দুর্ঘটনায় নিহত ব্যক্তির নামে বরাদ্দকৃত ক্ষতিপুরণ কি মিরাসের অন্তর্ভুক্ত?
প্রশ্নঃ ২৪৬৫৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কোন ব্যক্তি চাকুরিতে দায়িত্বরত অবস্থায় দুর্ঘটনায় পতিত হয়ে মারা গেলে তাতে কোম্পানি হতে ক্ষতিপূরণের যে টাকা পরিবারকে প্রদান করা হয় তাতে মৃত ব্যক্তির ভাইদের কি অধিকার থাকে?? নাকি শুধু তার স্ত্রী ও সন্তানের অধিকার থাকে? এই অর্থ কি তার স্থাবর-অস্থাবর সম্পত্তির পর্যায়ে পড়ে?বি:দ্র: মৃত ব্যক্তির একজন স্ত্রী ও একটিমাত্র কন্যা সন্তান রয়েছে।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
সম্মানিত প্রশ্নকারী!
১. চাকুরিজীবীদেরকে রিটায়ারমেন্ট বা ওফাতের (ইন্তেকালের) পর সরকার কিংবা চাকুরীরত কোম্পানি থেকে (আবশ্যকীয়ভাবে জমাকৃত প্রভিডেন্ট ফান্ড) যে অর্থ প্রদান করা হয় সেটা মূলত মৃতব্যক্তির জামাকৃত সম্পত্তি। তাই সেটাও মিরাসের অংশ হিসেবে গণ্য হবে। মাইয়্যেতের সকল স্থাবর অস্থাবর সম্পত্তির সাথে সেগুলোও শরীয়তের বণ্টননীতি অনুসারে বণ্টন করতে হবে।
কিন্তু প্রভিডেন্ট ফান্ডে বাধ্যতামূলক অংশের অতিরিক্ত আরো টাকা নিজ থেকে কাটানো জায়েয নেই। কেউ কাটালে এ টাকার উপর যা অতিরিক্ত দেওয়া হবে তা নাজায়েয ও সুদের অন্তর্ভুক্ত হবে। সুতরাং সেটার ওপর ওয়ারাসাতের বিধান প্রজোয্যও হবে না।
২. তবে সড়ক দুর্ঘটানা বা এজাতীয় অনাকাঙ্ক্ষিত মৃত্যুর পর কোম্পানি কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে- আমাদের জানামতে যেই ক্ষতিপুরণ দেওয়া হয় তা তার পরিবার তথা তার অধিনস্ত কিংবা যারা তার অধিনস্ত ছিল তাদের দেওয়া হয়। সকল ওয়ারিসকে দেওয়া হয় না। কাজেই সেখানে তার যাদের উদ্দেশ্যে দেওয়া হয় তারাই তার অধিকারী হবে। যদি তাই হয় তাহলে সেটা মিরাসের সম্পদ হিসেবে গণ্য হবে না।
ففى البحر الرايق: المراد من التركة ماتركه الميت خليا عن تعلق الحق غير بعينه دار الكتاب السلامي (557/8). . واللہ تعالیٰ اعلم بالسواب
ফতোয়া দারুল উলুম দেওবন্দ: 649-518/sd=9/1442
حکومت کی طرف سے ملنے والی مذکورہ رقم کی حیثیت عطیہ کی ہے، لہٰذا حکومت یہ رقم ورثاء میں جس کو دے گی، وہی اس کا مالک ہوگا اور جو مالک ہوگا وہ اگر چاہے تو ثواب جاریہ کی نیت سے مسجد یا مدرسہ کو دے سکتا ہے۔
কিন্তু যদি ওই ক্ষতিপুরণ সকল ওয়ারিকসকে উদ্দেশ্য করে মিরাস হিসেবে দেওয়া হয় তাহলে শরীয়তসম্মত ওয়ারিস যারাই থাকবে তাদের সকলেরই অংশ থাকবে।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
শিক্ষক, জামিয়া ইসলামিয়া ইবরাহিমিয়া দারুল উলুম মেরাজনগর, কদমতলী, ঢাকা।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন