সুহায়ব রূমী (রাঃ)
সকল রাবী একত্রে দেখুনত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): সাহাবী
জীবনী
হযরত সুহায়ব রাযি. 'নামার' গোত্রের লোক ছিলেন। তাঁর উপনাম আবু ইয়াহইয়া। শৈশবে রোমের সৈন্যরা তাকে বন্দি করে নিয়ে গিয়েছিল। এ কারণে তাকে সুহায়ব রূমী-ও বলা হয়। পরে তারা তাঁকে বিক্রি করে দেয় এবং বনূ কালবের জনৈক ব্যক্তি তাঁকে কিনে নেয়। তারপর তাঁকে বিক্রির জন্য মক্কায় নিয়ে আসা হয়। আব্দুল্লাহ ইব্ন জুদ'আন তাঁকে ক্রয় করেন। পরে তিনি তাঁকে আযাদ করে দেন। মুক্তিলাভের পরও তিনি আব্দুল্লাহ ইব্ন জুদ'আনের সংগে থেকে যান। কারও মতে তিনি বড় হওয়ার পর রোমানদের কাছ থেকে পালিয়ে মক্কায় এসেছিলেন এবং সেখানে আব্দুল্লাহ ইব্ন জুদ'আনের সংগে মৈত্রী চুক্তিতে আবদ্ধ হয়েছিলেন। এটা ইসলাম-পূর্বকালের কথা। নবী কারীম সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম যখন নবুওয়াত লাভ করেন এবং ইসলামের দাওয়াত দেন, তখন প্রথমদিকে যারা তাঁর ডাকে সাড়া দিয়েছিলেন, হযরত সুহায়ব রাযি. তাদের একজন। তিনি এবং হযরত 'আম্মার ইবন ইয়াসির রাযি. একইদিনে ইসলাম গ্রহণ করেন। তাদের আগে ইসলাম গ্রহণকারীদের সংখ্যা ছিল ত্রিশের কিছু বেশি। ইসলাম গ্রহণ করার কারণে মুশরিকদের হাতে যারা সর্বাপেক্ষা বেশি নির্যাতিত হয়েছিলেন,... বিস্তারিত পড়ুন
আরবী জীবনী