আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
الترغيب والترهيب للمنذري
৩. অধ্যায়ঃ ইলেম - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১৪১ টি
হাদীস নং: ২০১
অধ্যায়ঃ ইলেম
পরিচ্ছেদঃ ইলম গোপন করার প্রতি ভীতি প্রদর্শন
২০১. হযরত আবদুল্লাহ ইব্ন আমর (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ্ (সা) বলেছেনঃ যে ব্যক্তি কোন ইলম সম্পর্কে জিজ্ঞাসিত হয়ে তা গোপন করবে, কিয়ামতের দিন তাকে আগুনের লাগাম পরানো হবে।
(ইব্ন হিব্বান তাঁর 'সহীহ' গ্রন্থে এবং হাকিম হাদীসটি রিওয়ায়াত করেছেন। তিনি বলেন, হাদীসটি সহীহ সনদে বর্ণিত, এতে কোন অস্পষ্টতা নেই।)
(ইব্ন হিব্বান তাঁর 'সহীহ' গ্রন্থে এবং হাকিম হাদীসটি রিওয়ায়াত করেছেন। তিনি বলেন, হাদীসটি সহীহ সনদে বর্ণিত, এতে কোন অস্পষ্টতা নেই।)
كتاب الْعلم
التَّرْهِيب من كتم الْعلم
201 - وَعَن عبد الله بن عَمْرو أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من كتم علما ألْجمهُ الله يَوْم الْقِيَامَة بلجام من نَار
رَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه وَالْحَاكِم وَقَالَ صَحِيح لَا غُبَار عَلَيْهِ
رَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه وَالْحَاكِم وَقَالَ صَحِيح لَا غُبَار عَلَيْهِ
তাহকীক:
হাদীস নং: ২০২
অধ্যায়ঃ ইলেম
পরিচ্ছেদঃ ইলম গোপন করার প্রতি ভীতি প্রদর্শন
২০২. হযরত ইব্ন আব্বাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সা) বলেছেন: যে ব্যক্তি কোন ইলম সম্পর্কে জিজ্ঞাসিত হয়ে তা গোপন করে, সে কিয়ামতের দিন আগুনের লাগাম পরিহিত অবস্থায় উঠবে। আর যে ব্যক্তি কুরআন সম্পর্কে না জেনে কথা বলে, কিয়ামতের দিন সেও আগুনের লাগাম পরিহিত অবস্থায় উঠবে। (আবু ই'য়ালা হাদীসটি রিওয়ায়াত করেছেন। এর রাবীগণ হাদীসের 'সহীহ' দলীলরূপে গণ্য। তাবারানী তাঁর 'কাবীর' ও 'আওসাতে' উত্তম সনদে কেবল হাদীসটির প্রথমাংশ রিওয়ায়াত করেছেন।)
كتاب الْعلم
التَّرْهِيب من كتم الْعلم
202 - وَعَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من سُئِلَ عَن علم فكتمه جَاءَ يَوْم الْقِيَامَة مُلجمًا بلجام من نَار وَمن قَالَ فِي الْقُرْآن بِغَيْر مَا يعلم جَاءَ يَوْم الْقِيَامَة مُلجمًا بلجام من نَار
رَوَاهُ أَبُو يعلى وَرُوَاته ثِقَات مُحْتَج بهم فِي الصَّحِيح وَرَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير والأوسط بِسَنَد جيد بالشطر الأول فَقَط
رَوَاهُ أَبُو يعلى وَرُوَاته ثِقَات مُحْتَج بهم فِي الصَّحِيح وَرَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير والأوسط بِسَنَد جيد بالشطر الأول فَقَط
তাহকীক:
হাদীস নং: ২০৩
অধ্যায়ঃ ইলেম
পরিচ্ছেদঃ ইলম গোপন করার প্রতি ভীতি প্রদর্শন
২০৩. হযরত আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন: যে ব্যক্তি এমন কোন ইলুম গোপন করবে যার দ্বারা আল্লাহ্ তা'আলা দীনের ব্যাপারে মানুষকে উপকার করেন, তাকে আল্লাহ্ 'তা'আলা কিয়ামতের দিন আগুনের লাগাম পরাবেন।
(ইমাম ইব্ন মাজাহ হাদীসটি রিওয়ায়াত করেছেন।)
[হাফিয (র) বলেনঃ] "যদ্বারা আল্লাহ্ মানুষকে উপকৃত করেন" এ অংশ ব্যতীত এই হাদীসটি সাহাবায়ে কিরামের একটি জামাআত বর্ণনা করেছেন, যাঁদের মধ্যে হযরত জাবির ইব্ন আবদুল্লাহ, হযরত আনাস ইব্ন মালিক, আবদুল্লাহ ইব্ন আমর, হযরত আবদুল্লাহ ইবন মাসউদ, হযরত আমর ইবন আবাসা ও হযরত আলী ইব্ন তালক (রা) প্রমুখ রয়েছেন।
(ইমাম ইব্ন মাজাহ হাদীসটি রিওয়ায়াত করেছেন।)
[হাফিয (র) বলেনঃ] "যদ্বারা আল্লাহ্ মানুষকে উপকৃত করেন" এ অংশ ব্যতীত এই হাদীসটি সাহাবায়ে কিরামের একটি জামাআত বর্ণনা করেছেন, যাঁদের মধ্যে হযরত জাবির ইব্ন আবদুল্লাহ, হযরত আনাস ইব্ন মালিক, আবদুল্লাহ ইব্ন আমর, হযরত আবদুল্লাহ ইবন মাসউদ, হযরত আমর ইবন আবাসা ও হযরত আলী ইব্ন তালক (রা) প্রমুখ রয়েছেন।
كتاب الْعلم
التَّرْهِيب من كتم الْعلم
203 - وَرُوِيَ عَن أبي سعيد الْخُدْرِيّ رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من كتم علما مِمَّا ينفع الله بِهِ النَّاس فِي أَمر الدّين ألْجمهُ الله يَوْم الْقِيَامَة بلجام من نَار
رَوَاهُ ابْن مَاجَه
قَالَ الْحَافِظ وَقد رُوِيَ هَذَا الحَدِيث دون قَوْله مَا ينفع الله بِهِ عَن جمَاعَة من الصَّحَابَة غير من ذكر مِنْهُم جَابر بن عبد الله وَأنس بن مَالك وَعبد الله بن عَمْرو وَعبد الله بن مَسْعُود وَعَمْرو بن عبسة وَعلي بن طلق وَغَيرهم
رَوَاهُ ابْن مَاجَه
قَالَ الْحَافِظ وَقد رُوِيَ هَذَا الحَدِيث دون قَوْله مَا ينفع الله بِهِ عَن جمَاعَة من الصَّحَابَة غير من ذكر مِنْهُم جَابر بن عبد الله وَأنس بن مَالك وَعبد الله بن عَمْرو وَعبد الله بن مَسْعُود وَعَمْرو بن عبسة وَعلي بن طلق وَغَيرهم
তাহকীক:
বর্ণনাকারী:
হাদীস নং: ২০৪
অধ্যায়ঃ ইলেম
