মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ
১৯. পানাহারের দ্রব্যাদি, কুরবানী, শিকার এবং যবেহ সম্পর্কে বর্ণনা
হাদীস নং: ৪০৮
যিলহজ্জ মাসের প্রথম দশ দিনের ফযীলত
হাদীস নং- ৪০৮
হযরত ইব্ন আব্বাস (রাযিঃ) বর্ণনা করেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন আল্লাহর নিকট যিলহজ্জ মাসের প্রথম দশ দিন থেকে উত্তম কোন দিন নেই। তাই উক্ত দিনসমূহে বেশী বেশী আল্লাহর যিকির কর।
হযরত ইব্ন আব্বাস (রাযিঃ) বর্ণনা করেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন আল্লাহর নিকট যিলহজ্জ মাসের প্রথম দশ দিন থেকে উত্তম কোন দিন নেই। তাই উক্ত দিনসমূহে বেশী বেশী আল্লাহর যিকির কর।
عَنْ مُخَوَّلِ بْنِ رَاشِدٍ، عَنْ مُسْلِمٍ الْبَطِينِ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا مِنْ أَيَّامٍ أَفْضَلُ عِنْدَ اللَّهِ مِنْ أَيَّامِ عَشْرِ الْأَضْحَى، فَأَكْثِرُوا فِيهِنَّ مِنْ ذِكْرِ اللَّهِ تَعَالَى»
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীস যিলহজ মাসের প্রথম দশ দিনের সম্মান, বরকত, ফযীলত ও আযমতের সুস্পষ্ট দলীল। যেহেতু এ দিনসমূহ বরকতময়, তাই এ দিনে আল্লাহর যিকির, আল্লাহর দিকে প্রত্যাবর্তনসহ অনেক অনেক পূণ্য ও সওয়াবের কারণ। তিরমিযী ও ইব্ন মাজাহ গ্রন্থে হযরত আবূ হুরায়রা (রা) থেকে হাদীস বর্ণিত আছে যে, আল্লাহ্ তা'আলার নিকট যিলহজ্জ মাসের প্রথম দশ দিনের চেয়ে বেশি কোন দিনের ইবাদত পসন্দনীয় নয়। এর প্রত্যেক দিনের রোযা সারা বছরের রোযার সমান এবং এর এক রাতের তাহাজ্জুদ লায়লাতুল কদরের কিয়ামের সমান মর্যাদা রাখে।
