আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ৪১০৫. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম আমার প্রশ্নটি হচ্ছে পিতার ১০ লাখ টাকা দুই ভাই-এক বোনে মধ্যে কিভাবে বন্টিত হবে??আর মহিলারা সর্বমোট কত জায়গা থেকে সম্পদ পাবে?? কার কার থেকে সম্পদ পাবে?? অনুগ্রহ করে একটু তাড়াতাড়ি জানাবেন।

১ জানুয়ারী, ২০২১
কুমিল্লা

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


পিতার দশ লক্ষ টাকা দুই ভাই এক বোনের মধ্যে কিভাবে বন্টন হবে? আপনি এ প্রশ্ন করেছেন।
আমার জিজ্ঞাসার বিষয় হলো, পিতা অর্থাৎ মৃত ব্যক্তি মৃত্যুবরণ করার সময় ওয়ারিশ হিসেবে আর কাকে রেখে গেছেন?
যদি তার স্ত্রী অথবা পিতা-মাতাদের কেউ একজন বেঁচে থাকেন তাহলে তার উল্লেখ করতে হবে। এবং নতুনভাবে বন্টন করতে হবে।
আর যদি তিনি মৃত্যুবরণ করার সময় শুধুমাত্র দুই ছেলে ও এক মেয়ে রেখে মারা যান। সম্পদ হিসেবে দশ লক্ষ টাকা রেখে যান। তবে এ দশ লক্ষ টাকা থেকে ছেলেরা একেকজন চার লক্ষ টাকা করে আট লক্ষ টাকা পাবে। মেয়ে দুই লক্ষ টাকা পাবে।
উল্লেখ্য : মৃত ব্যক্তির স্ত্রী অথবা পিতা-মাতার কেউ একজন থাকলে বন্টন ভিন্ন রকম হবে।

মেয়েরা মিরাশী সম্পত্তি পায় : পিতা, মাতা, আপন ভাই, বাপ শরিক ভাই, মা শরীক ভাই, আপন বোন, বাপ শরীক বোন, মা শরিক বোন, স্বামী, ছেলে, মেয়ে, ছেলের ঘরের নাতি ও নাতনি, মেয়ের ঘরের নাতি ও নাতনি দের কাছ থেকে।

والله اعلم بالصواب

ইসহাক মাহমুদ, মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
প্রসঙ্গসমূহ:

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন

এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

#৮২৯৯
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জামাল বিয়ে করার কয়েক মাস পরে ইন্তেকাল করেন

তিনি অন্তঃসত্ত্বা বউ রেখে যান যার মহর তিনি আদায় করেন নাই

মৃত জামাল তার বাবা জীবিত ও তার পাচ ভাই এর মধ্যে জামাল ৫নাম্বার ছিল

তারা সবাই এক সাথে বাবার নেতৃত্বে চলতো
যার কারণে ৫ছেলের নামে কোন সম্পদ নেই তাই মৃত জামালের নামেও ব্যাক্তিগত কোনো সম্পদ নেই কিন্তু জামালের বাবার অনেক সম্পদ রয়েছে
এমতাবস্থায় আমার প্রশ্ন হলো জামাল এর বিধবা অন্তঃসত্ত্বা বউ এর বাকি মহর কি আদায় করতে হবে?

মৃত জামালের বউ বাচ্চা প্রসব করলে ঐ বাচ্চা তার দাদা থেকে ছেলে হলে কি পরিমাণ মেরাস পাবে আর মেয়ে হলে কি পরিমাণ?

আর জামালের বউ কি কোনো মেরাস পাবে?
question and answer iconউত্তর দিয়েছেন: মোহাম্মদ আমীর হোসাইন, মুফতি ও মুহাদ্দীস,
৩১ আগস্ট, ২০২১
ঢাকা
#১৩৫১১
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সম্মানিত মুফতি সাহেবের কাছে একটি প্রশ্ন আমরা জানি ইসলামের নিয়ম হলো পিতা যখন মারা যায় তখন সন্তান ওয়ারিশ এর মালিক হয়, এক্ষেত্রে ছেলে সন্তান এক ভাগ পায় আর কন্যা সন্তান অর্ধেক ভাগ পায়। এখন প্রশ্ন হল আমরা যদি আমার পিতার ইন্তেকাল এর পূর্বে আমার বোনের বিবাহর পরে তাকে হিসেব করে ফার্নিচার ইত্যাদি দিয়ে মিরাছ থেকে কেটে রাখি এবং তার অংশটা পিতার সম্মতিতে তার বিবাহের পরে দিয়ে দেই, এতে ইসলামের দৃষ্টিতে কোন সমস্যা হবে কিনা? বা এ ক্ষেত্রে আমাদের করণীয় কি? জানিয়ে বাধিত করবেন।
question and answer iconউত্তর দিয়েছেন: ইসহাক মাহমুদ
১২ ফেব্রুয়ারী, ২০২২
ঢাকা ১২১৬