পরিচ্ছেদঃ ইলম গোপন করার প্রতি ভীতি প্রদর্শন
২০৪. হযরত জাবির ইব্ন আবদুল্লাহ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন ও যখন এই উম্মতের শেষ যামানার লোকেরা পূর্ববর্তীদের উপর লা'নত বর্ষণ করবে, সে সময় কেউ একটি হাদীস গোপন করলে সে যেন আল্লাহ্ তা'আলার নাযিলকৃত বিধানকেই গোপন করলো।
(ইমাম ইব্ন মাজাহ মুনকাতি সনদে হাদীসটি বর্ণনা করেছেন। আল্লাহ সর্বজ্ঞ।)
(ইমাম ইব্ন মাজাহ মুনকাতি সনদে হাদীসটি বর্ণনা করেছেন। আল্লাহ সর্বজ্ঞ।)
كتاب الْعلم
التَّرْهِيب من كتم الْعلم
204 - وَرُوِيَ عَن جَابر بن عبد الله رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِذا لعن آخر هَذِه الْأمة أَولهَا فَمن كتم حَدِيثا فقد كتم مَا أنزل الله
رَوَاهُ ابْن مَاجَه وَفِيه انْقِطَاع وَالله أعلم
رَوَاهُ ابْن مَاجَه وَفِيه انْقِطَاع وَالله أعلم
তাহকীক:
হাদীস নং: ২০৫
অধ্যায়ঃ ইলেম
পরিচ্ছেদঃ ইলম গোপন করার প্রতি ভীতি প্রদর্শন
২০৫. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (সা) বলেছেনঃ যে ব্যক্তি ইলম অর্জন করলো অথচ মানুষের কাছে তা বর্ণনা করলো না, তার উদাহরণ হচ্ছে ঐ ব্যক্তির ন্যায়, যে ব্যক্তি সম্পদ পুঞ্জীভূত করে কিন্তু তা থেকে ব্যয় করে না।
(ইমাম তাবারানী তাঁর 'আওসাতে' হাদীসটি রিওয়ায়াত করেছেন। তবে তাঁর সনদে ইব্ন লাহীয়া নামে একজন সন্দিগ্ধ রাবী রয়েছেন।)
(ইমাম তাবারানী তাঁর 'আওসাতে' হাদীসটি রিওয়ায়াত করেছেন। তবে তাঁর সনদে ইব্ন লাহীয়া নামে একজন সন্দিগ্ধ রাবী রয়েছেন।)
كتاب الْعلم
التَّرْهِيب من كتم الْعلم
205 - وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ مثل الَّذِي يتَعَلَّم الْعلم ثمَّ لَا يحدث بِهِ كَمثل الَّذِي يكنز الْكَنْز ثمَّ لَا ينْفق مِنْهُ
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط وَفِي إِسْنَاده ابْن لَهِيعَة
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط وَفِي إِسْنَاده ابْن لَهِيعَة
তাহকীক:
হাদীস নং: ২০৬
অধ্যায়ঃ ইলেম
পরিচ্ছেদঃ ইলম গোপন করার প্রতি ভীতি প্রদর্শন
২০৬. হযরত আলকামা ইব্ন সাঈদ ইব্ন আবদুর রহমান ইব্ন আবযা তাঁর পিতা সূত্রে তিনি তাঁর পিতামহ (রা) থেকে বর্ণনা করেন, এক দিন রাসূলুল্লাহ্ (সা) ভাষণ দিলেন। তাতে তিনি একদল মুসলমানের প্রশংসা করলেন। অতঃপর বললেন, লোকদের কী হল যে, তারা তাদের প্রতিবেশীদের ব্যুৎপত্তি দান করে না, তাদেরকে দ্বীনি ইলম শিক্ষা দেয় না এবং তাদেরকে সদুপদেশ দেয় না, তাদের সৎকাজের আদেশ দেয় না এবং মন্দকাজ থেকে বিরত রাখে না। লোকদের কী হল যে, তারা তাদের প্রতিবেশীদের ইলম দীন শিক্ষা দেয় না, তারা তাদেরকে ফিকহ শিক্ষা দেয় না, তারা তাদের সদুপদেশ দেয় না। আল্লাহর শপথ, অবশ্যই একদল লোক প্রতিবেশীদের ইলমে দীন শিক্ষা দেবে, ফিকহ শিক্ষা দেবে, সদুপদেশ দেবে এবং সৎকাজের আদেশ দেবে এবং মন্দকাজ থেকে বিরত রাখবে। অবশ্যই একদল লোক তাদের প্রতিবেশীদের নিকট থেকে ইলম শিক্ষা করবে, তাদের নিকট থেকে ফিকহ শিখবে এবং তাদের সদুপদেশ নেবে; অন্যথায় (আল্লাহ তা'আলা) অচিরেই তাদের কঠিন শাস্তি দেবেন। অতঃপর তিনি মিম্বর থেকে অবতরণ করলেন এবং তিনি • বললেন, ঐ একদল লোক বলতে কাদেরকে বুঝানো হয়েছে বলে তোমরা ধারণা করছ? তারপর (প্রশ্নের জবাব স্বরূপ নিজেই) বললেন, তারা হল, আশ'আরী গোত্রের ফকীহগণ। তাদের প্রতিবেশীরা হচ্ছে দুরাচারী জলাভূমিবিশিষ্ট গ্রাম্য এলাকার অধিবাসী বেদুঈন। আশ'আরী গোত্রের কাছে যখন এ সংবাদ পৌঁছল, তখন তারা রাসূলুল্লাহ্ (সা) এর কাছে আসলো এবং বলল, ইয়া রাসূলাল্লাহ! আপনি একদল লোকের প্রশংসা করেছেন অথচ আমাদেরকে মন্দ সন্দ বলেছেন, আমাদের কী অপরাধ? তিনি বললেন, একটি দল তাদের প্রতিবেশীদের ইলমে দীন শিক্ষা দেবে, তাদের সদুপদেশ দেবে, তাদের সৎকাজের আদেশ দেবে এবং মন্দ কাজ থেকে বিরত রাখবে। একটি দল তাদের প্রতিবেশীদের নিকট ইলমে দীন শিখবে, তাদের নিকট থেকে সদুপদেশ নেবে, তাদের নিকট থেকে ফিকহ শিক্ষা করবে নতুবা অবশ্যই আল্লাহ্ দুনিয়াতে তাদের শাস্তি ত্বরান্বিত করবেন। তারা বলল, ইয়া রাসূলাল্লাহ! এ ব্যাপারে আমরা কি অন্যদেরকে সর্তক করবো? তিনি তাদের কাছে তাঁর কথা পুনরাবৃত্তি করলেন এবং তারাও তাদের কথা পুনরাবৃত্তি করল এবং বললো যে, আমরা কি অন্যদেরকেও এ ব্যাপারে সতর্ক করবো? তিনিও অনুরূপ বললেন, তারা বলল, আমাদেরকে এক বছর অবকাশ দিন। তিনি তাদেরকে ফিকহ, দীন ও সদুপদেশ গ্রহণ করার জন্য এক বছর অবকাশ দিলেন। অতঃপর রাসূলুল্লাহ (সা) এই আয়াত তিলাওয়াত করলেনঃ
لعن الَّذين كفرُوا من بني إِسْرَائِيل على لِسَان دَاوُد وَعِيسَى ابْن مَرْيَم
(ইমাম তাবারানী তাঁর 'কাবীর' গ্রন্থে বুকায়র ইবন্ মারুফ থেকে এবং তিনি আলকামা থেকে হাদীসটি বর্ণনা করেন।)
لعن الَّذين كفرُوا من بني إِسْرَائِيل على لِسَان دَاوُد وَعِيسَى ابْن مَرْيَم
(ইমাম তাবারানী তাঁর 'কাবীর' গ্রন্থে বুকায়র ইবন্ মারুফ থেকে এবং তিনি আলকামা থেকে হাদীসটি বর্ণনা করেন।)
كتاب الْعلم
التَّرْهِيب من كتم الْعلم
206 - وَعَن عَلْقَمَة بن سعيد بن عبد الرَّحْمَن بن أَبْزَى عَن أَبِيه عَن جده قَالَ خطب رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم ذَات يَوْم فَأثْنى على طوائف من الْمُسلمين خيرا ثمَّ قَالَ مَا بَال أَقوام لَا يفقهُونَ جيرانهم وَلَا يعلمونهم وَلَا يعظونهم وَلَا يأمرونهم وَلَا ينهونهم وَمَا بَال أَقوام لَا يتعلمون من جيرانهم وَلَا يتفقهون وَلَا يتعظون
وَالله ليعلمن قوم جيرانهم ويفقهونهم ويعظونهم ويأمرونهم وينهونهم وليتعلمن قوم من جيرانهم ويتفقهون ويتعظون أَو لأعاجلنهم الْعقُوبَة ثمَّ نزل فَقَالَ قوم من تَرَوْنَهُ عَنى بهؤلاء قَالَ الْأَشْعَرِيين هم قوم فُقَهَاء وَلَهُم جيران جُفَاة من أهل الْمِيَاه والأعراب فَبلغ ذَلِك الْأَشْعَرِيين فَأتوا رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَقَالُوا يَا رَسُول الله ذكرت قوما بِخَير وذكرتنا بشر فَمَا بالنا فَقَالَ ليعلمن قوم جيرانهم وليعظنهم وليأمرنهم ولينهونهم وليتعلمن قوم من جيرانهم ويتعظون ويتفقهون أَو لأعاجلنهم الْعقُوبَة فِي الدُّنْيَا فَقَالُوا يَا رَسُول الله أنفطن
غَيرنَا فَأَعَادَ قَوْله عَلَيْهِم فَأَعَادُوا قَوْلهم أنفطن غَيرنَا فَقَالَ ذَلِك أَيْضا فَقَالُوا أمهلنا سنة فأمهلهم سنة ليفقهوهم ويعلموهم ويعظوهم ثمَّ قَرَأَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم هَذِه الْآيَة {لعن الَّذين كفرُوا من بني إِسْرَائِيل على لِسَان دَاوُد وَعِيسَى ابْن مَرْيَم} الْمَائِدَة 87 الْآيَة
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير عَن بكير بن مَعْرُوف عَن عَلْقَمَة
وَالله ليعلمن قوم جيرانهم ويفقهونهم ويعظونهم ويأمرونهم وينهونهم وليتعلمن قوم من جيرانهم ويتفقهون ويتعظون أَو لأعاجلنهم الْعقُوبَة ثمَّ نزل فَقَالَ قوم من تَرَوْنَهُ عَنى بهؤلاء قَالَ الْأَشْعَرِيين هم قوم فُقَهَاء وَلَهُم جيران جُفَاة من أهل الْمِيَاه والأعراب فَبلغ ذَلِك الْأَشْعَرِيين فَأتوا رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَقَالُوا يَا رَسُول الله ذكرت قوما بِخَير وذكرتنا بشر فَمَا بالنا فَقَالَ ليعلمن قوم جيرانهم وليعظنهم وليأمرنهم ولينهونهم وليتعلمن قوم من جيرانهم ويتعظون ويتفقهون أَو لأعاجلنهم الْعقُوبَة فِي الدُّنْيَا فَقَالُوا يَا رَسُول الله أنفطن
غَيرنَا فَأَعَادَ قَوْله عَلَيْهِم فَأَعَادُوا قَوْلهم أنفطن غَيرنَا فَقَالَ ذَلِك أَيْضا فَقَالُوا أمهلنا سنة فأمهلهم سنة ليفقهوهم ويعلموهم ويعظوهم ثمَّ قَرَأَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم هَذِه الْآيَة {لعن الَّذين كفرُوا من بني إِسْرَائِيل على لِسَان دَاوُد وَعِيسَى ابْن مَرْيَم} الْمَائِدَة 87 الْآيَة
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير عَن بكير بن مَعْرُوف عَن عَلْقَمَة
তাহকীক:
হাদীস নং: ২০৭
অধ্যায়ঃ ইলেম
পরিচ্ছেদঃ ইলম গোপন করার প্রতি ভীতি প্রদর্শন
২০৭. হযরত ইব্ন আব্বাস (রা) থেকে বর্ণিত। নবী (সা) বলেছেন: ইলম-এর ব্যাপারে তোমরা পরস্পরে আন্তরিক হবে, কেননা তোমাদের কারো সম্পদের খিয়ানতের চাইতে ইলমের খিয়ানত হচ্ছে জঘন্যতর। আর তোমরা এ বিষয়ে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে।
(ইমাম তাবারানী তাঁর 'কাবীর' গ্রন্থে হাদীসটি রিওয়ায়াত করেছেন। এর রাবীগণ বিশ্বস্ত। তবে আবু সাঈদ বাক্কাল ব্যতীত, তাঁর নাম সাঈদ ইব্ন মারযুবান। তাঁর ব্যাপারে অনেকে সমালোচনা রয়েছে যা পরে আসছে।)
(ইমাম তাবারানী তাঁর 'কাবীর' গ্রন্থে হাদীসটি রিওয়ায়াত করেছেন। এর রাবীগণ বিশ্বস্ত। তবে আবু সাঈদ বাক্কাল ব্যতীত, তাঁর নাম সাঈদ ইব্ন মারযুবান। তাঁর ব্যাপারে অনেকে সমালোচনা রয়েছে যা পরে আসছে।)
كتاب الْعلم
التَّرْهِيب من كتم الْعلم
207 - وَعَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ تناصحوا فِي الْعلم فَإِن خِيَانَة أحدكُم فِي علمه أَشد من خيانته فِي مَاله وَإِن الله مسائلكم
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير أَيْضا وَرُوَاته ثِقَات إِلَّا أَبَا سعيد الْبَقَّال واسْمه سعيد بن الْمَرْزُبَان فِيهِ خلاف يَأْتِي
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير أَيْضا وَرُوَاته ثِقَات إِلَّا أَبَا سعيد الْبَقَّال واسْمه سعيد بن الْمَرْزُبَان فِيهِ خلاف يَأْتِي
তাহকীক:
হাদীস নং: ২০৮
অধ্যায়ঃ ইলেম
পরিচ্ছেদঃ ইলম শিখে সে অনুযায়ী আমল না করা এবং যা বলা হয় তা না করার পরিণতি সম্পর্কে ভীতি প্রদর্শন
২০৮. হযরত যায়দ ইব্ন আরকাম (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ্ (সা) (দু'আচ্ছলে) বলতেনঃ হে আল্লাহ্। আমি তোমার কাছে পানাহ চাই সেই ইলম থেকে, যা কোন উপকারে আসে না, সেই অন্তর থেকে, যা ভীত হয় না, সেই প্রবৃত্তি থেকে, যা পরিতৃপ্ত হয় না এবং সেই দু'আ থেকে, যা কবুল হয় না।
(ইমাম মুসলিম, তিরমিযী ও নাসাঈ হাদীসটি রিওয়ায়াত করেছেন। এটি একটি হাদীসের অংশবিশেষ।)
(ইমাম মুসলিম, তিরমিযী ও নাসাঈ হাদীসটি রিওয়ায়াত করেছেন। এটি একটি হাদীসের অংশবিশেষ।)
كتاب الْعلم
التَّرْهِيب من أَن يعلم وَلَا يعْمل بِعِلْمِهِ وَيَقُول وَلَا يَفْعَله
208 - عَن زيد بن أَرقم رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم كَانَ يَقُول اللَّهُمَّ إِنِّي أعوذ بك من علم لَا ينفع وَمن قلب لَا يخشع وَمن نفس لَا تشبع وَمن دَعْوَة لَا يُسْتَجَاب لَهَا
رَوَاهُ مُسلم وَالتِّرْمِذِيّ وَالنَّسَائِيّ وَهُوَ قِطْعَة من حَدِيث
رَوَاهُ مُسلم وَالتِّرْمِذِيّ وَالنَّسَائِيّ وَهُوَ قِطْعَة من حَدِيث
তাহকীক:
হাদীস নং: ২০৯
অধ্যায়ঃ ইলেম
পরিচ্ছেদঃ ইলম শিখে সে অনুযায়ী আমল না করা এবং যা বলা হয় তা না করার পরিণতি সম্পর্কে ভীতি প্রদর্শন
২০৯. হযরত উসামা ইব্ন যায়দ (রা) থেকে বর্ণিত। তিনি রাসূলুল্লাহ্ (সা) -কে বলতে শুনেছেন: কিয়ামতের দিন এক ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এতে তার নাড়ি-ভুড়ি আগুনে বের হয়ে পড়বে এবং গাধা যেমন আটা পেষার সময় চাক্কির চারিদিকে ঘুরতে থাকে, অনুরূপভাবে সেও তার (নাড়ি-ভূড়ির) চারপাশে ঘুরতে থাকবে। জাহান্নামীরা তার নিকট জমায়েত হয়ে জিজ্ঞেস করবে, হে অমুক! তোমার এ অবস্থা কেন? তুমি কি আমাদের ভাল কাজের আদেশ করতে না এবং খারাপ কাজ থেকে নিষেধ করতে না? সে বলবে, আমি তোমাদের ভাল কাজের আদেশ দিতাম বটে, কিন্তু নিজে তা করতাম না এবং তোমাদেরকে খারাপ কাজ থেকে নিষেধ করতাম ঠিকই কিন্তু নিজে তা করতাম। তিনি (রাবী) বলেন, আমি নবী (সা) কে বলতে শুনেছি : মিরাজের রাতে আমি এমন একদল লোকের নিকট দিয়ে অতিক্রম করলাম, যাদের জিহবা আগুনের কাঁচি দ্বারা কাটা হচ্ছিল। আমি বললাম, হে জিবরাঈল। এরা কারা? তিনি বললেন, তারা হচ্ছে আপনার উম্মতের ঐ সব বক্তা যারা যা বলত, তা (নিজেরা) করত না।
(ইমাম বুখারী ও মুসলিম হাদীসটি রিওয়ায়াত করেছেন। শব্দমালা মুসলিমের। ইব্ন আবিদ-দুনিয়া, ইব্ন হিব্বান এবং বায়হাকীতে আনাস (রা) সূত্রে হাদীসটি বর্ণিত হয়েছে। তবে ইব্ন আবিদ-দুনিয়া ও বায়হাকীর রিওয়ায়াতে বর্ণিত হয়েছে যে, "তারা আল্লাহর কিতাব তিলাওয়াত করত কিন্তু সেমতে আমল করত না।")
[হাফিয (র) বলেনঃ] 'সৎকাজের আদেশ ও মন্দকাজে থেকে নিষেধ এবং কথা ও কাজে বৈপরীত্য' শীর্ষক অধ্যায়ে শীঘ্রই অনুরূপ হাদীসসমূহ আসছে।
(ইমাম বুখারী ও মুসলিম হাদীসটি রিওয়ায়াত করেছেন। শব্দমালা মুসলিমের। ইব্ন আবিদ-দুনিয়া, ইব্ন হিব্বান এবং বায়হাকীতে আনাস (রা) সূত্রে হাদীসটি বর্ণিত হয়েছে। তবে ইব্ন আবিদ-দুনিয়া ও বায়হাকীর রিওয়ায়াতে বর্ণিত হয়েছে যে, "তারা আল্লাহর কিতাব তিলাওয়াত করত কিন্তু সেমতে আমল করত না।")
[হাফিয (র) বলেনঃ] 'সৎকাজের আদেশ ও মন্দকাজে থেকে নিষেধ এবং কথা ও কাজে বৈপরীত্য' শীর্ষক অধ্যায়ে শীঘ্রই অনুরূপ হাদীসসমূহ আসছে।
كتاب الْعلم
التَّرْهِيب من أَن يعلم وَلَا يعْمل بِعِلْمِهِ وَيَقُول وَلَا يَفْعَله
209 - وَعَن أُسَامَة بن زيد رَضِي الله عَنهُ أَنه سمع رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول يجاء بِالرجلِ يَوْم الْقِيَامَة فَيلقى فِي النَّار فتندلق أقتابه فيدورها كَمَا يَدُور الْحمار برحاه فتجتمع أهل النَّار عَلَيْهِ فَيَقُولُونَ يَا فلَان مَا شَأْنك أَلَسْت كنت تَأمر بِالْمَعْرُوفِ وتنهى عَن الْمُنكر فَيَقُول كنت آمركُم بِالْمَعْرُوفِ وَلَا آتيه وأنهاكم عَن الشَّرّ وآتيه
قَالَ وَإِنِّي سمعته يَقُول يَعْنِي النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم مَرَرْت لَيْلَة أسرِي بِي بِأَقْوَام تقْرض شفاههم بمقاريض من نَار قلت من هَؤُلَاءِ يَا جِبْرِيل قَالَ خطباء أمتك الَّذين يَقُولُونَ مَا لَا يَفْعَلُونَ
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَاللَّفْظ لَهُ وَرَوَاهُ ابْن أبي الدُّنْيَا وَابْن حبَان وَالْبَيْهَقِيّ من حَدِيث أنس وَزَاد ابْن أبي الدُّنْيَا وَالْبَيْهَقِيّ فِي رِوَايَة لَهما ويقرؤون كتاب الله وَلَا يعْملُونَ بِهِ
قَالَ الْحَافِظ وَسَيَأْتِي أَحَادِيث نَحوه فِي بَاب من أَمر بِمَعْرُوف أَو نهى عَن مُنكر وَخَالف قَوْله فعله
قَالَ وَإِنِّي سمعته يَقُول يَعْنِي النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم مَرَرْت لَيْلَة أسرِي بِي بِأَقْوَام تقْرض شفاههم بمقاريض من نَار قلت من هَؤُلَاءِ يَا جِبْرِيل قَالَ خطباء أمتك الَّذين يَقُولُونَ مَا لَا يَفْعَلُونَ
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَاللَّفْظ لَهُ وَرَوَاهُ ابْن أبي الدُّنْيَا وَابْن حبَان وَالْبَيْهَقِيّ من حَدِيث أنس وَزَاد ابْن أبي الدُّنْيَا وَالْبَيْهَقِيّ فِي رِوَايَة لَهما ويقرؤون كتاب الله وَلَا يعْملُونَ بِهِ
قَالَ الْحَافِظ وَسَيَأْتِي أَحَادِيث نَحوه فِي بَاب من أَمر بِمَعْرُوف أَو نهى عَن مُنكر وَخَالف قَوْله فعله
হাদীস নং: ২১০
অধ্যায়ঃ ইলেম
পরিচ্ছেদঃ ইলম শিখে সে অনুযায়ী আমল না করা এবং যা বলা হয় তা না করার পরিণতি সম্পর্কে ভীতি প্রদর্শন
২১০. হযরত আনাস ইবন মালিক (রা) সূত্রে নবী (সা) থেকে বর্ণিত। তিনি বলেছেন: শাস্তিদাতা ফিরিশতাগণ মূর্তিপূজকদের পূর্বেই আমলবিহীন আলিমের নিকট শাস্তি প্রদানের জন্য যাবেন। আলিমগণ বলবেন, মূর্তিপূজকদের ছেড়ে আমাদের আগে শাস্তি দেয়ার কারণ কি? তখন বলা হবে যে, বিজ্ঞ এবং অজ্ঞ এক নয়। (ইমাম তাবারানী ও আবু নুয়ায়ম হাদীসটি বর্ণনা করেছেন। আবূ নুয়ায়ম বলেন, এ হাদীসটি আবূ তিওয়ালার হাদীসের তুলনায় গরীব। উমরীই কেবল হাদীসটি বর্ণনা করেছেন। উমরী হচ্ছেন আবদুল্লাহ ইবন উমর ইব্ন আবদুল আযীয।)
[হাফিয মুনযিরী (র) বলেনঃ] এই হাদীসটি গরীব হওয়া সত্ত্বেও তার সমর্থনে কয়েকটি হাদীস বর্ণিত আছে। তন্মধ্যে একটি হল, হযরত আবু হুরায়রা (রা) সূত্রে সহীহ সনদে বর্ণিত। "কিয়ামতের দিন আল্লাহ্ তা'আলা প্রথম যাকে (শাস্তি দানের জন্য) ডাকবেন, সে হল কুরআনের আলিম। কারণ লোকে যাতে তাকে কারী বলে।" এ হাদীসের শেষাংশে বর্ণিত আছে, "কিয়ামতের দিন সর্বপ্রথম তিন শ্রেণীর লোক দিয়ে জাহান্নাম প্রজ্বলিত করা হবে।" ইতোপূর্বে 'রিয়া' অধ্যায়ে পূর্ণ হাদীসটি এসেছে।
[হাফিয মুনযিরী (র) বলেনঃ] এই হাদীসটি গরীব হওয়া সত্ত্বেও তার সমর্থনে কয়েকটি হাদীস বর্ণিত আছে। তন্মধ্যে একটি হল, হযরত আবু হুরায়রা (রা) সূত্রে সহীহ সনদে বর্ণিত। "কিয়ামতের দিন আল্লাহ্ তা'আলা প্রথম যাকে (শাস্তি দানের জন্য) ডাকবেন, সে হল কুরআনের আলিম। কারণ লোকে যাতে তাকে কারী বলে।" এ হাদীসের শেষাংশে বর্ণিত আছে, "কিয়ামতের দিন সর্বপ্রথম তিন শ্রেণীর লোক দিয়ে জাহান্নাম প্রজ্বলিত করা হবে।" ইতোপূর্বে 'রিয়া' অধ্যায়ে পূর্ণ হাদীসটি এসেছে।
كتاب الْعلم
التَّرْهِيب من أَن يعلم وَلَا يعْمل بِعِلْمِهِ وَيَقُول وَلَا يَفْعَله
210 - وَرُوِيَ عَن أنس بن مَالك رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ الزَّبَانِيَة أسْرع إِلَى فسقة الْقُرَّاء مِنْهُم إِلَى عَبدة الْأَوْثَان فَيَقُولُونَ يبْدَأ بِنَا قبل عَبدة الْأَوْثَان فَيُقَال لَهُم لَيْسَ من يعلم كمن لَا يعلم
رَوَاهُ الطَّبَرَانِيّ وَأَبُو نعيم وَقَالَ غَرِيب من حَدِيث أبي طوالة تفرد بِهِ الْعمريّ عَنهُ يَعْنِي عبد الله بن عمر بن عبد الْعَزِيز الزَّاهِد
قَالَ الْحَافِظ رَحمَه الله وَلِهَذَا الحَدِيث مَعَ غرابته شَوَاهِد وَهُوَ حَدِيث أبي هُرَيْرَة الصَّحِيح إِن أول من يَدْعُو الله يَوْم الْقِيَامَة رجل جمع الْقُرْآن ليقال قارىء
وَفِي آخِره أُولَئِكَ الثَّلَاثَة أول خلق الله تسعر بهم النَّار يَوْم الْقِيَامَة
وَتقدم لفظ الحَدِيث بِتَمَامِهِ فِي الرِّيَاء
رَوَاهُ الطَّبَرَانِيّ وَأَبُو نعيم وَقَالَ غَرِيب من حَدِيث أبي طوالة تفرد بِهِ الْعمريّ عَنهُ يَعْنِي عبد الله بن عمر بن عبد الْعَزِيز الزَّاهِد
قَالَ الْحَافِظ رَحمَه الله وَلِهَذَا الحَدِيث مَعَ غرابته شَوَاهِد وَهُوَ حَدِيث أبي هُرَيْرَة الصَّحِيح إِن أول من يَدْعُو الله يَوْم الْقِيَامَة رجل جمع الْقُرْآن ليقال قارىء
وَفِي آخِره أُولَئِكَ الثَّلَاثَة أول خلق الله تسعر بهم النَّار يَوْم الْقِيَامَة
وَتقدم لفظ الحَدِيث بِتَمَامِهِ فِي الرِّيَاء
তাহকীক:
হাদীস নং: ২১১
অধ্যায়ঃ ইলেম
পরিচ্ছেদঃ ইলম শিখে সে অনুযায়ী আমল না করা এবং যা বলা হয় তা না করার পরিণতি সম্পর্কে ভীতি প্রদর্শন
২১১. হযরত সুহায়ব (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেনঃ যে ব্যক্তি কুরআনে বর্ণিত
হারামসূমহকে হালাল জ্ঞান করে, সে প্রকৃতপক্ষে কুরআনের উপর ঈমানই আনেনি।
(ইমাম তিরমিযী হাদীসটি রিওয়ায়াত করেছেন। তিনি বলেন, হাদীসটি গরীব এবং এর সনদ শক্তিশালী নয়।)
হারামসূমহকে হালাল জ্ঞান করে, সে প্রকৃতপক্ষে কুরআনের উপর ঈমানই আনেনি।
(ইমাম তিরমিযী হাদীসটি রিওয়ায়াত করেছেন। তিনি বলেন, হাদীসটি গরীব এবং এর সনদ শক্তিশালী নয়।)
كتاب الْعلم
التَّرْهِيب من أَن يعلم وَلَا يعْمل بِعِلْمِهِ وَيَقُول وَلَا يَفْعَله
211 - وَرُوِيَ عَن صُهَيْب قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم مَا آمن بِالْقُرْآنِ من اسْتحلَّ مَحَارمه
رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ هَذَا حَدِيث غَرِيب لَيْسَ إِسْنَاده بِالْقَوِيّ
رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ هَذَا حَدِيث غَرِيب لَيْسَ إِسْنَاده بِالْقَوِيّ
তাহকীক:
বর্ণনাকারী:
হাদীস নং: ২১২
অধ্যায়ঃ ইলেম
পরিচ্ছেদঃ ইলম শিখে সে অনুযায়ী আমল না করা এবং যা বলা হয় তা না করার পরিণতি সম্পর্কে ভীতি প্রদর্শন
২১২. হযরত আবূ বারযা আসলামী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন: কিয়ামতের দিন কোন বান্দা তার পা হটাতে পারবে না যতক্ষণ যাবৎ না এ প্রশ্নগুলোর জবাব দেবেঃ (১) সে তার জীবন কিভাবে অতিবাহিত করেছে, (২) সে কি ইলম অর্জন করেছে এবং তার উপর কতটুকু আমল করেছে, (৩) সম্পদ কোথা থেকে উপার্জন করেছে এবং কোথায় তা ব্যয় করেছে, (৪) শরীর সম্পর্কে যে, কিভাবে তার শক্তি সে খরচ করেছে।
(ইমাম তিরমিযী হাদীসটি রিওয়ায়াত করেছেন। তিনি বলেন, হাদীসটি হাসান সহীহ্। বায়হাকী ও অন্যান্য মুহাদ্দিসগণ "হযরত মু'আয ইব্ন জাবাল (রা) সূত্রে নবী (সা) থেকে বর্ণিত। তিনি বলেন, চারটি বিষয়ে জিজ্ঞাসা করা ব্যতিরেকে বান্দাকে কিয়ামতের দিন এক পা অগ্রসর হতে দেওয়া হবে না। তা হলো: (১) তার জীবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যে, সে তা কোন কাজে নিঃশেষ করেছে, (২) তার যৌবনকাল কিসে কাটিয়েছে, (৩) কোন পথে সে সম্পদ উপার্জন করেছে এবং কোন কাজে তা ব্যয় করেছে এবং (৪) সে তার ইলম অনুযায়ী কতটুকু আমল করেছে।)
(ইমাম তিরমিযী হাদীসটি রিওয়ায়াত করেছেন। তিনি বলেন, হাদীসটি হাসান সহীহ্। বায়হাকী ও অন্যান্য মুহাদ্দিসগণ "হযরত মু'আয ইব্ন জাবাল (রা) সূত্রে নবী (সা) থেকে বর্ণিত। তিনি বলেন, চারটি বিষয়ে জিজ্ঞাসা করা ব্যতিরেকে বান্দাকে কিয়ামতের দিন এক পা অগ্রসর হতে দেওয়া হবে না। তা হলো: (১) তার জীবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যে, সে তা কোন কাজে নিঃশেষ করেছে, (২) তার যৌবনকাল কিসে কাটিয়েছে, (৩) কোন পথে সে সম্পদ উপার্জন করেছে এবং কোন কাজে তা ব্যয় করেছে এবং (৪) সে তার ইলম অনুযায়ী কতটুকু আমল করেছে।)
كتاب الْعلم
التَّرْهِيب من أَن يعلم وَلَا يعْمل بِعِلْمِهِ وَيَقُول وَلَا يَفْعَله
212 - وَعَن أبي بَرزَة الْأَسْلَمِيّ رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لَا تَزُول قدما عبد حَتَّى يسْأَل عَن عمره فيمَ أفناه وَعَن علمه فيمَ فعل فِيهِ وَعَن مَاله من أَيْن اكْتَسبهُ وفيم أنفقهُ وَعَن جِسْمه فيمَ أبلاه
رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن صَحِيح وَرَوَاهُ الْبَيْهَقِيّ وَغَيره من حَدِيث معَاذ بن جبل عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ مَا تزَال قدما عبد يَوْم الْقِيَامَة حَتَّى يسْأَل عَن أَربع عَن عمره فيمَ أفناه وَعَن شبابه فيمَ أبلاه وَعَن مَاله من أَيْن اكْتَسبهُ وفيم أنفقهُ وَعَن علمه مَاذَا عمل فِيهِ
رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن صَحِيح وَرَوَاهُ الْبَيْهَقِيّ وَغَيره من حَدِيث معَاذ بن جبل عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ مَا تزَال قدما عبد يَوْم الْقِيَامَة حَتَّى يسْأَل عَن أَربع عَن عمره فيمَ أفناه وَعَن شبابه فيمَ أبلاه وَعَن مَاله من أَيْن اكْتَسبهُ وفيم أنفقهُ وَعَن علمه مَاذَا عمل فِيهِ
হাদীস নং: ২১৩
অধ্যায়ঃ ইলেম
পরিচ্ছেদঃ ইলম শিখে সে অনুযায়ী আমল না করা এবং যা বলা হয় তা না করার পরিণতি সম্পর্কে ভীতি প্রদর্শন
২১৩. হযরত ইব্ন মাসউদ (রা) সূত্রে নবী (সা) থেকে বর্ণিত। তিনি বলেন, কিয়ামতের দিন আদম সন্তানকে পাঁচটি প্রশ্নের উত্তর ব্যতীত পা বাড়াতে দেওয়া হবে না। তা হলো: (১) সে তার জীবন কি কাজে নিঃশেষ করেছে, (২) তার যৌবনকাল কি কাজে নষ্ট করেছে, (৩) সে কোন পথে উপার্জন করেছে এবং (৪) কোন পথে তা ব্যয় করেছে, (৫) সে তার ইলম অনুযায়ী কতটুকু আমল করেছে।
(ইমাম তিরমিযী ও বায়হাকী হাদীসটি রিওয়ায়াত করেছেন। তিরমিযী (র) বলেন, হাদীসটি গরীব। একমাত্র হুসায়ন ইবনু কায়স সূত্রে আবদুল্লাহ ইবন মাসউদ (রা)-এর মাধ্যমে নবী (সা) থেকে বর্ণিত।)
[হাফিয মুনযিরী (র) বলেনঃ] এই হুসায়ন হানাশ নামে পরিচিত। হুসায়ন ইবন নুমায়র তাঁকে বিশ্বস্ত বলেছেন। অন্যরা তাঁকে যঈফ বলেছেন। উল্লিখিত হাদীসটি পূর্বের হাদীসের সাথে সম্পর্কিত করলে মুতাবিয়াতের মধ্যে হাসান। আল্লাহ সর্বজ্ঞ।
(ইমাম তিরমিযী ও বায়হাকী হাদীসটি রিওয়ায়াত করেছেন। তিরমিযী (র) বলেন, হাদীসটি গরীব। একমাত্র হুসায়ন ইবনু কায়স সূত্রে আবদুল্লাহ ইবন মাসউদ (রা)-এর মাধ্যমে নবী (সা) থেকে বর্ণিত।)
[হাফিয মুনযিরী (র) বলেনঃ] এই হুসায়ন হানাশ নামে পরিচিত। হুসায়ন ইবন নুমায়র তাঁকে বিশ্বস্ত বলেছেন। অন্যরা তাঁকে যঈফ বলেছেন। উল্লিখিত হাদীসটি পূর্বের হাদীসের সাথে সম্পর্কিত করলে মুতাবিয়াতের মধ্যে হাসান। আল্লাহ সর্বজ্ঞ।
كتاب الْعلم
التَّرْهِيب من أَن يعلم وَلَا يعْمل بِعِلْمِهِ وَيَقُول وَلَا يَفْعَله
213 - وَعَن ابْن مَسْعُود رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ لَا يَزُول قدما ابْن آدم يَوْم الْقِيَامَة حَتَّى يسْأَل عَن خمس عَن عمره فيمَ أفناه وَعَن شبابه فيمَ أبلاه وَعَن مَاله من أَيْن اكْتَسبهُ وفيم أنفقهُ وَمَا عمل فِيمَا علم
رَوَاهُ التِّرْمِذِيّ أَيْضا وَالْبَيْهَقِيّ وَقَالَ التِّرْمِذِيّ حَدِيث غَرِيب لَا نعرفه من حَدِيث ابْن مَسْعُود عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم إِلَّا من حَدِيث حُسَيْن بن قيس
قَالَ الْحَافِظ حُسَيْن هَذَا هُوَ حَنش وَقد وَثَّقَهُ حُصَيْن بن نمير وَضَعفه غَيره وَهَذَا الحَدِيث حسن فِي المتابعات إِذا أضيف إِلَى مَا قبله وَالله أعلم
رَوَاهُ التِّرْمِذِيّ أَيْضا وَالْبَيْهَقِيّ وَقَالَ التِّرْمِذِيّ حَدِيث غَرِيب لَا نعرفه من حَدِيث ابْن مَسْعُود عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم إِلَّا من حَدِيث حُسَيْن بن قيس
قَالَ الْحَافِظ حُسَيْن هَذَا هُوَ حَنش وَقد وَثَّقَهُ حُصَيْن بن نمير وَضَعفه غَيره وَهَذَا الحَدِيث حسن فِي المتابعات إِذا أضيف إِلَى مَا قبله وَالله أعلم
তাহকীক:
হাদীস নং: ২১৪
অধ্যায়ঃ ইলেম
পরিচ্ছেদঃ ইলম শিখে সে অনুযায়ী আমল না করা এবং যা বলা হয় তা না করার পরিণতি সম্পর্কে ভীতি প্রদর্শন
২১৪. হযরত ওলীদ ইব্ন উকবা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন: কিছু সংখ্যক জান্নাতী লোক জাহান্নামীদের কাছে যাবে এবং বলবে, তোমরা কেন জাহান্নামী হলে? আল্লাহর কসম! তোমাদের থেকে আমরা যা শিখেছি, তা দ্বারাই আমরা জান্নাতী হয়েছি। আর তারা (জাহান্নামীরা) বলবে, আমরা কেবল বলতামই, কিন্তু আমল করতাম না।
(ইমাম তাবারানী তাঁর 'কাবীর' গ্রন্থে হাদীসটি রিওয়ায়াত করেছেন।)
(ইমাম তাবারানী তাঁর 'কাবীর' গ্রন্থে হাদীসটি রিওয়ায়াত করেছেন।)
كتاب الْعلم
التَّرْهِيب من أَن يعلم وَلَا يعْمل بِعِلْمِهِ وَيَقُول وَلَا يَفْعَله
214 - وَرُوِيَ عَن الْوَلِيد بن عقبَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِن أُنَاسًا من أهل الْجنَّة ينطلقون إِلَى أنَاس من أهل النَّار فَيَقُولُونَ بِمَ دَخَلْتُم النَّار فوَاللَّه مَا دَخَلنَا الْجنَّة إِلَّا بِمَا تعلمنا مِنْكُم فَيَقُولُونَ إِنَّا كُنَّا نقُول وَلَا نَفْعل
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير
তাহকীক:
বর্ণনাকারী:
হাদীস নং: ২১৫
অধ্যায়ঃ ইলেম
পরিচ্ছেদঃ ইলম শিখে সে অনুযায়ী আমল না করা এবং যা বলা হয় তা না করার পরিণতি সম্পর্কে ভীতি প্রদর্শন
২১৫. হযরত মালিক ইব্ন দীনার (র) সূত্রে হাসান (র) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সা) বলেছেনঃ যে কেউ খুতবা দেবে, আল্লাহ্ (কিয়ামতের দিন) তাকে সে বিষয়ে প্রশ্ন করবেন। আমার মনে পড়ে তিনি বলেছেনঃ مَا أَرَادَ بهَا এর দ্বারা তার উদ্দেশ্য কি ছিল? জাফর (র) বলেন, মালিক ইব্ন দীনার (র) যখন এই হাদীসটি বর্ণনা করতেন তখন তিনি এত কাদতেন যে তাঁর শ্বাসরুদ্ধ হয়ে আসতো। অতঃপর তিনি বলতেন, তোমরা মনে করতে পারবে, তোমাদের নিকট কথা বলে শান্তি লাভ করছি। আমি এ বিষয়ে অধিক জ্ঞাত যে, কিয়ামতের দিন আল্লাহ্ আমাকে এ বিষয়ে প্রশ্ন করবেন যে তোমার উদ্দেশ্য কি ছিল হে?
(ইমাম ইব্ন আবিদ-দুনিয়া ও বায়হাকী উত্তম সনদে মুরসালরূপে হাদীসটি বর্ণনা করেন)
(ইমাম ইব্ন আবিদ-দুনিয়া ও বায়হাকী উত্তম সনদে মুরসালরূপে হাদীসটি বর্ণনা করেন)
كتاب الْعلم
التَّرْهِيب من أَن يعلم وَلَا يعْمل بِعِلْمِهِ وَيَقُول وَلَا يَفْعَله
215 - وَعَن مَالك بن دِينَار عَن الْحسن قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم مَا من عبد يخْطب خطْبَة إِلَّا الله عز وَجل سائله عَنْهَا
أَظُنهُ قَالَ مَا أَرَادَ بهَا
قَالَ جَعْفَر كَانَ مَالك بن دِينَار إِذا حدث بِهَذَا الحَدِيث بَكَى حَتَّى يَنْقَطِع ثمَّ يَقُول تحسبون أَن عَيْني تقر بكلامي عَلَيْكُم وَأَنا أعلم أَن الله عز وَجل سائلي عَنهُ يَوْم الْقِيَامَة مَا أردْت بِهِ
رَوَاهُ ابْن أبي الدُّنْيَا وَالْبَيْهَقِيّ مُرْسلا بِإِسْنَاد جيد
أَظُنهُ قَالَ مَا أَرَادَ بهَا
قَالَ جَعْفَر كَانَ مَالك بن دِينَار إِذا حدث بِهَذَا الحَدِيث بَكَى حَتَّى يَنْقَطِع ثمَّ يَقُول تحسبون أَن عَيْني تقر بكلامي عَلَيْكُم وَأَنا أعلم أَن الله عز وَجل سائلي عَنهُ يَوْم الْقِيَامَة مَا أردْت بِهِ
رَوَاهُ ابْن أبي الدُّنْيَا وَالْبَيْهَقِيّ مُرْسلا بِإِسْنَاد جيد
তাহকীক:
বর্ণনাকারী:
হাদীস নং: ২১৬
অধ্যায়ঃ ইলেম
পরিচ্ছেদঃ ইলম শিখে সে অনুযায়ী আমল না করা এবং যা বলা হয় তা না করার পরিণতি সম্পর্কে ভীতি প্রদর্শন
২১৬. লুকমান ইব্ন আমির (র) থেকে বর্ণিত। তিনি বলেন, হযরত আবুদ-দারদা (রা) বলতেন আমি এ ব্যাপারে অধিকতর ভীত যে, কিয়ামতের দিন সমগ্র সৃষ্টির সম্মুখে আমার প্রতিপালক আমাকে বলবেন যে, 'হে 'উয়ায়মির', আমি বলব: হে আমার প্রতিপালক। আমি আপনার খিদমতে হাযির। অতঃপর তিনি বলবেন: তুমি যা জানতে, সেমতে কতটুকু আমল করেছ?
(ইমাম বায়হাকী হাদীসটি রিওয়ায়াত করেছেন।)
(ইমাম বায়হাকী হাদীসটি রিওয়ায়াত করেছেন।)
كتاب الْعلم
التَّرْهِيب من أَن يعلم وَلَا يعْمل بِعِلْمِهِ وَيَقُول وَلَا يَفْعَله
216 - وَعَن لُقْمَان يَعْنِي ابْن عَامر قَالَ كَانَ أَبُو الدَّرْدَاء رَضِي الله عَنهُ يَقُول إِنَّمَا أخْشَى من رَبِّي يَوْم الْقِيَامَة أَن يدعوني على رُؤُوس الْخَلَائق فَيَقُول لي يَا عُوَيْمِر فَأَقُول لبيْك رب فَيَقُول مَا عملت فِيمَا علمت رَوَاهُ الْبَيْهَقِيّ
তাহকীক:
হাদীস নং: ২১৭
অধ্যায়ঃ ইলেম
পরিচ্ছেদঃ ইলম শিখে সে অনুযায়ী আমল না করা এবং যা বলা হয় তা না করার পরিণতি সম্পর্কে ভীতি প্রদর্শন
২১৭. হযরত মু'আয ইবন জাবাল (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ (সা) কে তাঁর বায়তুল্লাহ তাওয়াফরত অবস্থায় সামনে পড়ে গেলাম। আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! সর্বাপেক্ষা নিকৃষ্ট ব্যক্তি কে? রাসূলুল্লাহ্ (সা) বললেন, হে আল্লাহ্! (আমাদের) ক্ষমা কর। অতঃপর বললেন, তুমি উত্কৃষ্ট (লোক) সম্পর্কে জিজ্ঞেস কর, নিকৃষ্ট লোক সম্পর্কে জিজ্ঞেস কর না। লোকদের মধ্যে সর্বাপেক্ষা নিকৃষ্ট লোক হল, নিকৃষ্ট আলিম বা জ্ঞানপাপী লোকেরা।
(হাদীসটি ইমাম বাযযার বর্ণনা করেন, তাঁর সনদে জলীল ইব্ন মুররা নামে একজন সন্দিগ্ধ রাবী রয়েছেন। হাদীসটি গরীব পর্যায়ের।)
(হাদীসটি ইমাম বাযযার বর্ণনা করেন, তাঁর সনদে জলীল ইব্ন মুররা নামে একজন সন্দিগ্ধ রাবী রয়েছেন। হাদীসটি গরীব পর্যায়ের।)
كتاب الْعلم
التَّرْهِيب من أَن يعلم وَلَا يعْمل بِعِلْمِهِ وَيَقُول وَلَا يَفْعَله
217 - وَعَن معَاذ بن جبل رَضِي الله عَنهُ قَالَ تعرضت أَو تصديت لرَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم وَهُوَ يطوف بِالْبَيْتِ فَقلت يَا رَسُول الله أَي النَّاس شَرّ فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم اللَّهُمَّ غفرا سل عَن الْخَيْر وَلَا تسْأَل عَن الشَّرّ شرار النَّاس شرار الْعلمَاء فِي النَّاس
رَوَاهُ الْبَزَّار وَفِيه الْجَلِيل بن مرّة وَهُوَ حَدِيث غَرِيب
رَوَاهُ الْبَزَّار وَفِيه الْجَلِيل بن مرّة وَهُوَ حَدِيث غَرِيب
তাহকীক:
হাদীস নং: ২১৮
অধ্যায়ঃ ইলেম
পরিচ্ছেদঃ ইলম শিখে সে অনুযায়ী আমল না করা এবং যা বলা হয় তা না করার পরিণতি সম্পর্কে ভীতি প্রদর্শন
২১৮. হযরত আবূ বারযা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সা) বলেছেন: যে ব্যক্তি লোকদের সুশিক্ষা দেয় অথচ নিজকে ভুলে যায়, তার দৃষ্টান্ত হচ্ছে প্রদীপের ঐ সলিতার মতো যা লোকজনকে আলো দান করে অথচ নিজকে জ্বালিয়ে বিলীন করে দেয়।
(ইমাম বাযযার হাদীসটি রিওয়ায়াত করেছেন)
(ইমাম বাযযার হাদীসটি রিওয়ায়াত করেছেন)
كتاب الْعلم
التَّرْهِيب من أَن يعلم وَلَا يعْمل بِعِلْمِهِ وَيَقُول وَلَا يَفْعَله
218 - وَرُوِيَ عَن أبي بَرزَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم مثل الَّذِي يعلم النَّاس الْخَيْر وينسى نَفسه مثل الفتيلة تضيء على النَّاس وَتحرق نَفسهَا
رَوَاهُ الْبَزَّار
رَوَاهُ الْبَزَّار
তাহকীক:
হাদীস নং: ২১৯
অধ্যায়ঃ ইলেম
পরিচ্ছেদঃ ইলম শিখে সে অনুযায়ী আমল না করা এবং যা বলা হয় তা না করার পরিণতি সম্পর্কে ভীতি প্রদর্শন
২১৯. হযরত আবদুল্লাহ ইব্ন আমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (সা) বলেছেনঃ অনেক ফিকহ-এর বাহক এমন রয়েছেন যারা প্রকৃত পক্ষে ফিকহবিদ নন। যার ইলম তার উপকারে আসে না, তার অজ্ঞতা তাকে ক্ষতিগ্রস্থ করে। তমি। তু কুরআন এমনভাবে তিলাওয়াত করবে যে, তা যেন তোমাকে (পাপ হতে) বিরত রাখে। অতঃপর তা যদি তোমাকে বিরত না রাখে, তাহলে তুমি প্রকৃত কুরআন তিলাওয়াতকারী নও।
(ইমাম তাবারানী তাঁর 'কাবীর' গ্রন্থে হাদীসটি রিওয়ায়াত করেছেন। এর সনদে শাহর ইবন হাওশাব নামে একজন সন্দিগ্ধ রাবী রয়েছেন।)
(ইমাম তাবারানী তাঁর 'কাবীর' গ্রন্থে হাদীসটি রিওয়ায়াত করেছেন। এর সনদে শাহর ইবন হাওশাব নামে একজন সন্দিগ্ধ রাবী রয়েছেন।)
كتاب الْعلم
التَّرْهِيب من أَن يعلم وَلَا يعْمل بِعِلْمِهِ وَيَقُول وَلَا يَفْعَله
219 - وَعَن عبد الله بن عَمْرو رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم رب حَامِل فقه غير فَقِيه وَمن لم يَنْفَعهُ علمه ضره جَهله اقرإ الْقُرْآن مَا نهاك فَإِن لم ينهك فلست تقرؤه
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير وَفِيه شهر بن حَوْشَب
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير وَفِيه شهر بن حَوْشَب
তাহকীক:
হাদীস নং: ২২০
অধ্যায়ঃ ইলেম
পরিচ্ছেদঃ ইলম শিখে সে অনুযায়ী আমল না করা এবং যা বলা হয় তা না করার পরিণতি সম্পর্কে ভীতি প্রদর্শন
২২০. নবী-এর সাহাবী হযরত জুনদুব ইব্ন আবদুল্লাহ আল-আযদী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সা) বলেছেনঃ যে ব্যক্তি কল্যাণের জন্য শিক্ষা দেয় অথচ নিজকে ভুলে যায়, তার দৃষ্টান্ত ঐ প্রদীপের ন্যায় যা লোকদের আলো দেয় অথচ নিজকে পুড়িয়ে ছারখার করে দেয়।..... হাদীসের শেষ পর্যন্ত।
(ইমাম তাবারানী তাঁর 'কাবীর' গ্রন্থে আল্লাহ চাহেত হাসান সনদে হাদীসটি রিওয়ায়াত করেছেন।)
(ইমাম তাবারানী তাঁর 'কাবীর' গ্রন্থে আল্লাহ চাহেত হাসান সনদে হাদীসটি রিওয়ায়াত করেছেন।)
كتاب الْعلم
التَّرْهِيب من أَن يعلم وَلَا يعْمل بِعِلْمِهِ وَيَقُول وَلَا يَفْعَله
220 - وَعَن جُنْدُب بن عبد الله الْأَزْدِيّ رَضِي الله عَنهُ صَاحب النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم عَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ مثل الَّذِي يعلم النَّاس الْخَيْر وينسى نَفسه كَمثل السراج يضيء للنَّاس وَيحرق نَفسه
الحَدِيث رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير وَإِسْنَاده حسن إِن شَاءَ الله تَعَالَى
الحَدِيث رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير وَإِسْنَاده حسن إِن شَاءَ الله تَعَالَى
তাহকীক: