মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

১৯. পানাহারের দ্রব্যাদি, কুরবানী, শিকার এবং যবেহ সম্পর্কে বর্ণনা

হাদীস নং: ৪১০
পানাহারের দ্রব্যাদি, কুরবানী, শিকার এবং যবেহ সম্পর্কে বর্ণনা
যিলহজ্জ মাসের প্রথম দশ দিনের ফযীলত
হাদীস নং- ৪১০

হযরত আবি বুরদা (রাযিঃ) সম্পর্কে বর্ণিত আছে, তিনি ঈদের নামাযের পূর্বে একটি বকরী কুরবানী করেন। নবী করীম (ﷺ)-এর নিকট তা উল্লেখ করা হয়। তিনি (হযরত আবি বুরদাকে উদ্দেশ্য করে) বলেন: এ কুরবানী শুধু তোমার পক্ষ থেকে যথেষ্ট বা গ্রহণ করা হয়েছে। তোমার পর কারো পক্ষ থেকে যথেষ্ট বা গ্রহণযোগ্য হবে না।
كتاب الأطعمة والأشربة والشرب والضحايا والصيد والذبائح
عَنْ حَمَّادٍ، عَنْ إِبْرَاهِيمَ، وَالشَّعْبِيِّ، عَنْ أَبِي بُرْدَةَ بْنِ نِيَارٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّهُ ذَبَحَ شَاةً قَبْلَ الصَّلَاةِ، فَذَكَرَ ذَلِكَ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «تُجْزِي عَنْكَ وَلَا تُجْزِي عَنْ أَحَدٍ بَعْدَكَ»

হাদীসের ব্যাখ্যা:

ইব্ন মাজাহ ব্যতীত অবশিষ্ট সিহাহ গ্রন্থে এ হাদীস হযরত বারা' ইব্ন আযিব (রা)-এর সূত্রে বর্ণনা করা হয়েছে। যাতে এ বৈশিষ্ট্য হযরত আবি বুরদার দিকে করা হয়েছে।। ইব্ন মাজাহ অপর এক সাহাবীকে এ ঘটনার মূল বলে স্বীকৃতি দিয়েছেন। বায়হাকীর রিওয়ায়েত অনুয়ায়ী তিনি হলেন উকবা ইব্ন আমির (রা)। আবূ দাঊদের রিওয়ায়েতের দৃষ্টিতে যায়দ ইব্ন খালিদ জুহানী (রা)। সুতরাং এ দৃষ্টিকোণ থেকে চারজন সাহাবী এ বৈশিষ্ট্যের সাথে সংশ্লিষ্ট। আবার কেউ কেউ পাঁচজনের কথাও উল্লেখ করেছেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আবু হানীফা রহঃ - হাদীস নং ৪১০ | মুসলিম বাংলা