ত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): সাহাবী
জীবনী
হযরত কাবীসা ইবনুল মুখারিক রাযি. হযরত কাবীসা ইবনুল মুখারিক রাযি. বনূ আমির ইবন সা'সা'আর শাখা হিলাল গোত্রীয় একজন সাহাবী। তাঁর উপনাম আবূ বিশর। তিনি নিজ গোত্রের একটি প্রতিযোগী দলের সঙ্গে মদীনা মুনাউওয়ারায় আগমন করেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করে ইসলাম গ্রহণ করেন। তাঁর গোত্র বনূ হিলাল ছিল হযরত আব্দুল্লাহ ইবন আব্বাস রাযি.-এর মাতুল। ইসলাম গ্রহণকালে তিনি ছিলেন অত্যন্ত বয়োবৃদ্ধ। হযরত কাবীসা রাযি. বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এলে তিনি আমাকে জিজ্ঞেস করলেন, হে কাবীসা! তুমি কী জন্য এসেছ? আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! আমি বয়োবৃদ্ধ হয়ে পড়েছি। আমার অস্থি দুর্বল হয়ে গেছে। আমি আপনার কাছে এসেছি যাতে আপনি আমাকে এমন কিছু শিক্ষা দেন, যা দ্বারা আল্লাহ তা'আলা আমাকে উপকৃত করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে কাবীসা, তুমি যত পাথর, গাছ-গাছালি ও মাটির পাশ হয়ে অতিক্রম করে এসেছ, তার সবকিছুই তোমার জন্য মাগফেরাতের দুআ করেছে। হে কাবীসা! ফজরের নামায আদায়ের পর তুমি পড়বে- ا سُبْحَانَ اللَّهِ الْعَظِيْمِ... বিস্তারিত পড়ুন
আরবী জীবনী
قبيصة بن المخارق ب د ع: قبيصة بْن المخارق بْن عَبْد اللَّه بْن شداد بْن رَبِيعة بْن نهيك بْن هلال بْن عَامِر بْن صعصعة العامري الهلالي عداده فِي أهل البصرة، وفد عَلَى النَّبِيّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يكنى أبا بشر. قَالَ أَبُو الْعَبَّاس مُحَمَّد بْن يَزِيدَ: لــقبيصة صحبة. روى عَنْهُ: أَبُو عثمان النهدي، وَأَبُو قلابة، وابنه قطن بْن قبيصة. (1361) أَخْبَرَنَا يَحْيَى بْنُ مَحْمُودٍ بِإِسْنَادِهِ، عَنْ مُسْلِمٍ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى وَقُتَيْبَةُ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ هَارُونَ بْنِ رِئَابٍ، عَنْ كِنَانَةَ بْنِ نُعَيْمٍ الْعَدَوِيِّ، عَنْ قَبِيصَةَ بْنِ مُخَارِقٍ الْهِلالِيِّ، أَنَّهُ قَالَ: تَحَمَّلْتُ حَمَالَةً، فَأَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَسْأَلُهُ فِيهَا، فَقَالَ: " أَقِمْ حَتَّى تَأْتِيَنَا الصَّدَقَةُ، فَنَأْمُرُ لَكَ بِهَا "، ثُمَّ قَالَ: " يَا قَبِيصَةُ، إِنَّ الصَّدَقَةَ لا تَحِلُّ إِلا لأَحَدِ ثَلاثَةٍ: رَجُلٌ تَحَمَّلَ حَمَالَةً فَحَلَّتْ لَهُ الْمَسْأَلَةُ حَتَّى يُصِيبَهَا ثُمَّ يُمْسِكَ، وَرَجُلٌ أَصَابَتْهُ جَائِحَةٌ اجْتَاحَتْ مَالَهُ فَحَلَّتْ لَهُ الصَّدَقَةُ، حَتَّى يُصِيبَ قِوَامًا مِنْ عَيْشٍ، أَوْ قَالَ: سَدَادًا مِنْ عَيْشٍ، وَرَجُلٌ... বিস্তারিত পড়ুন