প্রশ্নঃ ১১২৬১. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
আমি একজন পুরুষ ডাক্তার।আমি আমার ক্লিনিকের একমাত্র ডাক্তার।আমাকে মূলত আল্ট্রাসনোগ্রাফি করতে হয়।আমার কাছে অধিকাংশই মহিলা(বিশেষত গর্বভতী মহিলা)রোগী আসেন। এক্ষেত্রে কাজের প্রয়োজনে মহিলাদের আওরাহ আমার দেখতে হয়।এমতাবস্থায় আমার গুনাহ হচ্ছে কি না?আমার আয় কি হালাল হচ্ছে?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
সম্মানিত প্রশ্নকারী!
ডাক্তারের জন্য অপরের সতর তখনই দেখার অবকাশ আছে যখন সতর দেখা ছাড়া চিকিৎসা অসম্ভব হয়ে পড়ে। অথবা ওই রোগের চিকিৎসার জন্য সমলিঙ্গের কোনো ডাক্তার পাওয়া না যায়। এই ওজর ছাড়া ডাক্তারের জন্যও অন্যের সতর দেখা জায়েজ নাই।
কিন্তু আপনার বর্ণনায় বুঝা যাচ্ছে বিষয়টি এমন জটিল নয়। বরং সেখানে চাইলে আপনি (যদি নিজেই সত্ত্বাধীকারী হোন) কিংবা কতৃপক্ষ একজন নারী চিকিৎসক বা আপনার সহযোগী নিয়োগ দিতে পারে।
দুঃখের বিষয় হলো, চিকিৎসা সেবায় যারা নিয়োজিত তারা পর্দার বিষয়টিকে অনেক বেশী হালকা করে ফেলেছেন। এবং ঢালাওভাবে চিকিৎসার ক্ষেত্রে পর্দার শৈথিল্যের বিষয়টি সামনে নিয়ে আসেন। অথচ বর্তমানে চিকিৎসা ব্যবস্থায় সমলিঙ্গের চিকিৎসক পাওয়া দুস্কর নয়। আল্লাহ তায়ালা আমাদের পর্দার বিষয়ে সতর্ক ও সচেতন হওয়ার তাওফিক দান করুন। আমিন।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন