জিহাদ ছাড়া নামাজের কোনো দাম নেই! হেযবুত তওহীদ। পর্ব–৬৮
জিহাদ ছাড়া নামাজের কোনো দাম নেই! হেযবুত তওহীদ। পর্ব–৬৮
ইসলামে জিহাদের গুরুত্ব জিহাদের স্থানে, আর নামাজের গুরুত্ব নামাজের স্থানে। বরং নামাজ কায়েমের জন্যই জিহাদ। জিহাদ প্রতিষ্ঠার জন্য নামাজ নয়।
হেযবুত তওহীদ কী বলে?
তাদের দাবী হলো, নামাজ যেহেতু জিহাদের ট্রেনিং। সুতরাং জিহাদ ছাড়া নামাজের কোনো মূল্য নেই। দেখুন, তারা লিখেছে,
সালাতের (থাম, খুঁটি, স্তম্ভের) উদ্দেশ্য হলো ছাদকে ওপরে ধরে রাখা, জেহাদকে কার্যকরী করা। অর্থাৎ জেহাদ, যুদ্ধ করে জয়ী হওয়ার জন্য যে চরিত্র প্রয়োজন সেই চরিত্র সৃষ্টি করা; জেহাদের প্রশিক্ষণ। কাজেই জেহাদ, প্রচেষ্টা, সংগ্রাম যদি বাদ দেয়া হয় তবে সালাহ অর্থহীন, অপ্রয়োজনীয়; যেমন যে কোন সামরিক বাহিনী যদি যুদ্ধ করা ছেড়ে দেয় তবে তাদের প্যারেড, কুচকাওয়াজ করা যেমন অর্থহীন, যেমন ছাদ তৈরি করা না হলে থাম, খুঁটি অর্থহীন। –ইসলামের প্রকৃত সালাহ, পৃ. ৩০
আল্লাহর লা'নতের নির্মম শাস্তি সত্ত্বেও এই জাতি তওবা করে তওহীদে, সিরাতুল মুস্তাকিমে, দ্বীন কায়েমায় ফিরে না এসে, নির্বোধের মত নামাজ রোজা হজ্ব যাকাত হাজার রকমের নফল ইবাদত করে যাচ্ছে আর ভাবছে তাদের জন্য জান্নাতের দরজায় লাল কার্পেট বিছিয়ে রাখা হয়েছে। –ইসলাম কেন আবেদন হারাচ্ছে, পৃ. ৬০
মানবতাই হচ্ছে স্রষ্টার প্রেরিত একমাত্র ধর্ম, মানুষের কল্যাণে জীবন উৎসর্গ করাই হচ্ছে মানুষের প্রকৃত এবাদত। –জঙ্গিবাদ সঙ্কট, পৃ. ৫৬
প্রকৃত এসলামের, জীবনব্যবস্থার উদ্দেশ্য মানব জীবনের নিরাপত্তা, সুখ, শান্তি, সমৃদ্ধি, আর বর্তমান এসলামের উদ্দেশ্য ওসব কিছুই নয় বরং সময়মত নামাজ পড়া, যাকাত দেওয়া, হজ্ব করা, রোজা রাখা, দাড়ি রাখা, লম্বা পোশাক ও খাটো পায়জামা পরা ইত্যাদি। –হেযবুত তওহীদের লক্ষ্য ও উদ্দেশ্য পৃ. ৭
ইসলাম কি? শব্দের অর্থ শান্তি। অর্থাৎ শান্তির লক্ষ্যে কাজ করাই ইসলামের মূল কাজ। এটাই এবাদত, এই কাজই করে গেছেন আল্লাহর সকল নবী রাসূল ও মোমেনগণ। এই এবাদত না করলে হাশরের দিন আমাদের জবাবদিহি করদে হবে। আল্লাহ সর্বোত্তম সৃষ্টি মানুষকে অশান্তির আগুনে জ্বলতে দেখেও যারা কাপুরুষের মতো ঘরে লুকায় আর এবাদত মনে পড়ে রাত জেগে তাহাজ্জুদ পড়ে, রোজা রাখে, হজ্ব করে, নানা উপাসনায় মশগুল থাকে তাদেরকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবেন। –ধর্মবিশ্বাস, পৃ. ৩
কেউ যদি নামাজ রোজা হজ্ব পূজা-অর্চনা উপাসনা ইত্যাদি নিয়ে দিনরাত ব্যপৃত থাকে, কিন্তু তার ভিতরে মানবতার গুণাবলী না থাকে তাহলে সে প্রকৃত ধার্মিক নয়, আল্লাহর প্রকৃত উপাসক নয়। –ধর্ম বিশ্বাস, পৃ. ১৪
নিজেদের জীবন ও সম্পদ উৎসর্গ করে সংগ্রাম করার মধ্যে দিয়েই মোমেন হতে হবে, অন্য কোন পন্থা আল্লাহ দেননি। এই মুমিনের জন্য নামাজ রোজা, হজ্ব, যাকাতসহ ইসলামের অন্যান্য সব আমল। –মহাসত্যের আহ্বান, পৃ. ১১৩
অর্থাৎ তাদের দাবী হলো, ইসলামে নামাজ মূল উদ্দেশ্য নয়, বরং উদ্দেশ্য হলো জিহাদ করে খিলাফত কায়েম করা। আর নামাজ হলো ঐ জিহাদেরর প্রশিক্ষণ তথা উদ্দেশ্য অর্জনের প্রক্রিয়া। সেহেতু জিহাদ ছাড়া নামাজের কোনো মূল্য নেই।
ইসলাম কী বলে?
জিহাদের মাধ্যমে খিলাফত প্রতিষ্ঠার মূল কারণ কী? এ সম্পর্কে আল্লাহ তা'আলা বলেন,
الَّذِينَ إِن مَّكَّنَّاهُمْ فِي الْأَرْضِ أَقَامُوا الصَّلَاةَ وَآتَوُا الزَّكَاةَ وَأَمَرُوا بِالْمَعْرُوفِ وَنَهَوْا عَنِ الْمُنكَرِ وَلِلَّهِ عَاقِبَةُ الْأُمُورِ
তারা এমন যে, আমি যদি দুনিয়ায় তাদেরকে ক্ষমতা দান করি, তবে তারা নামায কায়েম করবে, যাকাত আদায় করবে, মানুষকে সৎকাজের আদেশ করবে ও অন্যায় কাজে বাধা দেবে। সব কাজে পরিণতি আল্লাহরই হাতে। –সুরা হজ্ব : ৪১
প্রিয় পাঠক, এখানে দেখুন, আল্লাহ তাআলা জিহাদ করে খিলাফত প্রতিষ্ঠা হওয়ার পর খলীফাদের দায়িত্ব কী হবে, সেসব আলোচনা করা হয়েছে। বলা হয়েছে, খিলাফত কায়েম হলে খলীফাদের কাজ হবে নামাজ, যাকাত ইত্যাদী প্রতিষ্ঠা করা। তাহলে বুঝুন, নামাজ কতটা গুরুত্বপূর্ণ। অথচ সেই নামাজকে বলা হচ্ছে জিহাদের ট্রেণিং! এটা ছেলেকে বাপ মনে করার মত নয় কী? কতবড় হাস্যকর কথা!
সুতরাং ‘জিহাদ ছেড়ে দিলে নামাজের কোনো মূল্য নেই' এগুলো নিতান্তই ধর্মবিরোধী বক্তব্য। তাছাড়ন নামাজ হলো ইসলামের পাঁচ স্তম্ভের একটি। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,
بُنِيَ الإِسْلامُ عَلَى خَمْسٍ شَهَادَةِ أَنْ لا إِلَهَ إِلا اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ وَإِقَامِ الصَّلاةِ وَإِيتَاءِ الزَّكَاةِ وَالْحَجِّ وَصَوْمِ رَمَضَان
ইসলাম পাঁচটি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত–এই সাক্ষ্য দেওয়া যে, আল্লাহ ছাড়া সত্য কোন ইলাহ নেই এবং মুহাম্মাদ সা. আল্লাহর রাসূল,নামায কায়েম করা, যাকাত দেওয়া, হজ্জ আদায় করা এবং রমজান মাসে রোজা পালন করা। –সহীহ বুখারী, হাদিস নং : ৮
এ হাদিসে ইসলামের স্তম্ভ করা হয়েছে ৫ টি। এর মধ্যে কিন্তু জিহাদ নেই। অবশ্যই ইসলামে জিহাদও একটি গুরুত্বপূর্ণ বিধান। কিন্তু নামাজের চেয়ে গুরুত্বপূর্ণ নয়। কারণ, জিহাদ ইসলামের স্তম্ভ নয়। সুতরাং যে নামাজ ইসলামের স্তম্ভ, সেটাকে জিহাদের ট্রেণিং বলা কতবড় আহাম্মকী!
মন্তব্য (...)
এ সম্পর্কিত আরও প্রবন্ধ
জেনারেল শিক্ষিতরা কীভাবে দীনের খেদমত করবেন?
দীনের খিদমত কী জিনিস? ধরেন, আমি ডাক্তার। এক হচ্ছে, আমি হালালভাবে ইনকাম করছি, যথাসাধ্য রোগীদের ফ্রী-ড...
ডাঃ শামসুল আরেফীন শক্তি
৭ নভেম্বর, ২০২৪
৩৬৬৪