আপনার জিজ্ঞাসা/মাসায়েল

সকল মাসায়েল একত্রে দেখুন

১০৬৭৬
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি নিম্নবিত্ত পরিবারের সন্তান ।এবং নিম্নবিত্ত পরিবারেই আমার বিবাহ হয়েছে।এমতাবস্থায় আমি সমাজে প্রচলিত নিয়মানুযায়ী স্বামীর সংসারে কোন যৌতুক বা উপহার দিতে পারিনি এবং উক্ত কারনে আমার শাশুড়ী ও ননদ আমাকে খুব অপমান করে।অথচ আমার স্বামীও আমাকে মোহরানা দেননি।আরো উল্লেখ্য যে আমি সবসময় বিভিন্ন ভাবে তাদেরকে আর্থিক সাহায্য করেছি।তবুও তাদের মন পাইনি।প্রায় তিন বছর আগে আমার একটি ছেলে সন্তান হয়ে মারা গেছে। পরবর্তীতে আমি ঢাকায় এসে আমার স্বামীর সাথে জব করছি।এখন আমার ভরনপোষণ আমি নিজেই বহন করি।এবং বাকি টাকা আমার স্বামী তার নিজের পরিবারে খরচ করে।আমি উনার পরিবারের পাশাপাশি আমার বাবা মাকে সামান্য সাহায্য করলে রাগ করে।সে চাই আমার উপার্জনের পুরোটাই যেন আমি তাদের দিয়ে দেই।এবং এখন আমি উপার্জনক্ষম হওয়ায় তিনি আমাকে সন্তান নিতে দিচ্ছেন না।তিনি চান সম্পূর্ণ স্বচ্ছল না হওয়া পর্যন্ত আমি যেন তাদের আর্থিক সাহায্য করি।অথচ একটা সন্তানের জন্য আমার বুকটা হাহাকার করে।আমি আমার স্বামীকে খুব ভালোবাসি।কিন্তু নিজের উপর এতো জুলুম আর সহ্য করতে পারছিনা।এমতাবস্থায় আমার করণীয় কি জানাবেন প্লিজ।
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতি সাইদুজ্জামান কাসেমি
২৭ নভেম্বর, ২০২১
ঢাকা