প্রশ্নঃ ৯৩৭০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
আমাদের দেশে সরকারি চাকরিজীবী স্বামী মারা গেলে তার জীবিত স্ত্রী টাকা-পয়সা অর্থাৎ পেনশনের টাকা পান আমি জানতে চাই এই টাকা শুধু তার স্ত্রী স্বাধীন ভাবে খরচ করতে পারবেন না কি ওয়ারিশান দের শরিয়া মতে ভাগ করে দিতে হবে' বারাকাল্লাহ
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
সম্মানিত প্রশ্নকারী!
নমিনি হলেন একজন প্রতিনিধি মাত্র, যিনি নিজ দায়িত্বে টাকাগুলো গ্রহণ করে যার যার হিস্যা তাকে দিয়ে দিবেন। কাউকে নমিনি করার দ্বারা তিনি ঐ টাকার মালিক হয়ে যান না। সুতরাং স্বামীর ইন্তেকালের পর চাকরির সুবাদে সরকার থেকে প্রাপ্ত টাকা ও বিভিন্ন সুযোগ সুবিধা তার অন্যান্য সম্পদের মতো সকল ওয়ারিসের মাঝে মীরাসনীতি অনুসারে বণ্টিত হবে। স্ত্রীর স্বাধীনভাবে সেগুলো খরচ করার এখতিয়ার নাই। (ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ১২/৫৩০)
তবে কোনো ব্যক্তি যদি নমিনিকে ওই সম্পদের মালিকানা দিয়ে যায় কিংবা নমিনি প্রমাণ দিতে পারে যে অ্যাকাউন্টহোল্ডার জীবদ্দশায় নমিনিকেই এই অর্থের মালিক বানিয়ে গেছেন, তাহলে সে সম্পদে অন্য ওয়ারিশদের কোনো অংশ থাকবে না।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
বাইতুল কুরআন মাদরাসা,মোহাম্মাদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন