ত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): সাহাবী
জীবনী
হযরত আবূ মাস'ঊদ রাযি.-এর প্রকৃত নাম 'উকবা। পিতার নাম 'আমর ইবন ছা'লাবা। তিনি খাযরাজ গোত্রের এক প্রসিদ্ধ আনসারী সাহাবী। আবূ মাসউদ উপনামেই তিনি বিখ্যাত। তিনি আকাবার বাইআতে অংশগ্রহণ করেছিলেন। তখন তিনি হযরত জাবির রাযি.-এর সমবয়সী এক যুবক সাহাবী। সাহাবায়ে কিরামের মধ্যে যারা বিশেষভাবে ‘উলামা হিসেবে খ্যাত ছিলেন, হযরত আবূ মাস'উদ আনসারী রাযি.-ও তাদের একজন। রাসূলে কারীম সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লামের সঙ্গে থেকে তিনি বিভিন্ন জিহাদে অংশগ্রহণ করেছেন। বদর যুদ্ধে অংশগ্রহণ করেছেন কি না, সে সম্পর্কে মতভেদ আছে। অনেকের মতেই তিনি এ যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। কারও মতে তিনি বদর নামক স্থানে বাস করতেন। সেই হিসেবে তাঁকে 'বাদরী' বলা হয়ে ধাকে, বদর যুদ্ধে অংশগ্রহণের কারণে নয়। হযরত আলী রাযি. তাঁকে কূফার গভর্নর নিযুক্ত করেছিলেন। হিজরী ৪০ সালে তিনি ইন্তিকাল করেন। তাঁর সূত্রে ১০২টি হাদীছ বর্ণিত আছে।...
আরবী জীবনী
أَبُو مَسْعُوْدٍ البَدْرِيُّ عُقْبَةُ بنُ عَمْرِو بنِ ثَعْلَبَةَ (ع) وَلَمْ يَشْهَدْ بَدْراً عَلَى الصَّحِيْحِ، وَإِنَّمَا نَزَلَ مَاءً بِبَدْرٍ، فَشُهْرَ بِذَلِكَ.وَكَانَ مِمَّنْ شَهِدَ بَيْعَةَ العَقَبَةِ، وَكَانَ شَابّاً مِنْ أَقْرَانِ جَابِرٍ فِي السِّنِّ. رَوَى أَحَادِيْثَ كَثِيْرَةً. وَهُوَ مَعْدُوْدٌ فِي عُلَمَاءِ الصَّحَابَةِ. نَزَلَ الكُوْفَةَ. وَاسْمُهُ: عُقْبَةُ بنُ عَمْرِو بنِ ثَعْلَبَةَ بنِ أُسَيْرَةَ بنِ عُسَيْرَةَ الأَنْصَارِيُّ. وَقِيْلَ: يُسَيْرَةُ بنُ عُسَيْرَةَ - بِضَمِّهِمَا - بنِ عَطِيَّةَ بنِ خُدَارَةَ بنِ عَوْفٍ بنِ الحَارِثِ بنِ الخَزْرَجِ. حَدَّثَ عَنْهُ: وَلَدُهُ؛ بَشِيْرٌ، وَأَوْسُ بنُ ضَمْعَجٍ، وَعَلْقَمَةُ، وَأَبُو وَائِلٍ، وَقَيْسُ بنُ أَبِي حَازِمٍ، وَربْعِيُّ بنُ حِرَاشٍ، وَعَبْدُ الرَّحْمَنِ بنُ يَزِيْدَ، وَعَمْرُو بنُ مَيْمُوْنٍ، وَالشَّعْبِيُّ، وَعِدَّةٌ. قَالَ الوَاقِدِيُّ: شَهِدَ العَقَبَةَ، وَلَمْ يَشْهَدْ بَدْراً. وَقَالَ الدَّارَقُطْنِيُّ: جَدُّهُ نُسَيْرَةُ - بِنُوْنٍ - فَخُوْلِفَ. وَقَالَ مُوْسَى بنُ عُقْبَةَ: إِنَّمَا نَزَلَ بِمَوْضِعٍ، يُقَالُ لَهُ: بَدْرٌ. وَرَوَى: شُعْبَةُ، عَنْ سَعْدِ بنِ إِبْرَاهِيْمَ، قَالَ: لَمْ يَكُنْ بَدْرِيّاً. وَقَالَ الحَكَمُ: كَانَ بَدْرِيّاً. وَرَوَى: شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ:أَخْبَرَنِي سُلَيْمَانُ، عَمَّنْ لاَ يُتَّهَمُ: أَنَّهُ سَمِعَ أَبَا مَسْعُوْدٍ الأَنْصَارِيَّ، وَكَانَ قَدْ شَهِدَ بَدْراً. وَقَالَ حَبِيْبٌ: عَنِ ابْنِ سِيْرِيْنَ: قَالَ عُمَرُ لأَبِي مَسْعُوْدٍ: نُبِّئْتُ أَنَّكَ تُفْتِي النَّاسَ،... বিস্তারিত পড়ুন