আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
الترغيب والترهيب للمنذري
৪. অধ্যায়ঃ পবিত্রতা - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১১৯ টি
হাদীস নং: ৩২২
অধ্যায়ঃ পবিত্রতা
পরিচ্ছেদঃ মিসওয়াক করার প্রতি অনুপ্রেরণা এবং এর ফযীলত
৩২২. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (সা) বলেছেন: আমি যদি আমার উম্মতের জন্য কষ্টের খেয়াল না করতাম, তাহলে আমি তাদের প্রত্যেক সালাতের সময় মিসওয়াক করার নির্দেশ দিতাম। বুখারী নিজ শব্দযোগে ও মুসলিম হাদীসটি বর্ণনা করেছেন। তবে মুসলিম শরীফে عِنْد كل صَلَاة প্রত্যেক সালাতের সময়) বর্ণিত হয়েছে। আর নাসাঈ, ইবন মাজাহ ও ইবন হিব্বান তাঁর 'সহীহ' গ্রন্থে مَعَ الْوضُوء عِنْد كل صَلَاة প্রত্যেক সালাতের সময় উযু) বলেছেন। আহমদ, ইবন খুযায়মা (র) তার সহীহ গ্রন্থে বলেছেন لأمرتهم بِالسِّوَاكِ مَعَ كل وضوء প্রত্যেক উযূর সময় তাদের মিসওয়াক করার নির্দেশ দিতাম)।
كتاب الطَّهَارَة
التَّرْغِيب فِي السِّوَاك وَمَا جَاءَ فِي فَضله
322 - عَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ لَوْلَا أَن أشق على أمتِي لأمرتهم بِالسِّوَاكِ مَعَ كل صَلَاة
رَوَاهُ البُخَارِيّ وَاللَّفْظ لَهُ وَمُسلم إِلَّا أَنه قَالَ عِنْد كل صَلَاة
وَالنَّسَائِيّ وَابْن مَاجَه وَابْن حبَان فِي صَحِيحه إِلَّا أَنه قَالَ مَعَ الْوضُوء عِنْد كل صَلَاة وَرَوَاهُ أَحْمد وَابْن خُزَيْمَة فِي صَحِيحه وَعِنْدَهُمَا لأمرتهم بِالسِّوَاكِ مَعَ كل وضوء
رَوَاهُ البُخَارِيّ وَاللَّفْظ لَهُ وَمُسلم إِلَّا أَنه قَالَ عِنْد كل صَلَاة
وَالنَّسَائِيّ وَابْن مَاجَه وَابْن حبَان فِي صَحِيحه إِلَّا أَنه قَالَ مَعَ الْوضُوء عِنْد كل صَلَاة وَرَوَاهُ أَحْمد وَابْن خُزَيْمَة فِي صَحِيحه وَعِنْدَهُمَا لأمرتهم بِالسِّوَاكِ مَعَ كل وضوء
তাহকীক:
হাদীস নং: ৩২৩
অধ্যায়ঃ পবিত্রতা
পরিচ্ছেদঃ মিসওয়াক করার প্রতি অনুপ্রেরণা এবং এর ফযীলত
৩২৩. হযরত আলী ইবন আবু তালিব (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন: আমি যদি আমার উম্মতের জন্য কষ্টের খেয়াল না করতাম, তাহলে আমি তাদের প্রত্যেক উযূর সাথে মিসওয়াক করার নির্দেশ দিতাম।
তাবারানীর 'আওসাত' গ্রন্থে হাসান সনদে হাদীসটি বর্ণিত।
তাবারানীর 'আওসাত' গ্রন্থে হাসান সনদে হাদীসটি বর্ণিত।
كتاب الطَّهَارَة
التَّرْغِيب فِي السِّوَاك وَمَا جَاءَ فِي فَضله
323 - وَعَن عَليّ بن أبي طَالب رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لَوْلَا أَن أشق على أمتِي لأمرتهم بِالسِّوَاكِ مَعَ كل وضوء
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط بِإِسْنَاد حسن
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط بِإِسْنَاد حسن
তাহকীক:
হাদীস নং: ৩২৪
অধ্যায়ঃ পবিত্রতা
পরিচ্ছেদঃ মিসওয়াক করার প্রতি অনুপ্রেরণা এবং এর ফযীলত
৩২৪. হযরত যয়নব বিনত জাহশ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সা) -কে বলতে শুনেছিঃ আমি যদি আমার উম্মতের জন্য কষ্টের খেয়াল না করতাম, তাহলে তোমরা যেমন উযূ করছ, তেমনি তাদের প্রত্যেক সালাতের সময় মিসওয়াক করার নির্দেশ দিতাম।
আহমদ উত্তম সনদে হাদীসটি বর্ণনা করেন এবং বায্যার ও তাবারানীর 'কাবীর' গ্রন্থে আব্বাস ইবন আবদুল মুত্তালিব (রা) থেকে নিজ শব্দযোগে বর্ণিত যে, আমি যদি আমার উম্মতের জন্য কষ্টের খেয়াল না করতাম, তাহলে আমি তাদের উপর যেমন উযূ নির্ধারণ করেছি, তেমনি প্রত্যেক সালাতের সময় মিসওয়াক নির্ধারণ করে দিতাম।
আবূ ইয়ালা অনুরূপ অর্থে বর্ণনা করেন, তিনি আরো বলেনঃ হযরত আয়েশা (রা) বলেছেনঃ নবী (সা) মিসওয়াক বিষয়ে আলোচনা করতেন, এমন কি আমি আশংকা করতাম যে, এ ব্যাপারে কুরআনের আয়াত নাযিল হবে।
আহমদ উত্তম সনদে হাদীসটি বর্ণনা করেন এবং বায্যার ও তাবারানীর 'কাবীর' গ্রন্থে আব্বাস ইবন আবদুল মুত্তালিব (রা) থেকে নিজ শব্দযোগে বর্ণিত যে, আমি যদি আমার উম্মতের জন্য কষ্টের খেয়াল না করতাম, তাহলে আমি তাদের উপর যেমন উযূ নির্ধারণ করেছি, তেমনি প্রত্যেক সালাতের সময় মিসওয়াক নির্ধারণ করে দিতাম।
আবূ ইয়ালা অনুরূপ অর্থে বর্ণনা করেন, তিনি আরো বলেনঃ হযরত আয়েশা (রা) বলেছেনঃ নবী (সা) মিসওয়াক বিষয়ে আলোচনা করতেন, এমন কি আমি আশংকা করতাম যে, এ ব্যাপারে কুরআনের আয়াত নাযিল হবে।
كتاب الطَّهَارَة
التَّرْغِيب فِي السِّوَاك وَمَا جَاءَ فِي فَضله
324 - وَعَن زَيْنَب بنت جحش رَضِي الله عَنْهَا قَالَت سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول لَوْلَا أَن أشق على أمتِي لأمرتهم بِالسِّوَاكِ عِنْد كل صَلَاة كَمَا يتوضؤون
رَوَاهُ أَحْمد بِإِسْنَاد جيد وَرَوَاهُ الْبَزَّار وَالطَّبَرَانِيّ فِي الْكَبِير من حَدِيث الْعَبَّاس بن عبد الْمطلب وَلَفظه لَوْلَا أَن أشق على أمتِي لفرضت عَلَيْهِم السِّوَاك عِنْد كل صَلَاة كَمَا فرضت عَلَيْهِم الْوضُوء
وَرَوَاهُ أَبُو يعلى بِنَحْوِهِ وَزَاد فِيهِ وَقَالَت عَائِشَة رَضِي الله عَنْهَا وَمَا زَالَ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم يذكر السِّوَاك حَتَّى خشيت أَن ينزل فِيهِ قُرْآن
رَوَاهُ أَحْمد بِإِسْنَاد جيد وَرَوَاهُ الْبَزَّار وَالطَّبَرَانِيّ فِي الْكَبِير من حَدِيث الْعَبَّاس بن عبد الْمطلب وَلَفظه لَوْلَا أَن أشق على أمتِي لفرضت عَلَيْهِم السِّوَاك عِنْد كل صَلَاة كَمَا فرضت عَلَيْهِم الْوضُوء
وَرَوَاهُ أَبُو يعلى بِنَحْوِهِ وَزَاد فِيهِ وَقَالَت عَائِشَة رَضِي الله عَنْهَا وَمَا زَالَ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم يذكر السِّوَاك حَتَّى خشيت أَن ينزل فِيهِ قُرْآن
তাহকীক:
হাদীস নং: ৩২৫
অধ্যায়ঃ পবিত্রতা
পরিচ্ছেদঃ মিসওয়াক করার প্রতি অনুপ্রেরণা এবং এর ফযীলত
৩২৫. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত নবী (সা) বলেছেন: মিসওয়াক হল মুখ পরিস্কারকারী এবং আল্লাহর সন্তুষ্টি লাভের উপায়।
নাসাই এবং ইবন খুযায়মা দুটো 'সহীহ' গ্রন্থে এবং ইমাম বুখারী (র) তা'লীক সূত্রে হাদীসটি বর্ণনা করেছেন। তাবারানীর 'আওসাত' ও 'কাবীর' গ্রন্থে হযরত ইবন আব্বাস (রা) সূত্রে বর্ণিত। তিনি আরো বলেন: ومجلاة لِلْبَصَرِ তা চোখের জ্যোতি বর্ধনকারী)।
নাসাই এবং ইবন খুযায়মা দুটো 'সহীহ' গ্রন্থে এবং ইমাম বুখারী (র) তা'লীক সূত্রে হাদীসটি বর্ণনা করেছেন। তাবারানীর 'আওসাত' ও 'কাবীর' গ্রন্থে হযরত ইবন আব্বাস (রা) সূত্রে বর্ণিত। তিনি আরো বলেন: ومجلاة لِلْبَصَرِ তা চোখের জ্যোতি বর্ধনকারী)।
كتاب الطَّهَارَة
التَّرْغِيب فِي السِّوَاك وَمَا جَاءَ فِي فَضله
325 - وَعَن عَائِشَة رَضِي الله عَنْهَا أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ السِّوَاك مطهرة للفم مرضاة للرب
رَوَاهُ النَّسَائِيّ وَابْن خُزَيْمَة فِي صَحِيحَيْهِمَا وَرَوَاهُ البُخَارِيّ مُعَلّقا مَجْزُومًا وتعليقاته المجزومة صَحِيحَة وَرَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط وَالْكَبِير من حَدِيث ابْن عَبَّاس وَزَاد فِيهِ ومجلاة لِلْبَصَرِ
رَوَاهُ النَّسَائِيّ وَابْن خُزَيْمَة فِي صَحِيحَيْهِمَا وَرَوَاهُ البُخَارِيّ مُعَلّقا مَجْزُومًا وتعليقاته المجزومة صَحِيحَة وَرَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط وَالْكَبِير من حَدِيث ابْن عَبَّاس وَزَاد فِيهِ ومجلاة لِلْبَصَرِ
তাহকীক:
হাদীস নং: ৩২৬
অধ্যায়ঃ পবিত্রতা
পরিচ্ছেদঃ মিসওয়াক করার প্রতি অনুপ্রেরণা এবং এর ফযীলত
৩২৬. হযরত আবু আযাব (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন: আম্বিয়ায় কিরামের চারটি সুন্নাত রয়েছে। তা হল: ১. খাতনা করা, ২. আতর ব্যবহার করা, ৩. মিসওয়াক করা এবং ৪. বিবাহ করা। তিরমিযী হাদীসটি বর্ণনা করেন এবং বলেনঃ হাদীসটি হাসান-গরীব।
كتاب الطَّهَارَة
التَّرْغِيب فِي السِّوَاك وَمَا جَاءَ فِي فَضله
326 - وَعَن أبي أَيُّوب رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَربع من سنَن
الْمُرْسلين الْخِتَان والتعطر والسواك وَالنِّكَاح
رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن غَرِيب
الْمُرْسلين الْخِتَان والتعطر والسواك وَالنِّكَاح
رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن غَرِيب
তাহকীক:
হাদীস নং: ৩২৭
অধ্যায়ঃ পবিত্রতা
পরিচ্ছেদঃ মিসওয়াক করার প্রতি অনুপ্রেরণা এবং এর ফযীলত
৩২৭. হযরত ইবন উমর (রা) সূত্রে নবী (সা) থেকে বর্ণিত। তিনি বলেছেন: তোমাদের মিসওয়াক করা কর্তব্য। কেননা তা মুখ পরিষ্কারকারী এবং আল্লাহ তা'আলার সন্তুষ্টি লাভের উপায়।
ইবন লাহীয়া সূত্রে আহমদ হাদীসটি বর্ণনা করেন।
ইবন লাহীয়া সূত্রে আহমদ হাদীসটি বর্ণনা করেন।
كتاب الطَّهَارَة
التَّرْغِيب فِي السِّوَاك وَمَا جَاءَ فِي فَضله
327 - وَعَن ابْن عمر رَضِي الله عَنْهُمَا عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ عَلَيْكُم بِالسِّوَاكِ فَإِنَّهُ مطيبة للفم مرضاة للرب تبَارك وَتَعَالَى
رَوَاهُ أَحْمد من رِوَايَة ابْن لَهِيعَة
رَوَاهُ أَحْمد من رِوَايَة ابْن لَهِيعَة
তাহকীক:
হাদীস নং: ৩২৮
অধ্যায়ঃ পবিত্রতা
পরিচ্ছেদঃ মিসওয়াক করার প্রতি অনুপ্রেরণা এবং এর ফযীলত
৩২৮. হযরত শুরায়হ ইবন হানী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি হযরত আয়েশা (রা)-কে জিজ্ঞেস করলাম: নবী (সা) ঘরে প্রবেশ করে প্রথম কি কাজ করতেন? তিনি বললেন: মিসওয়াক করতেন। মুসলিম ও অন্যান্য গ্রন্থ হাদীসটি বর্ণনা করেন।
كتاب الطَّهَارَة
التَّرْغِيب فِي السِّوَاك وَمَا جَاءَ فِي فَضله
328 - وَعَن شُرَيْح بن هانىء قَالَ قلت لعَائِشَة رَضِي الله عَنْهَا بِأَيّ شَيْء كَانَ يبْدَأ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم إِذا دخل بَيته قَالَت بِالسِّوَاكِ
رَوَاهُ مُسلم وَغَيره
رَوَاهُ مُسلم وَغَيره
তাহকীক:
হাদীস নং: ৩২৯
অধ্যায়ঃ পবিত্রতা
পরিচ্ছেদঃ মিসওয়াক করার প্রতি অনুপ্রেরণা এবং এর ফযীলত
৩২৯. হযরত যায়দ ইবন খালিদ জুহানী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন: রাসূলুল্লাহ (সা) সালাতের জন্য যখনই ঘর থেকে বের হতেন, তখনই মিসওয়াক করে নিতেন। তাবারানী ত্রুটিমুক্ত সনদে হাদীসটি বর্ণনা করেন।
كتاب الطَّهَارَة
التَّرْغِيب فِي السِّوَاك وَمَا جَاءَ فِي فَضله
329 - وَعَن زيد بن خَالِد الْجُهَنِيّ رَضِي الله عَنهُ قَالَ مَا كَانَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يخرج من بَيته لشَيْء من الصَّلَاة حَتَّى يستاك
رَوَاهُ الطَّبَرَانِيّ بِإِسْنَاد لَا بَأْس بِهِ
رَوَاهُ الطَّبَرَانِيّ بِإِسْنَاد لَا بَأْس بِهِ
তাহকীক:
হাদীস নং: ৩৩০
অধ্যায়ঃ পবিত্রতা
পরিচ্ছেদঃ মিসওয়াক করার প্রতি অনুপ্রেরণা এবং এর ফযীলত
৩৩০. হযরত ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (সা) রাতে দু'রাক'আত করে সালাত
আদায় করতেন, এরপর আবার মিসওয়াক করতেন।
ইবন মাজাহ ও নাসাঈ হাদীসটি বর্ণনা করেন। এর রাবীগণ বিশ্বস্ত।
আদায় করতেন, এরপর আবার মিসওয়াক করতেন।
ইবন মাজাহ ও নাসাঈ হাদীসটি বর্ণনা করেন। এর রাবীগণ বিশ্বস্ত।
كتاب الطَّهَارَة
التَّرْغِيب فِي السِّوَاك وَمَا جَاءَ فِي فَضله
330 - وَعَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا قَالَ كَانَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يُصَلِّي بِاللَّيْلِ رَكْعَتَيْنِ رَكْعَتَيْنِ ثمَّ ينْصَرف فيستاك
رَوَاهُ ابْن مَاجَه وَالنَّسَائِيّ وَرُوَاته ثِقَات
رَوَاهُ ابْن مَاجَه وَالنَّسَائِيّ وَرُوَاته ثِقَات
তাহকীক:
হাদীস নং: ৩৩১
অধ্যায়ঃ পবিত্রতা
পরিচ্ছেদঃ মিসওয়াক করার প্রতি অনুপ্রেরণা এবং এর ফযীলত
৩৩১. হযরত আবু উমামা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (সা) বলেছেনঃ তোমরা মিসওয়াক করো। কেননা মিসওয়াক মুখ পরিষ্কারকারী এবং আল্লাহর সন্তুষ্টিলাভের উপায়। এরপর তিনি বলেন: জিবরাঈল (আ) যখনই আমার কাছে আসতেন, তখনই আমাকে মিসওয়াকের নির্দেশ দিতেনঃ এমন কি আমি আশংকা করছিলাম যে, তিনি তা আমার ও আমার উম্মতের উপর ফরয করে দেবেন। আমি যদি আমার উম্মতের উপর কষ্টের খেয়াল না করতাম, তাহলে আমি তাদের জন্য মিসওয়াক করা ফরয করে দিতাম। আর আমি এত বেশি মিসওয়াক করি যে, আমার মুখের সামনের দাঁতের গোড়ায় জখম হওয়ার আশংকা করছি।
ইবন মাজাহ আলী ইবন ইয়াযীদ সূত্রে কাসিম থেকে হাদীসটি বর্ণনা করেন।
ইবন মাজাহ আলী ইবন ইয়াযীদ সূত্রে কাসিম থেকে হাদীসটি বর্ণনা করেন।
كتاب الطَّهَارَة
التَّرْغِيب فِي السِّوَاك وَمَا جَاءَ فِي فَضله
331 - وَعَن أبي أُمَامَة رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ تسوكوا فَإِن السِّوَاك مطهرة للفم مرضاة للرب مَا جَاءَنِي جِبْرِيل إِلَّا أَوْصَانِي بِالسِّوَاكِ حَتَّى لقد خشيت أَن يفْرض عَليّ وعَلى أمتِي وَلَوْلَا أَنِّي أَخَاف أَن أشق على أمتِي لفرضته عَلَيْهِم وَإِنِّي لأستاك حَتَّى خشيت أَن أحفي مقادم فمي
رَوَاهُ ابْن مَاجَه من طَرِيق عَليّ بن يزِيد عَن الْقَاسِم عَنهُ
رَوَاهُ ابْن مَاجَه من طَرِيق عَليّ بن يزِيد عَن الْقَاسِم عَنهُ
তাহকীক:
হাদীস নং: ৩৩২
অধ্যায়ঃ পবিত্রতা
পরিচ্ছেদঃ মিসওয়াক করার প্রতি অনুপ্রেরণা এবং এর ফযীলত
৩৩২. হযরত ইবন আব্বাস (রা) সূত্রে নবী (সা) থেকে বর্ণিত। তিনি বলেছেন: আমি মিসওয়াক করার ব্যাপারে আদিষ্ট হয়েছি, এমন কি ধারণা করেছি, হয়ত বা এ বিষয়ে আমার উপর কুরআন অথবা ওহী নাযিল হবে। আবু ই'য়ালা ও আহমদ হাদীসটি বর্ণনা করেন। তবে আহমদ এর বর্ণনায় আছে, لقد أمرت بِالسِّوَاكِ حَتَّى خشيت أَن يُوحى إِلَيّ فِيهِ شَيْء আমি মিসওয়াক করার ব্যাপারে আদিষ্ট হয়েছি, এমন কি এ বিষয়ে ওহী নাযিলের ব্যাপারে আশংকা করছি।" এর বর্ণনাকারীগণ বিশ্বস্ত।
كتاب الطَّهَارَة
التَّرْغِيب فِي السِّوَاك وَمَا جَاءَ فِي فَضله
332 - وَعَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ لقد أمرت بِالسِّوَاكِ حَتَّى ظَنَنْت أَنه ينزل عَليّ فِيهِ قُرْآن أَو وَحي
رَوَاهُ أَبُو يعلى وَأحمد وَلَفظه قَالَ لقد أمرت بِالسِّوَاكِ حَتَّى خشيت أَن يُوحى إِلَيّ فِيهِ شَيْء
وَرُوَاته ثِقَات
رَوَاهُ أَبُو يعلى وَأحمد وَلَفظه قَالَ لقد أمرت بِالسِّوَاكِ حَتَّى خشيت أَن يُوحى إِلَيّ فِيهِ شَيْء
وَرُوَاته ثِقَات
তাহকীক:
হাদীস নং: ৩৩৩
অধ্যায়ঃ পবিত্রতা
পরিচ্ছেদঃ মিসওয়াক করার প্রতি অনুপ্রেরণা এবং এর ফযীলত
৩৩৩. হযরত ওয়াসিলা ইবনুল আসকা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন: আমি মিসওয়াক করার ব্যাপারে আদিষ্ট হয়েছি, এমন কি আমি আশংকা করছি যে, তা হয়ত আমার উপর ফরয
করে দেওয়া হবে। আহমদ ও তাবারানী হাদীসটি বর্ণনা করেছেন। তবে এর সনদে লায়স ইবন আবূ সালীম নামে একজন সন্দিগ্ধ রাবী রয়েছেন।
করে দেওয়া হবে। আহমদ ও তাবারানী হাদীসটি বর্ণনা করেছেন। তবে এর সনদে লায়স ইবন আবূ সালীম নামে একজন সন্দিগ্ধ রাবী রয়েছেন।
كتاب الطَّهَارَة
التَّرْغِيب فِي السِّوَاك وَمَا جَاءَ فِي فَضله
333 - وَعَن وَاثِلَة بن الْأَسْقَع رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أمرت بِالسِّوَاكِ
حَتَّى خشيت أَن يكْتب عَليّ
رَوَاهُ أَحْمد وَالطَّبَرَانِيّ وَفِيه لَيْث بن أبي سليم
حَتَّى خشيت أَن يكْتب عَليّ
رَوَاهُ أَحْمد وَالطَّبَرَانِيّ وَفِيه لَيْث بن أبي سليم
তাহকীক:
হাদীস নং: ৩৩৪
অধ্যায়ঃ পবিত্রতা
পরিচ্ছেদঃ মিসওয়াক করার প্রতি অনুপ্রেরণা এবং এর ফযীলত
৩৩৪. হযরত উম্মু সালামা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন: জিবরাঈল (আ) সর্বদা আমাকে মিসওয়াকের নির্দেশ দিতেন, এমন কি আমি আমার দাঁতের মাড়ি ক্ষয়ের আশংকা করতাম।
তাবারানী সাধারণ সনদে হাদীসটি বর্ণনা করেন।
তাবারানী সাধারণ সনদে হাদীসটি বর্ণনা করেন।
كتاب الطَّهَارَة
التَّرْغِيب فِي السِّوَاك وَمَا جَاءَ فِي فَضله
334 - وَعَن أم سَلمَة رَضِي الله عَنْهَا قَالَت قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم مَا زَالَ جِبْرِيل يوصيني بِالسِّوَاكِ حَتَّى خفت على أضراسي
رَوَاهُ الطَّبَرَانِيّ بِإِسْنَاد لين
رَوَاهُ الطَّبَرَانِيّ بِإِسْنَاد لين
তাহকীক:
হাদীস নং: ৩৩৫
অধ্যায়ঃ পবিত্রতা
পরিচ্ছেদঃ মিসওয়াক করার প্রতি অনুপ্রেরণা এবং এর ফযীলত
৩৩৫. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন: আমি মিসওয়াক অপরিহার্য করে নিয়েছি, এমন কি আমি দাঁত উপড়ে যাওয়ার আশংকা করছি।
তাবারানীর 'আওসাত' গ্রন্থে হাদীসটি বর্ণিত হয়েছে। হাদীসের রাবীগণ বিশ্বস্ত। বায্যার হযরত আনাস (রা) সূত্রে নিজ শব্দযোগে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (সা) বলেছেন: "আমি মিসওয়াক করার ব্যাপারে আদিষ্ট হয়েছি, এমনকি আমি দাঁত উপড়ে যাওয়ার আশংকা করছি।"
তাবারানীর 'আওসাত' গ্রন্থে হাদীসটি বর্ণিত হয়েছে। হাদীসের রাবীগণ বিশ্বস্ত। বায্যার হযরত আনাস (রা) সূত্রে নিজ শব্দযোগে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (সা) বলেছেন: "আমি মিসওয়াক করার ব্যাপারে আদিষ্ট হয়েছি, এমনকি আমি দাঁত উপড়ে যাওয়ার আশংকা করছি।"
كتاب الطَّهَارَة
التَّرْغِيب فِي السِّوَاك وَمَا جَاءَ فِي فَضله
335 - وَعَن عَائِشَة رَضِي الله عَنْهَا قَالَت قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لَزِمت السِّوَاك حَتَّى خشيت أَن يدرد فِي
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط وَرُوَاته رُوَاة الصَّحِيح وَرَوَاهُ الْبَزَّار من حَدِيث أنس وَلَفظه قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لقد أمرت بِالسِّوَاكِ حَتَّى خشيت أَن أدرد
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط وَرُوَاته رُوَاة الصَّحِيح وَرَوَاهُ الْبَزَّار من حَدِيث أنس وَلَفظه قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لقد أمرت بِالسِّوَاكِ حَتَّى خشيت أَن أدرد
তাহকীক:
হাদীস নং: ৩৩৬
অধ্যায়ঃ পবিত্রতা
পরিচ্ছেদঃ মিসওয়াক করার প্রতি অনুপ্রেরণা এবং এর ফযীলত
৩৩৬. হযরত আলী (রা) থেকে বর্ণিত। তাঁকে মিসওয়াক করার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন: বান্দা যখন মিসওয়াক করে, এরপর দাঁড়িয়ে সালাত আদায় করে, তখন তার পেছনে ফিরিশতা দাঁড়িয়ে যান এবং তার নিকট কিরাআত শোনেন, অথবা ফিরিশতা তার নিকটবর্তী হন অথবা নিকটবর্তী হন শব্দের পরিবর্তে অনুরূপ শব্দ বলেছেন। এমন কি ফিরিশতা তার মুখ সে ব্যক্তির মুখের উপরে রাখেন এবং তার মুখ থেকে যা বের হয়, তা-ই ফিরিশতার পেটে পৌঁছে। কাজেই কুরআন তিলাওয়াতকালে তোমরা মুখ পরিষ্কার করে নাও।।
বাযযার ত্রুটিমুক্ত উত্তম সনদে এটি বর্ণনা করেন এবং ইবন মাজাহ কিয়দাংশ মওকুফ সনদে বর্ণনা করেন। সম্ভবত এটাই উত্তম।
বাযযার ত্রুটিমুক্ত উত্তম সনদে এটি বর্ণনা করেন এবং ইবন মাজাহ কিয়দাংশ মওকুফ সনদে বর্ণনা করেন। সম্ভবত এটাই উত্তম।
كتاب الطَّهَارَة
التَّرْغِيب فِي السِّوَاك وَمَا جَاءَ فِي فَضله
336 - وَعَن عَليّ رَضِي الله عَنهُ أَنه أَمر بِالسِّوَاكِ وَقَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِن العَبْد إِذا تسوك ثمَّ قَامَ يُصَلِّي قَامَ الْملك خَلفه فيستمع لقرَاءَته فيدنو مِنْهُ أَو كلمة نَحْوهَا حَتَّى يضع فَاه على فِيهِ فَمَا يخرج من فِيهِ شَيْء من الْقُرْآن إِلَّا صَار فِي جَوف الْملك فطهروا أَفْوَاهكُم لِلْقُرْآنِ
رَوَاهُ الْبَزَّار بِإِسْنَاد جيد لَا بَأْس بِهِ وروى ابْن مَاجَه بعضه مَوْقُوفا وَلَعَلَّه أشبه
رَوَاهُ الْبَزَّار بِإِسْنَاد جيد لَا بَأْس بِهِ وروى ابْن مَاجَه بعضه مَوْقُوفا وَلَعَلَّه أشبه
তাহকীক:
হাদীস নং: ৩৩৭
অধ্যায়ঃ পবিত্রতা
পরিচ্ছেদঃ মিসওয়াক করার প্রতি অনুপ্রেরণা এবং এর ফযীলত
৩৩৭. নবী (সা) পত্নী হযরত আয়েশা (রা) সূত্রে নবী (সা) থেকে বর্ণিত। তিনি বলেছেন: মিসওয়াকবিহীন সালাত আদায়ের চেয়ে মিসওয়াক করে সালাত আদায়ে রয়েছে সত্তর গুণ বেশি সওয়াব।
আহমদ, বাযযার, আবূ ইয়ালা এবং ইবন খুযায়মার 'সহীহ' গ্রন্থে হাদীসটি বর্ণিত হয়েছে। তিনি বলেন, আমার মনে হয় হাদীসটি সমালোচনামুক্ত নয়। কেননা আমি আশংকা করছি, মুহাম্মদ ইবন ইসহাক (র) ইবন শিহাব থেকে এটি শোনেন নি। অথচ হাকিম (র) বর্ণনা করে বলেছেন: হাদীসটি মুসলিমের শর্তানুযায়ী সহীহ। মুহাম্মদ ইবন ইসহাক (র) সূত্রে মুসলিম (র) মুতাবিআত সনদে এটি বর্ণনা করেছেন।
আহমদ, বাযযার, আবূ ইয়ালা এবং ইবন খুযায়মার 'সহীহ' গ্রন্থে হাদীসটি বর্ণিত হয়েছে। তিনি বলেন, আমার মনে হয় হাদীসটি সমালোচনামুক্ত নয়। কেননা আমি আশংকা করছি, মুহাম্মদ ইবন ইসহাক (র) ইবন শিহাব থেকে এটি শোনেন নি। অথচ হাকিম (র) বর্ণনা করে বলেছেন: হাদীসটি মুসলিমের শর্তানুযায়ী সহীহ। মুহাম্মদ ইবন ইসহাক (র) সূত্রে মুসলিম (র) মুতাবিআত সনদে এটি বর্ণনা করেছেন।
كتاب الطَّهَارَة
التَّرْغِيب فِي السِّوَاك وَمَا جَاءَ فِي فَضله
337 - وَعَن عَائِشَة رَضِي الله عَنْهَا زوج النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ فضل الصَّلَاة بِالسِّوَاكِ على الصَّلَاة بِغَيْر سواك سَبْعُونَ ضعفا
رَوَاهُ أَحْمد وَالْبَزَّار وَأَبُو يعلى وَابْن خُزَيْمَة فِي صَحِيحه وَقَالَ فِي الْقلب من هَذَا الْخَبَر شَيْء فَإِنِّي أَخَاف أَن يكون مُحَمَّد بن إِسْحَاق لم يسمعهُ من ابْن شهَاب وَرَوَاهُ الْحَاكِم وَقَالَ صَحِيح على شَرط مُسلم كَذَا قَالَ وَمُحَمّد بن إِسْحَاق إِنَّمَا أخرج لَهُ مُسلم فِي المتابعات
