ত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): সাহাবী
জীবনী
হযরত বুরায়দা রাযি. হযরত বুরায়দা রাযি. আসলাম গোত্রীয় একজন সাহাবী। তাঁর মূল নাম 'আমির। বুরায়দা তাঁর উপাধি। তাঁর উপনাম আবূ আব্দুল্লাহ, কারও মতে আবু সাহল। কেউ আবুল হুসায়বও বলেছেন। আবার কেউ আবূ সাসানও বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা মুকাররামা থেকে হিজরত করে মদীনা মুনাউওয়ারার দিকে আসছিলেন, তখন মক্কার মুশরিকদের ঘোষিত পুরস্কার লাভের আশায় যারা তাঁকে গ্রেফতার করার উদ্দেশ্যে বের হয়েছিল, তাদের মধ্যে বুরায়দা ইবনুল হুসায়বও একজন। তিনি ছিলেন নিজ গোত্রের নেতা। গোত্রের ৮০ জন লোক নিয়ে তিনি গামীম নামক স্থানে অবস্থান করছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই না ওই স্থান অতিক্রম করতে যাচ্ছিলেন, অমনি বুরায়দা তার দলবলসহ তাঁর পথ রোধ করে দাঁড়ালেন। কিন্তু তাঁর তাকদীরে সৌভাগ্য লেখা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক দেখামাত্র তার অন্তরে বিদ্যুৎ খেলে গেল। তারপর যখন তাঁর কথা শুনলেন, অন্তর সাক্ষ্য দিয়ে উঠল- ইনি সাধারণ কেউ নন। তিনি যে নিজেকে নবী বলে দাবি করছেন, তার সত্যতায় কোনও সন্দেহ নেই। আর দেরি করলেন... বিস্তারিত পড়ুন
আরবী জীবনী
بُرَيْدَةُ بْنُ الْحُصَيْبِ بْنِ عَبْدِ اللهِ ابْنُ الْحَارِثِ بْنِ الْأَعْرَجِ بْنِ سَعْدِ بْنِ رَزَاحِ بْنِ عَدِيِّ بْنِ سَهْمِ بْنِ مَازِنِ بْنِ الْحَارِثِ بْنِ سَلَامَانَ بْنِ أَسْلَمَ بْنِ أَفْصَى، يُكْنَى أَبَا عَبْدِ اللهِ، وَقِيلَ أَبُو سَهْلٍ، وَقِيلَ أَبُو سَاسَانَ، وَيُقَالُ كَانَ اسْمُهُ عَامِر قَبْلَ أَنْ يُسْلِمَ، فَمَرَّ بِهِ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْغَمِيمِ مُهَاجِرًا، فَأَسْلَمَ، وَأَقَامَ فِي قَوْمِهِ، حَتَّى مَضَى بَدْرٌ وَأُحُدٌ، ثُمَّ قَدِمَ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْمَدِينَةِ مُهَاجِرًا. سَكَنَ الْبَصْرَةَ، ثُمَّ انْتَقَلَ إِلَى خُرَاسَانَ غَازِيًا، وَاسْتَوْطَنَ مَرْوَ، حَتَّى مَاتَ وَدُفِنَ بِالْجِصِّينِ مَقْبَرَةِ مَرْوَ فِي وِلَايَةِ يَزِيدَ بْنِ مُعَاوِيَةَ، غَزَا مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَيِّفَ عَشْرَةَ غَزْوَةً، قَائِدُ أَهْلِ الْمَشْرِقِ وَسَابِقُهُمْ، وَهُوَ آخِرُ مَنْ مَاتَ مِنَ الصَّحَابَةِ بِخُرَاسَانَ سَنَةَ اثْنَتَيْنِ وَسِتِّينَ، رَوَى عَنْهُ ابْنُ عَبَّاسٍ، وَأَبُو سَلَمَةَ، وَطَاوُسٌ، وَالشَّعْبِيُّ - حَدَّثَنَا أَبُو حَامِدٍ أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ الْفَضْلِ، ثنا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ، ثنا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ، ثنا مُحَمَّدُ بْنُ مُقَاتِلٍ أَبُو الْحَسَنِ، ثنا مُعَاذُ بْنُ... বিস্তারিত পড়ুন
নোট
আবাসস্থলঃ খুরাসান মৃত্যুস্থানঃ ঐ