আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

الترغيب والترهيب للمنذري

৪. অধ্যায়ঃ পবিত্রতা - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস ১১৯ টি

হাদীস নং: ৩৪২
অধ্যায়ঃ পবিত্রতা
পরিচ্ছেদঃ আঙ্গুলসমূহ খিলাল করার প্রতি অনুপ্রেরণা, আঙ্গুল খিলাল বর্জন করা, উযূ পূর্ণভাবে না করা এবং অত্যাবশ্যক অঙ্গ ধোয়ায় ত্রুটি করার প্রতি ভীতি প্রদর্শন
৩৪২. হযরত ওয়াসিলা (রা) সূত্রে নবী (সা) থেকে বর্ণিত। তিনি বলেছেন: যে ব্যক্তি পানি দ্বারা আঙ্গুল খিলাল করে না, কিয়ামতের দিন আল্লাহ তা'আলা আগুন দ্বারা তার আঙ্গুল খিলাল করাবেন।
(তাবারানীর 'কাবীর' গ্রন্থে হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الطَّهَارَة
التَّرْغِيب فِي تَخْلِيل الْأَصَابِع والترهيب من تَركه وَترك الإسباغ إِذا أخل بِشَيْء من الْقدر الْوَاجِب
342 - وَرُوِيَ عَن وَاثِلَة رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من لم يخلل أَصَابِعه بِالْمَاءِ خللها الله بالنَّار يَوْم الْقِيَامَة
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩৪৩
অধ্যায়ঃ পবিত্রতা
পরিচ্ছেদঃ আঙ্গুলসমূহ খিলাল করার প্রতি অনুপ্রেরণা, আঙ্গুল খিলাল বর্জন করা, উযূ পূর্ণভাবে না করা এবং অত্যাবশ্যক অঙ্গ ধোয়ায় ত্রুটি করার প্রতি ভীতি প্রদর্শন
৩৪৩. হযরত আবদুল্লাহ ইবন মাসউদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন: অবশ্যই তোমরা পবিত্রতার মাধ্যমে আঙ্গুল সাফ করবে, নতুবা জাহান্নামের আগুন তার আঙ্গুল অবশ্যই জ্বালিয়ে ফেলবে।
(হাদীসটি তাবারানীর 'আওসাত' গ্রন্থে মারফু সনদে বর্ণিত। আর 'কাবীর' গ্রন্থে হযরত আবদুল্লাহ ইবন মা'সউদ (রা) সূত্রে মাওকূফ সনদে বর্ণিত।)
كتاب الطَّهَارَة
التَّرْغِيب فِي تَخْلِيل الْأَصَابِع والترهيب من تَركه وَترك الإسباغ إِذا أخل بِشَيْء من الْقدر الْوَاجِب
343 - وَعَن عبد الله بن مَسْعُود رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لتنتهكن الْأَصَابِع بالطهور أَو لتنتهكنها النَّار
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط مَرْفُوعا وَوَقفه فِي الْكَبِير على ابْن مَسْعُود بِإِسْنَاد وَالله أعلم
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩৪৪
অধ্যায়ঃ পবিত্রতা
পরিচ্ছেদঃ আঙ্গুলসমূহ খিলাল করার প্রতি অনুপ্রেরণা, আঙ্গুল খিলাল বর্জন করা, উযূ পূর্ণভাবে না করা এবং অত্যাবশ্যক অঙ্গ ধোয়ায় ত্রুটি করার প্রতি ভীতি প্রদর্শন
৩৪৪. 'কাবীর' গ্রন্থে মাওকূফ সূত্রে অন্য বর্ণনায় আছে, নবী (সা) বলেছেনঃ তোমরা তোমাদের পাঁচটি আঙ্গুল খিলাল করবে, আল্লাহ সে আঙ্গুলগুলোকে জাহান্নামে জ্বালাবেন না।
كتاب الطَّهَارَة
التَّرْغِيب فِي تَخْلِيل الْأَصَابِع والترهيب من تَركه وَترك الإسباغ إِذا أخل بِشَيْء من الْقدر الْوَاجِب
344 - وَفِي رِوَايَة لَهُ فِي الْكَبِير مَوْقُوفَة قَالَ خللوا الْأَصَابِع الْخمس لَا يحشوها الله نَارا
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩৪৫
অধ্যায়ঃ পবিত্রতা
পরিচ্ছেদঃ আঙ্গুলসমূহ খিলাল করার প্রতি অনুপ্রেরণা, আঙ্গুল খিলাল বর্জন করা, উযূ পূর্ণভাবে না করা এবং অত্যাবশ্যক অঙ্গ ধোয়ায় ত্রুটি করার প্রতি ভীতি প্রদর্শন
৩৪৫. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। নবী (সা) এক ব্যক্তিকে দেখলেন যে, সে তার পায়ের গোড়ালী ধৌত করে নি। এরপর তিনি বললেন: উযূতে যাদের পায়ের গোড়ালী ভিজে না, তাদের জন্য রয়েছে জাহান্নামের শান্তি।
كتاب الطَّهَارَة
التَّرْغِيب فِي تَخْلِيل الْأَصَابِع والترهيب من تَركه وَترك الإسباغ إِذا أخل بِشَيْء من الْقدر الْوَاجِب
345 - وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم رأى رجلا لم يغسل عَقِبَيْهِ فَقَالَ ويل لِلْأَعْقَابِ من النَّار
হাদীস নং: ৩৪৬
অধ্যায়ঃ পবিত্রতা
পরিচ্ছেদঃ আঙ্গুলসমূহ খিলাল করার প্রতি অনুপ্রেরণা, আঙ্গুল খিলাল বর্জন করা, উযূ পূর্ণভাবে না করা এবং অত্যাবশ্যক অঙ্গ ধোয়ায় ত্রুটি করার প্রতি ভীতি প্রদর্শন
৩৪৬. অন্য সূত্রে বর্ণিত আছে যে, একদা হযরত আবু হুরায়রা (রা) একদল লোককে উযূ করতে দেখলেন। তিনি বললেন: তোমরা পরিপূর্ণভাবে উযূ কর। কেননা আমি আবুল কাসিম-কে বলতে শুনেছি: উযূতে যাদের পায়ের গোড়ালীসমূহ ভিজে না, তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি। অথবা অন্য বর্ণনামতেঃ উযুতে যাদের পায়ের গোড়ালীসমূহ ভিজে না, তাদের জন্য রয়েছে জাহান্নামের শান্তি। (বুখারী, মুসলিম ও নাসাঈ হাদীসটি বর্ণনা করেছেন এবং ইবন মাজাহ গ্রন্থে সংক্ষেপে বর্ণিত হয়েছে।)
كتاب الطَّهَارَة
التَّرْغِيب فِي تَخْلِيل الْأَصَابِع والترهيب من تَركه وَترك الإسباغ إِذا أخل بِشَيْء من الْقدر الْوَاجِب
346 - وَفِي رِوَايَة أَن أَبَا هُرَيْرَة رأى قوما يتوضؤون من الطهرة فَقَالَ أَسْبغُوا الْوضُوء فَإِنِّي سَمِعت أَبَا الْقَاسِم صلى الله عَلَيْهِ وَسلم قَالَ ويل لِلْأَعْقَابِ من النَّار أَو ويل لِلْعَرَاقِيبِ من النَّار
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَالنَّسَائِيّ وَابْن مَاجَه مُخْتَصرا
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩৪৭
অধ্যায়ঃ পবিত্রতা
পরিচ্ছেদঃ আঙ্গুলসমূহ খিলাল করার প্রতি অনুপ্রেরণা, আঙ্গুল খিলাল বর্জন করা, উযূ পূর্ণভাবে না করা এবং অত্যাবশ্যক অঙ্গ ধোয়ায় ত্রুটি করার প্রতি ভীতি প্রদর্শন
৩৪৭. ইমাম তিরমিযী (র) বর্ণনা করেন যে, উযূতে যাদের পায়ের গোড়ালী ভিজে না, তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি। এরপর তিনি বলেন, নবী (সা) থেকে বর্ণিত, তিনি বলেছেন: উযূতে যাদের পায়ের গোড়ালী ও ভিতরের দিক ভিজে না, তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি।
[হাফিয (র) বলেন]: ইমাম তিরমিযী (রা) উল্লিখিত হাদীস সম্পর্কে ইঙ্গিত দিয়েছেন। হাদীসটি তাবারানীর 'কাবীর' গ্রন্থে ও ইবন খুযায়মা 'সহীহ' গ্রন্থে আবদুল্লাহ ইবন হারিস ইবন জুযাঈ যুবায়দী হতে মারফু সূত্রে বর্ণনা করেছেন এবং আহমদ (র) মাওকূফ সূত্রে আবদুল্লাহ ইবন হারিস সূত্রে বর্ণনা করেছেন।
كتاب الطَّهَارَة
التَّرْغِيب فِي تَخْلِيل الْأَصَابِع والترهيب من تَركه وَترك الإسباغ إِذا أخل بِشَيْء من الْقدر الْوَاجِب
347 - وروى التِّرْمِذِيّ مِنْهُ ويل لِلْأَعْقَابِ من النَّار ثمَّ قَالَ وَقد رُوِيَ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم أَنه قَالَ ويل لِلْأَعْقَابِ وبطون الْأَقْدَام من النَّار
قَالَ الْحَافِظ وَهَذَا الحَدِيث الَّذِي أَشَارَ إِلَيْهِ التِّرْمِذِيّ رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير وَابْن خُزَيْمَة فِي صَحِيحه من حَدِيث عبد الله بن الْحَارِث بن جُزْء الزبيدِيّ مَرْفُوعا وَرَوَاهُ أَحْمد مَوْقُوفا عَلَيْهِ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩৪৮
অধ্যায়ঃ পবিত্রতা
পরিচ্ছেদঃ আঙ্গুলসমূহ খিলাল করার প্রতি অনুপ্রেরণা, আঙ্গুল খিলাল বর্জন করা, উযূ পূর্ণভাবে না করা এবং অত্যাবশ্যক অঙ্গ ধোয়ায় ত্রুটি করার প্রতি ভীতি প্রদর্শন
৩৪৮. হযরত আবুল হায়সাম (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) আমাকে উযু করতে দেখলেন এবং বললেনঃ হে আবুল হায়সামা। পায়ের ভেতরের অংশ ধুয়ে নাও।
(হাদীসটি তাবারানীর 'কাবীর' গ্রন্থে বর্ণিত। তাঁর সনদে বিতর্কিত রাবী ইবন লাহীয়া রয়েছেন।)
كتاب الطَّهَارَة
التَّرْغِيب فِي تَخْلِيل الْأَصَابِع والترهيب من تَركه وَترك الإسباغ إِذا أخل بِشَيْء من الْقدر الْوَاجِب
348 - وَعَن أبي الْهَيْثَم قَالَ رَآنِي رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أتوضأ فَقَالَ بطن الْقدَم يَا أَبَا الْهَيْثَم
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير وَفِيه ابْن لَهِيعَة
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩৪৯
অধ্যায়ঃ পবিত্রতা
পরিচ্ছেদঃ আঙ্গুলসমূহ খিলাল করার প্রতি অনুপ্রেরণা, আঙ্গুল খিলাল বর্জন করা, উযূ পূর্ণভাবে না করা এবং অত্যাবশ্যক অঙ্গ ধোয়ায় ত্রুটি করার প্রতি ভীতি প্রদর্শন
৩৪৯. হযরত আবদুল্লাহ ইবন আমর (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (সা) এমন একদল লোককে (উযূ করতে) দেখলেন, যাদের পায়ের গোড়ালী উযূর পানিতে ভিজেনি। এরপর তিনি বললেন: উযূতে যাদের পায়ের গোড়ালী ভিজে না, তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি। কাজেই তোমরা পরিপূর্ণভাবে উযূ কর।
(মুসলিম, আবু দাউদ, নিজ শব্দে, নাসাঈ ও ইবন মাজাহ হাদীসটি বর্ণনা করেছেন এবং বুখারীও অনুরূপ বর্ণনা করেন।)
كتاب الطَّهَارَة
التَّرْغِيب فِي تَخْلِيل الْأَصَابِع والترهيب من تَركه وَترك الإسباغ إِذا أخل بِشَيْء من الْقدر الْوَاجِب
349 - وَعَن عبد الله بن عَمْرو رَضِي الله عَنْهُمَا أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم رأى قوما وَأَعْقَابهمْ تلوح فَقَالَ ويل لِلْأَعْقَابِ من النَّار أَسْبغُوا الْوضُوء
رَوَاهُ مُسلم وَأَبُو دَاوُد وَاللَّفْظ لَهُ وَالنَّسَائِيّ وَابْن مَاجَه وَرَوَاهُ البُخَارِيّ بِنَحْوِهِ
হাদীস নং: ৩৫০
অধ্যায়ঃ পবিত্রতা
পরিচ্ছেদঃ আঙ্গুলসমূহ খিলাল করার প্রতি অনুপ্রেরণা, আঙ্গুল খিলাল বর্জন করা, উযূ পূর্ণভাবে না করা এবং অত্যাবশ্যক অঙ্গ ধোয়ায় ত্রুটি করার প্রতি ভীতি প্রদর্শন
৩৫০. হযরত আবূ রাওহ কুলাঈ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন: একদা রাসূলুল্লাহ (সা) আমাদের নিয়ে সালাত আদায় করেন। তিনি সালাতে সূরা রূম তিলাওয়াত করেন কিন্তু কিরাআতে তাঁর ভুল হয়ে যায়। এ সময় তিনি বলেন: আমাদের উপর শয়তান প্রভাব বিস্তার করেছে। কেননা একদল লোক উযুবিহীন অবস্থায় সালাতে এসেছে। কাজেই তোমরা যখন সালাত আদায় করবে, তখন উত্তমরূপে উযূ করে নেবে।
كتاب الطَّهَارَة
التَّرْغِيب فِي تَخْلِيل الْأَصَابِع والترهيب من تَركه وَترك الإسباغ إِذا أخل بِشَيْء من الْقدر الْوَاجِب
350 - وعن أبي روح الكلاعى قال: صلى بنا نبىُّ صلى الله عليه وسلم صلاةً فقرأ فيها بسورة الروم فلبس عليه بعضها، فقال: إنما لبس علينا الشيطان القراءة من أجل أقوامٍ يأتون الصلاة بغير وضوء، فإذا أتيتم الصلاة فأحسنوا الوضوء
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩৫১
অধ্যায়ঃ পবিত্রতা
পরিচ্ছেদঃ আঙ্গুলসমূহ খিলাল করার প্রতি অনুপ্রেরণা, আঙ্গুল খিলাল বর্জন করা, উযূ পূর্ণভাবে না করা এবং অত্যাবশ্যক অঙ্গ ধোয়ায় ত্রুটি করার প্রতি ভীতি প্রদর্শন
৩৫১. অন্য বর্ণনায় আছে, কিরা'আতে তিনি দ্বিধাদ্বন্দ্বে পড়ে যান। তাই সালাত আদায় শেষে তিনি বলেনঃ কুরআন আমাদের দ্বিধা-দ্বন্দ্বে ফেলে দিয়েছে। আমাদের সাথে তোমাদের একদল লোক সালাতে অংশগ্রহণ করেছে কিন্তু তারা উত্তমরূপে উযূ করেনি। কাজেই আমাদের সাথে যে সালাতে অংশগ্রহণ করবে, সে যেন। উত্তমরূপে উযূ করে নেয়।
(আহমদ অনুরূপ বর্ণনা করেন, সহীহ বর্ণনাকারীদের মধ্যে উভয় সূত্রের বর্ণনাকারীগণ প্রামাণ্য। নাসাঈ (র) আবূ রাওহ সূত্রে জনৈক সাহাবী থেকে বর্ণনা করেন।)
كتاب الطَّهَارَة
التَّرْغِيب فِي تَخْلِيل الْأَصَابِع والترهيب من تَركه وَترك الإسباغ إِذا أخل بِشَيْء من الْقدر الْوَاجِب
351 - وَفِي رِوَايَة فتردد فِي آيَة فَلَمَّا انْصَرف قَالَ إِنَّه لبس علينا الْقُرْآن إِن أَقْوَامًا
مِنْكُم يصلونَ مَعنا لَا يحسنون الْوضُوء فَمن شهد الصَّلَاة مَعنا فليحسن الْوضُوء
رَوَاهُ أَحْمد هَكَذَا وَرِجَال الرِّوَايَتَيْنِ مُحْتَج بهم فِي الصَّحِيح وَرَوَاهُ النَّسَائِيّ عَن أبي روح عَن رجل
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩৫২
অধ্যায়ঃ পবিত্রতা
পরিচ্ছেদঃ আঙ্গুলসমূহ খিলাল করার প্রতি অনুপ্রেরণা, আঙ্গুল খিলাল বর্জন করা, উযূ পূর্ণভাবে না করা এবং অত্যাবশ্যক অঙ্গ ধোয়ায় ত্রুটি করার প্রতি ভীতি প্রদর্শন
৩৫২. হযরত রিফা'আ ইবন রাফি (রা) থেকে বর্ণিত। একদা তিনি রাসূলুল্লাহ (সা) এর নিকট বসা ছিলেন। তিনি বললেন: আল্লাহর নির্দেশানুসারে পরিপূর্ণরূপে উযু করা ব্যতীত কারো সালাত আদায় হয় না। কাজেই উযুকারী তার মুখমণ্ডল এবং উভয় হাত কনুইসহ ধৌত করবে, তার মাথা মাসেহ করবে এবং তার দুই পায়ের গোড়ালীসহ ধুয়ে নেবে।
( ইমাম ইবন মাজাহ উত্তম সনদে হাদীসটি বর্ণনা করেন।)
كتاب الطَّهَارَة
التَّرْغِيب فِي تَخْلِيل الْأَصَابِع والترهيب من تَركه وَترك الإسباغ إِذا أخل بِشَيْء من الْقدر الْوَاجِب
352 - وَعَن رِفَاعَة بن رَافع أَنه كَانَ جَالِسا عِنْد رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ إِنَّهَا لَا تتمّ صَلَاة لَاحَدَّ حَتَّى يسبغ الْوضُوء كَمَا أَمر الله يغسل وَجهه وَيَديه إِلَى الْمرْفقين وَيمْسَح بِرَأْسِهِ وَرجلَيْهِ إِلَى الْكَعْبَيْنِ
رَوَاهُ ابْن مَاجَه بِإِسْنَاد جيد
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩৫৩
অধ্যায়ঃ পবিত্রতা
পরিচ্ছেদঃ উযূশেষে কতিপয় বাক্য পাঠের (দু'আ পড়ার) প্রতি অনুপ্রেরণা
৩৫৩. হযরত উমর ইবন খাত্তাব (রা) সূত্রে নবী (সা) থেকে বর্ণিত। তিনি বলেছেন। তোমাদের মধ্যকার যে ব্যক্তি পরিপূর্ণভাবে উযূ করে এই দু'আ পাঠ করবে:
أشهد أَن لَا إِلَه إِلَّا الله وَحده لَا شريك لَهُ وَأشْهد أَن مُحَمَّدًا عَبده وَرَسُوله
"আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নেই, তিনি একক, তাঁর কোন অংশীদার নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ তাঁর বান্দা ও রাসুল।" তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হবে এবং সে যে দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করবে।
(ইমাম মুসলিম, আবু দাউদ ও ইবন মাজাহ হাদীসটি বর্ণনা করেন। ইমাম আবু দাউদ ও ইবন মাজাহ আরো বলেন: "সে উত্তমরূপে উযূ করবে।" আবূ দাউদ (রা) আরো বলেনঃ "তারপর সে আকাশের দিকে তাকিয়ে বলবে তিরমিযী (র) ইমাম আবু দাউদের ন্যায় বর্ণনার পর অতিরিক্ত বর্ণনা করেনঃ اللَّهُمَّ اجْعَلنِي من التوابين واجعلني من المتطهرين হে আল্লাহ আমাকে তাওবাকারীদের অন্তর্ভুক্ত করুন এবং অন্তর্ভুক্ত করুন পবিত্রতা অর্জনকারীদের।" এ হাদীসের বিশুদ্ধতার ব্যাপারে মুহাদ্দিসগণ দ্বিমত পোষণ করেন।)
كتاب الطَّهَارَة
التَّرْغِيب فِي كَلِمَات يقولهن بعد الْوضُوء
353 - رُوِيَ عَن عمر بن الْخطاب رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ مَا مِنْكُم من أحد يتَوَضَّأ فَيبلغ أَو فيسبغ الْوضُوء ثمَّ يَقُول أشهد أَن لَا إِلَه إِلَّا الله وَحده لَا شريك لَهُ وَأشْهد أَن مُحَمَّدًا عَبده وَرَسُوله إِلَّا فتحت لَهُ أَبْوَاب الْجنَّة الثَّمَانِية يدْخل من أَيهَا شَاءَ
رَوَاهُ مُسلم وَأَبُو دَاوُد وَابْن مَاجَه وَقَالا فَيحسن الْوضُوء
وَزَاد أَبُو دَاوُد ثمَّ يرفع طرفه إِلَى السَّمَاء ثمَّ يَقُول فَذكره وَرَوَاهُ التِّرْمِذِيّ كَأبي دَاوُد وَزَاد اللَّهُمَّ اجْعَلنِي من التوابين واجعلني من المتطهرين
الحَدِيث وَتكلم فِيهِ
হাদীস নং: ৩৫৪
অধ্যায়ঃ পবিত্রতা
পরিচ্ছেদঃ উযূশেষে কতিপয় বাক্য পাঠের (দু'আ পড়ার) প্রতি অনুপ্রেরণা
৩৫৪. হযরত আবু সা'ঈদ খুদরী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ বলেছেন: যে ব্যক্তি সূরা কাহফ তিলাওয়াত করবে, তার জন্য কিয়ামতের দিন তা এমন জ্যোতি হবে, যা তার অবস্থান হতে মক্কা মুয়াযযমা পর্যন্ত জ্যোতির্ময় করে তুলবে। আর যে ব্যক্তি উক্ত সূরার শেষ দশ আয়াত তিলাওয়াত করবে, তারপর দাজ্জালের আবির্ভাব ঘটলে সে তার কোন ক্ষতি করতে পারবে না। আর যে ব্যক্তি উযূ করে বলবেঃ
سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِك أشهد أَن لَا إِلَه إِلَّا أَنْت أستغفرك وَأَتُوب إِلَيْك
হে আল্লাহ! আপনি পূতঃ পবিত্র, আপনারই যাবতীয় প্রশংসা। আমি সাক্ষ্য দিচ্ছি যে, আপনি ব্যতীত আর কোন ইলাহ নেই। আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি।" এটা (ফিরিশতা কর্তৃক) লিখে রাখা হয় এবং তা সংরক্ষণ করা হয়, কিয়ামতের দিন পর্যন্ত তা ছেঁড়া হয় না। হাদীসটি তাবারানীর 'আওসাত' গ্রন্থে বর্ণিত। তাঁর বর্ণনা সূত্রগুলো বিশুদ্ধ, শব্দমালা তাঁরই। নিম্নবর্ণিত শব্দ ব্যতিরেকে নাসাঈ (রা) বর্ণনা করেনঃ
ختم عَلَيْهَا بِخَاتم فَوضعت تَحت الْعَرْش فَلم تكسر إِلَى يَوْم الْقِيَامَة
(ইমাম নাসাঈ (র) আবু সা'ঈদ (রা)-এর উপর বর্ণনার সূত্র মাওকুফ হিসেবে যথার্থ বলেছেন।)
كتاب الطَّهَارَة
التَّرْغِيب فِي كَلِمَات يقولهن بعد الْوضُوء
354 - وَعَن أبي سعيد الْخُدْرِيّ رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من قَرَأَ سُورَة الْكَهْف كَانَت لَهُ نورا يَوْم الْقِيَامَة من مقَامه إِلَى مَكَّة وَمن قَرَأَ عشر آيَات من آخرهَا ثمَّ خرج الدَّجَّال لم يضرّهُ وَمن تَوَضَّأ فَقَالَ سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِك أشهد أَن لَا إِلَه إِلَّا أَنْت أستغفرك وَأَتُوب إِلَيْك كتب فِي رق
ثمَّ جعل فِي طَابع فَلم يكسر إِلَى يَوْم الْقِيَامَة
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط وَرُوَاته رُوَاة الصَّحِيح وَاللَّفْظ لَهُ وَرَوَاهُ النَّسَائِيّ وَقَالَ فِي آخِره ختم عَلَيْهَا بِخَاتم فَوضعت تَحت الْعَرْش فَلم تكسر إِلَى يَوْم الْقِيَامَة
وَصوب وَقفه على أبي سعيد
হাদীস নং: ৩৫৫
অধ্যায়ঃ পবিত্রতা
পরিচ্ছেদঃ উযূশেষে কতিপয় বাক্য পাঠের (দু'আ পড়ার) প্রতি অনুপ্রেরণা
৩৫৫. হযরত উসমান ইবন আফফান (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সা) কে বলতে শুনেছিঃ যে ব্যক্তি উযূ করে, সে যেন তার দুই হাত ধুয়ে নেয়, তারপর তিনবার কুলি করে, তিনবার নাকে পানি দেয়, তিনবার চেহারা ধুয়ে নেয়, উভয় হাত তিনবার কনুই পর্যন্ত ধুয়ে নেয়। এরপর মাথা মাসেহ করে এবং উভয় পা ধৌত করে। পরে সে যেন কথা না বলে এই দু'আ পাঠ করে:
أشهد أَن لَا إِلَه إِلَّا الله وَحده لَا شريك لَهُ وَأشْهد أَن مُحَمَّدًا عَبده وَرَسُوله
"আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নেই, তিনি একক। তাঁর কোন অংশীদার নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মদ (সা) তাঁর বান্দা ও রাসূল।" তাহলে তার দুইবার উযু করার মধ্যবর্তীকালীন সময়ের গুনাহ ক্ষমা করা হবে।
(আবূ ই'য়ালা ও দারু কুতনী হাদীসটি বর্ণনা করেন।)
كتاب الطَّهَارَة
التَّرْغِيب فِي كَلِمَات يقولهن بعد الْوضُوء
355 - وَرُوِيَ عَن عُثْمَان بن عَفَّان رَضِي الله عَنهُ أَنه قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول من تَوَضَّأ فَغسل يَدَيْهِ ثمَّ مضمض ثَلَاثًا واستنشق ثَلَاثًا وَغسل وَجهه ثَلَاثًا وَيَديه إِلَى الْمرْفقين ثَلَاثًا وَمسح رَأسه ثمَّ غسل رجلَيْهِ ثمَّ لم يتَكَلَّم حَتَّى يَقُول أشهد أَن لَا إِلَه إِلَّا الله وَحده لَا شريك لَهُ وَأشْهد أَن مُحَمَّدًا عَبده وَرَسُوله غفر لَهُ مَا بَين الوضوءين
رَوَاهُ أَبُو يعلى وَالدَّارَقُطْنِيّ
হাদীস নং: ৩৫৬
অধ্যায়ঃ পবিত্রতা
পরিচ্ছেদঃ উযু করার পর দুই রাক'আত সালাত আদায়ের প্রতি উৎসাহ দান
৩৫৬. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (সা) হযরত বিলাল (রা)-কে বলেনঃ হে বিলাল! ইসলামে দীক্ষিত হওয়ার পর তুমি যে আমল দ্বারা নাজাতের আশা কর, সে বিষয়ে আমাকে অবহিত কর।কেননা আমি জান্নাতে আমার সামনে তোমার জুতার ধ্বনি শুনেছি। তিনি বলেনঃ আমি এমন কোন আমল করিনি যদ্বারা নাজাতের আশা করতে পারি, তবে রাতে বা দিনের যখনই উযু করি, তখনই আমার সাধ্যমত সালাত আদায় করি।
(হাদীসটি বুখারী ও মুসলিম বর্ণনা করেছেন।)
كتاب الطَّهَارَة
التَّرْغِيب فِي رَكْعَتَيْنِ بعد الْوضُوء
356 - عَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ لِبلَال يَا بِلَال حَدثنِي بأرجى عمل عملته فِي الْإِسْلَام إِنِّي سَمِعت دف نعليك بَين يَدي فِي الْجنَّة
قَالَ مَا عملت عملا أَرْجَى عِنْدِي من أَنِّي لم أتطهر طهُورا فِي سَاعَة من ليل أَو نَهَار إِلَّا صليت بذلك الطّهُور مَا كتب لي أَن أُصَلِّي
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩৫৭
অধ্যায়ঃ পবিত্রতা
পরিচ্ছেদঃ উযু করার পর দুই রাক'আত সালাত আদায়ের প্রতি উৎসাহ দান
৩৫৭. হযরত উকবা ইবন আমির (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন: কেউ যখন উযূ করে এবং উত্তমরূপেই উযূ করে, এরপর সে তার অন্তর ও তার চেহারা (আল্লাহর দিকে রুজু করে) দুই রাক'আত সালাত আদায় করে, তার জন্য জান্নাত অবধারিত।
(মুসলিম, আবু দাউদ, নাসাঈ, ইবন মাজাহ ও ইবন খুযায়মার 'সহীহ' গ্রন্থে হাদীসটি বর্ণিত।)
كتاب الطَّهَارَة
التَّرْغِيب فِي رَكْعَتَيْنِ بعد الْوضُوء
357 - وَعَن عقبَة بن عَامر رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم مَا من أحد يتَوَضَّأ فَيحسن الْوضُوء وَيُصلي رَكْعَتَيْنِ يقبل بِقَلْبِه وَوَجهه عَلَيْهِمَا إِلَّا وَجَبت لَهُ الْجنَّة
رَوَاهُ مُسلم وَأَبُو دَاوُد وَالنَّسَائِيّ وَابْن مَاجَه وَابْن خُزَيْمَة فِي صَحِيحه فِي حَدِيث
হাদীস নং: ৩৫৮
অধ্যায়ঃ পবিত্রতা
পরিচ্ছেদঃ উযু করার পর দুই রাক'আত সালাত আদায়ের প্রতি উৎসাহ দান
৩৫৮. হযরত যায়দ ইবন খালিদ জুহানী (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (সা) বলেছেন: কেউ যখন উযূ করে এবং উত্তমরূপেই উযূ করে। এরপর সে দুই রাক'আত সালাত নির্ভুলভাবে আদায় করে, তার পেছনের গুনাহ ক্ষমা করে দেওয়া হয়।
(আবূ দাউদ হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الطَّهَارَة
التَّرْغِيب فِي رَكْعَتَيْنِ بعد الْوضُوء
359- وعن زيد بن خالد الجُهنىِّ رضي الله عنه: أن رسول الله صلى الله عليه وسلم قال: من توضأ فأحسن الوضوء ثم صلى ركعتين لا يسهو فيهما، غفر له ما تقدم رواه أبو داود.
হাদীস নং: ৩৫৯
অধ্যায়ঃ পবিত্রতা
পরিচ্ছেদঃ উযু করার পর দুই রাক'আত সালাত আদায়ের প্রতি উৎসাহ দান
৩৫৯. হযরত উসমান ইবন আফ্ফান (রা)-এর ক্রীতদাস হযরত হুমরান (রা) থেকে বর্ণিত। সে দেখল যে, হযরত উসমান (রা) উযূর পানি চাইলেন। এরপর তিনি পাত্র থেকে হাতে পানি নিলেন এবং হাত দুটো তিনবার করে ধৌত করলেন। এরপর তিনি তাঁর ডান হাত পাত্রের মধ্যে ঢুকিয়ে দিলেন এবং কুলি করলেন ও নাকে পানি দিলেন এবং নাক ঝাড়লেন। এরপর তিনবার চেহারা ধৌত করলেন এবং তিনবার কনুই পর্যন্ত উভয় হাত ধৌত করলেন। পরে তিনি তাঁর মাথা মাসেহ করলেন এবং তারপর উভয় পা তিনবার ধুলেন। এরপর বললেনঃ আমি রাসূলুল্লাহ (সা) কে আমার এ উযূর ন্যায় উযূ করতে দেখেছি। তারপর তিনি বললেন: যে ব্যক্তি আমার ন্যায় উযূ করে দুই রাক'আত সালাত আদায় করবে এবং সে সময় তার মনে অন্য কোন কল্পনা থাকবে না, সে ব্যক্তির পূর্বের (সগীরা) গুনাহসমূহ ক্ষমা করে দেয়া হবে।
(বুখারী, মুসলিম ও অন্যান্য হাদীস গ্রন্থে হাদীসটি বর্ণিত হয়েছে।)
كتاب الطَّهَارَة
التَّرْغِيب فِي رَكْعَتَيْنِ بعد الْوضُوء
359 - وَعَن حمْرَان مولى عُثْمَان بن عَفَّان رَضِي الله عَنهُ أَنه رأى عُثْمَان بن عَفَّان رَضِي
الله عَنهُ دَعَا بِوضُوء فأفرغ على يَدَيْهِ من إنائه فغسلهما ثَلَاث مَرَّات ثمَّ أَدخل يَمِينه فِي الْوضُوء ثمَّ تمضمض واستنشق واستنثر ثمَّ غسل وَجهه ثَلَاثًا وَيَديه إِلَى الْمرْفقين ثَلَاثًا ثمَّ مسح بِرَأْسِهِ ثمَّ غسل رجلَيْهِ ثَلَاثًا ثمَّ قَالَ رَأَيْت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يتَوَضَّأ نَحْو وضوئي هَذَا ثمَّ قَالَ من تَوَضَّأ نَحْو وضوئي هَذَا ثمَّ صلى رَكْعَتَيْنِ لَا يحدث فيهمَا نَفسه غفر لَهُ مَا تقدم من ذَنبه
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَغَيرهمَا
হাদীস নং: ৩৬০
অধ্যায়ঃ পবিত্রতা
পরিচ্ছেদঃ উযু করার পর দুই রাক'আত সালাত আদায়ের প্রতি উৎসাহ দান
৩৬০. হযরত আবুদ-দারদা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সা) কে বলতে শুনেছিঃ যে ব্যক্তি উযূ করবে এবং উত্তমরূপে উযূ করবে, এরপর দাঁড়িয়ে দুই কিংবা চার রাক'আত সালাত আদায় করবে, (রাবী সাহল এ ক্ষেত্রে সন্দেহের শিকার হয়ে বলেছেনঃ) এবং সে এরূপে ভীত-সন্ত্রস্ততার সাথে উত্তমরূপে রুকু করবে, এরপর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, তার গুনাহ ক্ষমা করে দেওয়া হবে।
(ইমাম আহমদ হাদীসটি হাসান সনদে বর্ণনা করেন।)
كتاب الطَّهَارَة
التَّرْغِيب فِي رَكْعَتَيْنِ بعد الْوضُوء
360 - وَعَن أبي الدَّرْدَاء رَضِي الله عَنهُ قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول من تَوَضَّأ فَأحْسن الْوضُوء ثمَّ قَامَ فصلى رَكْعَتَيْنِ أَو أَرْبعا يشك سهل يحسن الرُّكُوع والخشوع ثمَّ اسْتغْفر الله غفر لَهُ
رَوَاهُ أَحْمد بِإِسْنَاد حسن