আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ১১৪৭৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, অমুসলিম তথা, হিন্দুদের দান সদকা মসজিদ, মাদ্রাসায় খরচ করা যাবে কি না?যেমন: কোন হিন্দু মাদ্রাসায় কিছু চাল ডাল ইত্যাদি দিতে চায় অথবা মসজিদে কিছু অনুদান দিতে চায় এমতাবস্থায় তাদের এই অনুদান গ্রহণ করা যাবে কি না ? আর গ্রহণ করলে সেটা ব্যায় করার পদ্ধতি কি হবে?জানালে উপকৃত হব ইনশাআল্লাহ।

১৪ ডিসেম্বর, ২০২১
শিবপুর

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم





অমুসলিম তথা, হিন্দুদের দান সদকা মসজিদ, মাদ্রাসায় খরচের জন্য
কয়েকটি শর্ত সাপেক্ষে নেয়া যাবে। যথা-

১- এরকম দান তাদের বিশ্বাস অনুপাতে পূণ্যের কাজ হতে হবে।

২- পরবর্তীতে অর্থ ফিরিয়ে নেয়ার জন্য চেষ্টা ফিকির করবে না এ নিশ্চয়তা থাকতে হবে।

৩- অর্থদানের পর মসজিদে নিজের কর্তৃত্ব স্থাপনের চেষ্টা না করার নিশ্চয়তা না করতে হবে।

৪- অর্থদানের পর মসজিদটি তার দানের টাকায় বলে মুসলমানদের ঠাট্টা-অপমান করার মানসিকতা না থাকতে হবে।

উল্লেখিত শর্তসাপেক্ষে মসজিদ বা ঈদগাহে অমুসলিমের দানকৃত টাকা বা ওয়াকফকৃত সম্পদ নেয়া জায়েজ আছে।

والله اعلم بالصواب

উত্তর দিয়েছেন:

মুসলিম বাংলা ফাতওয়া বিভাগ
প্রসঙ্গসমূহ:

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন