মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

১৯. পানাহারের দ্রব্যাদি, কুরবানী, শিকার এবং যবেহ সম্পর্কে বর্ণনা

হাদীস নং: ৪০৯
যিলহজ্জ মাসের প্রথম দশ দিনের ফযীলত
হাদীস নং-৪০৯

অনুবাদ: হযরত জাবির ইব্ন আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত, নবী করীম (ﷺ) অধিক পশম বিশিষ্ট সাদা-কালো মিশ্রিত রংের দুটি ভেড়া কুরবানী করেছেন। একটি নিজের পক্ষ থেকে। অপরটি স্বীয় উম্মতের প্রতিটি কালেমা উচ্চারণকারী মানুষের পক্ষ থেকে। এ হাদীসের অপর একটি সূত্র রয়েছে, যাতে হযরত জাবির (রাযিঃ)-এর উল্লেখ নেই।
عَنِ الْهَيْثَمِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ سَابِطٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ: «أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ضَحَّى بِكَبْشَيْنِ أَشْعَرَيْنِ أَمْلَحَيْنِ، أَحَدُهُمَا عَنْ نَفْسِهِ، وَالْآخَرُ عَنْ مَنْ شَهِدَ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ مِنْ أُمَّتِهِ» .
وَفِي رِوَايَةٍ نَحْوُهُ، وَلَمْ يَذْكُرْ جَابِرُ بْنُ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীস সহীহ গ্ৰন্থসমূহে প্রায় সাতজন সাহাবা থেকে বর্ণিত হয়েছে। হয়ত সামানা একটু শব্দের পার্থক্য থাকতে পারে। বাকী বিষয় এক।
মুসনাদে আবু হানীফা রহঃ - হাদীস নং ৪০৯ | মুসলিম বাংলা