আপনার জিজ্ঞাসা/মাসায়েল

সকল মাসায়েল একত্রে দেখুন

১১৩১৬
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম
গত একটা প্রশ্নে জিজ্ঞেস করেছিলাম একজন আপু বিয়ের পর-ও একজন ছেলের সাথে কথা বলতো!!
সে এখন অনুতপ্ত সে তার ভুল বুঝতে পারছে,, যে সে কতবড় গোনাহ করেছে!!
প্রশ্ন:যখন সে কথা বলত তখন কথার এক পর্যায়ে ছেলেটা জিজ্ঞেস করে বিয়ে করবে কি-না বা আসো বিয়ে করি,তখন অনেক বলার পর মেয়েটা শুধু লিখে ❝হুম❞ বলছে।
বিয়ের ক্ষেত্রে নাকি শুধু ছেলে মেয়ের সম্মতি-ই যথেষ্ট এখন কি তাদের বিয়ে হয়ে গেছে..??
আমরা ত জানি প্রথম স্বামী থাকালে সে তালাক বা মৃত্যুবরণ না করলে দ্বিতীয় বিয়ে বৈধ না!!
একটু জানাবেন দয়া করে, জাযাকুমুল্লাহু খইরন
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতী মোহাম্মদ আমীর হোসাইন, মুফতি ও মুহাদ্দীস,
১১ ডিসেম্বর, ২০২১
রায়পুরা
৯৫৯৪
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম,
প্রশ্নটি আমার এক সহকর্মীর. সে সফটওয়্যার ডেভেলপমেন্ট এ কাজ করে. রিসেন্টলি সে একটা চাকুরীর অফার পেয়েছে যেটা একটা ই-কমার্স সাইট ডেভেলপ করতে হবে একটা ইটালিয়ান ফ্যাশন হাউস এর জন্য. ইটালিয়ান ফ্যাশন হাউস তো ওয়েস্টার্ন ড্রেস যেগুলি সাধারণতো অমুসলিমরা পড়ে থাকে এবং অধিকাংশই হয়তো মুসলিমদের দৃষ্টিতে পড়ার মতো পোশাক না. প্রশ্ন হচ্ছে এই রকম একটা ফ্যাশন হাউস এর জন্য কাজ করা ঠিক হবে কিনা ? সে বাংলাদেশ এর একটা কোম্পানির হয়ে কাজ করবে সরাসরি ইটালিয়ান ফ্যাশন হাউস এর বেতনভুক্ত হয়ে কাজ করবে না .
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতী ইসহাক মাহমুদ
১১ ডিসেম্বর, ২০২১
Cooper City, Broward County, FL, United States
১১২৪৯
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
আমি পার্বত্য এলাকায় থাকি,পাহাড়ি এলাকা হওয়া সত্তেও এখানে আল্লাহ'র রহমতে মাদ্রাসা,মসজিদ আছে।আবার মৌসুমে ওয়াজ'ও চলে।
কিন্তু বেশিরভাগ পাহাড়ি মানুষেরা ধর্ম/রিসালাত এগুলো তেমন বুঝে না,তারা কাজ নিয়ে ব্যস্ত থাকে।
আযান,ওয়াজ ইত্যাদি শুনলেও এর মহত্ত্ব বুঝতে অক্ষম।কেনাবেচা করতে আসলেও টাকার হিসাব বুঝে না অনেকেই,অনেক ভীতু থাকে।

এক্ষেত্রে তারা কী শরীয়াতে মুকাল্লাফ এবং আল্লাহ দুনিয়াতে বহু নৃ-গোষ্ঠীর অস্তিত্ব রেখেছেন,আমাদের এলাকার চাকমা-মারমারাও কী তাদের দলভুক্ত হবে?
আল্লাহ এমন মানুষদের কেন সৃষ্টি করেন?

২)বুদ্ধ কী কোনো আধ্যাত্বিক কেউ ছিলেন?তার প্রচারিত ধর্ম কী একেশ্বরবাদী?
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতি সাইদুজ্জামান কাসেমি
১০ ডিসেম্বর, ২০২১
ঢাকা
১১২৩৬
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি রহমান ইবনে আহাম্মদ আমার জন্য এই পস্ন টা খুব ই জরুরি উত্তর টা পেলে খুব ই খুশি হতাম। আলহাদুলিল্লাহ আমি নামাজ রোজা সব প্রায় করি even পুরা চেষ্টা করি সঠিক ভাবে ইসলাম মানার।
যায় হোক পস্নে ফিরে আসি আমার পশ্ন টা হলো আমি আমার পরিবারের সবাই অনক করি নামাজ পড়া কথা বলি এবং চেষ্টা করি সবাই যে ওরা ঠিকঠাক ভাবে থাকে এবং ইসলাম কে মানে কিন্তু তাতেও ওরা করে না মানে যখন বলো ওটা তখন জন্যই বাস তারপর আবার সেই একই রকম হয়ে যায়। তো এতে আমার কিছু হিসাব দিয়া লাগবে এটা নিয়ে খুব ই চিন্তা হয় আমার উত্তর টা পেলে খুব খুশি হতাম
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতি সাইদুজ্জামান কাসেমি
১০ ডিসেম্বর, ২০২১
West Bengal ৭১১৩০৩
১১২২৬
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম,
যদি এমন হয় যে কেউ কাউকে ভালোবেসে ফেলে (দয়া করে এই অংশটুকু হালকা করে নেবেন না, মনের অবস্থা অবশ্যই আল্লাহ ভালো জানেন এবং বোঝেন) এবং হারাম সম্পর্কে না জড়ায় এমনকি তাদের মধ্যে কখনো সাধারন কথাবার্তাও না হয়, অভিভাবকদের সাক্ষাৎ করিয়ে বিয়ের প্রস্তাব পাঠানোর মত অবস্থাও যদি না সম্ভব হয়(একদম সম্ভব না বলেই বলছি), এমতাবস্থায় অন্যকাউকে বিয়ে না করতে চাওয়া কি গুনাহের কাজ হবে? ধারণা করছি যে অন্য কারো জন্য মনে ভালোবাসা পুষে রেখে আর একজনকে বিয়ে করাটা তার সাথে প্রতারণার মত হবে। আল্লাহ ভালো জানেন। প্রশ্ন হচ্ছে এ ক্ষেত্রে বিয়ে না করে আল্লাহ তা'য়ালার কাছে সাহায্য চেয়ে যাওয়া কি উত্তম নয়?
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতি সাইদুজ্জামান কাসেমি
৯ ডিসেম্বর, ২০২১
ঢাকা