আপনার জিজ্ঞাসা/মাসায়েল

সকল মাসায়েল একত্রে দেখুন

৪০৯৫
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম।

আমি প্রচন্ডরকমের ওয়াসওয়াসা রোগে ভুগছি।
সম্পুর্ণরুপে তওবা করে, আল্লাহ পাকের কাছে নিজেকে সমর্পণ করে দেয়ার পরেও ঠিকে থাকতে পারছি না।একই গুনাহে লিপ্ত হয়ে পরছি। পরে লজ্জায় আমি শেষ হোয়ে যাই।
প্রত্যেকটা ফরজ নামাযের ৩য় বা ৪র্থ রাকাতে এসে ভুলে যাই আমি কত তম রাকাতে আছি।
ফরয গোসল শেষ করে মনে হয় কিছু বাদ পরে গিয়েছে। সব সময় মনে হয় আমি সম্পুর্ণরুপে পবিত্র হতে পারি নি। অপবিত্রতার কারনে ইবাদাত গুলো হচ্ছে না। যতই দুনিয়ক বিমুক হতে চায়, দুনিয়া আরও দিগুন প্রেসার দিয়ে আমার উপর চেপে বসে।আমি ইবাদাত করে আরও পেরেশান হয়ে যাচ্ছি কারন আমার মনে হয় আমি রিয়া করছি যা আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে কারন মানুষ আমার অত্যাধিক প্রশংসা করে আর ভাবে আমি অনেক ভাল, কিন্তু আমি নিজে জানি আমি কতটা পাপিষ্ঠা।
নিজেকে হিপোক্রিট মনে হয় , যেন আল্লাহ পাকের সাথেই আমি হিপোক্রেসি করছি।

দুনিয়া অনেক পরের জিনিষ, আমি নিজের সাথেই যুদ্ধ করে পেরে উঠছি না। আমাকে একটা সমাধান দিন দয়া করে।

প্রশ্নটা বড় হয়ে জাওয়াতে আমি দুক্ষিত।
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতী ইসহাক মাহমুদ, মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
১ জানুয়ারী, ২০২১
চট্টগ্রাম