আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

الترغيب والترهيب للمنذري

৩. অধ্যায়ঃ ইলেম - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস ১৪১ টি

হাদীস নং: ১৪১
অধ্যায়ঃ ইলেম
পরিচ্ছেদঃ অনুচ্ছেদ
১৪১. হযরত আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন: ইলম দুই প্রকার: অন্তরে বন্ধমূল ইলম , এটাই উপাদেয় ইলম । আর এক প্রকার যবানের ইলম - যা আল্লাহর বান্দাদের বিরুদ্ধে আল্লাহর দলীল।
(ইমাম আবু মনসুর দায়লামী তাঁর 'মুসনাদে ফিরদাউস' গ্রন্থে অত্র হাদীসটি বর্ণনা করেছেন। আর ইস্পাহানী (র) তাঁর গ্রন্থে এবং বায়হাকী (র) ফুযায়ল ইবন ইয়ায সূত্রে বর্ণনা করেছেন। তবে মারফু' রূপে নয়।)
كتاب الْعلم
فصل
141 - وَرُوِيَ عَن أنس قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم الْعلم علمَان فَعلم ثَابت فِي الْقلب فَذَاك الْعلم النافع وَعلم فِي اللِّسَان فَذَاك حجَّة الله على عباده
رَوَاهُ أَبُو مَنْصُور الديلمي فِي مُسْند الفردوس والأصبهاني فِي كِتَابه وَرَوَاهُ الْبَيْهَقِيّ عَن الفضيل بن عِيَاض من قَوْله غير مَرْفُوع
হাদীস নং: ১৪২
অধ্যায়ঃ ইলেম
পরিচ্ছেদঃ অনুচ্ছেদ
১৪২. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন: এক ধরনের ইলম গুপ্ত মুক্তার মত। প্রাজ্ঞ আলিমগণ ছাড়া কেউ তা অবগত নয়। অচেতন (গাফিল) ছাড়া তা কেউ অস্বীকার করে না।
(ইমাম আবু মনসুর দায়লামী তাঁর 'মুসনাদে' এবং আবূ আবদুর রহমান সুলামী তাঁর 'আরবাঈন' নামক তাসওউফ গ্রন্থে হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الْعلم
فصل
142 - وَرُوِيَ عَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِن من الْعلم كَهَيئَةِ الْمكنون لَا يُعلمهُ إِلَّا الْعلمَاء بِاللَّه تَعَالَى فَإِذا نطقوا بِهِ لَا يُنكره إِلَّا أهل الْغرَّة بِاللَّه عز وَجل
رَوَاهُ أَبُو مَنْصُور الديلمي فِي الْمسند وَأَبُو عبد الرَّحْمَن السّلمِيّ فِي الْأَرْبَعين الَّتِي لَهُ فِي التصوف
হাদীস নং: ১৪৩
অধ্যায়ঃ ইলেম
পরিচ্ছেদঃ যানবাহনে ইলম অর্জনের প্রতি অনুপ্রেরণা
১৪৩. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ্ (সা) বলেছেনঃ যে ব্যক্তি ইলম অর্জনের জন্য পথ চলে, আল্লাহ্ তা'আলা তার জন্য জান্নাতের পথ সুগম করে দেন।
(ইমাম মুসলিম প্রমুখ হাদীসটি বর্ণনা করেছেন। পূর্বের অধ্যায়ে পূর্ণ হাদীসটি বর্ণিত হয়েছে।)
كتاب الْعلم
التَّرْغِيب فِي الرحلة فِي طلب الْعلم
143 - عَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ وَمن سلك طَرِيقا يلْتَمس فِيهِ علما سهل الله لَهُ بِهِ طَرِيقا إِلَى الْجنَّة
رَوَاهُ مُسلم وَغَيره وَتقدم بِتَمَامِهِ فِي الْبَاب قبله
হাদীস নং: ১৪৪
অধ্যায়ঃ ইলেম
পরিচ্ছেদঃ যানবাহনে ইলম অর্জনের প্রতি অনুপ্রেরণা
১৪৪. হযরত যির ইবন হুবায়শ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আমি সাফওয়ান ইব্‌ন আসসাল মুরাদী (রা)-এর কাছে গেলাম। তিনি বললেন, কি উদ্দেশ্যে আসা হলো হে? আমি বললাম, ইলম অর্জনের জন্য। তিনি (সাফওয়ান) বললেন, আমি রাসূলুল্লাহ্ (সা) কে বলতে শুনেছিঃ যে ব্যক্তি ইলম অর্জনের জন্য তার ঘর থেকে বের হয়, তার কর্মের প্রতি সন্তুষ্ট হয়ে ফিরিশতাগণ তাঁদের পাখাসমূহ বিছিয়ে দেন।
(ইমাম তিরমিযী (র) হাদীসটি বর্ণনা করে একে সহীহ বলে অভিহিত করেছেন। ইব্ন মাজাহও হাদীসটি বর্ণনা করেছেন এবং শব্দগুলো তাঁরই বর্ণনার। ইব্‌ন হিববান তাঁর 'সহীহ' গ্রন্থে এবং হাকিমও হাদীসটি বর্ণনা করে হাদীসটির সনদ বিশুদ্ধ বলে মন্তব্য করেছেন।)
كتاب الْعلم
التَّرْغِيب فِي الرحلة فِي طلب الْعلم
144 - وَعَن زر بن حُبَيْش قَالَ أتيت صَفْوَان بن عَسَّال الْمرَادِي رَضِي الله عَنهُ قَالَ مَا جَاءَ بك قلت أنبط الْعلم قَالَ فَإِنِّي سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول مَا من خَارج من بَيته فِي طلب الْعلم إِلَّا وضعت لَهُ الْمَلَائِكَة أَجْنِحَتهَا رضَا بِمَا يصنع
رَوَاهُ التِّرْمِذِيّ وَصَححهُ وَابْن مَاجَه وَاللَّفْظ لَهُ وَابْن حبَان فِي صَحِيحه وَالْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد
হাদীস নং: ১৪৫
অধ্যায়ঃ ইলেম
পরিচ্ছেদঃ যানবাহনে ইলম অর্জনের প্রতি অনুপ্রেরণা
১৪৫. হযরত কাবীসা ইব্‌ন মাখারিক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আমি নবী (সা) এর নিকট গেলাম। তিনি বললেন, হে কাবীসা। কিসে তোমাকে নিয়ে আসলো? আমি বললাম, আমার বয়স হয়েছে এবং আমার হাড়গুলো পাতলা হয়ে গেছে, আমি আপনার কাছে এসেছি এ জন্যে যে, আপনি আমাকে এমন বিষয় শিক্ষা দেবেন যার দ্বারা আল্লাহ্ আমাকে ফায়দা দেবেন। তিনি বললেন, হে কাবীসা। যখনই তুমি কোন পাথর, গাছ কিংবা গ্রাম এলাকা অতিক্রম করবে, তখনই তোমার নিজের জন্য ইসতিগফার করে নেবে। হে কাবীসা! যখন তুমি ফজরের সালাত আদায় করবে, তখন তিনবার নিম্নোক্ত দু'আ পড়বে:
سُبْحَانَ الله الْعَظِيم وَبِحَمْدِهِ
অর্থাৎ "মহান আল্লাহ্ পুতঃপবিত্র, তাঁরই জন্য যাবতীয় প্রশংসা।" তা হলে অন্ধত্ব, কুষ্ঠরোগ এবং পক্ষাঘাত
থেকে তুমি মুক্ত থাকবে। হে কাবীসা। তুমি বলবে:
اللَّهُمَّ إِنِّي أَسأَلك مِمَّا عنْدك وأفض عَليّ من فضلك وانشر عَليّ من بركاتك
হে আল্লাহ্! তোমার কাছে যা আছে, তোমার কাছে তা আমি যাঞ্ছা করছি, তুমি আমাকে ফযল-করম দান কর, তোমার রহমতের বারিধারা আমার প্রতি বর্ষণ কর এবং আমার উপর তোমার বরকতসমূহ অবতীর্ণ কর।
(হাদীসটি ইমাম আহমদ বর্ণনা করেছেন। তাঁর সনদে একজন রাবীর নাম তিনি উল্লেখ করেননি)
كتاب الْعلم
التَّرْغِيب فِي الرحلة فِي طلب الْعلم
145 - وَعَن قبيصَة بن الْمخَارِق رَضِي الله عَنهُ قَالَ أتيت النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ يَا قبيصَة مَا جَاءَ بك قلت كَبرت سني ورق عظمي فأتيتك لتعلمني مَا يَنْفَعنِي الله تَعَالَى بِهِ فَقَالَ يَا قبيصَة مَا مَرَرْت بِحجر وَلَا شجر وَلَا مدر إِلَّا اسْتغْفر لَك يَا قبيصَة إِذا صليت الصُّبْح فَقل ثَلَاثًا سُبْحَانَ الله الْعَظِيم وَبِحَمْدِهِ تعاف من الْعَمى والجذام والفلج يَا قبيصَة قل اللَّهُمَّ إِنِّي أَسأَلك مِمَّا عنْدك وأفض عَليّ من فضلك وانشر عَليّ من بركاتك
رَوَاهُ أَحْمد وَفِي إِسْنَاده راو لم يسم
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১৪৬
অধ্যায়ঃ ইলেম
পরিচ্ছেদঃ যানবাহনে ইলম অর্জনের প্রতি অনুপ্রেরণা
১৪৬. হযরত আবু উমামা (রা) সূত্রে নবী করীম (সা) থেকে বর্ণিত। তিনি বলেন, যে ব্যক্তি ভোরবেলা উত্তম বিষয়ে অথবা ইলমে দীন শিক্ষা দেওয়ার জন্য মসজিদে যায়, তার জন্য রয়েছে একটি পূর্ণ হজ্জের সওয়াব।
( ইমাম তাবারানী তাঁর 'কাবীর' গ্রন্থে নির্দোষ সনদে হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الْعلم
التَّرْغِيب فِي الرحلة فِي طلب الْعلم
146 - وَعَن أبي أُمَامَة عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من غَدا إِلَى الْمَسْجِد لَا يُرِيد إِلَّا أَن يتَعَلَّم خيرا أَو يُعلمهُ كَانَ لَهُ كَأَجر حَاج تَاما حجَّته
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير بِإِسْنَاد لَا بَأْس بِهِ
হাদীস নং: ১৪৭
অধ্যায়ঃ ইলেম
পরিচ্ছেদঃ যানবাহনে ইলম অর্জনের প্রতি অনুপ্রেরণা
১৪৭. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সা) কে বলতে শুনেছি, তিনি বলেছেনঃ যে ব্যক্তি আমার এ মসজিদে কোন পূণ্যকর্মের শিক্ষা গ্রহণের কিংবা শিক্ষাদানের জন্য আসে, সে ব্যক্তি আল্লাহর পথের মুজাহিদের মর্যাদা লাভ করবে। পক্ষান্তরে, যে ব্যক্তি এ ছাড়া অন্য কোন উদ্দেশ্যে আসে, সে হচ্ছে ঐ ব্যক্তির ন্যায় যে অন্যের ধন-সম্পদের উপর দৃষ্টিপাত করে।
( ইমাম ইব্ন মাজাহ ও বায়হাকী হাদীসটি রিওয়ায়াত করেছেন। এর সনদে বর্জনযোগ্য কিছু নেই এবং হাদীসটি দুর্বল বলেও ঐকমত্য নেই।)
كتاب الْعلم
التَّرْغِيب فِي الرحلة فِي طلب الْعلم
147 - وَرُوِيَ عَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول من جَاءَ
مَسْجِدي هَذَا لم يَأْته إِلَّا لخير يتعلمه أَو يُعلمهُ فَهُوَ بِمَنْزِلَة الْمُجَاهدين فِي سَبِيل الله وَمن جَاءَ بِغَيْر ذَلِك فَهُوَ بِمَنْزِلَة الرجل ينظر إِلَى مَتَاع غَيره
رَوَاهُ ابْن مَاجَه وَالْبَيْهَقِيّ وَلَيْسَ فِي إِسْنَاده من ترك وَلَا أجمع على ضعفه
হাদীস নং: ১৪৮
অধ্যায়ঃ ইলেম
পরিচ্ছেদঃ যানবাহনে ইলম অর্জনের প্রতি অনুপ্রেরণা
১৪৮. হযরত আলী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সা) বলেছেন: যে ব্যক্তি ইলম তলবের উদ্দেশ্যে পাদুকা, মোজা ও পোশাক-পরিচ্ছদ পরিধান করে বের হয়, সে ঘরের আঙিনায় কদম রাখতে না রাখতেই আল্লাহ্ তা'আলা তার যাবতীয় পাপরাশি ক্ষমা করে দেন।
(ইমাম তাবারানী তাঁর 'আওসাতে' হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الْعلم
التَّرْغِيب فِي الرحلة فِي طلب الْعلم
148 - وَرُوِيَ عَن عَليّ رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم مَا انتعل عبد قطّ وَلَا تخفف وَلَا لبس ثوبا فِي طلب علم إِلَّا غفر الله لَهُ ذنُوبه حَيْثُ يخطو عتبَة دَاره
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط
হাদীস নং: ১৪৯
অধ্যায়ঃ ইলেম
পরিচ্ছেদঃ যানবাহনে ইলম অর্জনের প্রতি অনুপ্রেরণা
১৪৯. হযরত আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন, যে ব্যক্তি ইলম অর্জনের উদ্দেশ্যে বের হয়, সে ঘরে ফিরে না আসা পর্যন্ত আল্লাহর পথেই থাকে।
(ইমাম তিরমিযী হাদীসটি রিওয়ায়াত করে বলেন, হাদীসটি হাসান।)
كتاب الْعلم
التَّرْغِيب فِي الرحلة فِي طلب الْعلم
149 - وَعَن أنس قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من خرج فِي طلب الْعلم فَهُوَ فِي سَبِيل الله حَتَّى يرجع
رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن
হাদীস নং: ১৫০
অধ্যায়ঃ ইলেম
পরিচ্ছেদঃ যানবাহনে ইলম অর্জনের প্রতি অনুপ্রেরণা
১৫০. হযরত আবুদ-দারদা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সা) কে বলতে শুনেছি, তিনি বলেছেন: যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য ইলম অর্জনের উদ্দেশ্যে সফর করে, আল্লাহ্ তা'আলা তার জন্য জান্নাতের একটি দরজা খুলে দেন। আর ফিরিশতাগণ ইলম অন্বেষণকারীর জন্য তাদের ডানাসমূহ বিছিয়ে দেন। ইলম অন্বেষণকারীর জন্য আসমানের ফিরিশতাকুল আল্লাহর কাছে মাগফিরাত কামনা করেন, এমনকি পানির মাছও তাদের জন্য দু'আ করে। একজন আবিদের উপর আলিমের মর্যাদা হল আকাশের সবচাইতে ক্ষুদ্র নক্ষত্রটির উপর পূর্ণিমার চাঁদের শ্রেষ্ঠত্বের ন্যায়। আলিমগণ নবীগণের উত্তরাধিকারী, আর নবীগণ দীনার-দিরহাম উত্তরাধিকার হিসেবে রেখে যাননি, বরং তাঁরা মীরাস হিসেবে রেখে গেছেন ইলমে দীন। যে ব্যক্তি তা গ্রহণ করলো, সে যেন এক বিরাট হিস্সা লাভ করলো। আলিমের মৃত্যু এরকম বিপদ যার ক্ষতি অপূরণীয় এবং তা এমন ফাটল যার প্রতিবিধান হবার নয়। আলিম ব্যক্তি নক্ষত্রতুল্য, যার মৃত্যু নক্ষত্রের পতনতুল্য। একটি গোটা গোত্রের (লোকদের) মৃত্যু একজন আলিমের মৃত্যু থেকে কম গুরুত্ববহ।
(ইমাম আবূ দাউদ, তিরমিযী, ইব্ন মাজাহ, ইব্ন হিব্বানের 'সহীহ' গ্রন্থে হাদীসটি বর্ণিত হয়েছে। তবে তাঁদের গ্রন্থে موت العالم থেকে শেষ পর্যন্ত উল্লেখ নেই। বায়হাকী নিজ শব্দযোগে ওলীদ ইব্‌ন মুসলিম সূত্রে হাদীসটি বর্ণনা করেন। তিনি বলেন, আমাদের কাছে খালিদ ইবন ইয়াযীদ ইব্‌ন আবূ মালিক (র) উসমান ইব্‌ন আয়মান হতে রিওয়ায়াত করেন। অচীরেই পরবর্তী অধ্যায়ে আবু রুদায়নের হাদীস আসছে ইনশা আল্লাহ্।)
كتاب الْعلم
التَّرْغِيب فِي الرحلة فِي طلب الْعلم
150 - وَعَن أبي الدَّرْدَاء قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول من غَدا يُرِيد الْعلم يتعلمه لله فتح الله لَهُ بَابا إِلَى الْجنَّة وفرشت لَهُ الْمَلَائِكَة أكنافها وصلت عَلَيْهِ مَلَائِكَة السَّمَوَات وحيتان الْبَحْر وللعالم من الْفضل على العابد كَالْقَمَرِ لَيْلَة الْبَدْر على أَصْغَر كَوْكَب فِي السَّمَاء وَالْعُلَمَاء وَرَثَة الْأَنْبِيَاء إِن الْأَنْبِيَاء لم يورثوا دِينَارا وَلَا درهما وَلَكنهُمْ ورثوا الْعلم فَمن أَخذه أَخذ بحظه
وَمَوْت الْعَالم مُصِيبَة لَا تجبر وثلمة لَا تسد وَهُوَ نجم طمس موت قَبيلَة أيسر من موت عَالم
رَوَاهُ أَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ وَابْن مَاجَه وَابْن حبَان فِي صَحِيحه وَلَيْسَ عِنْدهم موت الْعَالم إِلَى آخِره وَرَوَاهُ الْبَيْهَقِيّ وَاللَّفْظ لَهُ من رِوَايَة الْوَلِيد بن مُسلم
حَدثنَا خَالِد بن يزِيد بن أبي مَالك عَن عُثْمَان بن أَيمن عَنهُ وَسَيَأْتِي فِي الْبَاب بعده حَدِيث أبي الردين إِن شَاءَ الله تَعَالَى
হাদীস নং: ১৫১
অধ্যায়ঃ ইলেম
পরিচ্ছেদঃ হাদীস শোনা, এর প্রচার-প্রসার ও অনুলিখনের প্রতি উৎসাহ দান এবং রাসূলুল্লাহ (সা) এর উপর মিথ্যা আরোপের প্রতি ভীতি প্রদর্শন।
১৫১. হযরত ইবন মাসউদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ (সা) কে বলতে শুনেছিঃ যে ব্যক্তি আমার বাণী সমূহের কিছু শুনে হুবহু অন্যের কাছে পৌছিয়ে দেয়, আল্লাহ তা'আলা তাকে হাস্যোজ্জ্বল করুন। কেননা যাদের কাছে পৌঁছানো হয় তাদের অনেকেই (সরাসরি হাদীসের) শ্রোতা অপেক্ষা অধিক সংরক্ষক হয়ে থাকে।
(আবূ দাউদ, তিরমিযী ও ইব্ন হিব্বান তাঁর 'সহীহ' গ্রন্থে হাদীসটি রিওয়ায়াত করেছেন। তবে তিনি (ইব্‌ন হিববান نضر الله امْرأ এর স্থলে رحم الله امْرأ বলেছেন যার অর্থ "আল্লাহ্ সে ব্যক্তিকে রহমত করুন!" তিরমিযী বলেন: হাদীসটি হাসান-সহীহ।)
كتاب الْعلم
التَّرْغِيب فِي سَماع الحَدِيث وتبليغه ونسخه والترهيب من الْكَذِب على رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم
151 - عَن ابْن مَسْعُود رَضِي الله عَنهُ قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول نضر الله امْرأ سمع منا شَيْئا فَبَلغهُ كَمَا سَمعه فَرب مبلغ أوعى من سامع
رَوَاهُ أَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ وَابْن حبَان فِي صَحِيحه إِلَّا أَنه قَالَ رحم الله امْرأ
وَقَالَ التِّرْمِذِيّ حَدِيث حسن صَحِيح
হাদীস নং: ১৫২
অধ্যায়ঃ ইলেম
পরিচ্ছেদঃ হাদীস শোনা, এর প্রচার-প্রসার ও অনুলিখনের প্রতি উৎসাহ দান এবং রাসূলুল্লাহ (সা) এর উপর মিথ্যা আরোপের প্রতি ভীতি প্রদর্শন।
১৫২. হযরত যায়দ ইবন সাবিত (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্-(সা) কে বলতে শুনেছি, তিনি বলেছেনঃ যে ব্যক্তি আমার একটি কথা শুনে তা অন্যের কাছে পৌঁছিয়ে দেয়, আল্লাহ্ তা'আলা তাকে হাস্যোজ্জ্বল ও স্বাচ্ছন্দ্যময় করুন। কেননা ফিকহ-এর এমন অনেক বাহক আছে যারা এমন লোকের কাছে তা প্রচার করে যারা তাদের চাইতে অধিকতর ব্যুৎপত্তিসম্পন্ন। কোন কোন ক্ষেত্রে এমনও হয় যে, আইন ও ফিকহের বাহক নিজে ফকীহ বা ব্যুৎপত্তিসম্পন্ন নয় (উক্ত বিষয়ের শিক্ষার্থী বরং অধিকতর সমঝদার)। তিনটি বিষয়ে কোন মুসলমানের অন্তর যেন খিয়ানতের প্রশ্রয় না দেয়। তা হলোঃ (১) খাঁটি অন্তরে আল্লাহর সন্তুষ্টির জন্য আমল করা, (২) শাসকবর্গকে সদুপদেশ দেওয়া এবং (৩) আবশ্যিকভাবে মুসলমানদের জামাআতের সাথে থাকা, কেননা দাওয়াত তাদের অনুসারীদের পরিবেষ্টন করে রাখে। যার অভীষ্ট হচ্ছে দুনিয়া লাত, আল্লাহ তা'আলা তার সব ব্যাপার স্যাপারকে গোলমেলে করে দেন এবং দারিদ্র্যকেই তার ভাগ্যলিপি করে দেন। অথচ সে (আল্লাহ কর্তৃক) নির্ধারিত হিস্সা ব্যতীত দুনিয়ার কিছুই লাভ করে না। আর যার উদ্দিষ্ট হয় আখিরাত, আল্লাহ তা'আলা তার কর্মকাণ্ড সুবিন্যস্ত করে দেন। তার অন্তর প্রাচুর্যে ভরে দেন এবং দুনিয়া তার কাছে অনিচ্ছাকৃতভাবে এসে ধরা দেয়।

(ইব্ন হিব্বান তাঁর সহীহ গ্রন্থে এবং বায়হাকী অগ্র-পশ্চাত করে হাদীসটি বর্ণনা করেন। বায়হাকী (র) তার রিওয়ায়াতের প্রথম অংশে لَيْسَ بفقيه উল্লেখ করেছেন। আবু দাউদ ও তিরমিযী বির্ণনা করেছেন। তিরমিযী হাদীসটিকে হাসান বলেছেন। নাসাঈ ও ইবন মাজাহ উভয়ে অতিরিক্ত শব্দে এ হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الْعلم
التَّرْغِيب فِي سَماع الحَدِيث وتبليغه ونسخه والترهيب من الْكَذِب على رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم
152 - وَعَن زيد بن ثَابت قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول نضر الله امْرأ سمع منا حَدِيثا فَبَلغهُ غَيره فَرب حَامِل فقه إِلَى من هُوَ أفقه مِنْهُ وَرب حَامِل فقه لَيْسَ بفقيه ثَلَاث لَا يغل عَلَيْهِنَّ قلب مُسلم إخلاص الْعَمَل لله ومناصحة وُلَاة الْأَمر وَلُزُوم الْجَمَاعَة فَإِن دعوتهم تحيط من وَرَاءَهُمْ وَمن كَانَت الدُّنْيَا نِيَّته فرق الله عَلَيْهِ أمره وَجعل فقره بَين عَيْنَيْهِ وَلم يَأْته من الدُّنْيَا إِلَّا مَا كتب لَهُ وَمن كَانَت الْآخِرَة نِيَّته جمع الله أمره وَجعل غناهُ فِي قلبه وأتته الدُّنْيَا وَهِي راغمة
رَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه وَالْبَيْهَقِيّ بِتَقْدِيم وَتَأْخِير وروى صَدره إِلَى قَوْله لَيْسَ بفقيه
رَوَاهُ أَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ وَحسنه وَالنَّسَائِيّ وَابْن مَاجَه بِزِيَادَة عَلَيْهِمَا
হাদীস নং: ১৫৩
অধ্যায়ঃ ইলেম
পরিচ্ছেদঃ হাদীস শোনা, এর প্রচার-প্রসার ও অনুলিখনের প্রতি উৎসাহ দান এবং রাসূলুল্লাহ (সা) এর উপর মিথ্যা আরোপের প্রতি ভীতি প্রদর্শন।
১৫৩. হযরত আনাস ইব্ন মালিক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) মিনা প্রান্তরের কাছে মসজিদুল খায়ফে আমাদের উদ্দেশ্যে ভাষণ দেন। তিনি বললেন, যে ব্যক্তি আমার বাণী শুনে তা কণ্ঠস্থ করে নেয়, সংরক্ষণ করে এবং যে শোনেনি তার কাছে পৌঁছিয়ে দেয়, আল্লাহ্ তা'আলা তার চেহারা হাস্যোজ্জ্বল করবেন। অতঃপর যে শুনেনি সে তার কাছে পৌঁছিয়ে দেয়। সাবধান! ফিক্‌হ-এর অনেক বাহক এমন রয়েছে যারা নিজেরা ফিকহবিদ নয়। আবার ফিকহ-এর এমন অনেক বাহক রয়েছে, তারা তাদের কাছে ফিকহ পৌঁছে দেয়, তারা তাদের চাইতে (শিক্ষার্থীরা) অধিকতর ব্যুৎপত্তিসম্পন্ন হয়ে থাকে।
(ইমাম তাবারানী তাঁর 'আওসাতে' হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الْعلم
التَّرْغِيب فِي سَماع الحَدِيث وتبليغه ونسخه والترهيب من الْكَذِب على رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم
153 - وَرُوِيَ عَن أنس بن مَالك رَضِي الله عَنهُ قَالَ خَطَبنَا رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم بِمَسْجِد الْخيف من منى فَقَالَ نضر الله امْرأ سمع مَقَالَتي فحفظها ووعاها وَبَلغهَا من لم يسْمعهَا ثمَّ ذهب بهَا إِلَى من لم يسْمعهَا أَلا فَرب حَامِل فقه لَا فقه لَهُ وَرب حَامِل فقه إِلَى من هُوَ أفقه مِنْهُ
الحَدِيث
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط
হাদীস নং: ১৫৪
অধ্যায়ঃ ইলেম
পরিচ্ছেদঃ হাদীস শোনা, এর প্রচার-প্রসার ও অনুলিখনের প্রতি উৎসাহ দান এবং রাসূলুল্লাহ (সা) এর উপর মিথ্যা আরোপের প্রতি ভীতি প্রদর্শন।
১৫৪. হযরত জুবায়র ইব্‌ন মুতইম (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ (সা) কে মিনা প্রান্তরের কাছে মসজিদুল খায়ফে ভাষণ দিতে গিয়ে বলতে শুনেছিঃ আল্লাহ্ তা'আলা সেই ব্যক্তিকে হাস্যোজ্জ্বল রাখুন যে আমার একটি কথা কণ্ঠস্থ করে ও সংরক্ষণ করেছে এবং যে তা শুনেনি, তার কাছে পৌছিয়ে দিয়েছে। অনেকে এমন রয়েছে যাদের ফিকহ বা ব্যুৎপত্তি রয়েছে, আবার এমনও অনেকে রয়েছে যাদের চেয়ে তাদের শিক্ষার্থীরাই অধিকতর সমঝদার বা ব্যুৎপত্তিসম্পন্ন। তিনটি ব্যাপারে মুমিনের অন্তর যেন খিয়ানত না করেঃ (১) খাঁটি অন্তরে আল্লাহর সন্তুষ্টির জন্য আমল করা; (২) মুসলমানদের শাসকদেরকে সদুপদেশ দেওয়া ও (৩) অতি অবশ্য মুসলমানদের জামাআতের সাথে থাকা।
(ইমাম আহমদ, ইব্ন মাজাহ এবং তাবারানী 'কাবীরে' সংক্ষিপ্ত ও দীর্ঘ উভয় প্রকারে বর্ণনা করেছেন। তবে তাবারানী تحفظ শব্দের পরিবর্তে تحيط শব্দের উল্লেখ করেছেন। তারা সবাই মুহাম্মদ ইব্ন ইসহাক -এর বরাতে আবদুস সালাম সূত্রে যুহরী থেকে, তিনি মুহাম্মাদ ইব্ন জুবায়র ইব্ন মুহুম থেকে, তিনি তাঁর পিতার সূত্রে বর্ণনা করেন। তাবারানীর মতে, আহমদ (র) সালিহ ইব্‌ন কায়সান সূত্রে যুহরী থেকে বর্ণনা করেন। এ সনদটি হাসান।)
كتاب الْعلم
التَّرْغِيب فِي سَماع الحَدِيث وتبليغه ونسخه والترهيب من الْكَذِب على رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم
154 - وَعَن جُبَير بن مطعم قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم بالخيف خيف منى يَقُول نضر الله عبدا سمع مَقَالَتي فحفظها ووعاها وَبَلغهَا من لم يسْمعهَا فَرب حَامِل فقه لَهُ وَرب حَامِل فقه إِلَى من هُوَ أفقه مِنْهُ
ثَلَاث لَا يغل عَلَيْهِنَّ قلب مُؤمن إخلاص الْعَمَل لله
والنصيحة لائمة الْمُسلمين وَلُزُوم جَمَاعَتهمْ فَإِن دعوتهم تحفظ من وَرَاءَهُمْ
رَوَاهُ أَحْمد وَابْن مَاجَه وَالطَّبَرَانِيّ فِي الْكَبِير مُخْتَصرا وَمُطَولًا إِلَّا أَنه قَالَ تحيط بياء بعد الْحَاء رَوَوْهُ كلهم عَن مُحَمَّد بن إِسْحَاق عَن عبد السَّلَام عَن الزُّهْرِيّ عَن مُحَمَّد بن جُبَير بن مطعم عَن أَبِيه وَله عِنْد أَحْمد طَرِيق عَن صَالح بن كيسَان عَن الزُّهْرِيّ وَإسْنَاد هَذِه حسن
হাদীস নং: ১৫৫
অধ্যায়ঃ ইলেম
পরিচ্ছেদঃ হাদীস শোনা, এর প্রচার-প্রসার ও অনুলিখনের প্রতি উৎসাহ দান এবং রাসূলুল্লাহ (সা) এর উপর মিথ্যা আরোপের প্রতি ভীতি প্রদর্শন।
১৫৫. হযরত ইব্‌ন আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (সা) বলেছেনঃ হে আল্লাহ্। আমার স্থলাভিষিক্তদের প্রতি দয়া কর। আমরা বললাম, ইয়া রাসূলাল্লাহ্! আপনার স্থলাভিষিক্ত কারা? তিনি বললেন, যারা আমার পরে আমার হাদীস রিওয়ায়াত করবে এবং লোকদের তা শিক্ষা দেবে।
(ইমাম তাবারানী তাঁর 'আওসাতে' হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الْعلم
التَّرْغِيب فِي سَماع الحَدِيث وتبليغه ونسخه والترهيب من الْكَذِب على رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم
155 - وَرُوِيَ عَن ابْن عَبَّاس قَالَ قَالَ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم اللَّهُمَّ ارْحَمْ خلفائي
قُلْنَا يَا رَسُول الله وَمن خلفاؤك قَالَ الَّذين يأْتونَ من بعدِي يروون أحاديثي ويعلمونها النَّاس
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط
হাদীস নং: ১৫৬
অধ্যায়ঃ ইলেম
পরিচ্ছেদঃ হাদীস শোনা, এর প্রচার-প্রসার ও অনুলিখনের প্রতি উৎসাহ দান এবং রাসূলুল্লাহ (সা) এর উপর মিথ্যা আরোপের প্রতি ভীতি প্রদর্শন।
১৫৬. হযরত আবু রুদায়ন (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সা) বলেছেনঃ যে দল পূর্ণ মমত্ববোধ সহকারে কুরআনুল করীম শিক্ষার জন্য একত্র হয়, তারা আল্লাহর মেহমান। মজলিস ত্যাগ না করা পর্যন্ত ফিরিশতাকুল তাদের বেষ্টন করে রাখেন অথবা অন্য কথা না বলা পর্যন্ত ফিরিশতাকুল তাদের ঘিরে থাকেন। যে আলিম ইলম অর্জনের উদ্দেশ্যে বের হয় এই আশংকায় যে, হয়ত সে মারা যাবে অথবা পুস্তকাদি সঙ্কলন- অনুলিখনের উদ্দেশ্যে বের হয় এ আশঙ্কায় যে, এর অভাবে হয়ত ইলম চর্চা বন্ধ হয়ে যাবে, সে আল্লাহর পথে বিচরণকারী মুজাহিদের ন্যায়। যার আমল তাকে পিছিয়ে দেবে, বংশ মর্যাদা তার কোন উপকারে আসবে না।
(ইমাম তাবারানী (র) তাঁর 'কাবীর' গ্রন্থে ইসমাঈল ইব্‌ন আইয়্যাশ সূত্রে হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الْعلم
التَّرْغِيب فِي سَماع الحَدِيث وتبليغه ونسخه والترهيب من الْكَذِب على رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم
156 - وَعَن أبي الردين قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم مَا من قوم يَجْتَمعُونَ على كتاب الله يتعاطونه بَينهم إِلَّا كَانُوا أضيافا لله وَإِلَّا حفتهم الْمَلَائِكَة حَتَّى يقومُوا أَو يخوضوا فِي حَدِيث غَيره وَمَا من عَالم يخرج فِي طلب علم مَخَافَة أَن يَمُوت أَو انتساخه مَخَافَة أَن يدرس إِلَّا كَانَ كالغازي الرَّائِح فِي سَبِيل الله وَمن يبطىء بِهِ عمله لم يسْرع بِهِ نسبه
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير من رِوَايَة إِسْمَاعِيل بن عَيَّاش
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১৫৭
অধ্যায়ঃ ইলেম
পরিচ্ছেদঃ হাদীস শোনা, এর প্রচার-প্রসার ও অনুলিখনের প্রতি উৎসাহ দান এবং রাসূলুল্লাহ (সা) এর উপর মিথ্যা আরোপের প্রতি ভীতি প্রদর্শন।
১৫৭. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সা) বলেছেন: আদম সন্তান যখন মারা যায়, তখন তার তিনটি আমল ব্যতীত যাবতীয় আমল বন্ধ হয়ে যায়। (১) সাদকায়ে জারিয়া, (২) সেই ইলম- যদ্বারা উপকৃত হওয়া যায় অথবা (৩) নেক সন্তান যে তার জন্য দু'আ করে।
(ইমাম মুসলিম প্রমুখ হাদীসটি বর্ণনা করেছেন।)
[হাফিয ইবনুল মুনযির (র) বলেন:] উপাদেয় বিদ্যার লেখক, পাঠক ও রচয়িতা কিংবা তার পরে আমলকারী যতদিন ঐ লেখা ও আমল চলবে, ততদিন সে সওয়াব পেতে থাকবে। এমন অপকারী বিদ্যা যার দ্বারা গুনাহ সাব্যস্ত হয়, তার পাপ পাঠকের পাপ, তার অনুলিখনকারীর পাপ এবং আমলকারীর পাপ তার উপর বর্তাবে যতদিন তা অবশিষ্ট থাকবে। কেননা পূর্বের হাদীসসমূহে উল্লেখিত হয়েছে যে, যে ব্যক্তি কোন পূণ্য কাজের প্রর্বতন করে অথবা মন্দ কাজের প্রর্বতন করে, তার উপর আমলকারীদের পূণ্য বা পাপের অনুরূপ প্রর্বতনকারীর উপরও বর্তাবে। আল্লাহ সর্বজ্ঞ।
كتاب الْعلم
التَّرْغِيب فِي سَماع الحَدِيث وتبليغه ونسخه والترهيب من الْكَذِب على رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم
157 - وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِذا مَاتَ ابْن آدم انْقَطع عمله إِلَّا من ثَلَاث صَدَقَة جَارِيَة أَو علم ينْتَفع بِهِ أَو ولد صَالح يَدْعُو لَهُ
رَوَاهُ مُسلم وَغَيره وَتقدم هُوَ وَمَا يَنْتَظِم فِي سلكه وَيَأْتِي لَهُ نَظَائِر فِي نشر الْعلم وَغَيره إِن شَاءَ الله تَعَالَى
قَالَ الْحَافِظ وناسخ الْعلم النافع لَهُ أجره وَأجر من قَرَأَهُ أَو نسخه أَو عمل بِهِ من بعده مَا بَقِي خطه وَالْعَمَل بِهِ لهَذَا الحَدِيث وَأَمْثَاله وناسخ غير النافع مِمَّا يُوجب الْإِثْم عَلَيْهِ وزره ووزر من قَرَأَهُ أَو نسخه أَو عمل بِهِ من بعده مَا بَقِي خطه وَالْعَمَل بِهِ لما تقدم من الْأَحَادِيث من سنّ سنة حَسَنَة أَو سَيِّئَة
وَالله أعلم
হাদীস নং: ১৫৮
অধ্যায়ঃ ইলেম
পরিচ্ছেদঃ হাদীস শোনা, এর প্রচার-প্রসার ও অনুলিখনের প্রতি উৎসাহ দান এবং রাসূলুল্লাহ (সা) এর উপর মিথ্যা আরোপের প্রতি ভীতি প্রদর্শন।
১৫৮. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেনঃ যে ব্যক্তি আমার নামের পরে "সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম" লিখবে, তা যতদিন গ্রন্থবন্ধ থাকবে, ফিরিশতাকুল ততদিন তার জন্য ইসতিগফার করতে থাকবে।
(ইমাম তাবারানী প্রমুখ মুহাদ্দিসগণ জাফর ইব্ন মুহাম্মদ থেকে মওকুফ সনদে হাদীসটি বর্ণনা করেছেন। এটাই সমঞ্জস্য।)
كتاب الْعلم
التَّرْغِيب فِي سَماع الحَدِيث وتبليغه ونسخه والترهيب من الْكَذِب على رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم
158 - وَرُوِيَ عَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من صلى عَليّ فِي كتاب لم تزل الْمَلَائِكَة تستغفر لَهُ مَا دَامَ اسْمِي فِي ذَلِك الْكتاب
رَوَاهُ الطَّبَرَانِيّ وَغَيره وَرُوِيَ من كَلَام جَعْفَر بن مُحَمَّد مَوْقُوفا عَلَيْهِ وَهُوَ أشبه
হাদীস নং: ১৫৯
অধ্যায়ঃ ইলেম
পরিচ্ছেদঃ হাদীস শোনা, এর প্রচার-প্রসার ও অনুলিখনের প্রতি উৎসাহ দান এবং রাসূলুল্লাহ (সা) এর উপর মিথ্যা আরোপের প্রতি ভীতি প্রদর্শন।
১৫৯. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) প্রতি মিথ্যারোপ করবে, সে যেন তার বাসস্থান জাহান্নামে প্রস্তুত করে নেয়।
(ইমাম বুখারী, মুসলিম প্রমুখ হাদীসটি রিওয়ায়াত করেন। এ হাদীসটি একাধিক সাহাবী সিহাহ, সুনান, মাসানীদ ইত্যাদি গ্রন্থসমূহে বর্ণিত রয়েছে। ফলে হাদীসটি প্রায় মুতাওয়াতির এর পর্যায়ে পৌঁছে গেছে। আল্লাহ সর্বজ্ঞ।)
كتاب الْعلم
التَّرْغِيب فِي سَماع الحَدِيث وتبليغه ونسخه والترهيب من الْكَذِب على رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم
159 - وَعنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من كذب عَليّ مُتَعَمدا فَليَتَبَوَّأ مَقْعَده من النَّار
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَغَيرهمَا وَهَذَا الحَدِيث قد رُوِيَ عَن غير وَاحِد من الصَّحَابَة فِي الصِّحَاح وَالسّنَن وَالْمَسَانِيد وَغَيرهَا حَتَّى بلغ مبلغ التَّوَاتُر وَالله أعلم
হাদীস নং: ১৬০
অধ্যায়ঃ ইলেম
পরিচ্ছেদঃ হাদীস শোনা, এর প্রচার-প্রসার ও অনুলিখনের প্রতি উৎসাহ দান এবং রাসূলুল্লাহ (সা) এর উপর মিথ্যা আরোপের প্রতি ভীতি প্রদর্শন।
১৬০. হযরত সামুরা ইব্‌ন জুনদুব (রা) সূত্রে নবী (সা) থেকে বর্ণিত। তিনি বলেন, যে ব্যক্তি আমার পক্ষ থেকে এমন কথা বলে যা সম্পর্কে সে জ্ঞাত আছে যে তা মিথ্যা, সে মিথ্যুকদের একজন।
(ইমাম মুসলিম প্রমুখ হাদীসটি রিওয়ায়াত করেছেন।)
كتاب الْعلم
التَّرْغِيب فِي سَماع الحَدِيث وتبليغه ونسخه والترهيب من الْكَذِب على رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم
160 - وعن سمرة بن جُندُبٍ عن النبى صلى الله عليه وسلم قال: من حدث عني بحديث يرى أنه كذب (1) فهو أحد الكاذبين (2). رواه مسلم وغيره.