رَوَاهُ أَحْمد وَالْبَزَّار وَأَبُو يعلى وَابْن خُزَيْمَة فِي صَحِيحه وَقَالَ فِي الْقلب من هَذَا الْخَبَر شَيْء فَإِنِّي أَخَاف أَن يكون مُحَمَّد بن إِسْحَاق لم يسمعهُ من ابْن شهَاب وَرَوَاهُ الْحَاكِم وَقَالَ صَحِيح على شَرط مُسلم كَذَا قَالَ وَمُحَمّد بن إِسْحَاق إِنَّمَا أخرج لَهُ مُسلم فِي المتابعات
তাহকীক:
হাদীস নং: ৩৩৮
অধ্যায়ঃ পবিত্রতা
পরিচ্ছেদঃ মিসওয়াক করার প্রতি অনুপ্রেরণা এবং এর ফযীলত
৩৩৮. হযরত ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (সা) বলেছেন: মিসওয়াকবিহীন সত্তর রাক'আত সালাতের চেয়ে মিসওয়াক করে দু' রাক'আত সালাত আদায় করা আমার কাছে অধিক পসন্দনীয়। আবু নাঈম 'মিসওয়াক' অধ্যায়ে উত্তম সনদে হাদীসটি বর্ণনা করেন।
كتاب الطَّهَارَة
التَّرْغِيب فِي السِّوَاك وَمَا جَاءَ فِي فَضله
338 - وَعَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ لِأَن أُصَلِّي رَكْعَتَيْنِ بسواك أحب إِلَيّ من أَن أُصَلِّي سبعين رَكْعَة بِغَيْر سواك
رَوَاهُ أَبُو نعيم فِي كتاب السِّوَاك بِإِسْنَاد جيد
رَوَاهُ أَبُو نعيم فِي كتاب السِّوَاك بِإِسْنَاد جيد
তাহকীক:
হাদীস নং: ৩৩৯
অধ্যায়ঃ পবিত্রতা
পরিচ্ছেদঃ মিসওয়াক করার প্রতি অনুপ্রেরণা এবং এর ফযীলত
৩৩৯. হযরত জাবির (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন: মিসওয়াকবিহীন সত্তর রাক'আত সালাতের চেয়ে মিসওয়াক করে দু'রাক'আত সালাত আদায় করা আমার কাছে অধিক প্রিয়। আবু নাঈম হাসান সনদে এ হাদীসটিও বর্ণনা করেছেন।
كتاب الطَّهَارَة
التَّرْغِيب فِي السِّوَاك وَمَا جَاءَ فِي فَضله
339 - وَعَن جَابر رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم رَكْعَتَانِ بِالسِّوَاكِ أفضل من سبعين رَكْعَة بِغَيْر سواك
رَوَاهُ أَبُو نعيم أَيْضا بِإِسْنَاد حسن
رَوَاهُ أَبُو نعيم أَيْضا بِإِسْنَاد حسن
তাহকীক:
হাদীস নং: ৩৪০
অধ্যায়ঃ পবিত্রতা
পরিচ্ছেদঃ আঙ্গুলসমূহ খিলাল করার প্রতি অনুপ্রেরণা, আঙ্গুল খিলাল বর্জন করা, উযূ পূর্ণভাবে না করা এবং অত্যাবশ্যক অঙ্গ ধোয়ায় ত্রুটি করার প্রতি ভীতি প্রদর্শন
৩৪০. হযরত আবূ আয্যূব আনসারী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা রাসূলুল্লাহ (সা) আমাদের কাছে বেরিয়ে এসে বলেন, আমার উম্মতের খিলালকারীদের প্রতি মুবারকবাদ! তিনি বললেন: ইয়া রাসূলাল্লাহ (সা) কারা খিলালকারী? তিনি বললেন, যারা উযূতে খিলাল করে এবং যারা খিলাল করে খাদ্য (দাঁতের মধ্য হতে) বের করে। উযূতে খিলাল হল কুল্লি করা, নাকে পানি দেওয়া এবং আঙ্গুল খিলাল করা। আর খানার খিলাল হচ্ছে (দাঁতের মধ্য থেকে খাদ্যবস্তু) বের করা। যে ব্যক্তি সালাতে দাঁড়াবে এবং তার দাঁতে কিছু থাকবে, এটি ফিরিশতাদ্বয়ের কাছে খুবই অস্বস্তিকর।বলী তাবারানী আবু আয়্যুব ও আতা সূত্রে বর্ণিত রয়েছে যে, "রাসূলুল্লাহ বলেছেন: যারা উযূ ও আহারের পর খিলাল করে, তারা আমার কতইনা উত্তম উম্মত।"
হাদীসটি 'আওসাত' গ্রন্থে হযরত আনাস (রা) সূত্রে বর্ণিত। হাদীসটির বিভিন্ন বর্ণনা সূত্র ওয়াসিল ইবন আবদুর রহমান রাকাশীর উপর নির্ভরশীল। ইমাম শু'বা (রা) ও অন্যান্যগণ তাঁকে বিশ্বস্ত মনে করেন।
হাদীসটি 'আওসাত' গ্রন্থে হযরত আনাস (রা) সূত্রে বর্ণিত। হাদীসটির বিভিন্ন বর্ণনা সূত্র ওয়াসিল ইবন আবদুর রহমান রাকাশীর উপর নির্ভরশীল। ইমাম শু'বা (রা) ও অন্যান্যগণ তাঁকে বিশ্বস্ত মনে করেন।
كتاب الطَّهَارَة
التَّرْغِيب فِي تَخْلِيل الْأَصَابِع والترهيب من تَركه وَترك الإسباغ إِذا أخل بِشَيْء من الْقدر الْوَاجِب
340 - عَن أبي أَيُّوب يَعْنِي الْأنْصَارِيّ رَضِي الله عَنهُ قَالَ خرج علينا رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ حبذا المتخللون من أمتِي
قَالَ وَمَا المتخللون يَا رَسُول الله قَالَ المتخللون فِي الْوضُوء والمتخللون من الطَّعَام
أما تَخْلِيل الْوضُوء فالمضمضة وَالِاسْتِنْشَاق وَبَين الْأَصَابِع وَأما تَخْلِيل الطَّعَام فَمن الطَّعَام إِنَّه لَيْسَ شَيْء أَشد على الْملكَيْنِ من أَن يريَا بَين أَسْنَان صَاحبهمَا طَعَاما وَهُوَ قَائِم يُصَلِّي
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير وَرَوَاهُ أَيْضا هُوَ وَالْإِمَام أَحْمد كِلَاهُمَا مُخْتَصرا عَن أبي أَيُّوب وَعَطَاء قَالَا قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم حبذا المتخللون من أمتِي فِي الْوضُوء وَالطَّعَام
وَرَوَاهُ فِي الْأَوْسَط من حَدِيث أنس
ومدار طرقه كلهَا على وَاصل بن عبد الرَّحْمَن الرقاشِي وَقد وَثَّقَهُ شُعْبَة وَغَيره
قَالَ وَمَا المتخللون يَا رَسُول الله قَالَ المتخللون فِي الْوضُوء والمتخللون من الطَّعَام
أما تَخْلِيل الْوضُوء فالمضمضة وَالِاسْتِنْشَاق وَبَين الْأَصَابِع وَأما تَخْلِيل الطَّعَام فَمن الطَّعَام إِنَّه لَيْسَ شَيْء أَشد على الْملكَيْنِ من أَن يريَا بَين أَسْنَان صَاحبهمَا طَعَاما وَهُوَ قَائِم يُصَلِّي
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير وَرَوَاهُ أَيْضا هُوَ وَالْإِمَام أَحْمد كِلَاهُمَا مُخْتَصرا عَن أبي أَيُّوب وَعَطَاء قَالَا قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم حبذا المتخللون من أمتِي فِي الْوضُوء وَالطَّعَام
وَرَوَاهُ فِي الْأَوْسَط من حَدِيث أنس
ومدار طرقه كلهَا على وَاصل بن عبد الرَّحْمَن الرقاشِي وَقد وَثَّقَهُ شُعْبَة وَغَيره
তাহকীক:
হাদীস নং: ৩৪১
অধ্যায়ঃ পবিত্রতা
পরিচ্ছেদঃ আঙ্গুলসমূহ খিলাল করার প্রতি অনুপ্রেরণা, আঙ্গুল খিলাল বর্জন করা, উযূ পূর্ণভাবে না করা এবং অত্যাবশ্যক অঙ্গ ধোয়ায় ত্রুটি করার প্রতি ভীতি প্রদর্শন
৩৪১. হযরত আবদুল্লাহ ইবন মাসউদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন: তোমরা খিলাল কর। কেননা, তা-ই পবিত্রতা। আর পবিত্রতা ঈমানের দিকেই আহ্বান করে এবং ঈমানের কারণেই
মুমিন জান্নাতী হবে।
(ইমাম তাবারানী 'আওসাত' গ্রন্থে এরূপ মারফু সনদে হাদীসটি বর্ণনা করেন। অথচ 'কাবীর' গ্রন্থে হাসান সনদে হযরত আবদুল্লাহ ইবন মাসউদ (রা) থেকে মাওকূফ সূত্রে বর্ণিত, আর এটাই উত্তম।
মুমিন জান্নাতী হবে।
(ইমাম তাবারানী 'আওসাত' গ্রন্থে এরূপ মারফু সনদে হাদীসটি বর্ণনা করেন। অথচ 'কাবীর' গ্রন্থে হাসান সনদে হযরত আবদুল্লাহ ইবন মাসউদ (রা) থেকে মাওকূফ সূত্রে বর্ণিত, আর এটাই উত্তম।
كتاب الطَّهَارَة
التَّرْغِيب فِي تَخْلِيل الْأَصَابِع والترهيب من تَركه وَترك الإسباغ إِذا أخل بِشَيْء من الْقدر الْوَاجِب
341 - وَعَن عبد الله يَعْنِي ابْن مَسْعُود رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم تخللوا فَإِنَّهُ نظافة والنظافة تَدْعُو إِلَى الْإِيمَان وَالْإِيمَان مَعَ صَاحبه فِي الْجنَّة
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط هَكَذَا مَرْفُوعا وَوَقفه فِي الْكَبِير على ابْن مَسْعُود بِإِسْنَاد حسن وَهُوَ الْأَشْبَه
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط هَكَذَا مَرْفُوعا وَوَقفه فِي الْكَبِير على ابْن مَسْعُود بِإِسْنَاد حسن وَهُوَ الْأَشْبَه
তাহকীক: