প্রবন্ধ
"কিছু লোক খেকশিয়ালের চেয়ে ভালো অবস্থানে নেই।"
‘এক মা খেকশিয়াল ছিল।
একরাতে ওই মা খেকশিয়ালের ছানা বলল― ‘আম্মা, আম্মা,
মা খেকশিয়াল বলল― ‘বেটা, কী হয়েছে?’
ছানা বলল― ‘বাইরে লোকজন পরীদের নিয়ে কথাবার্তা বলছে।’
তখন মা খেকশিয়াল বলল― ‘কথা বলো না। চুপচাপ থাকো। লোকেরা আমার ব্যাপারেই এ ধারণা করে বসে আছে যে, আমিই পরী’।
কিছু লোক এক-আধটু মেহনত করে বা অল্প-বিস্তর কুরবানি দিয়ে অথবা টুকটাক কিছু ‘উসুল’ জেনে নিজের ব্যাপারে এ ধারণা পোষণ করছে যে, ‘আমিই মেহনত করছি। আমার মাধ্যমেই মেহনত চলছে। আমিই মেহনতকে এগিয়ে নিচ্ছি।’ এ ধরনের লোক ওই মা খেকশিয়ালের চেয়ে ভালো অবস্থানে নেই।
আকাবিরিনে তাবলীগ কে মালফুজাত
মন্তব্য (...)
এ সম্পর্কিত আরও প্রবন্ধ
من مقال الشيخ عبد الفتاح
...
ফিরাঊনের লাশ; আমাদের শিক্ষা
...
প্রতারণার সাজা
"ঠকে গেলেও বিশেষ ক্ষতি নেই। এইটুকু জীবন কোনো না কোনোভাবে শেষ হয়েই যাবে। কিন্তু যারা ঠকিয়েছিল, প্রতার...
নির্বাচিত উক্তি
১- 'গুনাহ করার পর যদি আপনি ভিতরে ভিতরে দগ্ধ হোন, অনুতপ্ত হোন, অনুশোচনায় যদি কাতর হয়ে উঠে আপনার তনুমন...
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন