মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

১৯. পানাহারের দ্রব্যাদি, কুরবানী, শিকার এবং যবেহ সম্পর্কে বর্ণনা

হাদীস নং: ৪০৬
পাথর দ্বারা যবেহ করা জায়েয।
হাদীস নং- ৪০৬

হযরত জাবির (রাযিঃ) থেকে বর্ণিত আছে, আনসারের একটি বালক ওহুদের দিকে গমন করে। যাওয়ার পথে সে একটি খরগোশ শিকার করে কিন্তু যবেহ করার জন্য সে কিছুই পেল না। অবশেষে সে পাথর দ্বারা খরগোশটি যবেহ করল। অতঃপর হাতে লটকিয়ে এটা নিয়ে (এ ব্যাপারে মাসআলা জিজ্ঞাসা করার জন্য) রাসূলুল্লাহ (ﷺ)-এর খিদমতে হাযির হলো। তিনি এটা খাওয়ার জন্য নির্দেশ দান করেন।
অন্য এক রিওয়ায়েতে আছে, এক ব্যক্তি দু'টি খরগোশ শিকার করে এবং এগুলো পাথর দ্বারা যবেহ করে। তখন নবী করীম (ﷺ) তাকে এগুলো খাওয়ার জন্য নির্দেশ দান করেন। অন্য এক রিওয়ায়েতে আছে, বনী সালমা গোত্রের এক ব্যক্তি ওহুদ পাহাড়ে একটি খরগোশ শিকার করেন। কিন্তু তিনি যবেহ করার কোন ছুরি না পেয়ে পাথর দ্বারা খরগোশটি যবেহ করেন। নবী করীম (ﷺ) এটা খাওয়ার জন্য তাকে নির্দেশ দান করেন।
عَنِ الْهَيْثَمِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهِ عَنْهُ، قَالَ: «خَرَجَ غُلَامٌ مِنَ الْأَنْصَارِ قَبلَ أُحُدٍ، فَمَرَّ فِي طَرِيقِهِ، فَاصْطَادَ أَرْنَبًا فَلَمْ يَجِدْ مَا يَذْبَحُهَا، فَذَبَحَهَا بِحَجَرٍ، فَجَاءَ بِهَا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَدْ عَلَّقَهَا بِيَدِهِ، فَأَمَرَهُ بِأَكْلِهَا» ، وَفِي رِوَايَةٍ: أَنَّ رَجُلًا أَصَابَ أَرْنَبَيْنِ، فَذَبَحَهُمَا بِمِرْوَةٍ يَعْنِي: الْحَجَرَ، «فَأَمَرَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِأَكْلِهَا» .
وَفِي رِوَايَةٍ: أَصَابَ رَجُلٌ مِنْ بَنِي سَلَمَةَ أَرْنَبًا بِأُحُدٍ، فَلَمْ يَجِدْ سِكِّينًا، فَذَبَحَهَا بِحَجَرٍ، «فَأَمَرَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِأَكْلِهَا»

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীসও উল্লেখিত দুটি মাসয়ালার সাক্ষ্য বহন করে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান