প্রশ্নঃ ৪০৮৮. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামুআলাইকুম, কোরআন শরীফ বুকে স্পর্শ করানো, চুম্মন করা, কপালে স্পর্শ করা যাবে কী?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
সম্মান প্রদর্শন ও ভক্তি প্রকাশের জন্য কুরআনুল কারীমে চুম্বন করা সাহাবায়ে কেরামের আমল থেকে প্রমাণিত। যেমনভাবে হাজরে আসওয়াদকে চুম্বন করা হয়। নিজের প্রিয় সন্তানকে চুম্বন করে মায়া মুহাব্বত প্রকাশ করা হয়। তদ্রুপ কুরআনে কারীমে চুম্বন করে ভক্তি শ্রদ্ধা প্রকাশ করতে পারবে।
রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রিয় সাহাবী হযরত ইকরিমা ইবনে আবী জাহল কুরআনুল কারীম নিয়ে সম্মান করতেন আর বলতেন, এটি আমার রবের কালাম।
وجاز تقبيل المصحف، قدمه في الرعاية، وعنه ( أي الإمام أحمد) يستحب؛ لأن عكرمة بن أبي جهل رضي الله عنه كان يفعل ذلك، رواه جماعة منهم الدارمي بإسنادٍ صحيح. قال: كان يضع المصحف على وجهه ويقول: كتاب ربي ..كتاب ربي..انتهى.
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন