নাসাঈ হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي التَّأْمِين خلف الإِمَام وَفِي الدُّعَاء وَمَا يَقُوله فِي الِاعْتِدَال والاستفتاح
746 - وَعَن ر فاعة بن رَافع الزرقي رَضِي الله عَنهُ قَالَ كُنَّا نصلي وَرَاء النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فَلَمَّا رفع رَأسه من الرَّكْعَة قَالَ سمع الله لمن حَمده
قَالَ رجل من وَرَائه رَبنَا وَلَك الْحَمد حمدا كثيرا طيبا مُبَارَكًا فِيهِ فَلَمَّا انْصَرف قَالَ من الْمُتَكَلّم قَالَ أَنا
قَالَ رَأَيْت بضعَة وَثَلَاثِينَ ملكا يبتدرونها أَيهمْ يَكْتُبهَا أول

رَوَاهُ مَالك وَالْبُخَارِيّ وَأَبُو دَاوُد وَالنَّسَائِيّ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৭৪৭
অধ্যায়ঃ নামাজ
পরিচ্ছেদঃ ইমামের পেছনে মুক্তাদীর এবং দু'আয় আমীন বলার প্রতি অনুপ্রেরণা এবং কিয়াম ও তাকবীরে উলায় যা বলা হয়
৭৪৭. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (সা) বলেছেন: ইমাম যখন سمع الله لمن حَمده যে প্রশংসা করে, আল্লাহ তা শোনেন) বলবে, তখন তোমরা বলবে اللَّهُمَّ رَبنَا لَك الْحَمد (হে আল্লাহ। আমাদের রব! সমস্ত প্রশংসা তোমার জন্য)। নিশ্চয়ই যার কথা ফিরিশতাদের কথার অনুরূপ হবে, তার পূর্ববর্তী গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। (হাদীসটি বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিযী ও নাসাঈতে বর্ণিত হয়েছে। বুখারী ও মুসলিমে বলা হয়েছে: তারপর তোমরা বলবেঃ رَبنَا وَلَك الْحَمد হে আমাদের রব। আর তোমার জন্যই প্রশংসা) এখানে و (ওয়াও) অতিরিক্ত এসেছে।)
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي التَّأْمِين خلف الإِمَام وَفِي الدُّعَاء وَمَا يَقُوله فِي الِاعْتِدَال والاستفتاح
747 - وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إِذا قَالَ الإِمَام سمع الله لمن حَمده فَقولُوا اللَّهُمَّ رَبنَا لَك الْحَمد فَإِنَّهُ من وَافق قَوْله قَول الْمَلَائِكَة غفر لَهُ مَا تقدم من ذَنبه

رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَأَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ وَالنَّسَائِيّ
وَفِي رِوَايَة للْبُخَارِيّ وَمُسلم فَقولُوا رَبنَا وَلَك الْحَمد بِالْوَاو
হাদীস নং: ৭৪৮
অধ্যায়ঃ নামাজ
পরিচ্ছেদঃ রুকু-সিজদায় ইমামের আগে মুক্তাদীর মাথা উঠানোর প্রতি ভীতি প্রদর্শন
৭৪৮. হযরত আবু হুরায়রা (রা) থেকে নবী (সা) সূত্রে বর্ণিত। তিনি বলেছেন: তোমাদের কেউ যখন রুকু অথবা সিজদা থেকে ইমামের আগে মাথা উঠায়, সে কি ভয় করে না যে, তার মাথা আল্লাহ গাধার মাথায় রূপান্তরিত করে দেবেন? অথবা (তিনি বলেছেনঃ) আল্লাহ তার চেহারা গাধার আকৃতিতে রূপান্তরিত করে দেবেন?
(বুখারী মুসলিম, আবূ দাউদ, তিরমিযী, নাসাঈ ও ইবন মাজাহ হাদীসটি বর্ণনা করেছেন। তাবারানী 'আওসাত' গ্রন্থে নিজ শব্দযোগে উত্তম সনদে বর্ণনা করেছেন: রাসূলুল্লাহ বলেছেন: তোমাদের কেউ ততক্ষণ মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত সে ইমামের আগে মাথা উঠাবে, আর আল্লাহ তার মাথা কুকুরের মাথায় রূপান্তরিত করে দেবেন।
তাবারানী 'কাবীর' গ্রন্থে হযরত আবদুল্লাহ ইবন মাসউদ (রা) থেকে মওকূফ সূত্রে বিভিন্ন সনদে বর্ণনা করেছেন তন্মধ্যে একটি সনদ উত্তম। ইবন হিব্বান তাঁর 'সহীহ' গ্রন্থে হযরত আবূ হুরায়রা (রা) থেকে নবী (সা) সূত্রে নিজ শব্দযোগে বর্ণনা করেন: ইমামের আগে যে মাথা উঠায়, সে কি ভয় করেন না যে, আল্লাহ তার মাথা কুকুরের মাথায় রূপান্তরিত করে দেবেন?
[খাত্তাবী (র) বলেনঃ] যে সালাতে এরূপ কাজ করবে, তার বিধান কি, এ ব্যাপারে মুহাদ্দিসগণের দ্বিমত রয়েছে। হযরত ইবন উমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেছেনঃ যে এরূপ কাজ করবে, তার সালাত হবে না। সাহাবায়ে কিরাম বলেনঃ সে পাপ কাজ করল, তবে তার সালাত আদায় হয়ে যাবে। তবে অধিকাংশ সাহাবায়ে কিরাম সিজদা পূনর্বার আদায়ের নির্দেশ দিয়েছেন এবং সিজদায় ততক্ষণ অবস্থানের কথা বলেছেন, যতক্ষণ ইমাম মাথা উত্তোলন না করে। আর তা হবে যে পরিমাণ সময় বর্জিত হয়েছে, সে সময় পর্যন্ত।
كتاب الصَّلَاة
التَّرْهِيب من رفع الْمَأْمُوم رَأسه قبل الإِمَام فِي الرُّكُوع وَالسُّجُود
748 - عَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ أما يخْشَى أحدكُم إِذا رفع رَأسه من رُكُوع أَو سُجُود قبل الإِمَام أَن يَجْعَل الله رَأسه رَأس حمَار أَو يَجْعَل الله صورته صُورَة حمَار
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَأَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ وَالنَّسَائِيّ وَابْن مَاجَه وَرَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط بِإِسْنَاد جيد وَلَفظه قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم مَا يُؤمن أحدكُم إِذا رفع رَأسه قبل الإِمَام أَن يحول الله رَأسه رَأس كلب
وَرَوَاهُ فِي الْكَبِير مَوْقُوفا على عبد الله بن مَسْعُود بأسانيد أَحدهَا جيد وَرَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه من حَدِيث أبي هُرَيْرَة أَيْضا عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم وَلَفظه أما يخْشَى الَّذِي يرفع رَأسه قبل الإِمَام أَن يحول الله رَأسه رَأس كلب
قَالَ الْخطابِيّ اخْتلف النَّاس فِيمَن فعل ذَلِك فَروِيَ عَن ابْن عمر أَنه قَالَ لَا صَلَاة لمن فعل ذَلِك وَأما عَامَّة أهل الْعلم فَإِنَّهُم قَالُوا قد أَسَاءَ وَصلَاته تُجزئه غير أَن أَكْثَرهم يأمرون بِأَن يعود إِلَى السُّجُود وَيمْكث فِي سُجُوده بعد أَن يرفع الإِمَام رَأسه بِقدر مَا كَانَ ترك
انْتهى
হাদীস নং: ৭৪৯
অধ্যায়ঃ নামাজ
পরিচ্ছেদঃ রুকু-সিজদায় ইমামের আগে মুক্তাদীর মাথা উঠানোর প্রতি ভীতি প্রদর্শন
৭৪৯. হযরত আবু হুরায়রা (রা) থেকেই নবী (সা) সূত্রে বর্ণিত। তিনি বলেছেনঃ ইমামের পূর্বে যে মাথা নিম্নগামী করে এবং মাথা উত্তোলন করে, তার কপাল থাকে শয়তানের হাতে ন্যস্ত।
(বাযযার এবং তাবারানী হাদীসটি হাসান সনদে বর্ণনা করেছেন। ইমাম মালিক মুয়াত্তায় অনুরূপ বর্ণনা করেছেন। তবে তাঁর সনদে হাদীসটি মারফু হিসেবে বর্ণিত হয়নি।)
كتاب الصَّلَاة
التَّرْهِيب من رفع الْمَأْمُوم رَأسه قبل الإِمَام فِي الرُّكُوع وَالسُّجُود
749 - وَعنهُ أَيْضا رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ الَّذِي يخْفض وَيرْفَع قبل الإِمَام إِنَّمَا ناصيته بيد شَيْطَان
رَوَاهُ الْبَزَّار وَالطَّبَرَانِيّ بِإِسْنَاد حسن وَرَوَاهُ مَالك فِي الْمُوَطَّأ فَوَقفهُ عَلَيْهِ وَلم يرفعهُ
হাদীস নং: ৭৫০
অধ্যায়ঃ নামাজ
পরিচ্ছেদঃ অসম্পূর্ণ রুকু-সিজদা করার প্রতি ভীতি প্রদর্শন, রুকু-সিজদার মাঝে পিঠ সোজা করা এবং সালাতে আল্লাহ-ভীতি প্রসঙ্গে
৭৫০. হযরত আবূ মাসউদ বদরী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলল্লাহ (সা) বললেন: লোকের রুকু ও সিজদায় পিঠ সোজা করা ব্যতীত সালাত আদায় হবে না।
(আহমদ, আবু দাউদ নিজ শব্দযোগে, তিরমিযী নাসাঈ, ইবন মাজাহ, ইবন খুযারমা ও ইবন হিব্বান উভয়ে তাঁদের 'সহীহ' গ্রন্থে হাদীসটি বর্ণনা করেছেন। তাবারানী এবং বায়হাকীও অনুরূপ বর্ণনা করেছেন। তাঁরা বলেছেন, হাদীসের সনদটি সহীহ ও সুদৃঢ়। ইমাম তিরমিযী বলেন: হাদীসটি হাসান-সহীহ।)
كتاب الصَّلَاة
التَّرْهِيب من عدم إتْمَام الرُّكُوع وَالسُّجُود وَإِقَامَة الصلب بَينهمَا وَمَا جَاءَ فِي الْخُشُوع
750 - عَن أبي مَسْعُود البدري رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لَا تجزىء
صَلَاة الرجل حَتَّى يُقيم ظَهره فِي الرُّكُوع وَالسُّجُود
رَوَاهُ أَحْمد وَأَبُو دَاوُد وَاللَّفْظ لَهُ وَالتِّرْمِذِيّ وَالنَّسَائِيّ وَابْن مَاجَه وَابْن خُزَيْمَة وَابْن حبَان فِي صَحِيحَيْهِمَا وَرَوَاهُ الطَّبَرَانِيّ وَالْبَيْهَقِيّ وَقَالا إِسْنَاده صَحِيح ثَابت وَقَالَ التِّرْمِذِيّ حَدِيث حسن صَحِيح
হাদীস নং: ৭৫১
অধ্যায়ঃ নামাজ
পরিচ্ছেদঃ অসম্পূর্ণ রুকু-সিজদা করার প্রতি ভীতি প্রদর্শন, রুকু-সিজদার মাঝে পিঠ সোজা করা এবং সালাতে আল্লাহ-ভীতি প্রসঙ্গে
৭৫১. হযরত আব্দুর রহমান ইবনে শিবল (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) তিনটি কাজ করতে নিষেধ করেছেন। তা হলঃ ১. সিজদায় কাকের মত ঠোকর মারা, ২. হিংস্র প্রাণীর ন্যায় সমস্ত অংগ বিছিয়ে
দেওয়া এবং ৩. উটের মত মসজিদে নিজের স্থান নির্দিষ্ট করে নেওয়া।
(আহমদ, আবু দাউদ, নাসাঈ, ইবন মাজাহ এবং ইবন খুযায়মা ও ইবন হিব্বান উভয়ে তাঁদের 'সহীহ' গ্রন্থে হাসীসটি বর্ণনা করেছেন।)
كتاب الصَّلَاة
التَّرْهِيب من عدم إتْمَام الرُّكُوع وَالسُّجُود وَإِقَامَة الصلب بَينهمَا وَمَا جَاءَ فِي الْخُشُوع
751 - وَعَن عبد الرَّحْمَن بن شبْل رَضِي الله عَنهُ قَالَ نهى رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم عَن نقرة الْغُرَاب وافتراش السَّبع وَأَن يوطن الرجل الْمَكَان فِي الْمَسْجِد كَمَا يوطن الْبَعِير
رَوَاهُ أَحْمد وَأَبُو دَاوُد وَالنَّسَائِيّ وَابْن مَاجَه وَابْن خُزَيْمَة وَابْن حبَان فِي صَحِيحَيْهِمَا
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৭৫২
অধ্যায়ঃ নামাজ
পরিচ্ছেদঃ অসম্পূর্ণ রুকু-সিজদা করার প্রতি ভীতি প্রদর্শন, রুকু-সিজদার মাঝে পিঠ সোজা করা এবং সালাতে আল্লাহ-ভীতি প্রসঙ্গে
৭৫২. হযরত আবু কাতাদা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (সা) বলেছেন: মানুষের মধ্যে চুরির দিক থেকে সর্বাপেক্ষা জঘন্য ও নিকৃষ্ট ঐ ব্যক্তি, যে তার সালাতে চুরি করে। তারা (সাহাবায়ে কিরাম) বললঃ ইয়া রাসুলাল্লাহ! সালাতে কিভাবে চুরি করবে? তিনি বললেনঃ সালাতের রুকু ও সিজদা পূর্ণ করবে না অথবা তিনি বলেছেন: রুকু ও সিজদায় পিঠ সোজা করবে না।
(আহমদ, তাবারানী ও ইবন খুযায়মা তাঁর 'সহীহ' গ্রন্থে হাদীসটি বর্ণনা করেছেন এবং হাকিমও। তিনি বলেন: হাদীসটি সহীহ সনদে বর্ণিত।)
كتاب الصَّلَاة
التَّرْهِيب من عدم إتْمَام الرُّكُوع وَالسُّجُود وَإِقَامَة الصلب بَينهمَا وَمَا جَاءَ فِي الْخُشُوع
752 - وَعَن أبي قَتَادَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَسْوَأ النَّاس سَرقَة الَّذِي يسرق من صلَاته
قَالُوا يَا رَسُول الله كَيفَ يسرق من الصَّلَاة قَالَ لَا يتم ركوعها وَلَا سجودها أَو قَالَ لَا يُقيم صلبه فِي الرُّكُوع وَالسُّجُود
رَوَاهُ أَحْمد وَالطَّبَرَانِيّ وَابْن خُزَيْمَة فِي صَحِيحه وَالْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد
হাদীস নং: ৭৫৩
অধ্যায়ঃ নামাজ
পরিচ্ছেদঃ অসম্পূর্ণ রুকু-সিজদা করার প্রতি ভীতি প্রদর্শন, রুকু-সিজদার মাঝে পিঠ সোজা করা এবং সালাতে আল্লাহ-ভীতি প্রসঙ্গে
৭৫৩. হযরত আবদুল্লাহ ইবন মুগাফ্‌ফাল (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন: মানুষের মধ্যে ঐ ব্যক্তি অধিক চোর, যে তার সালাতে চুরি করে। বলা হল: ইয়া রাসূলাল্লাহ্! সে তার সালাতে কিভাবে চুরি করে? তিনি বললেনঃ সে তার সালাতের রুকু ও সিজদা পূর্ণভাবে আদায় করে না। আর লোকদের মধ্যে সর্বাপেক্ষা কৃপণ ঐ ব্যক্তি, যে সালামে কৃপণতা করে।
(তাবারানী তাঁর তিনটি 'মুজাম'-এ উত্তম সনদে হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الصَّلَاة
التَّرْهِيب من عدم إتْمَام الرُّكُوع وَالسُّجُود وَإِقَامَة الصلب بَينهمَا وَمَا جَاءَ فِي الْخُشُوع
753 - وَعَن عبد الله بن مُغفل رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أسرق النَّاس الَّذِي يسرق صلَاته
قيل يَا رَسُول الله كَيفَ يسرق صلَاته قَالَ لَا يتم ركوعها وَلَا سجودها وأبخل النَّاس من بخل بِالسَّلَامِ
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي معاجيمه الثَّلَاثَة بِإِسْنَاد جيد
হাদীস নং: ৭৫৪
অধ্যায়ঃ নামাজ
পরিচ্ছেদঃ অসম্পূর্ণ রুকু-সিজদা করার প্রতি ভীতি প্রদর্শন, রুকু-সিজদার মাঝে পিঠ সোজা করা এবং সালাতে আল্লাহ-ভীতি প্রসঙ্গে
৭৫৪. হযরত আলী ইবন শায়বান (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ (সা) এর কাছে এসে বায়্আত করে তাঁর পেছনে সালাত আদায় করলাম। তিনি তাঁর পেছনের এক ব্যক্তিকে দেখলেন, সে রুকুতে তার পিঠ সোজা করে নি। নবী তাঁর সালাত আদায়শেষে বললেনঃ হে মুসলিম সম্প্রদায়। রুকু ও সিজদায় যে পিঠ সোজা করে না, তার সালাত আদায় হয় না।
(আহমদ, ইবন মাজাহ এবং ইবন খুযায়মা ও ইবন হিব্বান তাঁদের 'সহীহ' গ্রন্থে হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الصَّلَاة
التَّرْهِيب من عدم إتْمَام الرُّكُوع وَالسُّجُود وَإِقَامَة الصلب بَينهمَا وَمَا جَاءَ فِي الْخُشُوع
754 - وَعَن عَليّ بن شَيبَان رَضِي الله عَنهُ قَالَ خرجنَا حَتَّى قدمنَا على رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَبَايَعْنَاهُ وصلينا خَلفه فلمح بمؤخر عينه رجلا لَا يُقيم صلَاته يَعْنِي صلبه فِي الرُّكُوع فَلَمَّا قضى النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم صلَاته قَالَ يَا معشر الْمُسلمين لَا صَلَاة لمن لَا يُقيم صلبه فِي الرُّكُوع وَالسُّجُود
رَوَاهُ أَحْمد وَابْن مَاجَه وَابْن خُزَيْمَة وَابْن حبَان فِي صَحِيحَيْهِمَا
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৭৫৫
অধ্যায়ঃ নামাজ
পরিচ্ছেদঃ অসম্পূর্ণ রুকু-সিজদা করার প্রতি ভীতি প্রদর্শন, রুকু-সিজদার মাঝে পিঠ সোজা করা এবং সালাতে আল্লাহ-ভীতি প্রসঙ্গে
৭৫৫. হযরত তালক ইবন আলী হানাফী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেনঃ যে ব্যক্তি সালাতে রুকু ও সিজদায় পিঠ সোজা করবে না, আল্লাহ তার প্রতি তাকাবেন না।
(তাবারানীর 'কাবীর' গ্রন্থ হাদীসটি বর্ণনা করেছেন এবং তাঁর বর্ণনাকারীগণ বিশ্বস্ত।)
كتاب الصَّلَاة
التَّرْهِيب من عدم إتْمَام الرُّكُوع وَالسُّجُود وَإِقَامَة الصلب بَينهمَا وَمَا جَاءَ فِي الْخُشُوع
755 - وَعَن طلق بن عَليّ الْحَنَفِيّ رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لَا ينظر الله إِلَى صَلَاة عبد لَا يُقيم فِيهَا صلبه بَين ركوعها وسجودها
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير وَرُوَاته ثِقَات
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৭৫৬
অধ্যায়ঃ নামাজ
পরিচ্ছেদঃ অসম্পূর্ণ রুকু-সিজদা করার প্রতি ভীতি প্রদর্শন, রুকু-সিজদার মাঝে পিঠ সোজা করা এবং সালাতে আল্লাহ-ভীতি প্রসঙ্গে
৭৫৬. হযরত আবু আবদুল্লাহ, আশ'আরী (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (সা) দেখলেন, এক ব্যক্তি সালাতে ঠিকমত রুকু আদায় করছে না এবং সিজদায় তড়িঘড়ি করছে। তখন রাসূলুল্লাহ (সা) বললেন: এ ব্যক্তি যদি এ অবস্থায় মারা যায়, তা হলে তার এ মৃত্যু মুহাম্মদ-এর মিল্লাতের উপর হবে না। এরপর রাসূলুল্লাহ বললেন: যে ব্যক্তি ঠিকমত রুকু আদায় করল না এবং সিজদায় তড়িঘড়ি করল, তার উপমা ঐ ক্ষুধার্তের মত, যে একটি অথবা দুটি খেজুর খেয়ে নিল অথচ খেজুর দুটি তার ক্ষুধা নিবারণ করতে পারল না। আবু সালিহ (র) বলেন: আমি আবূ আবদুল্লাহ (রা)-কে বললাম। আপনার কাছে রাসূলুল্লাহ (সা) থেকে এ হাদীসটি কে বর্ণনা করেছেন? তিনি বললেনঃ হযরত আমর ইবন আস, খালিদ ইবন ওয়ালিদ এবং শুরাহবিল ইবন হাসানা (রা) প্রমুখ মহান সেনাপতিগণ রাসূলুল্লাহ (সা) থেকে এটি শুনে বর্ণনা করেছেন।
(হাদীসটি তাবারানী 'কাবীর' গ্রন্থে, আবূ ইয়ালা উত্তম সনদে এবং ইবন খুযায়মার 'সহীহ' গ্রন্থে বর্ণনা করেছেন।)
كتاب الصَّلَاة
التَّرْهِيب من عدم إتْمَام الرُّكُوع وَالسُّجُود وَإِقَامَة الصلب بَينهمَا وَمَا جَاءَ فِي الْخُشُوع
756 - وَعَن أبي عبد الله الْأَشْعَرِيّ رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم رأى رجلا لَا يتم رُكُوعه وينقر فِي سُجُوده وَهُوَ يُصَلِّي فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لَو مَاتَ هَذَا على حَاله هَذِه مَاتَ على غير مِلَّة مُحَمَّد صلى الله عَلَيْهِ وَسلم
ثمَّ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم مثل الَّذِي لَا يتم رُكُوعه وينقر فِي سُجُوده مثل الجائع يَأْكُل التمرة والتمرتين لَا تُغنيَانِ عَنهُ شَيْئا
قَالَ أَبُو صَالح قلت لابي عبد الله من حدث بِهَذَا عَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ أُمَرَاء الأجناد عَمْرو بن الْعَاصِ وخَالِد بن الْوَلِيد وشرحبيل بن حَسَنَة سَمِعُوهُ من رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير وَأَبُو يعلى بِإِسْنَاد حسن وَابْن خُزَيْمَة فِي صَحِيحه
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৭৫৭
অধ্যায়ঃ নামাজ
পরিচ্ছেদঃ অসম্পূর্ণ রুকু-সিজদা করার প্রতি ভীতি প্রদর্শন, রুকু-সিজদার মাঝে পিঠ সোজা করা এবং সালাতে আল্লাহ-ভীতি প্রসঙ্গে
৭৫৭. হযরত আবু হুরায়রা (রা) থেকে নবী সূত্রে বর্ণিত। তিনি বলেছেন: এক ব্যক্তি ষাট বছর সালাত আদায় করল কিন্তু তার সালাত কবুল করা হল না। সম্ভবত সে রুকু ঠিকমত করেছে কিন্তু ঠিকমত সিজদা করেনি কিম্বা সিজদা ঠিকমত করেছে কিন্তু রুকু ঠিকমত করেনি।
(আবুল কাসিম ইস্পাহানী হাদীসটি বর্ণনা করেছেন। এর সনদটি বিতর্কিত।)
كتاب الصَّلَاة
التَّرْهِيب من عدم إتْمَام الرُّكُوع وَالسُّجُود وَإِقَامَة الصلب بَينهمَا وَمَا جَاءَ فِي الْخُشُوع
757 - وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إِن الرجل ليُصَلِّي سِتِّينَ سنة وَمَا تقبل لَهُ صَلَاة لَعَلَّه يتم الرُّكُوع وَلَا يتم السُّجُود وَيتم السُّجُود وَلَا يتم الرُّكُوع
رَوَاهُ أَبُو الْقَاسِم الْأَصْبَهَانِيّ وَينظر سَنَده
হাদীস নং: ৭৫৮
অধ্যায়ঃ নামাজ
পরিচ্ছেদঃ অসম্পূর্ণ রুকু-সিজদা করার প্রতি ভীতি প্রদর্শন, রুকু-সিজদার মাঝে পিঠ সোজা করা এবং সালাতে আল্লাহ-ভীতি প্রসঙ্গে
৭৫৮. হযরত আবূ হুরায়রা (রা) থেকেই বর্ণিত। তিনি বলেন, একদিন রাসূলুল্লাহ (সা) তাঁর সাহাবীদের উদ্দেশ্যে বলছিলেন, আর আমি তখন সেখানে উপস্থিত ছিলাম। (তিনি বলেনঃ) তোমাদের কারো জন্য যদি এই খুঁটিটি হয় এবং তা যদি ত্রুটিপূর্ণ হয়, তা যেমন তোমরা অপসন্দ কর, তাহলে কেমন করে তোমরা আল্লাহর জন্য ত্রুটিপূর্ণ সালাত আদায়ে প্রবৃত্ত হও? কাজেই তোমরা তোমাদের সালাত পরিপূর্ণভাবে আদায় কর।
কেননা আল্লাহ তা'আলা কেবল পরিপূর্ণরূপে আদায়কৃত সালাতই কবুল করেন।
(হাদীসটি তাবারানীর 'আওসাত' গ্রন্থে উত্তম সনদে বর্ণিত।)
كتاب الصَّلَاة
التَّرْهِيب من عدم إتْمَام الرُّكُوع وَالسُّجُود وَإِقَامَة الصلب بَينهمَا وَمَا جَاءَ فِي الْخُشُوع
758 - وَعَن أبي هُرَيْرَة أَيْضا رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَوْمًا لاصحابه وَأَنا حَاضر لَو كَانَ لاحدكم هَذِه السارية لكره أَن تجدع كَيفَ يعمد أحدكُم فيجدع صلَاته الَّتِي هِيَ لله فَأتمُّوا صَلَاتكُمْ فَإِن الله لَا يقبل إِلَّا تَاما
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط بِإِسْنَاد حسن
হাদীস নং: ৭৫৯
অধ্যায়ঃ নামাজ
পরিচ্ছেদঃ অসম্পূর্ণ রুকু-সিজদা করার প্রতি ভীতি প্রদর্শন, রুকু-সিজদার মাঝে পিঠ সোজা করা এবং সালাতে আল্লাহ-ভীতি প্রসঙ্গে
৭৫৯. হযরত বিলাল (রা) থেকে বর্ণিত। তিনি দেখলেন এক ব্যক্তি ঠিকমত রুকু-সিজদা আদায় করছে না। তখন তিনি বললেন: এ অবস্থায় সে যদি মারা যায়, তাহলে তার মৃত্যু মিল্লাতে মুহাম্মদের উপর হবে না।
(হাদীসটি তাবারানী বর্ণনা করেছেন। এর বর্ণনাকারীগণ বিশ্বস্ত।)
كتاب الصَّلَاة
التَّرْهِيب من عدم إتْمَام الرُّكُوع وَالسُّجُود وَإِقَامَة الصلب بَينهمَا وَمَا جَاءَ فِي الْخُشُوع
759 - وَعَن بِلَال رَضِي الله عَنهُ أَنه أبْصر رجلا لَا يتم الرُّكُوع وَلَا السُّجُود فَقَالَ لَو مَاتَ هَذَا لمات على غير مِلَّة مُحَمَّد صلى الله عَلَيْهِ وَسلم
رَوَاهُ الطَّبَرَانِيّ وَرُوَاته ثِقَات
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৭৬০
অধ্যায়ঃ নামাজ
পরিচ্ছেদঃ অসম্পূর্ণ রুকু-সিজদা করার প্রতি ভীতি প্রদর্শন, রুকু-সিজদার মাঝে পিঠ সোজা করা এবং সালাতে আল্লাহ-ভীতি প্রসঙ্গে
৭৬০. হযরত আয়েশা (রা) থেকে রাসূলুল্লাহ (সা) সূত্রে বর্ণিত। তিনি বলেছেন: আল্লাহর কাছে ফরয সালাতের রয়েছে বিশেষ নিয়ম-কানুন। কাজেই যে ব্যক্তি তা অসম্পূর্ণভাবে আদায় করবে, তার কাছ থেকে অসম্পূর্ণতার হিসাব নেয়া হবে।
(হাদীসটি ইস্পাহানী বর্ণিত।)
كتاب الصَّلَاة
التَّرْهِيب من عدم إتْمَام الرُّكُوع وَالسُّجُود وَإِقَامَة الصلب بَينهمَا وَمَا جَاءَ فِي الْخُشُوع
760 - وَرُوِيَ عَن عَائِشَة رَضِي الله عَنْهَا عَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إِن للصَّلَاة الْمَكْتُوبَة عِنْد الله وزنا من انْتقصَ مِنْهَا شَيْئا حُوسِبَ بِهِ فِيهَا على مَا انْتقصَ
رَوَاهُ الْأَصْبَهَانِيّ