আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

স্বামীর ইন্তেকালের পর স্ত্রী অন্যত্র বিয়ে করলে কি মিরাসের অধিকার বাতিল হয়ে যায়?

প্রশ্নঃ ৭৯০৮. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, প্রশ্ন: ১. আমার আব্বু যখন মারা যান তখন আমরা তিন ভাই-বোন ও আম্মুকে রেখে যান। বাবা জায়গা জমি অনেক কিছুই রেখে যান আমাদের জন্য। কিন্তু আমার আম্মু বাবার মৃত্যুর কিছুদিন পর আরেকটি বিয়ে করেন । ঘটনাক্রমে সেই বিয়েটি টেকেনি।এখন আমার আম্মু চাচ্ছেন আমার বাবার বাড়িতে আবার চলে আসতে । কিন্তু আমার চাচারা বাঁধ সাধেন। আসতে দিচ্ছেন না।আমার জানার বিষয় হলো আমার আম্মু আমার বাবার বাড়িতে পুনরায় আসার অধিকার রাখেন কি না? রাখলে বাবার সম্পত্তিতে ভাগ পাওয়ার অধিকার রাখেন কি না ?। জানিয়ে উপকৃত করবেন। ২.কোনো মহিলা মারা গেলে ব্যাপকভাবে তার মৃত্যু সংবাদ ঘোষণা দেয়া যাবে কি না? গেলে - ঘোষণার ক্ষেত্রে কোনো সীমাবদ্ধতা আছে কি না ? জানালে উপকৃত হব।জাযাকাল্লাহু খায়রান

২৭ জুন, ২০২৫
ব্রাহ্মণবাড়ীয়া

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


আপনার আব্বুর মৃত্যুর সময় আপনার মা ও আপনারা ভাই-বোনেরা বাবার রেখে যাওয়া সম্পত্তির মালিক হয়ে গেছেন।
এই মালিকানার সূত্র কুরআনুল কারীম। যা আল্লাহর বন্টন।
আপনার বাবার রেখে যাওয়া স্থাবর-অস্থাবর সম্পত্তির অষ্টমাংশের মালিক আপনার মা।
এরপর আপনার মা চার মাস দশ দিন ইদ্দত শেষ করে অন্যত্র বিবাহ বসলেও সম্পত্তির এই অধিকার নষ্ট হয়নি।
এখন আপনার মায়ের দ্বিতীয় বিবাহ ভেঙ্গে যাওয়ার ফলে তিনি তার অধিকার নেওয়ার জন্য আপনার বাবার বাড়িতে অবশ্যই আসতে পারবেন। শুধু আসতে পারবেন তাই নয় বরং এখানের স্থাবর-অস্থাবর সম্পত্তি চাইলে তিনি বিক্রি করে যাবেন। অথবা এখানে এসে তিনি স্থায়ী বসবাস শুরু করতে পারবেন। এটি আল্লাহ কর্তৃক প্রদত্ত অধিকার। এখান থেকে বাধা দেয়া অধিকার না আপনাদের আছে, না আপনার চাচাদের আছে।

উল্লেখ্য, আপনার বাবা ছেলে রেখে মারা যাওয়ায় আপনার বাবার সম্পত্তিতে চাচাদের কোন অধিকার নেই।


وَلَکُمۡ نِصۡفُ مَا تَرَکَ اَزۡوَاجُکُمۡ اِنۡ لَّمۡ یَکُنۡ لَّہُنَّ وَلَدٌ ۚ  فَاِنۡ کَانَ لَہُنَّ وَلَدٌ فَلَکُمُ الرُّبُعُ مِمَّا تَرَکۡنَ مِنۡۢ بَعۡدِ وَصِیَّۃٍ یُّوۡصِیۡنَ بِہَاۤ اَوۡ دَیۡنٍ ؕ  وَلَہُنَّ الرُّبُعُ مِمَّا تَرَکۡتُمۡ اِنۡ لَّمۡ یَکُنۡ لَّکُمۡ وَلَدٌ ۚ  فَاِنۡ کَانَ لَکُمۡ وَلَدٌ فَلَہُنَّ الثُّمُنُ مِمَّا تَرَکۡتُمۡ مِّنۡۢ بَعۡدِ وَصِیَّۃٍ تُوۡصُوۡنَ بِہَاۤ اَوۡ دَیۡنٍ ؕ  وَاِنۡ کَانَ رَجُلٌ یُّوۡرَثُ کَلٰلَۃً اَوِ امۡرَاَۃٌ وَّلَہٗۤ اَخٌ اَوۡ اُخۡتٌ فَلِکُلِّ وَاحِدٍ مِّنۡہُمَا السُّدُسُ ۚ  فَاِنۡ کَانُوۡۤا اَکۡثَرَ مِنۡ ذٰلِکَ فَہُمۡ شُرَکَآءُ فِی الثُّلُثِ مِنۡۢ بَعۡدِ وَصِیَّۃٍ یُّوۡصٰی بِہَاۤ اَوۡ دَیۡنٍ ۙ  غَیۡرَ مُضَآرٍّ ۚ  وَصِیَّۃً مِّنَ اللّٰہِ ؕ  وَاللّٰہُ عَلِیۡمٌ حَلِیۡمٌ ؕ

তোমাদের স্ত্রীদের পরিত্যক্ত সম্পত্তির অর্ধাংশ তোমাদের জন্যে, যদি তাদের কোন সন্তান না থাকে এবং তাদের সন্তান থাকলে তোমাদের জন্যে তাদের পরিত্যক্ত সম্পত্তির এক-চতুর্থাংশ; তাদের ওসিয়াত পালন এবং ঋণ পরিশোধের পর। তোমাদের সন্তান না থাকলে তাদের জন্যে তোমাদের পরিত্যক্ত সম্পত্তির এক-চতুর্থাংশ, আর তোমাদের সন্তান থাকলে তাদের জন্যে তোমাদের পরিত্যক্ত সম্পত্তির এক-অষ্টমাংশ; তোমরা যা ওসিয়াত করবে তা দেওয়ার পর এবং ঋণ পরিশোধের পর। যদি পিতা-মাতা ও সন্তানহীন কোন পুরুষ বা নারীর উত্তরাধিকারী থাকে তার এক বৈপিত্রেয় ভাই বা ভগ্নী, তবে প্রত্যেকের জন্যে এক-ষষ্ঠাংশ। তারা এর অধিক হলে সকলে সমঅংশীদার হবে এক-তৃতীয়াংশে; এটা যা ওসিয়াত করা হয় তা দেওয়ার এবং ঋণ পরিশোধের পর, যদি কারও জন্যে ক্ষতিকর না হয়। এটা আল্লাহ্ র নির্দেশ, আল্লাহ্ সর্বজ্ঞ, সহনশীল।
—আন নিসা - ১২

والله اعلم بالصواب

ইসহাক মাহমুদ মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন

এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর