মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ
مسند الامام الأعظم أبي حنيفة رحـ برواية الحصكفي
১৯. পানাহারের দ্রব্যাদি, কুরবানী, শিকার এবং যবেহ সম্পর্কে বর্ণনা - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৪ টি
হাদীস নং: ৪০৮
পানাহারের দ্রব্যাদি, কুরবানী, শিকার এবং যবেহ সম্পর্কে বর্ণনা
যিলহজ্জ মাসের প্রথম দশ দিনের ফযীলত
হাদীস নং- ৪০৮
হযরত ইব্ন আব্বাস (রাযিঃ) বর্ণনা করেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন আল্লাহর নিকট যিলহজ্জ মাসের প্রথম দশ দিন থেকে উত্তম কোন দিন নেই। তাই উক্ত দিনসমূহে বেশী বেশী আল্লাহর যিকির কর।
হযরত ইব্ন আব্বাস (রাযিঃ) বর্ণনা করেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন আল্লাহর নিকট যিলহজ্জ মাসের প্রথম দশ দিন থেকে উত্তম কোন দিন নেই। তাই উক্ত দিনসমূহে বেশী বেশী আল্লাহর যিকির কর।
كتاب الأطعمة والأشربة والشرب والضحايا والصيد والذبائح
عَنْ مُخَوَّلِ بْنِ رَاشِدٍ، عَنْ مُسْلِمٍ الْبَطِينِ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا مِنْ أَيَّامٍ أَفْضَلُ عِنْدَ اللَّهِ مِنْ أَيَّامِ عَشْرِ الْأَضْحَى، فَأَكْثِرُوا فِيهِنَّ مِنْ ذِكْرِ اللَّهِ تَعَالَى»
হাদীস নং: ৪০৯
পানাহারের দ্রব্যাদি, কুরবানী, শিকার এবং যবেহ সম্পর্কে বর্ণনা
যিলহজ্জ মাসের প্রথম দশ দিনের ফযীলত
হাদীস নং-৪০৯
অনুবাদ: হযরত জাবির ইব্ন আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত, নবী করীম (ﷺ) অধিক পশম বিশিষ্ট সাদা-কালো মিশ্রিত রংের দুটি ভেড়া কুরবানী করেছেন। একটি নিজের পক্ষ থেকে। অপরটি স্বীয় উম্মতের প্রতিটি কালেমা উচ্চারণকারী মানুষের পক্ষ থেকে। এ হাদীসের অপর একটি সূত্র রয়েছে, যাতে হযরত জাবির (রাযিঃ)-এর উল্লেখ নেই।
অনুবাদ: হযরত জাবির ইব্ন আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত, নবী করীম (ﷺ) অধিক পশম বিশিষ্ট সাদা-কালো মিশ্রিত রংের দুটি ভেড়া কুরবানী করেছেন। একটি নিজের পক্ষ থেকে। অপরটি স্বীয় উম্মতের প্রতিটি কালেমা উচ্চারণকারী মানুষের পক্ষ থেকে। এ হাদীসের অপর একটি সূত্র রয়েছে, যাতে হযরত জাবির (রাযিঃ)-এর উল্লেখ নেই।
كتاب الأطعمة والأشربة والشرب والضحايا والصيد والذبائح
عَنِ الْهَيْثَمِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ سَابِطٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ: «أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ضَحَّى بِكَبْشَيْنِ أَشْعَرَيْنِ أَمْلَحَيْنِ، أَحَدُهُمَا عَنْ نَفْسِهِ، وَالْآخَرُ عَنْ مَنْ شَهِدَ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ مِنْ أُمَّتِهِ» .
وَفِي رِوَايَةٍ نَحْوُهُ، وَلَمْ يَذْكُرْ جَابِرُ بْنُ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ
وَفِي رِوَايَةٍ نَحْوُهُ، وَلَمْ يَذْكُرْ جَابِرُ بْنُ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ
হাদীস নং: ৪১০
পানাহারের দ্রব্যাদি, কুরবানী, শিকার এবং যবেহ সম্পর্কে বর্ণনা
যিলহজ্জ মাসের প্রথম দশ দিনের ফযীলত
হাদীস নং- ৪১০
হযরত আবি বুরদা (রাযিঃ) সম্পর্কে বর্ণিত আছে, তিনি ঈদের নামাযের পূর্বে একটি বকরী কুরবানী করেন। নবী করীম (ﷺ)-এর নিকট তা উল্লেখ করা হয়। তিনি (হযরত আবি বুরদাকে উদ্দেশ্য করে) বলেন: এ কুরবানী শুধু তোমার পক্ষ থেকে যথেষ্ট বা গ্রহণ করা হয়েছে। তোমার পর কারো পক্ষ থেকে যথেষ্ট বা গ্রহণযোগ্য হবে না।
হযরত আবি বুরদা (রাযিঃ) সম্পর্কে বর্ণিত আছে, তিনি ঈদের নামাযের পূর্বে একটি বকরী কুরবানী করেন। নবী করীম (ﷺ)-এর নিকট তা উল্লেখ করা হয়। তিনি (হযরত আবি বুরদাকে উদ্দেশ্য করে) বলেন: এ কুরবানী শুধু তোমার পক্ষ থেকে যথেষ্ট বা গ্রহণ করা হয়েছে। তোমার পর কারো পক্ষ থেকে যথেষ্ট বা গ্রহণযোগ্য হবে না।
كتاب الأطعمة والأشربة والشرب والضحايا والصيد والذبائح
عَنْ حَمَّادٍ، عَنْ إِبْرَاهِيمَ، وَالشَّعْبِيِّ، عَنْ أَبِي بُرْدَةَ بْنِ نِيَارٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّهُ ذَبَحَ شَاةً قَبْلَ الصَّلَاةِ، فَذَكَرَ ذَلِكَ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «تُجْزِي عَنْكَ وَلَا تُجْزِي عَنْ أَحَدٍ بَعْدَكَ»
তাহকীক:
হাদীস নং: ৪১১
পানাহারের দ্রব্যাদি, কুরবানী, শিকার এবং যবেহ সম্পর্কে বর্ণনা
যিলহজ্জ মাসের প্রথম দশ দিনের ফযীলত
হাদীস নং- ৪১১
হযরত বুরায়দা (রাযিঃ) থেকে বর্ণিত, নবী করীম (ﷺ) বলেছেন: আমি তোমাদেরকে তিন দিনের বেশী কুরবানীর গোশত রেখে দেয়ার ব্যাপারে নিষেধ করেছি, যাতে তোমাদের ধনী ব্যক্তিগণ দরিদ্রদেরকে গোশত দান করতে পারে।
হযরত বুরায়দা (রাযিঃ) থেকে বর্ণিত, নবী করীম (ﷺ) বলেছেন: আমি তোমাদেরকে তিন দিনের বেশী কুরবানীর গোশত রেখে দেয়ার ব্যাপারে নিষেধ করেছি, যাতে তোমাদের ধনী ব্যক্তিগণ দরিদ্রদেরকে গোশত দান করতে পারে।
كتاب الأطعمة والأشربة والشرب والضحايا والصيد والذبائح
عَنْ عَلْقَمَةَ بْنِ مَرْثَدٍ، وَحَمَّادٍ، أَنَّهُمَا حَدَّثَاهُ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِنَّمَا نَهَيْتُكُمْ عَنْ لُحُومِ الْأَضَاحِي فَوْقَ ثَلَاثَةِ أَيَّامٍ، لِيُوَسِّعَ مُوسِعُكُمْ عَلَى فَقِيرِكُمْ»