মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

১৯. পানাহারের দ্রব্যাদি, কুরবানী, শিকার এবং যবেহ সম্পর্কে বর্ণনা

হাদীস নং: ৪০৭
পানাহারের দ্রব্যাদি, কুরবানী, শিকার এবং যবেহ সম্পর্কে বর্ণনা
পাথর দ্বারা যবেহ করা জায়েয।
হাদীস নং- ৪০৭

হযরত ইব্ন মাসউদ (রাযিঃ) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) মহিলার যবেহকৃত (পশুর) গোশত আহার করেছেন এবং যুদ্ধের সময় নারীদের হত্যা করতে নিষেধ করেছেন।
كتاب الأطعمة والأشربة والشرب والضحايا والصيد والذبائح
عَنْ حَمَّادٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: «إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَكَلَ مِنْ ذَبِيحَةِ امْرَأَةٍ، وَنَهَى عَنْ قَتْلِ الْمَرْأَةِ»

হাদীসের ব্যাখ্যা:

হযরত ইব্ন উমর (রা)-এর হাদীসের দ্বারা মহিলাদের যবেহকৃত জন্তুর গোশত হালাল প্রমাণিত হয়েছে এবং উল্লেখিত হাদীস দ্বারা এটা স্পষ্ট হয়েছে।