আপনার জিজ্ঞাসা/মাসায়েল

সকল মাসায়েল একত্রে দেখুন

১১৫৪৮
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
আমি গত দুইদিন আগে এক জায়গায় পিকনিকে বেড়াতে গিয়ে আমি খুবই অসুস্থ হয়ে পড়ি। আসরের নামাজের সময় আমার বুকে হঠাৎ প্রচুর ব্যথা হাত গুলো অবস হয়ে গিয়েছিলো, পিকনিকের খাবারগুলো খেতে পারি নাই, আমার বন্ধুরা সবাই ভয় পেয়ে গিয়েছিল, সবাই একটা আতংকের মধ্যে ছিলো, প্রায় ৮ ঘন্টার মতো ব্যথা ছিলো নিশ্বাস নিতে কষ্ট হয়েছিলো হাতগুলো বরফের মতো ঠান্ডা হয়ে গিয়েছিলো। কোন কাজ করার শক্তি ছিলোনা, সেদিন আমার আসর, মাগরিব ও এশার নামাজ পড়া হয়নি আমার খুবি আফসোস লাগছিলো নামাজগুলো আমি আদায় করতে পারি নি। এখন আমার কী করণীয় নামাজ গুলোকি কাজা আদায় করবো? প্রায় দুইদিন হয়ে গেলো, আমি এখন পুরো সুস্থ। যদি নামাজগুলো কাজা আদায় করতেই হয় তাহলে এশার নামাজের সময় কী বেতের নামাজও আদায় করতে হবে? দয়া করে আমার প্রশ্নগুলো খুব দ্রুত জানাবেন।
question and answer iconউত্তর দিয়েছেন: মুসলিম বাংলা ফাতওয়া বিভাগ
১৫ ডিসেম্বর, ২০২১
টাঙ্গাইল
১১৩৩৩
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,

সম্মানিত মুফতি সাহেবের কাছে আমার বিনীত আবেদন - এই আরবি অক্ষর গোলায় যদি দয়াকরে যের যবর পেশ বসাইয়া দিতেন তাইলে আমার জীবনকে আমি ধন্য মনে করতাম।

اللّٰهُمَّ إِلَيْكَ أَشْكُو ضَعْفَ قُوَّتِى، وَقِلَّةَ حِيلَتِى وهَوَانى عَلَى النَّاس يَا أَرْحَمَ الرَّاحِمِينَ، أَنْتَ رَبُّ المُسْتَضْعَفِينَ، وأَنْتَ رَبَّى إلَى مَنْ تَكِلَنِى إِلَى بَعِيدٍ يَتَجَهَّمُنِى؟ أوْ إلى عَدوٍّ مَلَّكْتَهُ أَمْرِى، إنْ لَمْ يَكُنْ بِكَ غَضَبٌ عَلَىَّ فَلاَ أُبَالِى، غَيْرَ أَنَّ عَافِيتَكَ هِى أَوْسَعُ لى، أَعُوذُ بِنُورِ وَجْهِكَ الَّذِى أَشْرَقَتْ لَهُ الظُّلُمَاتُ، وَصَلُحَ عَلَيْهِ أَمْرُ الدُّنيا وَالآخِرَةِ أَنْ يَحِلَّ عَلَىَّ غَضَبُكَ أوْ أَنْ يَنْزِلَ بى سَخَطُك، لك العُتبى حَتَّى تَرْضَى وَلاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلا بِكَ
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতি সাইদুজ্জামান কাসেমি
১৪ ডিসেম্বর, ২০২১
ছাতক
১১৫২৩
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হজুর আমি সিলেট থেকে বলছি
১,আমাদের দেশে মেয়েদের নামাজের রুকু ও সেজদাহ ছেলেদের থেকে ভিন্ন অথচ রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি যেরূপ সালাত আদায় করেছি তোমরা ও সেরুপ আদায় করো কিন্তু এখানে মেয়েদের বলা হয় হাত মাটিতে লাগিয়ে সেজদাহ ও রুকু একটু পিটটা ইশারা উচু করে পড়া হয়,অতচ রুকুটা পিট সোজা করে পড়বে এমন ভাবে যাতে একটা পানির গ্লাস রাখলে সেটা পড়ে না যায়
২দোয়ার সময় বলা হয় আল্লাহ ৩৬০আউলিয়া ও তোমার মায়ার বান্দা দের উছিয়ালায় আমাদের দোয়া কবুল করো
৩এখানে ছেলেদের মুরগীর কলিজা, পা,এগুলো খাওয়া নিষেদ
শায়খ যদি আমার এই প্রশ্ন গুলোর উত্তর দেন তাহলে অনেক উপকৃত হবো.আল্লাহ আপনাদের নেক হায়াত দিক সুম্মা আমিন🤲
question and answer iconউত্তর দিয়েছেন: মুসলিম বাংলা ফাতওয়া বিভাগ
১৪ ডিসেম্বর, ২০২১
সিলেট
১১৩৬৭
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামুয়ালাইকুম,প্রিয় শায়েখ,
আমার প্রশ্নটি হচ্ছে, আমার কাছে আমার এক ভাই জানতে চেয়েছেন যে তিনি যেখানে কর্মরত আছেন সেখানে কাজ করার সময় প্রায় তার মালিকের মালামাল নষ্ট করে ফেলেন এবং মালিকের গালাগালি ও তার বেতন থেকে টাকা কাটার ভয়ে সে ওই মালামাল গুলো মালিককে না জানিয়ে ফেলে দেয় আর আরেকটি কথা হচ্ছে তার এক দিনের বেতন ১৫০০ টাকা আর মালিকের
মালামালের দাম ও ১৫০০ টাকা, এখন সে কি করবে তার মালিককে জানিয়ে দিবে যে সে ওই মালামাল গুলো নস্ট করে ফেলেছে নাকি বলবে না এবং তার ওই টাকা তা কি হালাল হচ্ছে? এছাড়াও তার উপর তার পরিবারের দায়িত্ব সে যদি তার বেতন মালিককে দিয়েও দেয় তাহলে তার পরিবারের পক্ষে কস্ট হয়ে যাবে। এখন সে কি করবে? দয়া করে আমার এই লম্বা প্রশ্নটির উত্তর দিবেন। জাযাকাল্লাহ
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতী মোহাম্মদ আমীর হোসাইন, মুফতি ও মুহাদ্দীস,
১৪ ডিসেম্বর, ২০২১
নারায়নগঞ্জ