ফারায়েজ বণ্টন
প্রশ্নঃ ১৮৬৬৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ব্যাক্তির নাম আব্দুল মান্নান, তিনি একজন বেসরকারি কর্মচারী ছিলেন। তিনি মারা গিয়েছেন। এখন তার চাকরি জীবনের জমানো টাকা অর্থাৎ অবসর ও কল্যাণ ট্রাষ্ট হতে একুশ লাক টাকা এসেছে। বর্তমানে আব্দুল মান্নানের স্ত্রী, তিন মেয়ে আছে। এখন জানার বিষয় হলো এই টাকা থেকে ওনার স্ত্রী এবং তিন মেয়ে কে কত টাকা করে পাবে।মেয়েরা সবাই বিবাহিত। সবিনয়ে দলিলসহ জানতে চাই।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
প্রশ্নোক্ত ক্ষেত্রে মরহুম আব্দুল মান্নানের যাবতীয় ঋণ (যদি থাকে) পরিশোধ করার পর একতৃতীয়াংশ সম্পদ থেকে তার বৈধ অসিয়ত (যদি থাকে) পূর্ণ করতে হবে। তারপর অবশিষ্ট সম্পদ (অন্য কোনো ওয়ারিস না থাকার শর্তে) নিম্নোক্ত হারে বণ্টন করে দিতে হবে।
স্ত্রী পাবে ১২.৫% বা ২৬২৫০০ টাকা।
প্রত্যেক মেয়ে ২৯. ১৬৬% বা ৬১২৫০০ টাকা।
তিন মেয়ের মোট টাকা ৬,১২,৫০০×৩=১৮,৩৭,৫০০ টাকা।
আর স্ত্রীর প্রাপ্য ২,৬২৫০০ টাকা।
মোট ২১,০০০০০ টাকা
আল্লাহ তায়ালা ইরশাদ করেন,
يُوصِيكُمُ اللَّهُ فِي أَوْلادِكُمْ لِلذَّكَرِ مِثْلُ حَظِّ الأُنثَيَيْنِ فَإِن كُنَّ نِسَاء فَوْقَ اثْنَتَيْنِ فَلَهُنَّ ثُلُثَا مَا تَرَكَ وَإِن كَانَتْ وَاحِدَةً فَلَهَا النِّصْفُ
وَلَهُنَّ الرُّبُعُ مِمَّا تَرَكْتُمْ إِن لَّمْ يَكُن لَّكُمْ وَلَدٌ ۚ فَإِن كَانَ لَكُمْ وَلَدٌ فَلَهُنَّ الثُّمُنُ مِمَّا تَرَكْتُم ۚ مِّن بَعْدِ وَصِيَّةٍ تُوصُونَ بِهَا أَوْ دَيْنٍ
والله أعلم بالصواب
والله اعلم بالصواب
উত্তর দাতা:
উস্তজুল ইফতা,বাইতুল কুরআন মাদারাসা,
মোহাম্মাদপুর, ঢাকা
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন